Tuesday, 1 March 2022

সিলেটে প্রতারক আমিন গ্রেপ্তার

সিলেটে প্রতারক আমিন গ্রেপ্তার


সিলেটের আমিন রহমান ট্রাভেলস এর মালিক প্রতারক সেই আমিন রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কুশিয়ারা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের এসএমপি’র কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ।

উল্লেখ্য, সিলেটে রোমানিয়া পাঠানোর নামে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন এ ট্রাভেল এজেন্টের মালিক। প্রায় ৩শ' যুবক তার প্রতারণার স্বীকার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত শনিবার দুপুরের দিকে আমিন রহমান ট্রাভেলসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতারিতদের কয়েকজন। তাদের দাবি, প্রতারক আমিন রহমানকে গ্রেফতার ও টাকা উদ্ধার করা হউক।
চন্দরপুরে শিউলী নিহতের ঘটনায় স্বামী ইকবাল আটক

চন্দরপুরে শিউলী নিহতের ঘটনায় স্বামী ইকবাল আটক


গোলাপগঞ্জের চন্দরপুরে শিউলী বেগম(২৫) নিহতের ঘটনায় তার স্বামী ইকবাল হোসেনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার রাতে তাকে আটক করা হয়।

জানা যায়, শিউলী বেগম নিহতের ঘটনায় তার স্বামী লাপাত্তা থাকলেও ঘটনার ৩দিন পর ইকবাল হোসেন থানায় উপস্থিত হলে তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে শিউলী বেগমের পরিবার ইকবাল হোসেনের নামে মামলা দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোফাখখারুল ইসলাম ইকবাল হোসেনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...

Monday, 28 February 2022

ফেঞ্চুগঞ্জে মস্তক বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিলো নয়নের মৃতদেহঃ ৩ দিন পর মাথার খুলি উদ্ধার

ফেঞ্চুগঞ্জে মস্তক বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিলো নয়নের মৃতদেহঃ ৩ দিন পর মাথার খুলি উদ্ধার


সিলেটের ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগানে রেল লাইনের পাশ থেকে হাত ও মস্তক বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয় দোকান কর্মচারী নয়ন দেব নাথের (১৮) মরদেহ। দুর্বৃত্তরা হত্যার পর হাত ও মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে অন্যত্র ফেলে দেয়।

হত্যাকাণ্ডের ৩ দিন পর রোববার (২৭ ফেব্রুয়ারি) ঘটনাস্থলের অদূরে একটি জমি থেকে মাথার খুলি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা মাথার খুলিটি নয়নেরই হবে।

সিলেট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মোমিনছড়া চা বাগানের বাসিন্দা কৃষক লাক্সমি গোয়ালা জমিতে বিচ্ছিন্ন মাথার খুলিটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে। তবে মাথার খুলিটি নয়নের কি না, তা যাচাইয়ে মরদেহ এবং তার পরিবারের ডিএনএ টেস্ট করা হবে। এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন কাজ করছেন।

গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান এলাকার রেললাইনের পাশ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় নয়নের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় শনিবার নিহতের বাবা দিলীপ চন্দ্র বাদী হয়ে সিলেট রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ধারালে অস্ত্র দিয়ে নয়নের গলা কাটা হয়। মাথা ও বাম হাত খুঁজে পাওয়া যায়নি। ডান হাত ছিল অর্ধমুষ্টি বন্ধ অবস্থায়। বাম হাতের বগল থেকে পেট পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কাটা। বুকে থেঁতলানো জখম।

নিহত নয়ন দেবনাথ (১৮) কুমিল্লা জেলার দৌলতপুর গ্রামের দিলীপ চন্দ্র দেবনাথের ছেলে। তিনি ফেঞ্চুগঞ্জ বাজারের উপমা ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন। এ ঘটনায় দোকান মালিক দুর্জয় দেবনাথ ভৌমিককে আটক করা হয়েছে।
আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ


আজ হিজরি রজব মাসের ২৬ তারিখ, সোমবার দিনগত রাত পবিত্র শবে মেরাজ। ফারসি শব শব্দের অর্থ রাত ও আরবি মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন।

মহিমান্বিত এ রাতে দুনিয়া ও আখেরাতের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তায়ালার হুকুমে আল্লাহর প্রিয় নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আরশে আজিম পর্যন্ত ঊর্ধ্বলোক গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। এ সময় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে আবার দুনিয়াতে ফিরে আসেন।

এ কারণেই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। মুসলিম বিশ্ব অলৌকিক ও ঐতিহাসিক এ ঘটনার স্মারক দিবস হিসেবে প্রতিবছর ২৬ রজবের দিবাগত রাতটিকে শবে মেরাজ হিসেবে পালন করে থাকে। বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা এ মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন।

হজরত মুহাম্মদ (সা.) নবুওত লাভের একাদশ বছরের রজব মাসে (৬২০ খ্রিস্টাব্দে) রাতে হজরত জিবরাইল (আ.) এর সঙ্গে বোরাক নামক বাহনে চড়ে প্রথমে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেন। সেখানে অন্যান্য নবী-রসুলের সঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। তারপর সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফরে হজরত জিবরাইল (আ.)-এর নবীজির (সা.) সঙ্গে পরিভ্রমণ করেন। এ সময় নবীজি (সা.) নভোমণ্ডল, বেহেশত-দোজখ ও সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন এবং পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ লাভ করেন। পরে রফরফ নামক বাহনে চড়ে নবীজি (সা.) আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাওয়ার ও মহান রব্বুল আলামিনের দিদার লাভের সৌভাগ্য লাভ করেন। নবীজি (সা.) আল্লাহর কাছ থেকে উম্মতে মোহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। প্রতিদিন নামাজে আত্তাহিয়্যাতু পাঠের মাধ্যমে উম্মতে মোহাম্মদী সেই ঘটনার সাক্ষ্য প্রদান করেন। 
ইউক্রেনের আরেকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা

ইউক্রেনের আরেকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা


ইউক্রেনে হামলার চতুর্থ দিনে রোববার আরও একটি শহরের সব প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।

বেরডিয়ানস্ক শহরের মেয়র নিজেই স্বীকার করেছেন, তার শহর রুশ সেনারা দখল করে নিয়েছে। খবর আনাদোলুর।

শহরটির মেয়র অলেকসানদর সিভিডলো এক ভিডিওবার্তায় বলেছেন, ভারি সামরিক যানের বিশাল বহর নিয়ে রুশ বাহিনী তার শহরে ঢুকে পড়েছে।

শহরে ঢুকেই রুশ বাহিনী দাবি করেছে, তারা শহরটির সব প্রশাসনিক ভবনের দায়িত্ব নিয়েছেন।

তারা ইউক্রেনীয়দের সতর্ক করে বলেন, আজ রাত হবে আপনাদের জন্য ভয়নক কঠিন এক রাত। ভালো চান তো কেউ বাসা থেকে বের হবেন না।

বেরডিয়ানস্ক শহরটি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি বন্দরনগরী। এক লাখেরও বেশি মানুষের বসবাস এ শহরটিতে। 
গোলাপগঞ্জে ধারাবহর একমাইল বাজার বণিক সমিতির আত্মপ্রকাশ

গোলাপগঞ্জে ধারাবহর একমাইল বাজার বণিক সমিতির আত্মপ্রকাশ


গোলাপগঞ্জে ধারাবহর একমাইল বাজার বণিক সমিতি গঠন করা হয়েছে।  রবিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ধারাবহর একমাইল বাজারে সন্ধ্যা ৭ টায় বাজারের ৪৩ জন ব্যবসায়ীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বাজারের ব্যবসায়ী মিসলাউর রহমানে সভাপতিত্বে এবং আক্তার হোসেন  ও সুলতান মাহমুদের যৌথ পরিচালনায় সকল ব্যবসায়ীদের সরাসরি মতামতের ভিত্তিতে উপদেষ্টা ও কার্যকারী কমিটির খসড়া প্রকাশ করা হয়। পরে তা চূড়ান্ত করা হয়। এসময় বাজারের মান উন্নত-সহ সকল ব্যবসায়ীকে মাসিক হারে চাঁদা প্রদান ও বিভিন্ন গুরুপূর্ণ দিক নিয়ে  আলোচনা করা হয়।

উপদেষ্টা মণ্ডলী সদস্য হলেন আব্দুল খালিক, খলিলুর রহমান, বরদা চন্দ্র, বশির আহমদ, জাবের আহমদ, ফখরুল ইসলাম শাকিল।

কার্যকারী কমিটির সদস্যরা হলেন সভাপতি মিসলাউর রহমান, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি জলিল আহমদ, সাধারন সম্পাদক কাওছার আহমদ, সহ সাধারন সম্পাদক জিবান আহমদ, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সহ কোষাধ্যক্ষ রেজওয়ান আহমদ, সদস্য ভানু দেবনাথ, হারুন আহমদ, নাজিম। 

Saturday, 26 February 2022

নতুন সিইসি ও কমিশনারদের শপথ কাল

নতুন সিইসি ও কমিশনারদের শপথ কাল


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আগামীকাল (রোববার) শপথ গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকাল সাড়ে ৪টায় তাদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

নির্বাচন কমিশনার হয়েছেন যারা, তারা হলেন- সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার তাদের নিয়োগ দিয়েছেন। এরপরই মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লে­খ করা হয়। এর মধ্য দিয়ে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ১৩তম নির্বাচন কমিশন গঠিত হলো। নির্বাচন কমিশন আইনের অধীনে গঠিত এটিই প্রথম কমিশন। রোববার শপথ নেওয়ার পরই তারা দায়িত্ব বুঝে নেবেন। 

এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে ১০ জনের নামের তালিকা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছিলেন সার্চ কমিটির সদস্যরা।

দায়িত্ব পাওয়ার পর ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনারগণ। তারা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন বলে জানান। এক্ষেত্রে সবার সহযোগিতাও কামনা করেন তারা। 

কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বিগত কমিশন পাঁচ বছর মেয়াদ শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিদায় নিয়েছেন। ওইদিন থেকে এ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদ শূন্য রয়েছে। নতুন সিইসি ও নির্বাচন কমিশনাররা শপথ গ্রহণ শেষে ওই পদে অধিষ্ঠিত হবেন। তাদের পাঁচ বছর মেয়াদে আগামী জাতীয় সংসদসহ সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

স্বাধীনতার পর প্রথমবারের মতো গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন নিয়োগ আইন পাশ হয়। ওই আইনের আলোকেই আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। 

সার্চ কমিটি রাজনৈতিক দল ও সুধীজনের কাছ নাম আহ্বান করে। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সরাসরি ও ই-মেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় ৫০০ জনের নাম জমা পড়ে। জমা পড়া নাম থেকে প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি কমন নাম বাদ দিয়ে ৩২২ জনের তালিকা প্রকাশ করে ওই কমিটি। সার্চ কমিটি যে ৩২২ জনের নাম প্রকাশ করেছিল, ওই তালিকায় নিয়োগ পাওয়া সিইসি ও চার কমিশনারের নাম ছিল। 

এরপর বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমেও বেশ কিছু নাম পায় সার্চ কমিটি। সেখানেও কিছু কমন নাম বাদ দিয়ে তালিকায় প্রস্তাবিত নামের সংখ্যা দাঁড়ায় ৩২৯ জনে। এসব নাম থেকে একাধিক দফায় বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়। ওই ১০ জনের নাম প্রকাশ করেনি কমিটি। তবে সার্চ কমিটিতে বিএনপি, সিপিবি, বাসদসহ কয়েকটি রাজনৈতিক দল ইসি গঠনে কারো নাম দেয়নি।