Monday, 24 January 2022

আন্দোলনকারীদের ফান্ড সংগ্রহের ৬টি অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ

আন্দোলনকারীদের ফান্ড সংগ্রহের ৬টি অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের খাবার ও আনুষঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা করেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ ও রকেটের মোট ৬টি অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ প্রেরণ করে থাকেন তারা।

তবে সোমবার থেকে এ অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার আন্দোলনকারীদের ফেসবুক পেজ থেকেও এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়- সবার অবগতির জন্য জানাচ্ছি, আন্দোলনকারীদের খাবার ও চিকিৎসার জন্য যে যেসব ভাই-আপুরা অর্থ সহায়তা পাঠাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে এসব অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাবেন না।

আন্দোলনকারীরা জানান, আন্দোলনকারীদের খাবারসহ কিছু আনুষঙ্গিক খরচের জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা আর্থিক সহযোগিতা প্রদান করেন। ইস্টার্ন ব্যাংকের একটি অ্যাকাউন্ট, তিনটি বিকাশ অ্যাকাউন্ট, একটি রকেট ও একটি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ সহায়তা আসছে।

আন্দোলনকারী দুজন শিক্ষার্থী যুগান্তরকে জানান, প্রতিদিন অ্যাকাউন্টগুলোতে লাখ দুয়েক টাকার মতো আসত। তবে আজ থেকে অ্যাকাউন্টগুলোতে আমরা কোনো লেনদেন করতে পারছি না। ব্যাংক অ্যাকাউন্টসহ সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট বন্ধ করার ব্যাপারে আমাদের কিছু জানানোও হয়নি। আমরা স্থানীয়ভাবে বিকাশ অফিসে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাইনি।

সাবেক শিক্ষার্থীদের প্রদত্ত অর্থ দিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার শিক্ষার্থীর খাবারসহ আন্দোলনের সব খরচ সংকুলান করা হতো।

এ ব্যাপারে বিকাশের সিলেটের ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন যুগান্তরকে বলেন, অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকাশে লেনদেনের কিছু নিয়ম আছে। ব্যক্তিগত অ্যাকাউন্টে দিনে ৫ বারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রেরণ ও  উত্তোলন করা যায়। একইভাবে ৩০ হাজার গ্রহণ করা যায়। এর বেশি লেনদেন বা কোনো কাস্টমার অভিযোগ করলে অ্যাকাউন্ট ব্লক করা হয়। আর এজেন্ট অ্যাকাউন্টের কোনো লিমিট নাই। মার্চেন্ট অ্যাকাউন্টে ব্যবসার ধরন বুঝে লিমিট নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়া সরকার চাইলেও বন্ধ করে দিতে পারে বলে জানান তিনি।

শাবির আন্দোলনকারীদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ব্যাপারে কিছু জানেন না জানিয়ে বিকাশের বিভাগীয় বিপণন কর্মকর্তা এহসান আহমদ যুগান্তরকে বলেন, এ রকম কিছু আমার জানা নেই। তবে কোনো নাম্বারের লেনদের ব্যাপারে কেউ অভিযোগ করলে আমরা কিছুক্ষণের জন্য ওই নাম্বারটি বন্ধ রাখি। তবে শাবির কারো নাম্বার বন্ধ রাখা হয়েছে কিনা আমার জানা নেই।

Friday, 21 January 2022

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন ও ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন ও ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত


আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ২টায় অতিথিবৃন্দ ফিতা কেটে এ সেন্টারের উদ্বোধন করেন।


এর আগে সকাল ১০টা থেকে এ সেন্টারের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তারগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন আহমদের পিতা করামত আলীর সভাপতিত্বে এবং সাবেক সেনা সদস্য নুনু মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

যুব সংগঠক জহিরুল ইসলামের কোরআন তেলাওয়াত এবং উত্তর বাদেপাশা ইউপির ২নং ওয়ার্ডের সদস্য এনামুল কবিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিলপাড়া ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য ফাইদুল ইসলাম, বুধবারীবাজার ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন, এবাদুল হক, অনিরাজ রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী নিয়াজ মাহবুব, কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দিপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী নিয়ামত আলী, মনিয়া মাস্টার, ফ্রান্স প্রবাসী মাহমুদুর রহমান মাছুম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সরিফুল ইসলাম প্রমুখ।


এসময় বক্তারা মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সাফল্য কামনা করেন এবং আছিরগঞ্জ বাজারে এ সেবা নিয়ে আসার জন্য এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহের ৭দিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসাসেবা প্রদান করবেন। এর মধ্যে উদ্বোধনী দিনে ফ্রি ক্যাম্পিংয়ে অংশ নিয়ে চিকিৎসাসেবা প্রদান করেছেন ইবনে সিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলম, মেডিসিন, বাত, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা বেগম, নাক, কান, গলা বিভাগের ডাঃ আজহারুল ইসলাম রানা, গাইনি ও অবস বিভাগের ফাতিমা তুজ ঝাহরা, মেডিসিন, শিশু ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাঃ মোঃ মঈনুল আম্বিয়া, চর্ম, যৌন ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ হোসেন সারোয়ার নিশাদ, হৃদরোগ, চর্ম ও ডায়াবেটিস অভিজ্ঞ ডাঃ দেলোয়ার হোসেন।

উল্লেখিত ডাক্তারগন-সহ সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আখতার উজ জামান সপ্তাহের ৭ দিন এ সেন্টারে নির্ধারিত দিনে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করবেন।

এছাড়াও এখানে যেসব সেবা পাওয়া যাবেঃ

১। ইমারজেন্সি সেবা, সপ্তাহে ৭ দিন। 
২। ডক্টর চেম্বার নিয়মিত। 
৩। আল্ট্রাসনোগ্রাফী । 
৪। ই,সি,জি। 
৫। সকল ধরনের প্রস্রাব  পরীক্ষা। 
৬। সকল ধরনের ব্লাড পরীক্ষা।(জন্ডিস, কলেস্টেরল, হরমন ইত্যাদি) 

প্রাথমিক চিকিৎসার সু-ব্যবস্থা রয়েছে, যেমনঃ 

৭। প্রেশার  মাপা।
৮। ডায়াবেটিস মাপা
৯। নেবুলাইজেশন (ছোট্ট এবং বড়দের)। 
১০। বাচ্চাদের খতনা সুন্নাহ। 
১১। নাক ও কানে দাগা। 
১২। অক্সিজেন ব্যবস্থা । 
১৩। প্রশ্রাবের নল দেয়া ও খোলা (Cathetar)
১৪। ড্রেসিং, ফোঁড়া কাটা,সেলাই কাটাসহ অন্যান্য ছোট খাটো অপারেশন করা। 
১৫। NG টিউব করা এবং খোলা। 
১৬। ইনজেকশন, স্যালাইন পুশিং ও কেনোলা করা এবং
১৭। সকল ধরনের ভ্যাকসিন দেয়া ইত্যাদি

যোগাযোগঃ
মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
তোতার আলী মার্কেট, হাই স্কুল এন্ড কলেজ রোড, আছিরগঞ্জ বাজার।
বিয়ানীবাজার, সিলেট। 
মোবাইলঃ ০১৬১২-১০৩৩৫০, ০১৬১২-১০৩৩৫১ 

Thursday, 20 January 2022

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শুভেচ্ছাবার্তা

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শুভেচ্ছাবার্তা


পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পররাষ্ট্রমন্ত্রী, তার স্ত্রী ও পরিবারের প্রতি এ শুভেচ্ছা জানানো হয়। 

শুভেচ্ছাবার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। 

এর আগে গেল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার পত্নীকে নববর্ষের শুভেচ্ছা জানান।
আমিরাতে বাংলাদেশি মা-মেয়েকে চাপা দিয়ে হত্যার ১৪ মিনিটেই গ্রেফতার চালক

আমিরাতে বাংলাদেশি মা-মেয়েকে চাপা দিয়ে হত্যার ১৪ মিনিটেই গ্রেফতার চালক


সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক অন্তঃসত্ত্বা নারী (৩৫) ও তার ১০ বছরের মেয়ে নিহত হয়েছে। 

গত মঙ্গলবার রাত ১১টার দিকে শারজাহ শহরের একটি ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

শারজাহ পুলিশের বরাতে খবরে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন সুলতান আল কাসিমি স্ট্রিটের একটি ট্রাফিক মোড়ে সংঘর্ষের পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার ১৪ মিনিটের মাথায় চালককে গ্রেফতার করতে সক্ষম হয় শারজাহ পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। 

ওই চালক প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতি এত বেশি ছিল যে বাংলাদেশি পরিবারের গাড়িকে চাপা দেয়ার পরও আরও ৬টি গাড়ি সংঘর্ষের মুখে পড়ে। 

পুলিশ আরও জানায়, ওই নারীর স্বামী এবং ৩, ৫ এবং ৮ বছর বয়সী আরও তিনটি শিশু রয়েছে, যারা মাঝারি থেকে গুরুতর জখম হয়েছে। তারা এখনো চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে একজনের অস্ত্রোপচার প্রয়োজন। প্রাণ হারানো ওই মা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 
বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী মার্কিন ফেডারেল বিচারপতি মনোনীত

বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী মার্কিন ফেডারেল বিচারপতি মনোনীত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল বিচারপতি হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি প্রথম মুসলিম-আমেরিকান নারী হিসেবে ফেডারেল আদালতের বিচারক হতে যাচ্ছেন।

মার্কিন সিনেট মনোনীত ৪৪ বছর বয়সী আইনজীবী নুসরাত জাহান চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে দায়িত্ব পালন করবেন। বুধবার (১৯ জানুয়ারি) হোয়াইট হাউজ এক বিবৃতিতে বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা প্রকাশ করে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্টের এ মনোনয়ন মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হতে হবে। সেখানে পাস হওয়ার পর নুসরাত জাহান চৌধুরী ফেডারেল কোর্টে বিচারকার্য পরিচালনা করবেন।
 
হোয়াইট হাউজের বিবৃতিতে নুসরাত সম্পর্কে বলা হয়েছে, তিনি এমন একজন মনোনীত ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম-আমেরিকান নারী এবং দ্বিতীয় মুসলিম ব্যক্তি যিনি ফেডারেল বিচারপতি হতে যাচ্ছেন।

বর্তমানে নুসরাত নাগরিক অধিকার সমর্থনকারী দল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় অঙ্গরাজ্য শাখার আইনি পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে এসিএলইউ’র জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং মুসলিম সম্প্রদায়ের ওপর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নজরদারি চ্যালেঞ্জ করার মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় যুক্ত ছিলেন নুসরাত জাহান।
 
এর আগে ২০২১ সালের আগস্টে নুসরাতকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার।

নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউ ইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের জজ ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন।
আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন ও ফ্রি ক্যাম্পিং আগামীকাল

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন ও ফ্রি ক্যাম্পিং আগামীকাল



আছিরগঞ্জে যাত্রা শুরু করতে যাচ্ছে মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। আগামীকাল শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় আছিরগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ রোডস্থ তোতাব আলী মার্কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এসময় ৮নং তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেন্টারের উদ্বোধন করবেন।

উদ্বোধন উপলক্ষে এ দিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। এসময় বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। আগ্রহী রোগীদের উল্লেখিত ফোন নাম্বারে (০১৬১২-১০৩৩৫০ এবং ০১৬১২-১০৩৩৫) যোগাযোগ করে টিকিট সংগ্রহের জন্য সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে।

উল্লেখ্য, মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহের ৭দিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করবেন।

যেসকল ডাক্তারগণ রোগী দেখবেনঃ






এছাড়াও এখানে যেসব সেবা পাওয়া যাবেঃ

১। ইমারজেন্সি সেবা, সপ্তাহে ৭ দিন। 
২। ডক্টর চেম্বার নিয়মিত। 
৩। আল্ট্রাসনোগ্রাফী । 
৪। ই,সি,জি। 
৫। সকল ধরনের প্রস্রাব  পরীক্ষা। 
৬। সকল ধরনের ব্লাড পরীক্ষা।(জন্ডিস, কলেস্টেরল, হরমন ইত্যাদি) 

এছাড়াও  প্রাথমিক চিকিৎসার সু-ব্যবস্থা রয়েছে, যেমনঃ 

৭। প্রেশার  মাপা।
৮। ডায়াবেটিস মাপা
৯। নেবুলাইজেশন (ছোট্ট এবং বড়দের)। 
১০। বাচ্চাদের খতনা সুন্নাহ। 
১১। নাক ও কানে দাগা। 
১২। অক্সিজেন ব্যবস্থা । 
১৩। প্রশ্রাবের নল দেয়া ও খোলা (Cathetar)
১৪। ড্রেসিং, ফোঁড়া কাটা,সেলাই কাটাসহ অন্যান্য ছোট খাটো অপারেশন করা। 
১৫। NG টিউব করা এবং খোলা। 
১৬। ইনজেকশন, স্যালাইন পুশিং ও কেনোলা করা এবং
১৭। সকল ধরনের ভ্যাকসিন দেয়া ইত্যাদি

যোগাযোগঃ
মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
তোতার আলী মার্কেট, হাই স্কুল এন্ড কলেজ রোড, আছিরগঞ্জ বাজার।
বিয়ানীবাজার, সিলেট। 
মোবাইলঃ ০১৬১২-১০৩৩৫০, ০১৬১২-১০৩৩৫১ 

Wednesday, 19 January 2022

রাশিয়ার যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন, আতঙ্কে ইউক্রেন

রাশিয়ার যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন, আতঙ্কে ইউক্রেন


বিশ্বের বেশ কয়েকটি দেশের অনুরোধ এমনকি হুমকি ধামকির পরও ইউক্রেন সীমান্তে সেনার সংখ্যা আরো বাড়িয়েছে রাশিয়া। ফলে রাশিয়া যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছে দেশটির গোয়েন্দারা।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন সূত্র গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে,রাশিয়া ওই অঞ্চলে এক লাখ ২৭ হাজার সৈন্য মোতায়েন করেছে। কয়েকদিন আগেও সংখ্যাটি কম ছিল।

গোপন সূত্রটি আরো জানিয়েছে, রাশিয়া সীমান্ত ঘেষে ২০২১ সালের ডিসেম্বর থেকে ফিল্ড হাসপাতাল, নিরাপত্তা চৌকি বানাচ্ছে। তাছাড়া বিপুল পরিমাণ গোলা বারুদ জমা করেছে ইউক্রেন সীমান্তে। যা সবই যুদ্ধের প্রস্তুতির অংশ। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের জন্য জন্য তিন দফা আলোচনা হয়। কিন্তু গত সপ্তাহে জানানো হয় আলোচনায় কোনো ফলাফল পাওয়া যায়নি। এরপরই যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আরো গাঢ় হয়।

ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে। বিষয়টিকে রাশিয়া হুমকি হিসেবে নেয়। এরপরই তারা ইউক্রেনে হামলা করার প্রস্তুতি নেয়। 

রাশিয়া ন্যাটোকে শর্ত দেয় তারা ইউক্রেনককে এবং রাশিয়ার প্রতিবেশী কোনো দেশকে সদস্য বানাবে না। কিন্তু ন্যাটো এই প্রস্তাবে রাজি হয়নি । 

সূত্র: সিএনএন