Tuesday, 12 April 2022

বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনঃ সভাপতি আশরাফ, সম্পাদক জয়রুল

বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনঃ সভাপতি আশরাফ, সম্পাদক জয়রুল


গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজীম আহমদ এবং সদস্য সচিব সাহান আহমদ এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আশরাফুল কবিরকে সভাপতি, জয়রুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং তারেকুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাবলু আহমদ রেজা, সহ-সভাপতি সাইফুল রহমান উজ্জল, আনোয়ারুল হক সাইম, সালমান সাকির, তানভীর হোসেন ও জাকির হোসেন।

সিনিয়র যুগ্ম সম্পাদক শুক্কুর আহমদ মামুন, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, জাহেদ আহমদ, রেদওয়ান আহমদ নয়ন, রেহান আহমদ।

সহ-সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ জিবান ও আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক এমরান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মায়েব আহমদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম রাব্বি, সহ-প্রচার সম্পাদক সারওয়ার আহমদ রাফি, ক্রীড়া সম্পাদক আলাল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লা আল হিমেল এবং সদস্য জাহেদ আহমদ, খুকন আহমদ ও রিফাত আহমদ।


বিজ্ঞপ্তি

Wednesday, 6 April 2022

জাতীয় নির্বাচন ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব

জাতীয় নির্বাচন ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব দিয়েছেন সাংবাদিকরা।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে সাংবাদিকরা এ সুপারিশ করেন।

সংলাপে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। তাহলেই দেখা যাবে আওয়ামী লীগ কয়টি সিট পায়, আর বিএনপি কয়টি সিট পায়।

ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শতভাগ ন্যায্য ভোট করবেন বলে আশা করছি না। তবে ৫০ শতাংশ সাফল্য পেলে স্যালুট জানাব। আগামী নির্বাচন ভালোভাবে না হলে খুনোখুনি হবে। মেশিনগান নিয়ে নামবে।

তাসমিমা হোসেন বলেন, ডিসি-এসপিকে বললে এখন আর কোনো কাজ হয় না। আমরা যাচ্ছি কোথায়? লিডারশিপের অভাব প্রতিটি বেলায়। আমরা এখন ওপরের দিকে তাকিয়ে থাকি। প্রথমে গণভবন, তারপর আল্লাহর দিকে।

এ সময় তাসমিমা হোসেনের বক্তব্য সমর্থন করে প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন ইসিকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে এক দিনে নির্বাচন না করে ভাগ ভাগ করে নির্বাচন করতে পারেন।

এদিকে ইসির তৃতীয় দফা সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ১১ জন ইসির এই আমন্ত্রণে সাড়া দেননি। 
হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত


জৈন্তাপুর উপজেলার হরিপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এসময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 
চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ



পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে। 

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে প্রয়াত শিরিন-এর পারিবারিক অর্থায়নে গ্রামের ২০০টি পরিবারের হাতে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দিপুর সঞ্চালনায় এবং শিরিন-এর চাচা নজরুল ইসলাম দুদু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাব্বির আহমদ, খাইরুল ইসলাম ও নাবিল মাহমুদ।


এসময় বক্তারা পবিত্র রমজান মাসে দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়ায় শিরিন মেমোরিয়াল ট্রাস্ট এবং তাদের পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা প্রয়াত শিরিন স্মরণে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন। 


এসময় আরোও উপস্থিত ছিলেন, বদরুল হক, সিরাজ উদ্দিন, দুলাল মিয়া, পংকি মিয়া, কয়েছ মিয়া, মকবুল হোসেন, নানু মিয়া, সাইফুল হক, নাবিল মাহমুদ, রেজাউল হক আহাদ, সুহেল আহমদ, রুহুল আমীন ও রাসেল আহমদ প্রমুখ।

Tuesday, 5 April 2022

বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা

বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা


শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গা এখন বাংলাদেশে। তিনি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে খেলছেন। ঠিক এমন সময়ে তার দেশ শ্রীলঙ্কায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গেছে।

জনগণ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এমন সময়ে থারাঙ্গা চুপ থাকেন কিভাবে?
 
শ্রীলঙ্কায় চাল বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি আর গমের কেজি ১৯০ টাকা! একটি ডিমের দাম ৩০ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলছে সাধারণ মানুষের প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর হামলাও করা হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে উপুল থারাঙ্গা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আন্দোলনকারীদের কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি এই মুহূর্তে বাংলাদেশে না থাকলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দিতাম। আমি এই সাহসী শ্রীলঙ্কানদের নিয়ে কতটা গর্বিত তা ভাষায় প্রকাশ করতে পারব না। ‘ উল্লেখ্য, থারাঙ্গা ছাড়াও লঙ্কান সরকারের সমালোচনা করেছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, ভানুকা রাজাপক্ষে, হাসারাঙ্গা ডি সিলভার মতো সাবেক ও বর্তমান তারকারা। 

Monday, 4 April 2022

জৈন্তাপুরে দু'পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে যুবক নিহত

জৈন্তাপুরে দু'পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে যুবক নিহত


জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হাফেজ মাওলানা সালেহ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০৪ এপ্রিল) সকালে উপজেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে।

সালেহ আহমদ ফতেহপুর ইউনিয়নের হেমু ভাটপাড়ার সিফাত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হরিপুর বাজারে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল ৭টার দিকে সালেহ আহমদসহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের ওপরও হামলা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

জৈন্তাপুর থানার ডিউটি অফিসার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

খবর পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি।
শেখ হাসিনাকে বাইডেনের চিঠি

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরের মাইলফলক পালন উপলক্ষে এ চিঠি দেন তিনি।

চিঠিতে বাইডেন বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অংশীদারিত্ব আগামী ৫০ বছর এবং তারপরও বৃদ্ধি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠনে এবং বর্তমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশিদের কর্মশক্তি, উর্বর মস্তিষ্ক ও উদ্ভাবন অবশিষ্ট বিশ্বের কাছে একটি মডেল হিসেবে কাজ করে।

বাইডেন বলেন, উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সন্ত্রাসবাদ দমন বিষয়ে আমাদের অংশীদারিত্ব নিয়ে আমরা গর্ব করি।

তিনি বলেন, এ দুই দেশ জলবায়ু সংকট মোকাবিলায়, গণহত্যার হাত থেকে রোহিঙ্গাদের প্রাণ বাঁচাতে সহায়তায় এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার সমর্থনে একসঙ্গে কাজ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিক ও আমেরিকানরা গণতন্ত্রের আদর্শ, সমতা এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর বিষয় একইভাবে শেয়ার করেন। এসব একটি ভালো, নিরাপদ ও সমৃদ্ধশালী সমাজের ভিত্তি।

বাইডেন বলেন, ১৯৫৮ সাল থেকেই এই দুই দেশ শিক্ষা ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রে আয়োজিত ৩০ দিনের এক মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।আমাদের প্রতিরক্ষা সম্পর্ক এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নেভি হচ্ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ চলাচল ও স্বাধীনতা নিশ্চিত করতে মূল্যবান অংশীদার। তারা মানব ও অবৈধ মাদক পাচার বন্ধে আঞ্চলিক প্রচেষ্টার ক্ষেত্রে অবদান রাখছে।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মহামারি কভিড-১৯ মোকাবিলায় একত্রে কাজ করে এবং ওয়াশিংটন ঢাকাকে ৬১ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ ও ১৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি আর্থিক সহযোগিতা প্রদান করে।

সূত্র : বাসস