Wednesday, 10 November 2021

একসঙ্গে ৪ প্রেমিকা বাড়িতে, পালাতে না পেরে বিষপান যুবকের

একসঙ্গে ৪ প্রেমিকা বাড়িতে, পালাতে না পেরে বিষপান যুবকের


এক কিংবা দুই নয়, একসঙ্গে চারজন মেয়ের সঙ্গে প্রেম করছিলেন যুবক। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রতারিত হওয়ার কথা বুঝতে পেরে ওই যুবকের বাড়িতে একসঙ্গে এসে হাজির হন চার প্রেমিকা। পালানোর রাস্তা না পেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক।

ঘটনাটি ঘটেছে ভারতের কোচবিহারের মাথাভাঙা এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শুভময় কর। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের দাবি, ঘোকসাডাঙ্গা এলাকার দুই যুবতী, ভারথানা এলাকার একজন এবং জোরপাকড়ি এলাকার স্থানীয় এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শুভময়।

তাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই একসঙ্গে চারজনের সাথে প্রেম করছিলেন শুভময়। কিন্তু একপর্যায়ে প্রেমিকারা বিষয়টি বুঝতে পারেন। পরে চারজন একসঙ্গে তার বাড়িতে এসে হাজির হন। চার প্রেমিকাকে একসঙ্গে দেখে হতবাক হয়ে যান শুভময়। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। প্রথমে পালানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। বোঝানোরও চেষ্টা করেন। তাতে কোনো লাভ হয়নি। অবশেষে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ওই যুবক।

পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা শুভময়কে কোচবিহার শহরের বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

স্থানীয় পঞ্চায়েতপ্রধান জানান, সুস্থ হয়ে উঠলে যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

মাথাভাঙ্গা থানার পুলিশ জানায়, এখনও এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: সংবাদ প্রতিদিন, হিন্দুস্তান টাইমস
মোবাইলে ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে নতুন নিয়ম

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে নতুন নিয়ম


মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্ন কোম্পানির ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে। তবে গ্রাহককে ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ কিনতে হবে।ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে। এই নির্দেশিকা আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (৯ নভেম্বর) এক অনুষ্ঠানে ‘মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা’ নিয়ে এক উপস্থাপনায় এসব তথ্য জানায় বিটিআরসি’র সংশ্লিষ্টরা।

বিটিআরসি জানায়, কোনো গ্রাহক তিন দিন মেয়াদের তিন জিবি’র কোনো প্যাকেজ কিনলে তিন দিন শেষ হওয়ার আগেই তাকে তিন জিবি’র প্যাকেজ কিনতে হবে। সেটা ৩, ৭, ১৫ অথবা ৩০ দিন- যেকোনো মেয়াদে হতে পারে। বর্তমানে একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হয়।

মোবাইল অপারেটরদের সর্বোচ্চ তিন ধরনের প্যাকেজ থাকবে। নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ। একটি অপারেটরের নিয়মিত ও গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ মিলিয়ে সর্বোচ্চ সংখ্যা হবে ৮৫। তবে নিয়মিত অথবা গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ সংখ্যা এককভাবে ৫০টির অধিক হতে পারবে না। মোবাইল ফোন অপারেটরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাজের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ ব্যবহার করতে পারবে

প্যাকেজের ভিন্নতা নির্ধারণের ক্ষেত্রে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ মেগাবাইট ডেটা অথবা ১০ মিনিট টকটাইম অথবা উভয়ই।

বিটিআরসি জানিয়েছে, মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির গণশুনানিতে গ্রাহকদের আপত্তির পর গত ১২ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে একটি সভা হয়। পরে আরও বিশ্লেষণের পর ডেটা প্যাকেজ নিয়ে নির্দেশিকাটি তৈরি হয়েছে। এই নির্দেশিকা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।
জেএসসি-জেডিসিতে ‘অটো পাস’

জেএসসি-জেডিসিতে ‘অটো পাস’

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হবে না। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

মঙ্গলবার (৯ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে এর ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেওয়া হবে।

এজন্য আগামী ৬ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতিতে চলতি বছরের (২০২১) সমাপনী পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গোলাপগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

গোলাপগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ইকরাম ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।  

মঙ্গলবার দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিদ্যালয়টির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে।
 
সরেজমিন গিয়ে ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এক কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে রফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য সরকারি ভাবে গত বছরের ৭ অক্টোবর টেন্ডার গ্রহণ করে ইকরাম ট্রেডার্স নামে একটি টিকাদারী প্রতিষ্ঠান। এরপর গত বছরের ৯ ডিসেম্বর অত্র বিদ্যালয়ের সাথে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করবে বলে একটি চুক্তি পত্র সম্পাদন করে টিকাদারী প্রতিষ্ঠানটি। চুক্তিপত্র স্বাক্ষর হওয়ার পর সাইড ম্যানেজার হিসেবে মো.সাজ্জাদুল ইসলাম নামে একজন নিযুক্ত করা হয়। এরপর বিদ্যালয়ের কাজ শুরু করার জন্য নির্মাণ কাজের জন্য ব্যবহৃত মালামাল আসতে শুরু হয়। মালের গুণগত মান ভাল না হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজন বিভিন্ন ভাবে কাজের উপর আপত্তি প্রদান করেন। 

তখন সাইড ম্যানেজার আপত্তি গুলো এড়িয়ে যান। তার পরবর্তীতে চলতি বছরের ২০ সেপ্টেম্বর সাইড ম্যানেজার হিসেবে রাজিব আহমদ নামে একজনকে নিযুক্ত করা হয়। তখন তিনি লোড পরীক্ষার জন্য আসেন। লোড টেস্ট ৭০/৭২ টন হওয়ার কথা থাকলেও তিনি ৪৫ টন দিয়ে কাজ ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী সেখানে পরিদর্শনে যান। এরপর তারা কি ভাবে বিষয়টি সমাধান করেন সে বিষয়ে কিছু জানা যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

এছাড়াও চলতি বছরের গত ৩ অক্টোবর ফাহিম আহমদ নামে আরও একজনকে সাইড ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়। তিনি নিযুক্ত হওয়ার পর দিনের বেলা একধরনের কাজ করেন, রাতের আধারে আরেক ধরণের কাজ করেন বলে এলাকাবাসী অনেকে অভিযোগ করেন। রাতের আধারে কাজ করতে গিয়ে তিনি জনগনের রোষানলেও পড়েছিলেন বলেও জানা যায়। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ-সভাপতি ছকিব আলী জানান, বিদ্যালয়টির ভবণ নির্মাণের কাজে নিম্ন মানের ইট ও মাটি মিশ্রিত বালুর দিয়ে বেইসের কাজ করা হচ্ছে। বেইস যদি শক্তিশালী না হয় তাহলে বিদ্যালয়টির ভবণ ঝুকিপূর্ণ হয়ে পড়বে।

বিদ্যালয়ের ভূমি দাতা আবুল হোসেন জানান,  ভবণ নির্মাণে বিভিন্ন অনিয়মের ব্যাপারে আমি ও  বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত কুমার পাল কথা বলার কারণে আমাদের ধমিয়ে রাখতে ওই ঠিকাদার নির্মাণ শ্রমিক দিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মিথ্যা চাঁদাবাজির অভিযোগও করেছেন। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিদ্যালয়ের ভবণ নির্মাণের অনিয়মগুলো সরেজমিন পরিদর্শন করে দেখেন।

এদিকে অনিয়মের ব্যাপারে ইকরাম ট্রেডার্সের পরিচালক ইকরাম আহমদ মুঠোফোনে জানান, 'কাজ শুরু হওয়ার পর থেকে আমি এখনো সেখানে যাইনি। অভিযোগ পেয়েছি, সিসি ডালাইয়ে কংক্রিটের সাথে পাথর দেওয়া হচ্ছে। কংক্রিটের সাথে মাটি ও দেয়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। তবে তাদের সব কথা সঠিক বলা যাচ্ছে না। 

তিনি বলেন, লোড টেস্টের ব্যাপারে আমার এত ধারণা নেই। এটা পরীক্ষার রিপোর্ট বুয়েটের এরা সঠিক ভাবে বলতে পারবে। আর সেখানে রাজিব নামে কোন সাইড ম্যানেজার ছিল বলে আমার জানা নেই। 

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম বলেন, 'একটি লিখিত অভিযোগ পেয়েছি, সরেজমিনে গিয়ে বিষয়টি আমি দেখবো।'

Tuesday, 9 November 2021

আসছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ

আসছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ



১৯ নভেম্বর কয়েক ঘণ্টার জন্য চাঁদ এবং সূর্যের মাঝামাঝি থাকবে পৃথিবী। এতে সূর্যের আলোর প্রভাবে পৃথিবীর ছায়া পড়বে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের প্রায় পুরোটা ঢাকা পড়বে।
 
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে চাঁদের দৃশ্যমান অংশের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে।

শতভাগ ঢাকা না পড়ায় এটাকে আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ। আর শেষ দিকে পিনামব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও।
 
চাঁদের অবস্থান দিগন্তরেখার ওপরে থাকলেই কেবল চন্দ্রগ্রহণ দেখা সম্ভব। সে দিক থেকে এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দৃশ্যমান হবে এবারের গ্রহণ।

টাইম অ্যান্ড ডেট ডটকমের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকে ১৯ নভেম্বর পিনামব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে। গ্রহণের এ পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় থাকে চাঁদ। আর মূল গ্রহণের মতো অতটা চমকপ্রদও নয়। তবু ঢাকাবাসী ১৯ নভেম্বর বিকেল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত চাঁদে নজর রাখতে পারেন। সারা দেশ থেকেও এই সময়ের আশপাশেই দেখা যাওয়ার কথা।

নাসা বলছে, এবারের চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড, যা ২০০১ সাল থেকে শুরু করে ২১০০ সালের মধ্যে যেকোনো চন্দ্রগ্রহণের চেয়ে দীর্ঘতম। চলতি শতকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে।

সচরাচর সূর্যের আলো চন্দ্রপৃষ্ঠে প্রতিফলিত হয় বলে আমরা চাঁদ দেখতে পাই। তবে চন্দ্রগ্রহণের সময় চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় আসে। পৃথিবী সূর্যের আলো চাঁদে পৌঁছাতে বাধা দিলে তখন দেখতে মনে হয় কে যেন চাঁদের অংশবিশেষ খেয়ে ফেলেছে।
 
পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের পুরোটা পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে। এবারের চন্দ্রগ্রহণ যদিও আংশিক, তবু পূর্ণ চন্দ্রগ্রহণের মতোই দেখানোর কথা।
 
পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে।
এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড


সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে করা ঋণ জালিয়াতি মামলায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে ২ ধারায় সাবেক প্রধান বিচারপতিকে ১১ বছরের কারাদণ্ড ও মামলার বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এর আগে এ মামলার সাত আসামির উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক।
এবার মোবাইল ডাটা ছাড়াই চলবে মেসেঞ্জার

এবার মোবাইল ডাটা ছাড়াই চলবে মেসেঞ্জার


মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো।

এজন্য শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে। একই সাথে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকাও প্রকাশ করবে বিটিআরসি।

আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন।