Friday, 12 November 2021

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা


সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী রোববার (১৪ নভেম্বর) শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট নির্দেশনা সম্বলিত পরিপত্র প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কেউ নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবেন।

পরিপত্র বলা হয়, কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার)-এর উপস্থিতি ব্যতীত প্রশ্ন বের করা যাবে না কিংবা বহন করা যাবে না।

ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনি প্রশ্নসহ রচনামূলক/সৃজনশীলের সকল প্রশ্ন সেটই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও সই বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লিখিত নির্ধারিত সময় দিতে হবে।

পরীক্ষাকেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা একাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। এজন্য পরীক্ষার্থীর সঙ্গে একজনের বেশি অভিভাবক আসতে পারবেন না। তাছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে গত ৫ সেপ্টেম্বর জারি করা গাইড লাইনের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

পরিপত্রের আদেশ বাস্তবায়নে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিল সৌদি

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিল সৌদি



সৌদি আরবে অবশেষে বিদেশিদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে। দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশটি। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে সেখানকার সরকার। আইনে বলা হয়েছে, কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এসংক্রান্ত রাজকীয় আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন।

সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজপ্রাসাদ। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন।

সূত্র: আরব নিউজ।
ইউপি নির্বাচনঃ বিয়ানীবাজারের ১০ ইউপির দায়িত্বে পাঁচজন রিটার্নিং অফিসার

ইউপি নির্বাচনঃ বিয়ানীবাজারের ১০ ইউপির দায়িত্বে পাঁচজন রিটার্নিং অফিসার


বিয়ানীবাজার সংবাদদাতাঃ বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৩শে ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। সুষ্টু নির্বাচন আয়োজনের লক্ষে এখানকার ইউনিয়নগুলোতে ৫জন রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
 
উপজেলার মাথিউরা ও মুল্লাপুর ইউনিয়নে স্থানীয় নির্বাচন অফিসার সৈয়দ মো. কামাল হোসেন, দুবাগ ও শেওলা ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন, কুড়ারবাজার ও মুড়িয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, আলীনগর ও চারখাই ইউনিয়নে উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া এবং তিলপাড়া ও লাউতা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমানকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লেখিত ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীতা করতে ইচ্ছুক প্রার্থীগণ স্ব স্ব ইউনিয়নের নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আগামী ১১ থেকে ২৫ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রার্থীতার মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে এবং ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। আপিল দায়েরের জন্য ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। আর ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্টিত হবে।
২ ধাপের ইউপি নির্বাচনঃ সিলেট জেলায় বিজয়ী যারা

২ ধাপের ইউপি নির্বাচনঃ সিলেট জেলায় বিজয়ী যারা


কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো সিলেট জেলার দ্বিতীয় ধাপের নির্বাচন।এই ধাপে অনুষ্ঠিত হয়েছে মোট ১৫ টি ইউনিয়নের নির্বাচন।

এর মধ্যে রয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার ৫টি ,বালাগঞ্জের ৬টি ও সদর উপজেলার ৪ টি।

এসব ইউনিয়নে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে যারা জয়লাভ করেছেন তারা হলেন,সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা রফিকুজ্জামান,জালালাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মো: উবায়দুল্লাহ ইসহাক,মোগলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের মো: হিরণ মিয়া, এবং কান্দিগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মনাফ।

কোম্পানীগঞ্জে ইসলামপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন আলম ও তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল অদুদ আলফু, ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে আওয়ামীলীগের ফয়জুর রহমান মাস্টার ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে আওয়ামীলীগের ইকবাল হোসেন ইমাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবং বালাগঞ্জ উপজেলার, সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুনিম,পূর্ব গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম মুজিবুর রহমান।পশ্চিম

গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান বোয়ালজুড় ইউনিয়নে আওয়ামীলীগের আনহার মিয়া বিজয়ী হয়েছেন। দেওয়ানবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম বিজয়ী হয়েছেন।পূর্ব পৈলনপুর ইউনিয়নে আওয়ামীলীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সিলেটের ১৫ ইউনিয়নে সর্বমোট ১৪৩ টি কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪৭ হাজার ২৫৪ জন ।এবং চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৬৮ জন।
নবীগন্জে এফআইভিডিবি- ইরি- এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন

নবীগন্জে এফআইভিডিবি- ইরি- এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন


আন্তর্জাতিক ধান গবেষনা ইন্সটিটিউট(ইরি)এর তত্বাবধানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে ইরি-এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

বিল এন্ড মেলেন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এফআইভিডিবি’র সহযোগিতায় ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার পিটুয়া গ্রামের কৃষক সুন্দর চৌধুরীর জমিতে  শস্য কর্তন করা হয়। এই প্রদর্শনীতে ৬ প্রকার (ব্রি ধান-৮০, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯৩, ব্রি ধান-৯৪, ব্রি ধান-৯৫ ও ব্রি ধান৪৯) জাতের ধানের চাষ করা হয়। কৃষক সুন্দর চৌধুরী ব্রি ধান৮০, ব্রি ধান৮৭ ও ব্রি ধান৯৫ জাত ৩ টি বেশি পছন্দ করেছে।

আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি)’র বাস্তবায়নাধীন নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাকসুদুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি)এর সিনিয়র স্পেশালিষ্ট, (এগ্রিকালচারাল রিসার্স এন্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আশরাফুল হাবিব।

উপস্থিত ছিলেন ইরি’র রিচার্জ টেকনিশিয়ান মোঃ আহাদাত হোসেন, আউশকান্দি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ আহমদ, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল  ইসলাম, কৃষক সুন্দর চৌধুরী, সেলিম চৌধুরী, রাহেল চৌধুরী, মোঃ রেজওয়ান আলী, বিশিষ্ট মুরব্বী হাজী মোজেফর মিয়া, মোঃ সোহেল চৌধুরী, অলি আহমদ চৌধুরী, রাসেল চৌধুরী ও মোঃ আব্দুল আলী সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি) এই এলাকার জন্য উপযোগী আধুনিক উচ্চ ফলনশীল(উফসি) জাতের ধান কৃষকের চাহিদা অনুযায়ী নির্বাচনের জন্য উপরোক্ত ৬টি জাত দ্বারা অত্র প্রকল্পের মাধ্যমে  কৃষকের জমিতে হেড টু হেড প্রদর্শনী স্থাপন করেন।

Wednesday, 10 November 2021

আগামীকাল ৮৩৬ ইউপি নির্বাচনঃ বিনা ভোটে নির্বাচিত ৮১ চেয়ারম্যান

আগামীকাল ৮৩৬ ইউপি নির্বাচনঃ বিনা ভোটে নির্বাচিত ৮১ চেয়ারম্যান


দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন ৮১ জন চেয়ারম্যান। দেশের ১৮টি জেলার ২৮টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ চেয়ারম্যানদের সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে বৃহস্পতিবার (১১ নভেম্বর) কোনো ভোট গ্রহণ হচ্ছে না।

এই ৮১ জন চেয়ারম্যানের মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৫ জন, ভোলার দৌলতখানে একজন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একজন, নারায়ণগঞ্জ সদরে দুইজন, রূপগঞ্জে তিনজন, শেরপুর সদরে তিনজন, টাঙ্গাইলের ধনবাড়ীতে তিনজন, জামালপুর সদরে পাঁচজন, কিশোরগঞ্জের বাজিতপুরে তিনজন, কুমিল্লার লাকসামে পাঁচজন, তিতাসে একজন, মেঘনায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।

একইভাবে চাঁদপুর সদরে দুজন, ফেনীর ফুলগাজীতে তিনজন, লক্ষ্মীপুরের কমলনগরে একজন, মাদারীপুরের কালকিনিতে একজন, শরীয়তপুর সদরে তিনজন, খুলনা সদরে একজন, মাগুরা সদরে তিনজন, যশোরের চৌগাছায় দুইজন, বাগেরহাট সদরে তিনজন, মোল্লাহাটে একজন, জয়পুরহাটের আক্কেলপুরে একজন, সিরাজগঞ্জ সদরে তিনজন, রায়গঞ্জে তিনজন, চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচজন, মিরসরাইয়ে ১৩ জন এবং ফটিকছড়ি উপজেলায় তিনজন বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

এ ব্যাপারে ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, আগামীকাল ৮৪৬ ইউপিতে নির্বাচনের কথা থাকলেও নির্বাচন হচ্ছে ৮৩৬টিতে। এ ছাড়া কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পাঁচটি ইউনিয়নে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলায়ও কোনো ভোট নেওয়া হচ্ছে না।
৪র্থ ধাপে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ দেশের ৮৪০ ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

৪র্থ ধাপে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ দেশের ৮৪০ ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর


আগামী ২৩ ডিসেম্বর দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে চতুর্থ ধাপে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ৮৯তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ তফসিল ঘোষণা করেন। একই তফসিলে তিনটি পৌরসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

তফসিল অনুযায়ী চতুর্থধাপে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষীপাশা, বুধবারীবাজার, ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা, শরীফগঞ্জ ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া, লাওতা ইউনিয়ন।

এছাড়া সিলেট বিভাগের যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছেঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর, উত্তরভাগ, মুনশীবাজার, পাঁচগাঁও, রাজনগর, টেংরা, কামারচাক, মনসুরনগর ইউনিয়ন ও মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপারকাবাগলা, আখাইলকুড়া, একাটুনা, চাদনীঘাঁট, কনকপুর, আমতৈল, নাসিরাবাদ, মুস্তফাপুর, গিয়াসনগর ইউনিয়ন।

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি, মুড়িয়াউখ, বামৈ, করাব, বুল্লা (ইভিএম) ইউনিয়ন ও বানিয়াচং উপজেলার বানিয়াচং উ.পূ, বানিয়াচং উ.প, বানিয়াচং দ.পূ, দৌলতপুর, খাগাপাশা, বড়ইউড়ি, খাগাউড়া, পুকড়া, সুবিদপুর, মকরমপুর, সুজাতপুর, মন্দরি, মুরাদপুর পৈলারকন্দি ইউনিয়ন।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলাউড়া হলদিপুর, রাণীগঞ্জ, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি, পাইলগাঁও, পাটলি ইউনিয়ন ও দিরাই উপজেলার রফিনগর, ভাটিপাড়া, রাজানগর, চরনারচর, দিরাই সরমঙ্গল, করিমপুর, জগদল, তাড়ল, কুলঞ্জ ইউনিয়ন ও বিশ্বম্বরপুর উপজেলার ফতেহপুর, বাধাঘাট দক্ষিণ, পলাশ, ধনপুর ও সলুকাবাদ ইউনিয়ন।