Friday, 28 January 2022

আতিকুর রহমান আতিক একাডেমির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠিত

আতিকুর রহমান আতিক একাডেমির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠিত

গোলাপগঞ্জের চন্দরপুরে আতিকুর রহমান আতিক একাডেমির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চন্দরপুর বাজারে এ মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বাজার ও আশপাশ সড়কের ব্যবসায়ী, পথচারী ও গাড়ী চালক-সহ প্রায় এক হাজার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

এতে সার্বিক সহযোগিতা করেছে সামাজিক সংগঠন সত্যের পথে যুব সংঘ এবং চন্দরপুর যুবসমাজ।

মাস্ক বিতরণীর সূচনায় আয়োজিত অনুষ্ঠানে সত্যের পথে যুব সংঘের সভাপতি আরিফ আহমেদ জিল্লুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-ওয়ালিদাইন ফাউন্ডেশন ও আতিকুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী আতিকুর রহমান আতিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ আব্দুল মতলিব, জালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিলু, সমাজসেবী ইকবাল আহমদ, দ্বীন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সাইদুল ইসলাম লাল, সাব্বির আহমদ চৌধুরী, আরশাদ হোসাইন, বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হানিফ।

এছাড়া উপস্থিত ছিলেন, সত্যের পথে যুব সংঘের সহ-সভাপতি জুবের আহমদ, সহ-সাধারন সম্পাদক গৌছ উদ্দিন, সমাজকর্মী রাদিস আহমেদ, সুহেল আহমদ নাহিদ ইসলাম, সুহেল আহমেদ, রুহুল আমীন, সালমান কাদের দিপু, শহিদুল ইসলাম পাপ্পু, সত্যের পথে যুব সংঘের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ,অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, দপ্তর সম্পাদক সুলতান আহমদ হাসান,  সহ দপ্তর সম্পাদক শিপলু আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম জেড রেদোয়ান আহমদ, আইন বিষয়ক সম্পাদক সায়েক আহমদ-সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Thursday, 27 January 2022

সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করল পাকিস্তানি

সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করল পাকিস্তানি


কোভিড টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বশির আহমদ (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে সৌদিআরবে কর্মরত পাকিস্তানি শ্রমিকরা।

রোববার রাতে সৌদিআরবের আল কাসিম শহরের বুরাইদা এলাকায় ওই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হয় নিহত প্রবাসী বাংলাদেশী যুবকের বাড়িতে। 

বাংলাদেশী যুবক বশির আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে কর্মের তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট বশির আহমেদ। সেখানের একটি কোম্পানিতে কাজ করতেন বশির। ওই কোম্পানিতে পাকিস্তানি কয়েকজন শ্রমিকের সঙ্গে বন্ধুত্ব হয় তার।

বন্ধুত্বের সুবাদে কোম্পানির একটি ক্যাম্পে তারা একসঙ্গে থাকতো। রোববার রাতে পাকিস্তানি বন্ধুরা ওই শহরের কোনো এক নির্জন জায়গায় নিয়ে গলা কেটে হত্যা করে তাকে। রাতে ক্যাম্পে না ফেরায় নিকটবর্তী থানায় যোগাযোগ করে বশিরের আত্মীয়-স্বজন। পরে সৌদি পুলিশ এ ঘটনায় এক পাকিস্তানি যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বশিরকে হত্যার ঘটনা স্বীকার করে ওই পাকিস্তানি যুবক।

এ ঘটনায় পুলিশ এক বাঙালিসহ দুই পাকিস্তানি যুবককে আটক করেছে বলে জানা গেছে।

বশিরের বড় ভাই সৌদি প্রবাসী মোজাম্মেল হক জানান, তারা যে ক্যাম্পে থাকতো রোববার রাতে পাকিস্তানি কয়েকজন শ্রমিক তাকে কোভিড টিকা দেওয়ার কথা বলে রুম থেকে ডেকে নেয়। ওই রাতে পাকিস্তানিরা রুমে ফিরলেও ফিরেনি আমার ভাই। তার রুমে থাকা অন্যরা আমার ভাই সম্পর্কে জানতে চায় পাকিস্তানিদের কাছে। তখন ওই পাকিস্তানিদের কেউ বলে হাসপাতালে আছে, আবার কেউ বলে বন্ধুর রুমে আছে। তাদের কথায় গড়মিল থেকে পরদিন সোমবার বিকালে ওই রুমে থাকা অন্যরা পুলিশে ঘটনাটি জানায়। মঙ্গলবার সকালে পুলিশ দুই পাকিস্তানি ও এক বাঙ্গালী যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গলা কেটে হত্যা করার বিষয়টি নিশ্চিত করে।

মোজাম্মেল আরও জানান, আমার ভাই কয়েক মাস বাড়িতে টাকা পাঠায়নি। তার কাছে অনেকগুলো টাকা ছিল। ওই টাকার লোভে আমার ভাইকে গলা কেটে হত্যা করেছে পাকিস্তানিরা। 

নিহতের পিতা ছিদ্দিকুর রহমান জানান, আমার ছেলে প্রতিদিন কয়েকবার বাড়িতে ফোন করতো। রোববার রাত থেকে আমার ছেলে ফোন করে না। সোমবার আমরাও ফোনে কথা বলার জন্য চেষ্টা  করছিলাম। কিন্তু সংযোগ পাচ্ছিলাম না। মঙ্গলবার রাতে জানতে পারি আমার ছেলেকে পাকিস্তানিরা গলা কেটে হত্যা করেছে। 

এদিকে বুধবার নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। মাতা কমলা বিবি চিৎকার দিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন। নিহতের বাড়িতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর ভিড় জমাচ্ছেন। 

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আমরা সহযোগিতা করবো।

Wednesday, 26 January 2022

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেলো বানিগাজী যুব সংঘ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেলো বানিগাজী যুব সংঘ


গোলাপগঞ্জ উপজেলার বানিগাজী গ্রামের সামাজিক সংগঠন 'বানিগাজী যুব সংঘ'কে নিবন্ধন দিয়েছে
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট। যার নিবন্ধন নং- যুবউ/সিল/০০৯৮/২০২১

গত ২৯ নভেম্বর ২০২১ইং তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট-এর উপপরিচালক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত নিবন্ধন সনদে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গ্রামের জনকল্যাণমূলক কাজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় বানিগাজী যুব সংঘ। ইতোমধ্যে গ্রামের বেশকিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করেছে সংগঠনটি।

এদিকে সংগঠনটি নিবন্ধিত হওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর এবং সংগঠনের সকল সদস্য-সহ গ্রামবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন যুব সংঘের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন। সংগঠনটি যেন আজীবন সামাজিক ও মানবতার কাজে অংশ নিয়ে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারে সেজন্য সকলের দোয়া ও পাশে থাকার আহবান জানিয়েছেন তারা।
চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু , স্থগিত ইউপি নির্বাচন

চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু , স্থগিত ইউপি নির্বাচন


চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে মনোনীত মৃত ব্যক্তির নাম আশরাফুল হক গোল্লা। তিনি চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

আগামী ৩১ জানুয়ারি এই ইউপিতে ভোটগ্রহণের কথা ছিল। বুধবার সন্ধ্যায় গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ব্রিজের নিকট মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা নিহত হন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের কিছুই হবে না: রাশিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের কিছুই হবে না: রাশিয়া


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হুমকি দেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। 

জো বাইডেনের এমন মন্তব্যের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। 

দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকোভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ব্যক্তিগত নিষেধাজ্ঞা পুতিনের ওপর কোনো প্রভাবই ফেলবে না। তবে রাজনৈতিকভাবে এটি হবে ধ্বংসাত্মক।

দিমিত্রি পেসকোভ আরো জানিয়েছেন, পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সামিল।

এদিকে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে তখন থেকেই তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। 

কিন্তু ইউরোপের দেশগুলো খুব বেশি সাহস দেখাতে পারছে না বা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবতে পারছে না। কারণ রাশিয়ার সঙ্গে তাদের অর্থনৈতিক বিষয় জড়িত। তাছাড়া অনেক দেশ জ্বালানি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল।

সূত্র: রয়টার্স
গোলাপগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যাদের শপথ গ্রহণ

গোলাপগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যাদের শপথ গ্রহণ


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে গেজেট হওয়া ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) প্রথমে সকাল ১১টায় উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচন চেয়ারম্যানবৃন্দ সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন করেন। এসময় তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

এরপর বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ১০টি ইউনিয়নের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাদের শপথ বাক্য পাঠ করান গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।

শপথ বাক্য পাঠের পূর্বে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
 
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, কৃষি অফিসার আনিসুজ্জামান, সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ ৪টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ।

Monday, 24 January 2022

আরব আমিরাতে হামলা বাড়ানোর ঘোষণা হুথিদের

আরব আমিরাতে হামলা বাড়ানোর ঘোষণা হুথিদের


ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার আরব আমিরাত দুটি ব্যালেস্টিক মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। এই খবরের মধ্যে হুথিরা হামলা বাড়ানোর ঘোষণা দিল। 

খবরে আরও বলা হয়েছে, হুথি বিদ্রোহীরা দক্ষিণ সৌদি আরবেও মিসাইল নিক্ষেপ করেছে। এতে দুইজন আহত হয়েছেন। এছাড়া সৌদি কর্তৃপক্ষ একটি প্রজেক্টাইল ধ্বংসের দাবি করেছে। 

ইরান সমর্থিত হুথিরা আবু ধাবিতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা। 

এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিকসহ মোট তিনজন নিহত হন।

হামলার পর হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শরি বলেন, সুক্ষ্ণ নির্ভুলতার সঙ্গে লক্ষ্য হাসিল হয়েছে।

বিদ্রোহীদের এই মুখপাত্র আরও বলেছিলেন, পরবর্তীতে তারা আরও হামলা চালাতে প্রস্তুত রয়েছেন। 

এদিকে সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, হুথি মিলিশিয়ারা ইয়েমেনে দুর্নীতি এবং দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীর ধারাবাহিক হামলা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে সৌদি আরব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি মিলিশিয়াদের আগ্রাসনমূলক ব্যবহারের ইতি টানার আহ্বান জানিয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, সৌদি জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হুথিদের স্বার্থে আঘাত হানায় তারা আমিরাতে এমন হামলা চালাচ্ছেন। সাম্প্রতিক হামলায় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাতের নাজুকতা বেরিয়ে এসেছে বলেও বিশ্লেষকরা মত প্রদান করেন।