Sunday, 3 April 2022

ভারতে এবার মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি

ভারতে এবার মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি


মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি তুলেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। অন্যথায় মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২ এপ্রিল) এক অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রতি এ দাবি জানান তিনি।

রাজ ঠাকরে বলেন, 'আমি প্রার্থনার বিরুদ্ধে নই, আপনি আপনার বাড়িতে প্রার্থনা করতে পারেন। তবে মসজিদের মাইকগুলো সরানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি এখন সতর্ক করে বলছি... মাইক সরানো না হলে মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে।'

তিনি বলেন, ইশ্বরের সঙ্গে কথোপকথনের জন্য মাইকের প্রয়োজন নেই। ধর্মকে বাড়িতে সীমাবদ্ধ রাখা উচিত।

নিরাপত্তার জন্য মুম্বাইয়ের মসজিদ ও মাদরাসা তল্লাশির জন্য পুলিশকে অনুমতি দিতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান রাজ ঠাকরে।

এর আগে, হিজাব বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে রায় দিয়েছেন ভারতের কর্ণাটকের হাইকোর্ট। যা ক্লাসে হিজাব পরার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশাল ধাক্কা। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে পাঁচটি পিটিশন দায়ের হয়েছিল।

সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া 
ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

বোববার (৩ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারজি করে দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

এর পরেই জাতির উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ইমরান খান। তার কিছুক্ষণ পরেই আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। 

সূত্র : জিও নিউজ 
মৌলভীবাজারে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

মৌলভীবাজারে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে বিষপানে তরুণ-তরুণী বিষপানে আত্মহত্যা করেছে।শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তারা বিষপান করলে হাসপাতালে নেয়ার পথে দুপুরে মৃত্যু হয়।

স্থানীয় বসু গোয়ালা জানান, দলই চা বাগানের লছমী লাইনের হারাধন সাঁওতালের ছেলে বিপুল সাঁওতালের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে গীতা মাদ্রাজীর (১৬)। কিন্তু সেখানকার প্রথা অনুসারে এই দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে হয় না। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ১০/১২ দিন পূর্বে গীতাকে নিজ বাড়িতে নিয়ে আসে বিপুল সাঁওতাল। বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে পারেনি।

এ নিয়ে প্রায়শই পরিবারের সঙ্গে ঝগড়া হতো বিপুলের। শনিবার সকালে বিপুলের মা কুসুম সাঁওতাল অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের। আর এতে অভিমান করে তারা একসঙ্গে বিষপান করে।

তিনি আরও জানান, তাদের উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে তাদের মৌলভীবাজার নেয়া হয়। মৌলভীবাজার হাসপাতালে গীতা মাদ্রাজী মারা যায়। সেখান থেকে বিপুল সাঁওতালকে সিলেটে রেফার্ড করলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী জানান, মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আনা হবে।

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইশতিয়াক আহমদ জানান, পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
৮৮ বছর পর আয়া সোফিয়ায় প্রথম তারাবি, মুসল্লিদের ভিড়

৮৮ বছর পর আয়া সোফিয়ায় প্রথম তারাবি, মুসল্লিদের ভিড়


৮৮ বছর পর তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে রমজানের মাসের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাতে ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক এ স্থাপনায় তা অনুষ্ঠিত হয়। তারাবির নামাজে অংশ নিতে আয়া সোফিয়া চত্বরে সমবেত হন মুসল্লিরা। স্মরণীয় এ তারাবি নামাজে উপস্থিত ছিলেন দেশটির ধর্ম বিভাগীয় অধিদপ্তরের প্রধান অধ্যাপক ড. আলি ইরবাশসহ গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিবর্গ।
 
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে এ আয়া সোফিয়ায় কোরআন তিলাওয়াত, দোয়া, সঙ্গীত, আলোচনাসহ নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র মাসজুড়ে দুপুরের নামাজের আগে মুফতি, মুসলিম আইন বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

২০২০ সালের ২৪ জুলাই ঐতিহাসিক এ স্থাপনা নামাজের জন্য খুলে দেওয়া হয়। করোনা মহামারি সংক্রমণরোধে গত দুই বছর মসজিদের নামাজে বিধি-নিষেধ ছিল। ব্যাপকভাবে করোনা টিকাপ্রদান, মৃত্যুসংখ্যা হ্রাস ও সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় তুরস্কের সরকার পবিত্র রমজান মাস উপলক্ষে সব মসজিদ খুলে দিয়েছে।

দীর্ঘ ৮ দশক পর অনুষ্ঠিত তারাবির নামাজে আগত মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে ড. আলি ইরবাশ বলেন, ‘আমাদের মহান রবকে যথার্থ ধন্যবাদ জ্ঞাপন করতে পারব না। দীর্ঘ ৮৮ বছর পর আয়া সোফিয়ায় তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা সব মসজিদে গত দুই বছর যাবত তারাবির নামাজের আয়োজন করতে পারিনি। আমরা দীর্ঘ সময় স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় ছিলাম। মহার সৃষ্টিকর্তার জন্য সব প্রশংসা। তিনি আমাদের আকুতি শুনেছেন। আমাদের তিনি পবিত্র রমজান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আশাকরি আমরা তা পুরোপুরি কাজে লাগাতে পারব। ’

তরুণদের মসজিদে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘পেছন থেকে আসা শিশুদের আওয়াজ আমাদের বিরক্তিভাব দূর কদে দেয়। এসময়ে ধর্মবিভাগের দায়িত্বশীলরা যারা কোরআন পাঠ জানে না তাদের তা শেখাতে পারেন। ’

পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছে ইস্তাম্বুলের ইফতা বিভাগ। রমজানের পুরো মাস এ প্রদেশের ১৫৮টি মসজিদ সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তারাবির নামাজ ছাড়াও অনেক মসজিদে কোরআনের তাফসির অনুষ্ঠানের আয়োজন থাকবে। রমজান মাসের শেষ ১০দিন আগ্রহী মুসল্লিরা ইতিকাফ করতে পারবেন। তবে স্বাস্থ্যবিধি মেনে এক মসজিদে সর্বোচ্চ পাঁচজন ইতিকাফ করতে পারবেন।

৫৩২ সালে ঐতিহাসিক আয়া সোফিয়া নির্মিত হয়। ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর তা খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহৃত হয়। এরপর ১৪৫৩-১৯৩৪ সাল পর্যন্ত তা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। এরপর ৮৬ বছর ঐতিহাসিক এ স্থাপনা জাদুঘর হিসেবে থাকে। ১৯৮৫ সালে আয়া সোফিয়াকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।
 
২০২০ সালে ১০ জুলাই তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালে জাদুঘর রূপান্তর বিষয়ক মন্ত্রিসভার আদেশ বাতিল করে আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহার নির্দেশনা দেয়। অবশ্য তা দেশি-বিদেশি সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত। 
গোলাপগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

গোলাপগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার


গোলাপগঞ্জে রোমানা আক্তার রিনি (৩০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী হাসান আহমদ (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ এপ্রিল) সকাল ১১টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাসান আহমদ পৌর এলাকার ঘোগারকুল গ্রামের জোনাব আলীর ছেলে।  
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম। 

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারী (শনিবার) রোমানা আক্তার রিনি রাত ১২টায় বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাকে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে রোমানা আক্তার মৃত্যুবরণ করেন। 

রোমানার ভাই ইউসুফ আলী ঝিনুক অভিযোগ করে বলেন, ২০১১ সালে বাদে রনকেলি গ্রামের মো. আক্কাস আলীর মেয়ে রোমানা আক্তার রিনির বিয়ে হয় পাশ্ববর্তী গ্রাম ঘোগারকুলের বাসিন্দা ও গাড়িচালক হাসান আহমদের। বিয়ের পর হাসান আহমদ রোমানাকে বিভিন্নভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত শনিবার মধ্যরাতে রোমানাকে বেধড়ক মারধর করেন হাসান। রাত ১২টার দিকে একই গ্রামে থাকা রোমানার মামিকে ফোন দিয়ে হাসান বলেন, রোমানা বিষ খেয়েছে। খবর পেয়ে রোমানার মামি তাকে গোলাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শেষ রাতে রোমানাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় একদিন পর সোমবার দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুরবণ করেন।

এ ঘটনার পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে রুমানার ভাই ইউসুফ আলী ঝিনুক একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৬/৩৭)। 

সূত্রঃ জিভয়েস২৪

Saturday, 2 April 2022

রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু


বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে ১৪৪৩ হিজরি সনের রমজান মাস শুরু হচ্ছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে একই দিন রাতে তারাবি নামাজ আদায় ও সাহরি খেয়ে রোববার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিশর এবং অস্ট্রেলিয়ায় রমজান মাসের চাঁদ দেখা গেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ থেকে রমজান মাস শুরু হয়েছে। 
ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি

ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি


ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলের মধ্যে ২৯ দল চূড়ান্ত হয়েছে। বাকি ৩ দলের নাম জানা যাবে আগামী জুন মাসেই। তবে সম্ভাব্য হিসাব ধরেই শুক্রবার রাতে হয়েগেছে বিশ্বকাপের ড্র। এরপরই চূড়ান্ত হয়েছে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের সূচি। 

২১ নভেম্বর শুরু হয়ে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসর শেষ হবে ১৮ ডিসেম্বর। বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের সূচি দেখে নিন: 

গ্রুপ পর্ব- 
*
(রাত ১টার খেলা দিবাগত রাতের হিসেবে) 

তারিখম্যাচবাংলাদেশ সময় 
২১ নভেম্বরকাতার-ইকুয়েডরবিকেল ৪টা
২১ নভেম্বরইংল্যান্ড-ইরানসন্ধ্যা ৭টা
২১ নভেম্বরসেনেগাল-নেদারল্যান্ডসরাত ১০টা    
২১ নভেম্বরযুক্তরাষ্ট্র-ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেনরাত ১টা 
২২ নভেম্বর ডেনমার্ক-তিউনিসিয়াবিকেল ৪টা
২২ নভেম্বর ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরাতসন্ধ্যা ৭টা
২২ নভেম্বর মেক্সিকো-পোল্যান্ডরাত ১০টা    
২২ নভেম্বর আর্জেন্টিনা-সৌদি আরব

রাত ১টা

২৩ নভেম্বর স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ডবিকেল ৪টা
২৩ নভেম্বর বেলজিয়াম-কানাডাসন্ধ্যা ৭টা
২৩ নভেম্বর জার্মানি-জাপানরাত ১০টা 
২৩ নভেম্বর মেক্সিকো-ক্রোয়েশিয়ারাত ১টা
২৪ নভেম্বরউরুগুয়ে-দক্ষিণ কোরিয়াবিকেল ৪টা
২৪ নভেম্বরপর্তুগাল-ঘানাসন্ধ্যা ৭টা
২৪ নভেম্বরসুইজারল্যান্ড-ক্যামেরুনরাত ১০টা 
২৪ নভেম্বরব্রাজিল-সার্বিয়ারাত ১টা
২৫ নভেম্বরইংল্যান্ড-যুক্তরাষ্ট্রবিকেল ৪টা
২৫ নভেম্বরকাতার-সেনেগালসন্ধ্যা ৭টা
২৫ নভেম্বরওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইরানরাত ১০টা 
২৫ নভেম্বরনেদারল্যান্ডস-ইকুয়েডররাত ১টা
২৬ নভেম্বর পোল্যান্ড-সৌদি আরববিকেল ৪টা
২৬ নভেম্বর আর্জেন্টিনা-মেক্সিকোসন্ধ্যা ৭টা
২৬ নভেম্বর তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাতরাত ১০টা 
২৬ নভেম্বর ফ্রান্স-ডেনমার্করাত ১টা
২৭ নভেম্বরবেলজিয়াম-মরক্কোবিকেল ৪টা
২৭ নভেম্বরস্পেন-জার্মানিসন্ধ্যা ৭টা
২৭ নভেম্বরক্রোয়েশিয়া-কানাডারাত ১০টা
২৭ নভেম্বরজাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ডরাত ১টা
২৮ নভেম্বর ব্রাজিল-সুইজারল্যান্ডবিকেল ৪টা
২৮ নভেম্বর দক্ষিণ কোরিয়া- ঘানা সন্ধ্যা ৭টা
২৮ নভেম্বর ক্যামেরুন-সার্বিয়ারাত ১০টা
২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়েরাত ১টা
২৯ নভেম্বরনেদারল্যান্ডস-কাতারবিকেল ৪টা
২৯ নভেম্বরওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইংল্যান্ডসন্ধ্যা ৭টা
২৯ নভেম্বরইকুয়েডর-সেনেগালরাত ১০টা
২৯ নভেম্বরইরান-যুক্তরাষ্ট্ররাত ১টা
৩০ নভেম্বরপেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্কবিকেল ৪টা
৩০ নভেম্বরতিউনিসিয়া-ফ্রান্সসন্ধ্যা ৭টা
৩০ নভেম্বরসৌদি আরব-মেক্সিকোরাত ১০টা
৩০ নভেম্বরপোল্যান্ড-আর্জেন্টিনারাত ১টা
১ ডিসেম্বরজাপান-স্পেনবিকেল ৪টা
১ ডিসেম্বরক্রোয়েশিয়া-বেলজিয়ামসন্ধ্যা ৭টা
১ ডিসেম্বরকোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানিরাত ১০টা
১ ডিসেম্বরকানাডা- মরক্কো রাত ১টা
২ ডিসেম্বরঘানা-উরুগুয়েবিকেল ৪টা
২ ডিসেম্বরদক্ষিণ কোরিয়া-পর্তুগালসন্ধ্যা ৭টা
২ ডিসেম্বরসার্বিয়া-সুইজারল্যান্ডরাত ১০টা
২ ডিসেম্বরক্যামেরুন-ব্রাজিলরাত ১টা


দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব) 

তারিখম্যাচবাংলাদেশ সময়
৩ ডিসেম্বর এ১-বি২রাত ৯টা
৩ ডিসেম্বরসি১-ডি২রাত ১টা
৪ ডিসেম্বর ডি১-সি২রাত ৯টা
৪ ডিসেম্বর বি১-এ২রাত ১টা
৫ ডিসেম্বর ই১-এফ২রাত ৯টা
৫ ডিসেম্বর জি১-এইচ২রাত ১টা
৬ ডিসেম্বরএফ১-ই২রাত ৯টা
৬ ডিসেম্বরএইচ১-জি২রাত ১টা

কোয়ার্টার ফাইনাল    

তারিখম্যাচবাংলাদেশ সময়
৯ ডিসেম্বরই১-এফ২ জয়ী বনাম জি১-এইচ২ জয়ীরাত ৯টা
৯ ডিসেম্বরএ১-বি২ জয়ী বনাম সি১-ডি২ জয়ীরাত ১টা
১০ ডিসেম্বরএফ১-ই২ জয়ী বনাম এইচ১-জি২ জয়ীরাত ৯টা
১০ ডিসেম্বরবি১-এ২ জয়ী  বনাম ডি১-সি২ জয়ী রাত ১টা

সেমিফাইনাল 

তারিখম্যাচবাংলাদেশ সময়
১৩ ডিসেম্বর৯ ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা
১৪ ডিসেম্বর ১০  ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা

তৃতীয় স্থান    
১৭ ডিসেম্বর রাত ৯টা    দুই সেমিফাইনালের পরাজিত দল

ফাইনাল 

১৮ ডিসেম্বর - রাত ১টা : সেমিফাইনালের দুই বিজয়ী দল। 


কোন গ্রুপে কারাঃ

গ্রুপ 'এ': কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস

গ্রুপ 'বি' : ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরো প্লে-অফ (ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন)

গ্রুপ 'সি': আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড

গ্রুপ 'ডি' : ফ্রান্স, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ (পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত), ডেনমার্ক ও তিউনেশিয়া

গ্রুপ 'ই': স্পেন, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ (কোস্টারিকা/নিউজিল্যান্ড), জার্মানি ও জাপান

গ্রুপ 'এফ' : বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া

গ্রুপ 'জি': ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন

গ্রুপ 'এইচ': পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া