Tuesday, 15 March 2022

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্নঃ বিজয়ী যারা

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্নঃ বিজয়ী যারা


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত ৮টা থেকে একে একে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।


বিজয়ী যারাঃ

উপজেলার ঐতিহ্যবাহী বাজারের এ নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি আলেকুজ্জামান আলেক (আনারস প্রতীক) ৭৬১ ভোট পেয়ে আবাড় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ (চেয়ার প্রতীক) পেয়েছেন ৫২১ ভোট।

সহ-সভাপতি পদে বিলাল আহমদ (টেবিল প্রতীক) ৬২৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমিতির সাবেক সহ-সভাপতি নজমুল ইসলাম (দেওয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৩১১ ভোট। অপর প্রার্থী ছয়ফুল হক কফ (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৪৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিপুল ভোট পেয়ে হ্যাট্টিক বিজয় লাভ করেছেন বর্তমান সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। তিনি (কাপ পিরিছ প্রতীক) ৬৩৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী (দোয়াত কলম প্রতীক) নিয়ে ৫১২ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী আব্দুল খালিক (আম প্রতীক) ৭১ ও ইউনুছ আহমদ চৌধুরী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ছালেক আহমদ (ডাব প্রতীক) প্রথমবারের মত ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদুর রহমান শিপার (রিকশা প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট। অপর প্রার্থী সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ (মাছ প্রতীক) পেয়েছেন ২৯৪ ভোট ও আফজাল হোসেন (বোতল প্রতীক) পেয়েছেন ২৩৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে সব প্রার্থীর চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে (চাকা প্রতীক) পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৯২৭টি । তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩৪০ ভোট।

এছাড়া ১নং ওয়ার্ডে নাজিম আহমদ (সেলাই মেশিন প্রতীক) ১৬৬ ভোট (প্রথম), নাছির উদ্দীন (নারিকেল গাছ প্রতীক) ১৫৯ ভোট (দ্বিতীয়) ও আপ্তাব আলী (চশমা প্রতীক) ১৪৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

২নং ওয়ার্ডে জাহেদ আহমদ (নারিকেল গাছ প্রতীক) ১৫৮ ভোট পেয়ে (প্রথম), মাহবুবুর রহমান (চশমা প্রতীক) ১৫৬ ভোট পেয়ে +দ্বিতীয়) ও মাছুম আহমদ (দোয়েল প্রতীক) ১৩৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য পদে বিজয়ী হয়েছেন ।

৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান সেলিম (নারিকেল গাছ প্রতীক) ১৪৩ ভোট পেয়ে (প্রথম, মো.মুহিবুর রহমান (চশমা প্রতীক) ১০১ ভোট পেয়ে (দ্বিতীয়) ও সোহেল আহমদ (বালতি প্রতীক) ১০১ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

৪নং ওয়ার্ডে কাওছার আহমদ (বালতি প্রতীক) ২৩০ ভোট পেয়ে(প্রথম), শহিদুর রহমান সুহেদ (নারিকেল গাছ প্রতীক) ২১৯ ভোট পেয়ে (দ্বিতীয়) ও মো.শাকিল আহমদ (সেলাই মেশিন) ১৮৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন।

নির্বাচন পরিচালনা কমিটির সচিব নুরুল হুদা জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তারা অনেক কষ্ট করেছেন। 
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহবুবের বাজিমাত

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহবুবের বাজিমাত


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে বাজিমাত দেখিয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। এ নির্বাচনে তিনি (চাকা প্রতীক) সকল প্রার্থীদের চেয়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৯২৭টি ভোট পেয়ে দ্বিতীয় বারের মত বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ (মোবাইল প্রতীক) পেয়েছেন ৩৪০টি ভোট।

উল্লেখ, সোমবার সকাল ৯টা বিকেল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ৪ টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন। 
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক আব্দুল আহাদের হ্যাট্রিক বিজয়

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক আব্দুল আহাদের হ্যাট্রিক বিজয়


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ। এর আগেও তিনি দুইবার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ভোটাধিকার প্রয়োগ করেন। 

এ নির্বাচনে ব্যবসায়ী বান্ধব নেতা সাংবাদিক আব্দুল আহাদ (কাপ পিরিছ প্রতীক) ৬৩৫ ভোট পেয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ৫১২ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল খালিক (আম প্রতীক) ৭১টি ও ইউনুছ আহমদ চৌধুরী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩টি ভোট। 

নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন। 

Sunday, 6 March 2022

মুজিববর্ষে শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন

মুজিববর্ষে শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন


মুজিববর্ষে দেশি-বিদেশি কবিদের কালজয়ী শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়ে‌ছে। লেখক, কলামিস্ট ও শিক্ষক আব্দুল মালিক সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শ‌নিবার (৫ মার্চ) সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নুহ-ই ইসলাম সেলু বাসিত। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমেদ পারভেজ জাবীন, কবি নীপা চৌধুরী, অধ্যক্ষ খান আখতার হোসেন, কবি হাসনাইন সাজ্জাদী প্রমুখ।

বইটি প্রকাশ ক‌রে‌ছে সময়ের সুর প্রকাশনী।

Saturday, 5 March 2022

গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন


গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টূণামের্ন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুকবার (৪ মার্চ) বিকাল ৫টার সময় উপজেলার প্রস্তাবিত শেখ রাসের মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণের আয়োজন করে ধারাবহর ক্রিকেট টিম।

ধারাবহর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক, তরুণ সেমাজসেবী ও শিক্ষানুরাগী কাওছার আহমদের সভাপতিত্বে এবং ধারাবহর সূর্যদয় তরুণ সংঘের সাধারন সম্পাদক আজমির আহমদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু , বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন ধারাবহর ওয়ার্ডের সাবেক মেম্বার খলিলুর রহমান, বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিল, জামাল মিয়া, বরদা চন্দ্র, সেলিম আহমদ, মুহিবুর রহমান, সাবেক ক্রিকেটার জাকের লষ্কর, খাইরুল ইসলাম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, তরুণ সমাজ সেবক সুলতাম মাহমুদ।

এসময় আরও উপাস্থিত ছিলেন ধারাবহর ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য উজ্জল, ফাহিম আহমদ, মুকিত আহমদ, রফি, মাসুদ আহমদ, হানিফ আহমদ।

এসময় নাহি ক্রিকেট টিম রানাপিং বনাম আমুড়া ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দুই উইকেট হাতে নিয়ে নাহি ক্রিকেট টিম রানাপিং জয় লাভ করে।

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৬ টি টিম নিয়ে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Tuesday, 1 March 2022

পারমাণবিক অস্ত্রের ব্যবহারে সতর্কাবস্থায় রাশিয়া, পরিস্থিতি সংকটপূর্ণ

পারমাণবিক অস্ত্রের ব্যবহারে সতর্কাবস্থায় রাশিয়া, পরিস্থিতি সংকটপূর্ণ


পারমাণবিক শক্তিধর রাশিয়ার সেনাবাহিনীর পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা দলকে যুদ্ধকালীন প্রস্তুতিতে রাখার জন্য প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় টেলিভিশনে ২৭ ফেব্রুয়ারি সম্প্রচারিত এক ভাষণে তিনি এমন নির্দেশ দেন- ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ব্যাপারে অবন্ধুত্বসুলভ পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে উচ্চ সতর্কতায় নিয়ে এসেছেন। বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য আদেশ দেবার পর ন্যাটো জোটের প্রধান একে "বিপজ্জনক ও দায়িত্বহীন" বলে বর্ণনা করেছেন।

ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর একটি পরিস্থিতি আরো গুরুতর করে তুলছে।রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা। মি. পুতিন তার ভাষায় “নেটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি”র পর এ ঘোষণা দেন। 

যুক্তরাষ্ট্র একে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেছে। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে, মি. পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন, যা “সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
 
পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে রাশিয়ার অবস্থান দ্বিতীয় এ ছাড়া দেশটির হাতে বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেনে হামলার পর যখন বিশ্বজুড়ে উত্তেজনা চরমে, সে মুহূর্তে পুতিনের ওই নির্দেশ পরিস্থিতি আরও সংকটপূর্ণ করে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুতিনের পারমাণবিক হুমকিকে রাজনৌতিক বিশ্লেষকরা বিভ্রান্তিকর বলে মনে করছেন। ২০২০ সালে, মস্কো কখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এ বিষয়ে পুতিন চারটি ক্ষেত্রে "মৌলিক নীতি"কে  অনুমোদন করেছিলেন।

এগুলো ছিল যখন রাশিয়ার বা মিত্র অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে, যখন কোনো শত্রু পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, কোনও রাশিয়ান পারমাণবিক অস্ত্রের সাইটে আক্রমণ করে বা রাশিয়ান রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে। বর্তমান সংঘাতে সেসব মানদণ্ডের কোনোটিই পূরণ হয়নি। এছাড়াও  রাশিয়া জানুয়ারিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্য চার স্থায়ী সদস্যদের সাথে যোগ দিয়েছিল এবং একটি নথিতে স্বাক্ষর করে যে "পরমাণু যুদ্ধে জয়ী হওয়া যায় না এবং কখনোই এ লড়াই করা উচিত নয়"।(সূত্র: এএফপি) মস্কো-ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ারের মতে, 'পুতিন শক্ত অবস্থানে আছেন। একবার যদি পশ্চিমারা রাশিয়ান সেন্ট্রাল ব্যাংকের সম্পদ আটকে রাখে এবং রাশিয়ার অর্থনীতি বিপর্যস্ত হয়, এতে পুতিনের কাছে তেমন বেশি বিকল্প পথ নেই। পুতিনের কাছে একটি পথ হচ্ছে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া, এতে ইউরোপিয়ানরা ধাক্কা পাবে। আরেকটি বিকল্প পথ হচ্ছে ব্রিটেন ও ডেনমার্কের মধ্যে উত্তর সাগরের কোথাও পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করা (বিবিসি) ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী অভিযান যুক্তরাষ্ট্রকে ইউরোপে তার অবস্থান সুসংহত করতে সহায়তা করছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল জার্মানি ও ফ্রান্সকে নিজ বলয়ে ধরে রাখা। ইউরোপজুড়ে আবারো ন্যাটো নড়েচড়ে বসছে।  যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইউরোপকে রাশিয়ার ভয় দেখিয়ে আয়ত্তে রেখেছে।
  
ইউক্রেন যুদ্ধে আধিপত্য বিস্তারে নতুন রাস্তা যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে খোলে গেছে। আফগানিস্তানে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে সহায়তা করবে এ সঙ্কট। সবদিক বিবেচনা করেই ইউক্রেন পরিস্থিতি সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকেন্দ্রিক এক মেরুভিত্তিক বিশ্বব্যবস্থার পরিবর্তে বহু মেরুকেন্দ্রিক অবস্থার উন্মেষ ঘটছে বলে আলাপ প্রচলিত আছে। রাশিয়া নিজের পেশিশক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্রের নতুন করে আধিপত্য বিস্তারের  মেরুভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার পথকে প্রশস্থ করে দিলো। পারমাণবিক বিকল্পের প্রচার নিঃসন্দেহে রাশিয়ার একটি মরিয়া পদক্ষেপ যে পদক্ষেপের ধারাবাহিকতায় বেলারুশ ও তার পারমাণবিক শক্তির ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। 

হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইউক্রেনে রুশ হামলা গড়াল পঞ্চম দিনে। এমন পরিস্থিতিতে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে দুই দেশেরই অসংখ্য সেনা-বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে মিত্র ও সহযোগীদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
 
নজিরবিহীন ছায়াযুদ্ধে পশ্চিমারা/ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানি, গ্রিস
ইউক্রেন থেকে হাজার কিলোমিটার দূরে বসে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই যুদ্ধে লড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে জয়লাভের জন্য যত উপায় অবলম্বন সম্ভব, পশ্চিমা দেশগুলো তার কোনোটিই বাকি রাখেনি। তবে একটি যুদ্ধে সশরীরে অংশগ্রহণের যে বেদনা, হাজারো ক্ষত নিয়ে সেই বেদনা ইউক্রেন একাই সয়ে যাচ্ছে। পরাশক্তিগুলোর দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক লড়াই ইউক্রেনের মাটিতে মর্টার শেল ও মিসাইলের রূপে দেখা দিচ্ছে। এ কথা নিশ্চিত, ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে ইতিহাসের নজিরবিহীন ছায়াযুদ্ধে জড়িয়ে পড়েছে পশ্চিমারা। ইউক্রেন হামলার আগের কয়েক মাসজুড়ে এই ছায়াযুদ্ধেরই মহড়া চলেছে। যে ইউক্রেনকে কেন্দ্র করে সংকট তৈরি হয়েছিল, মাসব্যাপী একাধিক কূটনৈতিক আলোচনায় সেই ইউক্রেনই অনুপস্থিত ছিল। তার বদলে আলোচনার টেবিলে দরকষাকষি করেছে ইউক্রেনের পশ্চিমা বন্ধুরা। নিজেদের স্বার্থ ও চাহিদাকে প্রাধান্য দিতে গিয়ে কোনো সমাধানে না পৌঁছে ইউক্রেনকে এক প্রকার যুদ্ধের মাঠে ঠেলে দিয়েছে সেই পশ্চিমারাই। একটি যুদ্ধের যে ভয়াবহতা, তার সামনে এখন বিপন্ন হয়ে দাঁড়িয়ে আছে ইউক্রেনবাসী। আর অর্থ, অস্ত্র, প্রযুক্তি ও মিডিয়াকে ব্যবহার করে সেই যুদ্ধের আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ উৎকণ্ঠায় শান্তিপ্রিয় মানুষ। সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধ করতে এখনই বিশ্বনেতৃবৃন্ধকে  আলোচনায় বসতে হবে ইউক্রেনে মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে বৈশ্বিক মনোযোগ সৃষ্টির সময় ও সুযোগ যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 
চন্দরপুরে শিউলী নিহতের ঘটনায় স্বামী ইকবাল কারাগারে

চন্দরপুরে শিউলী নিহতের ঘটনায় স্বামী ইকবাল কারাগারে


গোলাপগঞ্জের চন্দরপুরে শিউলী বেগম(২৫) নিহতের ঘটনায় তার স্বামী ইকবাল হোসেনকে(৩৫) আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার রাতে তাকে আটক করা হয়। 

জানা যায়, শিউলী বেগম নিহতের ঘটনায় তার স্বামী লাপাত্তা থাকলেও ঘটনার ৩দিন পর (সোমবার রাতে) ইকবাল হোসেন থানায় উপস্থিত হলে তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত ইকবাল হোসেনকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে শিউলী বেগম নিহতের ঘটনায় তার স্বামী ইকবাল হোসেন ও দেবর রাজন আহমদ বাড়ি থেকে পালিয়ে যান।

ইকবাল হোসেনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।

তিনি জানান, মামলার এজাহার সূত্রে ইকবাল হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। সেখানে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

তিনি আরোও বলেন, ঘটনার ময়না তদন্ত রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি স্থানীয় তদন্তও অব্যাহত আছে। তদন্ত শেষেই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শিউলী বেগমের চাচা চেরাগ আলী বাদী হয়ে নিহতের স্বামী ইকবাল হোসেন (৩৫), দেবর রাজন আহমদ (২৫) এবং শাশুড়ি সরলা বেগম (৫৫) সহ অজ্ঞাতনামা আরোও ৪/৫ জনকে বিবাদী করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

এজাহারে বাদী চেরাগ আলী উল্লেখ করেন, আসামীগণ যৌতুকলোভী হয়ে বিভিন্ন সময় নিহত শিউলী বেগমের উপর নির্যাতন করতেন। তিনি আসামীগণের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ আনেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় চন্দরপুরের আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন আমকোনী বাড়ির একটি কক্ষ থেকে শিউলী বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

আরোও পড়ুনঃ 

চন্দরপুরে গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার