Sunday, 30 January 2022

এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুঃ জানাজা সোমবার

এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুঃ জানাজা সোমবার


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী আর নেই।ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার রাত ১২টা ২০মিনিটের সময় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।

আগামীকাল সোমবার বাদ জোহর সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর নিজ উপজেলা গোলাপগঞ্জ সরকারি এম,সি একাডেমি মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।  

জানাযা শেষে নিজ গ্রাম রফিপুরস্থ পারিবারিক কবরস্থানে প্রবীন এ রাজনীতিবিদের দাফন সম্পন্ন করা হবে। 

ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি-সহ বাধ্যর্ক জনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারিরীক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রসঙ্গত,বর্ষীয়ান রাজনীতিবিদ, দেশের প্রগতিশীল রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব, শিক্ষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে মুক্তিকামী মানুষের পক্ষে জীবন অতিবাহিত করা এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গোলাপগঞ্জ-সহ পুরো সিলেটে নেমে এসেছে শোকের ছায়া ।

Saturday, 29 January 2022

গোলাপগঞ্জে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট'র শীত বস্ত্র বিতরণ

গোলাপগঞ্জে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট'র শীত বস্ত্র বিতরণ


গোলাপগঞ্জের বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের হাতে এ শীত বস্ত্র তুলে দেয় সংগঠনটি।

শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এল.জি.ই.ডি সিলেটের সাবেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহি উদ্দিন কলি'র সভাপতিত্বে এবং বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেটের জেলা কমিশনার সিদ্দিকা খাতুন চৌধুরী।


অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রত্না বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক ব্যাংকার ও বানিগাজী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুল হক, সাবেক সভাপতি কামাল উদ্দিন আমান, সমাজসেবী নূর মিয়া, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেটের জেলা ট্রেজারার শামীমা আক্তার, আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম, যুক্তরাজ্য প্রবাসী আলতাফ হোসেন।

এসময় বক্তারা বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট-এর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সিলেট থেকে গোলাপগঞ্জের একটি পল্লীতে এসে প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করায় গার্লস গাইড এসোসিয়েশনের স্বেচ্ছাসেবী কর্মসূচীর ব্যাপক প্রশংসা করেন তারা। এসময় বক্তারা গার্লস গাইড এসোসিয়েশন সিলেট-এর আরোও সাফল্য কামনা করেন।


অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন শিক্ষিকা রুলি বেগম, খালেদ আহমদ, গার্লস গাইড এসোসিয়েশন সিলেটের আঞ্চলিক রেঞ্জার পূর্বা দাস প্রমা ও উম্মে হুরায়রা-সহ আরোও অনেকে।
করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে


দেশে করোনাভাইরাসের শনাক্ত উদ্বেগজনক।তবে টানা কয়েক দিন ১৫ হাজারের বেশি শনাক্তের পর গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন। শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ।অপরদিকে ধীরে ধীরে মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ২১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ১০৩৭৮ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ২১ জন নিয়ে এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৩২৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 
শ্রীমঙ্গলে প্রেমিকার মা'র আহবানে বিষপানে ভালোবাসার প্রমাণ দিলেন প্রেমিক

শ্রীমঙ্গলে প্রেমিকার মা'র আহবানে বিষপানে ভালোবাসার প্রমাণ দিলেন প্রেমিক


‘ভালোবাসি’ শুধু এটা প্রমাণ করার জন্য জীবন বিসর্জন দিয়েছে এক তাজা প্রাণ। প্রেমিকার মায়ের কাছে ভালোবাসার জন্য যখন প্রেমিক আকুতি জানায়, প্রেমিকার মা জানায় -সে তার মেয়েকে কতটা ভালবাসে তা প্রমাণের জন্য বিষ পানের আহবান করেন। জবাবে নির্ভিক প্রেমিক সাথে সাথে কীটনাশক পান করে জীবন দিয়ে তার প্রমাণও দেয়। প্রেমিকাকে ভালবাসা জন্য প্রাণ বিসর্জনের এই ঘটনা ঘটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ভালবাসার এমন বিয়াগাত্মক ঘটনায় গোটা শ্রীমঙ্গল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, শহরের সুরভীপাড়া এলাকার সামসু মিয়ার পুত্র অনার্স ২য় বর্ষের ছাত্র জুনেদ রহমানের সাথে উপজেলার মোহাজেরাবাদ গ্রামের হামিদ উল্লার কলেজ পড়ুয়া মেয়ের সাথে ৪ বছর ধরে মন দেয়া-নেয়া চলছিল। তবে এসম্পর্ক মেয়েটির পরিবার কখনও মেনে নেয়নি। গত কয়েকদিন আগে পারিবারিক ভাবে জুনেদের বিয়ের কথা বার্তা চলছিল-এমন খবর পেয়ে মেয়েটি জুনেদকে জানিয়ে দেয় অন্যত্র বিয়ে করলে সে বিষপানে আত্মহত্যা করবে। এ নিয়ে জুনেদ দিশেহারা হয়ে পড়ে। অন্যদিকে, মেয়েটির পরিবারও তাকে মেনে নিতে রাজী নয়। 

জুনেদের বন্ধু পায়েল ও সাজু জানায়, এনিয়ে জুনেদকে মেয়েটি তার মাকে রাজি করাতে তাদের বাসায় যাবার জন্য বলেছিল। এজন্য শুক্রবার (২৮ জানুয়ারী) বিকাল আড়াইটার দিকে জুনেদ, তাদের সাথে নিয়ে মেয়েটির বাড়ি যায়। এসময় তাদের বাড়ির বাহিরে রেখে জুনেদ বাড়ির ভেতর প্রবেশ করে। জুনেদ ভেতরে গিয়ে মেয়েটির মায়ের পা ধরে কাকুতি মিনতি করে তাদের সম্পর্ক মেনে নিতে বলে। এতে মেয়টির মা কর্ণপাত না করে আরো ক্ষুদ্ধ হয়ে উঠেন। মেয়েটির মা জুনেদকে বলে তার মেয়েকে সত্যিকারের ভালবাসে কিনা তা প্রমাণ দিতে। কি করতে হবে- জুনেদ জানতে চাইলে মেয়েটির মা তাকে বিষ পান করার আহবান জানায়। এতে জুনেদ ভালোবাসার মানুষকে পেতে তীব্র আবেগের বসে বাড়িতে রাখা কীটনাশকের বোতল খুলে পান করেন। এতে বিষক্রীয়া শুরু হলে জুনেদ দৌঁড়ে বাহিরে এসে ঘটনা জানায়। এরপর তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে- সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেটের আল-রায়হান হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুনেদ মারা যায় বলে বন্ধুরা জানায়।

দুপুরে লাশ শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হলে শত শত মানুষ সেখানে ভীড় করে। আত্মীয় স্বজন ও বন্ধুদের আহাজারিতে পুরো থানা চত্বরের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত জুনেদ রহমান শ্রীমঙ্গল সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে শনিবার বিকালে যোগাযোগ করা হলে- জুনেদের প্রেমিকা সাংবাদিকদের জানায়, ঘটনার দিন বিকেলে জুনেদ আমাদের বাসায় এসে দীর্ঘসময় মায়ের পা ধরে কান্নাকাটি করে। এসময় সে আমাদের সম্পর্ক মেনে নিতে মা’কে অনুরোধ করে। কিন্তু আমার মা তাকে জানায় তার বাবা মা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই বিয়ে করতে। এতে মা রাজি না হলে সে চলে যায়। বিষপানে আত্মহত্যার খবরটি তারা আজ জেনেছেন।

মেয়েটির মা সেলিনা বেগম বলেন, জুনেদ তাদের বাড়ি আসার সময়, বাড়িতে পুরুষ মানুষ ছিল না। এ ঘটনায় আমরা থানায় একটি জিডিও করি।

এদিকে বিকালে- জুনেদের পরিবার পক্ষে জুনেদের প্রেমিকা, তার বাবা ও মা’কে অভিযুক্ত করে একটি অভিযোগ নিয়ে থানায় আসার খবর পাওয়া গেছে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেন, এ ঘটনাটি নিয়ে পুলিশ এরইমধ্যে মাঠে নেমেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Friday, 28 January 2022

আতিকুর রহমান আতিক একাডেমির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠিত

আতিকুর রহমান আতিক একাডেমির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠিত

গোলাপগঞ্জের চন্দরপুরে আতিকুর রহমান আতিক একাডেমির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চন্দরপুর বাজারে এ মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বাজার ও আশপাশ সড়কের ব্যবসায়ী, পথচারী ও গাড়ী চালক-সহ প্রায় এক হাজার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

এতে সার্বিক সহযোগিতা করেছে সামাজিক সংগঠন সত্যের পথে যুব সংঘ এবং চন্দরপুর যুবসমাজ।

মাস্ক বিতরণীর সূচনায় আয়োজিত অনুষ্ঠানে সত্যের পথে যুব সংঘের সভাপতি আরিফ আহমেদ জিল্লুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-ওয়ালিদাইন ফাউন্ডেশন ও আতিকুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী আতিকুর রহমান আতিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ আব্দুল মতলিব, জালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিলু, সমাজসেবী ইকবাল আহমদ, দ্বীন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সাইদুল ইসলাম লাল, সাব্বির আহমদ চৌধুরী, আরশাদ হোসাইন, বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হানিফ।

এছাড়া উপস্থিত ছিলেন, সত্যের পথে যুব সংঘের সহ-সভাপতি জুবের আহমদ, সহ-সাধারন সম্পাদক গৌছ উদ্দিন, সমাজকর্মী রাদিস আহমেদ, সুহেল আহমদ নাহিদ ইসলাম, সুহেল আহমেদ, রুহুল আমীন, সালমান কাদের দিপু, শহিদুল ইসলাম পাপ্পু, সত্যের পথে যুব সংঘের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ,অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, দপ্তর সম্পাদক সুলতান আহমদ হাসান,  সহ দপ্তর সম্পাদক শিপলু আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম জেড রেদোয়ান আহমদ, আইন বিষয়ক সম্পাদক সায়েক আহমদ-সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Thursday, 27 January 2022

সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করল পাকিস্তানি

সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করল পাকিস্তানি


কোভিড টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বশির আহমদ (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে সৌদিআরবে কর্মরত পাকিস্তানি শ্রমিকরা।

রোববার রাতে সৌদিআরবের আল কাসিম শহরের বুরাইদা এলাকায় ওই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হয় নিহত প্রবাসী বাংলাদেশী যুবকের বাড়িতে। 

বাংলাদেশী যুবক বশির আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে কর্মের তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট বশির আহমেদ। সেখানের একটি কোম্পানিতে কাজ করতেন বশির। ওই কোম্পানিতে পাকিস্তানি কয়েকজন শ্রমিকের সঙ্গে বন্ধুত্ব হয় তার।

বন্ধুত্বের সুবাদে কোম্পানির একটি ক্যাম্পে তারা একসঙ্গে থাকতো। রোববার রাতে পাকিস্তানি বন্ধুরা ওই শহরের কোনো এক নির্জন জায়গায় নিয়ে গলা কেটে হত্যা করে তাকে। রাতে ক্যাম্পে না ফেরায় নিকটবর্তী থানায় যোগাযোগ করে বশিরের আত্মীয়-স্বজন। পরে সৌদি পুলিশ এ ঘটনায় এক পাকিস্তানি যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বশিরকে হত্যার ঘটনা স্বীকার করে ওই পাকিস্তানি যুবক।

এ ঘটনায় পুলিশ এক বাঙালিসহ দুই পাকিস্তানি যুবককে আটক করেছে বলে জানা গেছে।

বশিরের বড় ভাই সৌদি প্রবাসী মোজাম্মেল হক জানান, তারা যে ক্যাম্পে থাকতো রোববার রাতে পাকিস্তানি কয়েকজন শ্রমিক তাকে কোভিড টিকা দেওয়ার কথা বলে রুম থেকে ডেকে নেয়। ওই রাতে পাকিস্তানিরা রুমে ফিরলেও ফিরেনি আমার ভাই। তার রুমে থাকা অন্যরা আমার ভাই সম্পর্কে জানতে চায় পাকিস্তানিদের কাছে। তখন ওই পাকিস্তানিদের কেউ বলে হাসপাতালে আছে, আবার কেউ বলে বন্ধুর রুমে আছে। তাদের কথায় গড়মিল থেকে পরদিন সোমবার বিকালে ওই রুমে থাকা অন্যরা পুলিশে ঘটনাটি জানায়। মঙ্গলবার সকালে পুলিশ দুই পাকিস্তানি ও এক বাঙ্গালী যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গলা কেটে হত্যা করার বিষয়টি নিশ্চিত করে।

মোজাম্মেল আরও জানান, আমার ভাই কয়েক মাস বাড়িতে টাকা পাঠায়নি। তার কাছে অনেকগুলো টাকা ছিল। ওই টাকার লোভে আমার ভাইকে গলা কেটে হত্যা করেছে পাকিস্তানিরা। 

নিহতের পিতা ছিদ্দিকুর রহমান জানান, আমার ছেলে প্রতিদিন কয়েকবার বাড়িতে ফোন করতো। রোববার রাত থেকে আমার ছেলে ফোন করে না। সোমবার আমরাও ফোনে কথা বলার জন্য চেষ্টা  করছিলাম। কিন্তু সংযোগ পাচ্ছিলাম না। মঙ্গলবার রাতে জানতে পারি আমার ছেলেকে পাকিস্তানিরা গলা কেটে হত্যা করেছে। 

এদিকে বুধবার নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। মাতা কমলা বিবি চিৎকার দিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন। নিহতের বাড়িতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর ভিড় জমাচ্ছেন। 

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আমরা সহযোগিতা করবো।

Wednesday, 26 January 2022

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেলো বানিগাজী যুব সংঘ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেলো বানিগাজী যুব সংঘ


গোলাপগঞ্জ উপজেলার বানিগাজী গ্রামের সামাজিক সংগঠন 'বানিগাজী যুব সংঘ'কে নিবন্ধন দিয়েছে
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট। যার নিবন্ধন নং- যুবউ/সিল/০০৯৮/২০২১

গত ২৯ নভেম্বর ২০২১ইং তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট-এর উপপরিচালক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত নিবন্ধন সনদে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গ্রামের জনকল্যাণমূলক কাজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় বানিগাজী যুব সংঘ। ইতোমধ্যে গ্রামের বেশকিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করেছে সংগঠনটি।

এদিকে সংগঠনটি নিবন্ধিত হওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর এবং সংগঠনের সকল সদস্য-সহ গ্রামবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন যুব সংঘের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন। সংগঠনটি যেন আজীবন সামাজিক ও মানবতার কাজে অংশ নিয়ে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারে সেজন্য সকলের দোয়া ও পাশে থাকার আহবান জানিয়েছেন তারা।