Wednesday, 26 January 2022

চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু , স্থগিত ইউপি নির্বাচন

চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু , স্থগিত ইউপি নির্বাচন


চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে মনোনীত মৃত ব্যক্তির নাম আশরাফুল হক গোল্লা। তিনি চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

আগামী ৩১ জানুয়ারি এই ইউপিতে ভোটগ্রহণের কথা ছিল। বুধবার সন্ধ্যায় গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ব্রিজের নিকট মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা নিহত হন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের কিছুই হবে না: রাশিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের কিছুই হবে না: রাশিয়া


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হুমকি দেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। 

জো বাইডেনের এমন মন্তব্যের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। 

দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকোভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ব্যক্তিগত নিষেধাজ্ঞা পুতিনের ওপর কোনো প্রভাবই ফেলবে না। তবে রাজনৈতিকভাবে এটি হবে ধ্বংসাত্মক।

দিমিত্রি পেসকোভ আরো জানিয়েছেন, পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সামিল।

এদিকে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে তখন থেকেই তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। 

কিন্তু ইউরোপের দেশগুলো খুব বেশি সাহস দেখাতে পারছে না বা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবতে পারছে না। কারণ রাশিয়ার সঙ্গে তাদের অর্থনৈতিক বিষয় জড়িত। তাছাড়া অনেক দেশ জ্বালানি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল।

সূত্র: রয়টার্স
গোলাপগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যাদের শপথ গ্রহণ

গোলাপগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যাদের শপথ গ্রহণ


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে গেজেট হওয়া ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) প্রথমে সকাল ১১টায় উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচন চেয়ারম্যানবৃন্দ সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন করেন। এসময় তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

এরপর বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ১০টি ইউনিয়নের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাদের শপথ বাক্য পাঠ করান গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।

শপথ বাক্য পাঠের পূর্বে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
 
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, কৃষি অফিসার আনিসুজ্জামান, সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ ৪টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ।

Monday, 24 January 2022

আরব আমিরাতে হামলা বাড়ানোর ঘোষণা হুথিদের

আরব আমিরাতে হামলা বাড়ানোর ঘোষণা হুথিদের


ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার আরব আমিরাত দুটি ব্যালেস্টিক মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। এই খবরের মধ্যে হুথিরা হামলা বাড়ানোর ঘোষণা দিল। 

খবরে আরও বলা হয়েছে, হুথি বিদ্রোহীরা দক্ষিণ সৌদি আরবেও মিসাইল নিক্ষেপ করেছে। এতে দুইজন আহত হয়েছেন। এছাড়া সৌদি কর্তৃপক্ষ একটি প্রজেক্টাইল ধ্বংসের দাবি করেছে। 

ইরান সমর্থিত হুথিরা আবু ধাবিতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা। 

এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিকসহ মোট তিনজন নিহত হন।

হামলার পর হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শরি বলেন, সুক্ষ্ণ নির্ভুলতার সঙ্গে লক্ষ্য হাসিল হয়েছে।

বিদ্রোহীদের এই মুখপাত্র আরও বলেছিলেন, পরবর্তীতে তারা আরও হামলা চালাতে প্রস্তুত রয়েছেন। 

এদিকে সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, হুথি মিলিশিয়ারা ইয়েমেনে দুর্নীতি এবং দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীর ধারাবাহিক হামলা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে সৌদি আরব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি মিলিশিয়াদের আগ্রাসনমূলক ব্যবহারের ইতি টানার আহ্বান জানিয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, সৌদি জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হুথিদের স্বার্থে আঘাত হানায় তারা আমিরাতে এমন হামলা চালাচ্ছেন। সাম্প্রতিক হামলায় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাতের নাজুকতা বেরিয়ে এসেছে বলেও বিশ্লেষকরা মত প্রদান করেন।
আন্দোলনকারীদের ফান্ড সংগ্রহের ৬টি অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ

আন্দোলনকারীদের ফান্ড সংগ্রহের ৬টি অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের খাবার ও আনুষঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা করেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ ও রকেটের মোট ৬টি অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ প্রেরণ করে থাকেন তারা।

তবে সোমবার থেকে এ অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার আন্দোলনকারীদের ফেসবুক পেজ থেকেও এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়- সবার অবগতির জন্য জানাচ্ছি, আন্দোলনকারীদের খাবার ও চিকিৎসার জন্য যে যেসব ভাই-আপুরা অর্থ সহায়তা পাঠাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে এসব অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাবেন না।

আন্দোলনকারীরা জানান, আন্দোলনকারীদের খাবারসহ কিছু আনুষঙ্গিক খরচের জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা আর্থিক সহযোগিতা প্রদান করেন। ইস্টার্ন ব্যাংকের একটি অ্যাকাউন্ট, তিনটি বিকাশ অ্যাকাউন্ট, একটি রকেট ও একটি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ সহায়তা আসছে।

আন্দোলনকারী দুজন শিক্ষার্থী যুগান্তরকে জানান, প্রতিদিন অ্যাকাউন্টগুলোতে লাখ দুয়েক টাকার মতো আসত। তবে আজ থেকে অ্যাকাউন্টগুলোতে আমরা কোনো লেনদেন করতে পারছি না। ব্যাংক অ্যাকাউন্টসহ সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট বন্ধ করার ব্যাপারে আমাদের কিছু জানানোও হয়নি। আমরা স্থানীয়ভাবে বিকাশ অফিসে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাইনি।

সাবেক শিক্ষার্থীদের প্রদত্ত অর্থ দিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার শিক্ষার্থীর খাবারসহ আন্দোলনের সব খরচ সংকুলান করা হতো।

এ ব্যাপারে বিকাশের সিলেটের ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন যুগান্তরকে বলেন, অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকাশে লেনদেনের কিছু নিয়ম আছে। ব্যক্তিগত অ্যাকাউন্টে দিনে ৫ বারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রেরণ ও  উত্তোলন করা যায়। একইভাবে ৩০ হাজার গ্রহণ করা যায়। এর বেশি লেনদেন বা কোনো কাস্টমার অভিযোগ করলে অ্যাকাউন্ট ব্লক করা হয়। আর এজেন্ট অ্যাকাউন্টের কোনো লিমিট নাই। মার্চেন্ট অ্যাকাউন্টে ব্যবসার ধরন বুঝে লিমিট নির্ধারণ করে দেওয়া হয়। এছাড়া সরকার চাইলেও বন্ধ করে দিতে পারে বলে জানান তিনি।

শাবির আন্দোলনকারীদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ব্যাপারে কিছু জানেন না জানিয়ে বিকাশের বিভাগীয় বিপণন কর্মকর্তা এহসান আহমদ যুগান্তরকে বলেন, এ রকম কিছু আমার জানা নেই। তবে কোনো নাম্বারের লেনদের ব্যাপারে কেউ অভিযোগ করলে আমরা কিছুক্ষণের জন্য ওই নাম্বারটি বন্ধ রাখি। তবে শাবির কারো নাম্বার বন্ধ রাখা হয়েছে কিনা আমার জানা নেই।

Friday, 21 January 2022

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন ও ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন ও ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত


আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ২টায় অতিথিবৃন্দ ফিতা কেটে এ সেন্টারের উদ্বোধন করেন।


এর আগে সকাল ১০টা থেকে এ সেন্টারের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তারগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন আহমদের পিতা করামত আলীর সভাপতিত্বে এবং সাবেক সেনা সদস্য নুনু মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

যুব সংগঠক জহিরুল ইসলামের কোরআন তেলাওয়াত এবং উত্তর বাদেপাশা ইউপির ২নং ওয়ার্ডের সদস্য এনামুল কবিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিলপাড়া ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য ফাইদুল ইসলাম, বুধবারীবাজার ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন, এবাদুল হক, অনিরাজ রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী নিয়াজ মাহবুব, কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দিপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী নিয়ামত আলী, মনিয়া মাস্টার, ফ্রান্স প্রবাসী মাহমুদুর রহমান মাছুম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সরিফুল ইসলাম প্রমুখ।


এসময় বক্তারা মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সাফল্য কামনা করেন এবং আছিরগঞ্জ বাজারে এ সেবা নিয়ে আসার জন্য এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহের ৭দিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসাসেবা প্রদান করবেন। এর মধ্যে উদ্বোধনী দিনে ফ্রি ক্যাম্পিংয়ে অংশ নিয়ে চিকিৎসাসেবা প্রদান করেছেন ইবনে সিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলম, মেডিসিন, বাত, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা বেগম, নাক, কান, গলা বিভাগের ডাঃ আজহারুল ইসলাম রানা, গাইনি ও অবস বিভাগের ফাতিমা তুজ ঝাহরা, মেডিসিন, শিশু ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাঃ মোঃ মঈনুল আম্বিয়া, চর্ম, যৌন ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ হোসেন সারোয়ার নিশাদ, হৃদরোগ, চর্ম ও ডায়াবেটিস অভিজ্ঞ ডাঃ দেলোয়ার হোসেন।

উল্লেখিত ডাক্তারগন-সহ সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আখতার উজ জামান সপ্তাহের ৭ দিন এ সেন্টারে নির্ধারিত দিনে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করবেন।

এছাড়াও এখানে যেসব সেবা পাওয়া যাবেঃ

১। ইমারজেন্সি সেবা, সপ্তাহে ৭ দিন। 
২। ডক্টর চেম্বার নিয়মিত। 
৩। আল্ট্রাসনোগ্রাফী । 
৪। ই,সি,জি। 
৫। সকল ধরনের প্রস্রাব  পরীক্ষা। 
৬। সকল ধরনের ব্লাড পরীক্ষা।(জন্ডিস, কলেস্টেরল, হরমন ইত্যাদি) 

প্রাথমিক চিকিৎসার সু-ব্যবস্থা রয়েছে, যেমনঃ 

৭। প্রেশার  মাপা।
৮। ডায়াবেটিস মাপা
৯। নেবুলাইজেশন (ছোট্ট এবং বড়দের)। 
১০। বাচ্চাদের খতনা সুন্নাহ। 
১১। নাক ও কানে দাগা। 
১২। অক্সিজেন ব্যবস্থা । 
১৩। প্রশ্রাবের নল দেয়া ও খোলা (Cathetar)
১৪। ড্রেসিং, ফোঁড়া কাটা,সেলাই কাটাসহ অন্যান্য ছোট খাটো অপারেশন করা। 
১৫। NG টিউব করা এবং খোলা। 
১৬। ইনজেকশন, স্যালাইন পুশিং ও কেনোলা করা এবং
১৭। সকল ধরনের ভ্যাকসিন দেয়া ইত্যাদি

যোগাযোগঃ
মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
তোতার আলী মার্কেট, হাই স্কুল এন্ড কলেজ রোড, আছিরগঞ্জ বাজার।
বিয়ানীবাজার, সিলেট। 
মোবাইলঃ ০১৬১২-১০৩৩৫০, ০১৬১২-১০৩৩৫১ 

Thursday, 20 January 2022

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শুভেচ্ছাবার্তা

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শুভেচ্ছাবার্তা


পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পররাষ্ট্রমন্ত্রী, তার স্ত্রী ও পরিবারের প্রতি এ শুভেচ্ছা জানানো হয়। 

শুভেচ্ছাবার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। 

এর আগে গেল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার পত্নীকে নববর্ষের শুভেচ্ছা জানান।