Thursday, 14 April 2022

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ মৃত্যু

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ মৃত্যু


সুনামগঞ্জের জগন্নাথপুর, শাল্লা ও হবিগঞ্জের বানিয়াচংয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর ও শাল্লা থানার ওসি এবং হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৩ এপ্রিল) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মাহিমা আক্তার (৩৫) তার মেয়ে মৌসুমি বেগম (৪) এবং ছেলে মো. হোসেন (১)। এ সময় মহিমা আক্তারের স্বামী মোহাম্মদ হোসেন (৪০) আহত হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল বলেন, বুধবার (১৩ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশুসহ তাদের মা চাপা পড়ে মারা যান। এ ছাড়া তাদের বাবাও আহত হয়েছেন।

হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে পৃথক স্থানে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলায় বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), একই উপজেলার কাতারী মহল্লার আক্কল আলীর ছেলে শিক্ষার্থী হুসাইন মিয়া (১২) ও জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমানের মেয়ে জুমা বেগম (১৩)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকালে বানিয়াচংয়ের বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে মারা গেছেন বাবা ও ছেলে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার নাসিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কৃষক মুকুল খা ও তার ছেলে মাসুদ খা।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নাসিরপুর গ্রামে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত হয়। এ সময় খেতে কাজ করছিলেন কৃষক মুকুল খা ও তার ছেলে মাসুদ খা। বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, খেতে থাকা মুকুলের আরেক ছেলে ও তার শ্যালকের ছেলে আহত হয়েছেন। তাদের হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 
চন্দরপুরে গোলারখাল রোডের বেহাল দশা: গর্ত-কর্দমাক্তে দুর্ভোগ চরমে

চন্দরপুরে গোলারখাল রোডের বেহাল দশা: গর্ত-কর্দমাক্তে দুর্ভোগ চরমে


গোলাপগঞ্জের চন্দরপুরে গুরুত্বপূর্ণ একটি রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। গ্রামের গোলারখাল সংলগ্ন রাস্তাটিতে ব্যাপক গর্ত আর কর্দমাক্তে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে যানবাহন, শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে ব্যাপক দুর্গতি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবী, দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না হওয়া এবং খাল খননকাজের অব্যবস্থাপনাই এই দুর্গতির কারণ। তারা জানান, স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের বারংবার প্রতিশ্রুতি থাকলেও উন্নয়নের মুখ দেখেনি রোডটি।


সরেজমিন দেখা যায়, গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া গোলারখাল সংলগ্ন এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াত অনুপযোগী হয়ে পড়ে আছে। এছাড়া বিগত ২বছর পূর্বে খাল খনন কাজের অব্যবস্থাপনায় রাস্তাটি ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়। অথচ এই দীর্ঘদিনেও রাস্তাটির মেরামতে কোনো উদ্যোগ গ্রহন করা হয়নি। স্থানীয় ইউপি সদস্যকে এব্যাপারে বারবার অবহিত করা হলেও কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করেন নি তিনি।

স্থানীয়রা জানান, বিগত (২০১৬) ইউপি নির্বাচনে এ রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন চেয়ারম্যান-মেম্বারগণ। অথচ এই দীর্ঘ ৬বছরেও রাস্তাটির প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেনি। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।


রাস্তাটির ব্যাপারে কথা হলে ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল জানান, আপাতত ইউনিয়ন পরিষদে রাস্তাটির সংস্কার কাজের কোনো বরাদ্দ নেই। তবে উপজেলা পরিষদে এ রাস্তাটির উন্নয়নকাজের প্রস্তাবনা দেয়া রয়েছে। সেখান থেকে শীগ্রই তা পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Wednesday, 13 April 2022

সিলেটে হোটেল থেকে গোলাপগঞ্জের যুবকের লাশ উদ্ধার

সিলেটে হোটেল থেকে গোলাপগঞ্জের যুবকের লাশ উদ্ধার



সিলেটের একটি আবাসিক হোটেল থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লালবাজার এলাকার হোটেল আল মিনার আবাসিক হোটেলের চার তলার ৪১৪ নং রুম থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

খালেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের উনু মিয়ার ছেলে।

হোটেল কতৃপক্ষ জানায়, নিহত খালেদ আহমেদ গতকাল (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে হোটেলে আসেন। আজ (বুধবার) দুপুরের দিকে তাকে ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত খালেদ ব্যবসার কাজে সিলেট এসেছিলেন। তিনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পিবিআই কর্মকতা আজিম পাটওয়ারী জানান, খবর পেয়ে পুলিশ বিকাল ৪টায় ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ তদন্ত করছে, বিস্তারিত পরে জানানো হবে। 

Tuesday, 12 April 2022

রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আসছে শুক্রবার

রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আসছে শুক্রবার



রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আসছে আগামী শুক্রবার (১৫ এপ্রিল)।

মঙ্গলবার (১২ এপ্রিল) রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার টিম আগামী ১৭ এপ্রিল থেকে ভিসার কার্যক্রম শুরু করবে। রোমানিয়ায় যারা যেতে চান, তারা ভিসার ফাইল কাকরাইলে অবস্থিত বিএমইটি ভবনের ছয়তলায় তাদের অফিসে জমা দিতে পারবেন।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালের মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের কনস্যুলার টিম পাঠাচ্ছে যাতে ৩৪০০ পেন্ডিং ভিসাসহ প্রায় ৫০০০ ভিসা ইস্যু করা যায়। তাদের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন।

এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন বিদেশে পাঠাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার খুজঁছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ইউরোপের অন্যান্য দেশের মতো রোমানিয়াতেও বাংলাদেশি শ্রমিকদের সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। নয়াদিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে। 
বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনঃ সভাপতি আশরাফ, সম্পাদক জয়রুল

বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনঃ সভাপতি আশরাফ, সম্পাদক জয়রুল


গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজীম আহমদ এবং সদস্য সচিব সাহান আহমদ এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আশরাফুল কবিরকে সভাপতি, জয়রুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং তারেকুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাবলু আহমদ রেজা, সহ-সভাপতি সাইফুল রহমান উজ্জল, আনোয়ারুল হক সাইম, সালমান সাকির, তানভীর হোসেন ও জাকির হোসেন।

সিনিয়র যুগ্ম সম্পাদক শুক্কুর আহমদ মামুন, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, জাহেদ আহমদ, রেদওয়ান আহমদ নয়ন, রেহান আহমদ।

সহ-সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ জিবান ও আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক এমরান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মায়েব আহমদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম রাব্বি, সহ-প্রচার সম্পাদক সারওয়ার আহমদ রাফি, ক্রীড়া সম্পাদক আলাল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লা আল হিমেল এবং সদস্য জাহেদ আহমদ, খুকন আহমদ ও রিফাত আহমদ।


বিজ্ঞপ্তি

Wednesday, 6 April 2022

জাতীয় নির্বাচন ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব

জাতীয় নির্বাচন ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব দিয়েছেন সাংবাদিকরা।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে সাংবাদিকরা এ সুপারিশ করেন।

সংলাপে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। তাহলেই দেখা যাবে আওয়ামী লীগ কয়টি সিট পায়, আর বিএনপি কয়টি সিট পায়।

ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শতভাগ ন্যায্য ভোট করবেন বলে আশা করছি না। তবে ৫০ শতাংশ সাফল্য পেলে স্যালুট জানাব। আগামী নির্বাচন ভালোভাবে না হলে খুনোখুনি হবে। মেশিনগান নিয়ে নামবে।

তাসমিমা হোসেন বলেন, ডিসি-এসপিকে বললে এখন আর কোনো কাজ হয় না। আমরা যাচ্ছি কোথায়? লিডারশিপের অভাব প্রতিটি বেলায়। আমরা এখন ওপরের দিকে তাকিয়ে থাকি। প্রথমে গণভবন, তারপর আল্লাহর দিকে।

এ সময় তাসমিমা হোসেনের বক্তব্য সমর্থন করে প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন ইসিকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে এক দিনে নির্বাচন না করে ভাগ ভাগ করে নির্বাচন করতে পারেন।

এদিকে ইসির তৃতীয় দফা সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ১১ জন ইসির এই আমন্ত্রণে সাড়া দেননি। 
হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত


জৈন্তাপুর উপজেলার হরিপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এসময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।