Thursday, 24 February 2022

ব্রিটিশ বিরোধী স্বদেশী ও পাকিস্তান আন্দোলনে বঙ্গবন্ধু  বইয়ের মোড়ক উন্মোচন

ব্রিটিশ বিরোধী স্বদেশী ও পাকিস্তান আন্দোলনে বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন


বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট এর সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট এর সাবেক সহ-সভাপতি, লেখক ও কলামিস্ট আব্দুল মালিকের ৩য় গ্রন্থ “ব্রিটিশ বিরোধী স্বদেশী ও পাকিস্তান আন্দোলনে বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারের নজরুল একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট এর আহ্বায়ক, সিসিক কাউন্সিলর কবি নাজনীন আক্তার কনার সভাপতিত্বে ও জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক, লন্ডন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু ও বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব কবি শহীদুল ইসলাম লিটনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ল রির্ফম কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, লেখক-কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, ভাদেশ্বর মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা জয়ন্তী রানী চক্রবর্তী, বঙ্গবন্ধু লেখক পরিষদের যুগ্ম আহ্বায়ক ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সাবেক ব্যাংক কর্মকর্তা জ্যোর্তিময় দাশ যিশু, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিলাল আহমদ প্রমুখ।

প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও জনক। তিনি সারাজীবন নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর জীবনের একেবারে শুরুতে মাত্র সপ্তম শ্রেণির ছাত্র থাকাবস্থায় তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী ও পরে মুসলিম লীগ ও মুসলিম ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় যোগদান করেন। যেখানেই মুসলিম লীগ, মুসলিম ছাত্রলীগ, সেখানেই শেখ মুজিব। হিন্দু—মুসলিম দাঙ্গা দমনেও তিনি মহাত্মা গান্ধী, তাঁর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বঙ্গবন্ধুর সেই অবদানের কথা তেমন আলোচনা হয় না। লেখক আব্দুল মালিক একজন গবেষকের অন্তর্দৃষ্টি নিয়ে বইটি লিখেছেন, আমি তাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। বইটি পাঠে পাঠকরা ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবেন বলেও জানিয়ে তিনি বইটির বহুল প্রচার কামনা করেন।

প্রধান অতিথি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদান, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ বীর শহীদানের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, উন্মোচিত বই ও বইয়ের লেখক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাঁরাও বইটির বহুল প্রচার, লেখকের সাফল্য, ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের বীর শহীদান ও ১৫ আগস্টের শহীদানদের রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

লেখক আব্দুল মালিক তাঁর অনুভূতি প্রকাশ করে সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। 
রাষ্ট্রপতির হাতে নামের তালিকা, নতুন ইসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই

রাষ্ট্রপতির হাতে নামের তালিকা, নতুন ইসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই


নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা। এখন এই ১০ জনের মধ্য থেকে সিইসি ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির পাঁচজন সদস্য। এরপর তারা রাষ্ট্রপতির হাতে নামের তালিকা তুলে দেন। তবে অসুস্থতার কারণে যেতে পারেননি কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি নাম তুলে দেওয়ার পর রাতে বঙ্গভবনের সামনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এই পাঁচজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। এরপর সার্চ কমিটির প্রথম বৈঠকে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুধীজনের কাছ থেকে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক আহ্বান করে সার্চ কমিটি। সরাসরি ও ইমেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় পাঁচশজনের নাম জমা পড়ে।

এসব নাম থেকে প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি কমন নাম বাদ দিয়ে ৩২২ জনের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমেও বেশ কিছু নাম পায় সার্চ কমিটি। সেখানেও কিছু কমন নাম বাদ দিয়ে তালিকায় প্রস্তাবিত নামের সংখ্যা দাঁড়ায় ৩২৯ জনে। এসব নাম থেকে একাধিক দফায় বৈঠক করে ২০ জনের নাম বাছাই হয়, দ্বিতীয় দফায় সেটা ১২-১৩ জনে আসে। 

গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হয়। কিন্তু এ দশজনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। 
নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে যারা প্রস্তুত সেসব নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা চায় তাদের সবাইকে অস্ত্র দেবে কিয়েভ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে রাশিয়া। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের সবচেয়ে বড় হামলা।

জেলেনস্কি রাশিয়ানদেরও যুদ্ধের বিপক্ষে দাঁড়ানোর এবং প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়ান ফেডারেশনের সবাই, যারা তাদের বিবেক হারাননি, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার এখনই সময়।

ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার জন্য এবং রাশিয়ান আগ্রাসন থেকে এর আকাশসীমা রক্ষায় সাহায্য করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলেনস্কি বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা এবং লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদার সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, আমরা পুতিন বিরোধী জোট গঠন শুরু করেছি। আমি ইতোমধ্যেই বিশ্বনেতাদের রাশিয়ার ওপর সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছি। এছাড়া ইউক্রেনকে বড় ধরনের প্রতিরক্ষা সহায়তা দিতে এবং আক্রমণকারীদের জন্য ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেওয়ার আহবান জানিয়েছি। একসঙ্গে আমাদেরকে অবশ্যই ইউক্রেনকে বাঁচাতে হবে, গণতান্ত্রিক বিশ্বকে বাঁচাতে হবে এবং আমরা তা করব।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উইক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। এতে হামলার প্রথম ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইউক্রেন বলছে, তারা '৫০ জন রাশিয়ান দখলদার সৈন্যকে' হত্যা করেছে। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করার ঘণ্টাখানেক পর এ ঘোষণা আসে।

সূত্র: আলজাজিরা 
রাশিয়া-ইউক্রেন: পাল্টাপাল্টি হামলায় নিহত ১০০

রাশিয়া-ইউক্রেন: পাল্টাপাল্টি হামলায় নিহত ১০০


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উইক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। এতে হামলার প্রথম ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার সর্বশেষ ৫ তথ্য

ইউক্রেন বলছে, তারা '৫০ জন রাশিয়ান দখলদার সৈন্যকে' হত্যা করেছে। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করার ঘণ্টাখানেক পর এ ঘোষণা আসে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের বিমান ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

ইউক্রেন দাবি করেছে, তারা দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন গেরাশচেঙ্কো বলেন, সামরিক সদর দপ্তর, বিমানবন্দর, কিয়েভ, খারকভ এবং ডিনিপারের কাছে সামরিক অস্রাগারগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

সূত্র: এনডিটিভি 

Wednesday, 23 February 2022

বিয়ানীবাজারের জামায়াত সমর্থিত দুই ইউপি চেয়ারম্যান কারাগারে

বিয়ানীবাজারের জামায়াত সমর্থিত দুই ইউপি চেয়ারম্যান কারাগারে


বিয়ানীবাজার উপজেলার জামায়াতে ইসলাম সমর্থিত দুই ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোওয়ার হোসেন এবং মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমদ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) তাদেরকে কারাগারে পাঠানো হয়। 

জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে সিলেটের কোতোয়ালী থানায় ৩০ ডিসেম্বর ২০২১ইং তারিখের দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এলে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

এছাড়া, একই মামলায় গোলাপগঞ্জের ১০নং উত্তর বাদেপাশা ইউপি চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইনকেও কারাগারে পাঠানো হয়।

তারা সকলেই ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে জয়লাভ করে সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

বাদেপাশা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হোসাইন কারাগারে

বাদেপাশা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হোসাইন কারাগারে



গোলাপগঞ্জের ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের জামায়াতে ইসলাম সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে জয়লাভ করে সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে সিলেটের কোতোয়ালী থানায় ৩০ ডিসেম্বর ২০২১ইং তারিখের দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এলে জামিন আবেদন নামঞ্জুর করে বুধবার তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া, একই মামলায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোওয়ার হোসেন এবং মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমদকেও কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন।

১০ জনের নাম চূড়ান্ত করল সার্চ কমিটি

১০ জনের নাম চূড়ান্ত করল সার্চ কমিটি


নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়। রাত সোয়া ৮টায় এ বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বৈঠকে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি এই ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে।

কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নেন।

ত্রয়োদশ নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় আছে দেশের সব রাজনৈতিক দল। ব্যক্তি এবং পেশাজীবীদের মধ্যেও এ নিয়ে কৌতূহল বাড়ছে।

একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রোববারের বৈঠকে সংক্ষিপ্ত তালিকায় থাকা ২০ জনের যাবতীয় তথ্য পর্যালোচনার পর ১০ জনের নাম চূড়ান্ত করা হয়। ওই ১০ জনের বিষয়ে যে কোনো ধরনের বিতর্ক এড়াতে সরকারের বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয়ের মাধ্যমে আরও খোঁজ-খবর নেওয়া হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি ১০ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এই ১০ জনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে দুইজন এবং নির্বাচন কমিশনার পদে আটজনের নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। এই তালিকা থেকেই একজনকে সিইসি এবং চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এই ইসির অধীনেই অনুষ্ঠিত হওয়ার কথা আগামী দ্বাদশ সংসদ নির্বাচন।

সূত্র আরও জানায়, সিইসি পদে এবার বিচার বিভাগের কারও না আসার সম্ভাবনাই বেশি। কয়েকজন সাবেক সচিব ও একটি বাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা প্রাথমিকভাবে সিইসি পদে আলোচনায় রয়েছেন। নির্বাচন কমিশনার পদে অবসরপ্রাপ্ত আমলা, বিচারক, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ থাকতে পারেন। তালিকা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব গ্রহণে সম্মত কিনা, সে বিষয়েও তাদের মতামত নেওয়া হবে।

এদিকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে প্রস্তাবিত ১০ জনের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা তা নিয়ে সার্চ কমিটির শনিবারের বৈঠকেও আলোচনা হয়েছে। এ নিয়ে মিশ্র মত থাকলেও অধিকাংশ মনে করেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে তাদের (সার্চ কমিটি) তালিকা পাঠাতে হবে। এই তালিকা জনসমক্ষে প্রকাশের প্রয়োজন হলে সেই বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন। প্রয়োজন হলে মন্ত্রিপরিষদ বিভাগ সেটি করবে।

তবে রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠানোর আগে তা জনসমক্ষে প্রকাশের জন্য দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজনসহ কয়েকটি বেসরকারি সংগঠন। তাদের দাবি, তালিকা প্রকাশ হলে সাধারণ মানুষ সার্চ কমিটির তালিকায় থাকা ব্যক্তিদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড পর্যালোচনা সুযোগ পাবে। নিয়োগের পর এ নিয়ে বিতর্কের সুযোগ থাকবে না।