Tuesday, 9 November 2021
বিয়ানীবাজারে শুটিংয়ে ব্যস্ত ফারহান-সারিকা
চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল বুধবার
দেশে করোনার ওষুধ উৎপাদনের অনুমোদন
Sunday, 7 November 2021
কমলগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামী বন্দুকযুদ্ধে নিহত
মৌলভীবাজারের মিরতিংগা চা বাগানে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত দুই জন কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীমঙ্গল র্যাব-৯ এর ব্যাটালিয়ান কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য জানিয়েছেন।
র্যাবের দাবি, ৭ নভেম্বর রবিবার ভোরে মৌলভীবাজারের মিরতিংগা চা বাগান এলাকায় নিহত দুই জন র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহতদের একজন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা। তিনি বলেন, বন্দুকযুদ্ধে নিহত একজন নাজমুল হত্যার ২ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল মিয়া (৩৫)। তবে নিহত সুধাংশ দত্তের নাম মামলার এজাহারে নেই।
এদিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. জামাল জানান, ভোরে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্প থেকে দুটি লাশ থানায় হস্তান্তর করা হয়।
কমলগঞ্জের চৈত্রঘাটে গত ৩১ অক্টোবর সন্ত্রাসীরা একটি মাইক্রোবাসে এসে প্রকাশ্যে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।
এ ঘটনায় পরদিন নিহত নাজমুল হাসানের বড় ভাই শামসুল হক বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়।
ফুটেজে দেখা যায়, কালো একটি মাইক্রোবাসে আসা ৯ ব্যক্তি নাজমুলকে ধাওয়া করে। এক পর্যায়ে নিজ বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন নাজমুল। তখন নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় ওই ৯ সন্ত্রাসী। সিসিটিভি ক্যামেরাটি নাজমুলের অফিসে লাগানো ছিল।
নাজমুল ফেসবুক লাইভে জানিয়েছিলেন, হামলাকারীদের মধ্যে চার জনকে চিনতে পেরেছেন। তারা হলেন স্থানীয় তোফায়েল, রাসেল, মাসুদ ও তোফাজ্জল। তার দাবি, ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার ঘোষণায় তার ওপর হামলা হয়েছে। তার মৃত্যু হলে খুনিদের যেন সাজা হয় সেই দাবিও জানিয়েছিলেন নাজমুল।
গোলাপগঞ্জ পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানালেন নাহিদ
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতি মশিকুর রহমান মহি'কে অভিনন্দন জানালেন পৌর ছাত্রদল নেতা নাহিদ আহমদ।
উল্লেখ গতকাল শনিবার কাউন্সিলরদের গোপন ভোট ব্যালটের মাধ্যমে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল আহমদ নির্বাচিত হন।
রবিবার পৌর ছাত্রদল নেতা নাহিদ আহমদ এক বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতি মশিকুর রহমান মহি সহ নির্বাচিত সবাইকে শুভেচ্ছা জানান।
একদিন দেশে ফুটবলের গণজাগরণ হবে- সরওয়ার হোসেন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মীরগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে ও ৮নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান উজ্জলের পৃষ্টপোষকতায় একাডেমি কাপ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল৩টায় মীরগঞ্জ শেখপুর স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ফুটবলের প্রতি দেশের মানুষ যে ভালবাসা আজ মীরগঞ্জে এসে প্রমাণিত হলো। ফুটবলকে এভাভে ভালবাসলে একদিন এ দেশে ফুটিবলের গণজাগরণ সৃষ্টি হবে। ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মিশন শুরু করেছেন তা এ মিশন একদিন সফল হবে।
তিনি আর বলেন, গ্রামগঞ্জ থেকে উঠে আসা ফুটবল খেলোয়াড়রাই একদিন জাতীয় দলে খেলবে। আমাদের দেশের ফুটবল দলও একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেনদ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন।
তিনি তার বক্তব্যে বলেন, ফুটবলের প্রতি গোলাপগঞ্জবাসীর ভালবাসায় দেখে আমারঅন ভরে গেছে। দেশে ফুটবলের জাগরণ তৈরীর উদ্দেশ্যে সুমন ফুটবল একাডেমি যে যাত্রা শুরু হয়েছে সকল স্থানে মানুষের ফুটবলের প্রতি ভালবাসা দেখে মনে হচ্ছে এতে আমরা সফল হবো।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ ওয়াদুদ ইমরুল, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মীরগঞ্জ একাডেমির
সাধারণ সম্পাদক রুনু মিয়া, যুবলীগ নেতা এনামুল হক এনাম প্রমুখ।
খেলায় মীরগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে। মীরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে গোল করেন সাগর আহমদ।