Wednesday, 19 January 2022

দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসতে দেবে বাংলাদেশ

দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসতে দেবে বাংলাদেশ



আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসতে দেবে বাংলাদেশ- বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের অবাধ ও মুক্ত প্রকৃতির কথা তুলে ধরেন। নির্বাচনগুলোতে প্রচুর উপস্থিতির কথা মার্কিন রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য বাংলাদেশের দরজা খোলা থাকবে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের সঙ্গে মার্কিন সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণ ব্যবস্থাসহ দুই দেশের মানবাধিকার ক্ষেত্রে সম্পর্ক বাড়ানো নিয়েও আলোচনা হয়। 

এতে আরও জানানো হয়, বৈঠকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাঁধ সংস্কার ও নির্মাণে মার্কিন সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অগ্রাধিকার খাতগুলোর বড় অবকাঠামোর প্রকল্পগুলোতে মার্কিন অংশগ্রহণের জন্য আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে রোহিঙ্গা নিয়ে মার্কিন সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত জানান- রোহিঙ্গা ইস্যুতে মার্কিন সহায়তা শুধু মানবিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক দিক থেকেও মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে। এ ছাড়া মানবাধিকার ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। 

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত।
করোনা ঊর্ধ্বমুখীঃ ১সপ্তাহের ব্যবধানে সিলেট ইয়েলো জোনে

করোনা ঊর্ধ্বমুখীঃ ১সপ্তাহের ব্যবধানে সিলেট ইয়েলো জোনে


করোনাভাইরাসের কম ঝুঁকির তালিকা বা গ্রিন জোনে ছিল সিলেট। কিন্তু ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে এবার সিলেটকে মধ্যম ঝুঁকির তালিকা বা ইয়েলো জোনে রাখা হয়েছে।

গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে আজ বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর গত ১২ জানুয়ারি দেশের সকল জেলাগুলোকে জোনভিত্তিক ঝুঁকির তালিকায় নিয়ে আসে। সেখানে সিলেট বিভাগের চারটি জেলাই ছিল গ্রিন জোনে।

কিন্তু গত কিছুদিন ধরেই সিলেটজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। এর প্রেক্ষিতে গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে সিলেট ও মৌলভীবাজার জেলাকে গ্রিন জোনে সরিয়ে ইয়েলো জোনে রাখা হয়েছে।

ইয়েলো জোন বা হলুদ জোনের অর্থ হচ্ছে, এ জোনে থাকা জেলাগুলোয় করোনার সংক্রমণের হার ৫ ভাগের উপরে। এসব জেলায় করোনার সংক্রমণ বাড়ছে, এজন্য সতর্কতা জরুরি।

স্বাস্থ্য অধিদফতর ঢাকা, রাঙ্গামাটি, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, চট্টগ্রাম, লালমনরিহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড় জেলাকে করোনার রেড জোনে রেখেছে।

এ ছাড়া সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁও আছে ইয়েলো জোনে।

গ্রিন জোনে থাকা জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, রাজবাড়ী, ভোলা, নেত্রকোনা, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, চুয়াডাঙ্গা, নীলফামারী ও মেহেরপুর।

Tuesday, 18 January 2022

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই খুন

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই খুন



যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মায়ের সঙ্গে ঝ.গড়া করায় প্রবাসী বাংলাদেশি বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে মাদকাসক্ত ছোটভাই। শুক্রবার দুপুর সোয়া ২টায় নিউইয়র্ক সিটির এলমহার্স্টের ৭৪ স্ট্রিট ও ৪৫ এভেন্যুর এপার্টমেন্টে এ মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে। ২৪ বছর বয়েসী বড় ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে গলা ও ঘাড় থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

এসময় গুরুতর আহত শন সরকারকে (২১) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে শন সরকারের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দুই ভাইয়ের তর্ক যখন হিংসাত্মক হয়ে ওঠে তখন তাদের মা সমাধানের চেষ্টা চালান।

আবাসিক ব্লকের অ্যাপার্টমেন্ট থেকে ডাক্তাররা মারাত্মকভাবে আহত ভাইকে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী অস্তা ভারতী দেখেছিলেন। ২২ বছর বয়সী ভারতী বলেন, তারা তাকে অচেতন অবস্থায় নিয়ে যাচ্ছিলেন। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তারা তাকে সিপিআর দিচ্ছিল, কিন্তু যখন তারা তাকে অ্যাম্বুলেন্সে রাখল তখন সে নড়াচড়া বা কিছুই করছিল না।

জানা যায়, সিরাজগঞ্জ জেলা সদরের সন্তান আব্দুস সালাম সরকার ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু গ্রিনকার্ড পাননি এখন পর্যন্ত। স্ত্রী এবং নিউইয়র্কে জন্মগ্রহণকারী ৩ পুত্র নিয়ে ৪৪-১৫, ৭৪ স্ট্রিটে অবস্থিত এপার্টমেন্টে বাস করেন আব্দুস সালাম (৬৭)।

প্রতিবেশীরা জানান, সালামের মেজো ছেলে শন সরকার হাইস্কুল পাশ করতে না পেরে মাদকাসক্ত হয়ে পড়ে। মাঝেমধ্যেই শন মাতাল হয়ে বাসায় ফিরে মা-কে অকথ্য ভাষায় গালাগালি ছাড়াও মারধর করত। গত ৭ জানুয়ারি শুক্রবার বেলা ২টা ২০ মিনিটে শন সরকারের বখে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন জ্যেষ্ঠ পুত্র।

তা দেখে শন সরকার এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে ছু.রি এনে শন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন বড়ভাই। মারাত্মকভাবে আহত হয় শন। খবর পেয়ে অ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে শনকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বড়ভাইকে গ্রেফতার করেছে।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক উজ্জল

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক উজ্জল



নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির কাউন্সিলে সরাসরি ভোটে নোমান উদ্দিন মুরাদ সভাপতি, হেলালুজ্জামান হেলাল সিনিয়র সহ-সভাপতি, মনিরুজ্জামান উজ্জল সাধারণ সম্পাদক, আমিন উদ্দিন আহমদ ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী আব্দুল জলিল সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

কাউন্সিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

তিনি তার বক্তব্যে বলেন, সিলেট জেলা বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কাজ করে যাচ্ছে। করোনা মহামারীর এই কঠিন সময়েও আমাদের দল পূণর্গঠন কার্যক্রম চলমান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে কাউন্সিলের আয়োজন করা হয়েছে।
 
এর ফলে তৃনমূল নেতাকর্মীরাই তাদের নেতা নির্বাচন করছে। দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপির কাউন্সিল আয়োজনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী ফ্যাসিবাদী শাসনকে রুখে দেয়া সম্ভব হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: আব্দুল গফুরের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলার সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, সাবেক ছাত্রদল নেতা কুহিনুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, দেওয়ান মজিদ রাজা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ উস সামাদ চৌধুরী, রায়হান আহমদ ও আলী আহমদ আলম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, বিএনপি নেতা শিপু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ ও সুহেদুল ইসলাম সুহেদ প্রমুখ।
বস্তা বাঁধার সুতার সূত্র ধরে শিমু হত্যার রহস্য উদ্ঘাটন

বস্তা বাঁধার সুতার সূত্র ধরে শিমু হত্যার রহস্য উদ্ঘাটন



অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধারের সময় বস্তা দুটি প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করা ছিল। সেই সুতার সূত্র ধরেই তার 'খুনিদের' শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
মরদেহ উদ্ধারের পর শিমুর বাসায় গিয়ে একটি গাড়ি দেখতে পায় পুলিশ। সেটিতে প্লাস্টিকের এক ধরনের সুতা দেখতে পায় তারা। যা কিনা মরদেহের বস্তায়ও সেলাই করা ছিল। মিলিয়ে দেখা যায়, সুতা দুটি একই রকমের।

এরপরই শিমুর স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও তার বাল্যবন্ধু এসএম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে জিজ্ঞাসাবাদে আনে পুলিশ। এবং পরে সাক্ষ্যপ্রমাণ ও প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সমকালকে বলেন, মরদেহ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তির সাহায্যে নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে অভিনেত্রী শিমুর গ্রিনরোডের বাসা যায় পুলিশ।

তিনি বলেন, মরদেহ গুম করতে দুটো বস্তা যে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করা হয়েছিল, সেই সুতারই হুবহু এক বান্ডিল শিমুর স্বামী নোবেলের গাড়িতে পাওয়া যায়। এছাড়া গাড়িটি ধোয়া ছিল এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো ছিল। এতেই সন্দেহ হয়।

পরে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নোবেলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যার কথা স্বীকার করেন, যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।



জানা গেছে, নোবেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, শিমুকে গলা টিপে হত্যার পর ফরহাদকে ফোনে ডেকে আনেন। পরে দুইজনে পরিকল্পনা করে বাইরে থেকে বস্তা আনেন। শিমুর মরদেহ লম্বালম্বিভাবে দুটি পাটের বস্তায় ভরে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করেন। এরপর বাড়ির দারোয়ানকে নাস্তা আনতে বাইরে পাঠিয়ে নিজের ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে করে মরদেহ নিয়ে বেরিয়ে যান নোবেল।

গ্রেপ্তার ফরহাদ জানিয়েছেন, প্রথমে তারা গাড়িটি নিয়ে মিরপুরের দিকে গিয়েছিলেন। কিন্তু সেখানে মরদেহ ফেলার উপযুক্ত পরিবেশ না পেয়ে তারা আবার বাসায় ফেরেন। রোববার সন্ধ্যায় আবার তারা লাশ গুম করতে মোহাম্মদপুর ও বছিলা ব্রিজ এলাকায় ঘুরতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের আলীপুর ব্রিজের কাছে গিয়ে সুযোগ বুঝে বস্তাটি ফেলে দেন তারা।
শিমুকে হত্যার দায় স্বীকার স্বামী নোবেলের

শিমুকে হত্যার দায় স্বীকার স্বামী নোবেলের


 

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী (৩৫) মরদেহ উদ্ধারের ঘটনায় সোমবার রাতে স্বামী নোবেলসহ ২ জনকে আটক করে পুলিশ। এসময় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নায়িকা শিমুকে হত্যার দায় স্বীকার করেছেন স্বামী সাখাওয়াত আলীম নোবেল।


এর আগে সোমবার কেরানীগঞ্জের আলীপুর ব্রিজের ঝোপ থেকে উদ্ধার করা হয় চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ। সেদিন সকাল থেকেই নিখোঁজ ছিলেন শিমু। লাশটি বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও বস্তাবন্দি করে লাশ ফেলে দেয়ার ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় শিমুর ভাই বাদী হয়ে একটি মামলাও করেছেন। শিমুর বড় ভাই শহীদুল ইসলাম খোকন বলেন, শিমু ও তার স্বামীর মাঝে প্রায়ই ঝগড়া হতো। সেই ঝগড়ার সূত্র ধরেই হয়তো তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, লাশটি টুকরা করে দুটি বস্তায় ভরে ফেলে রাখা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। নিহত শিমুর গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Monday, 17 January 2022

আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে শাবিপ্রবি প্রশাসন

আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে শাবিপ্রবি প্রশাসন



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় আহতদের চিকিৎসা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ জানুয়ারি) ক্যাম্পাসের ভেতরে সংঘটিত দুঃখজনক ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে চিকিৎসাজনিত যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

এর আগে গতকাল রোববার বিকেলে উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এমন ঘোষণার পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিনটি গ্রুপ তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে প্রথমে বঙ্গবন্ধু হলের সামনে ও পরে ক্যাম্পাসে বিক্ষোভ করে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানান।

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিষয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ তার বাসভবনে রাত সাড়ে ৮টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের কাল সোমবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রোববার (১৬ জানুয়ারি) চতুর্থ দিনের মতো আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তবে বিকেলের পর থেকে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রধান রাস্তা ‘কিলো সড়ক’ অবরোধ করে স্লোগান দিতে থাকেন। প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ চেয়ে প্ল্যাকার্ড হাতে অনেক ছাত্রী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক শ’ শিক্ষার্থী এ আন্দোলনে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন।