Monday, 25 April 2022

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের এক পত্রে আগামী ১৫ জুন এ উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। 

সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য,  গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি মৃত্যুবরণ করলে পদটি শূণ্য হয়।

২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করেছিলেন।

Saturday, 23 April 2022

তুরস্কে মুহাম্মদ (সা.)-এর পোশাক দেখতে মানুষের ঢল

তুরস্কে মুহাম্মদ (সা.)-এর পোশাক দেখতে মানুষের ঢল


করোনাভাইরাস মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর তুরস্কের শেরিফ মসজিদে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক প্রদর্শনী দেখতে হাজারো মানুষ ভিড় করছেন। তুরস্কে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত দুই বছর ধরে এই পোশাকের প্রদর্শনী বন্ধ ছিল। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয়।

পোশাকটি হজরত মুহাম্মদ (সা.) উপহার হিসেবে পাঠিয়েছিলেন হযরত উওয়াইস আল-কারনিকে (রা.)। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ’ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। খবর ডেইলি সাবার।

শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে মসজিদের ভেতরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন।

দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে পবিত্র ব্যক্তিত্বের ব্যবহৃত পোশাক দেখার সুযোগ পেয়ে খুশি। অনেকে পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ কেউ নামাজ পড়েন। পোশাকটির প্রদর্শনী চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

সূত্র : ডেইলি সাবাহ 
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবতীর মৃত্যু

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবতীর মৃত্যু


জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূ উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল হামিদের স্ত্রী শারমিন রিমা (২৪)। তিনি এক সন্তানের মা।

শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম ও কালিগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে একটি চলন্ত বাস দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে- ওই নারী গাড়ি থেকে ছিটকে পড়েছেন। আবার কেউ কেউ বলছেন, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামতে যান ওই মহিলা। এতে মারাত্মক আহত হলে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে তিনি সেখানেই মারা যান। ওসি বলেন, দুর্ঘটনার কারণটা তাৎক্ষণিকভাবে পরিস্কার হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। 
সিলেটে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

সিলেটে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু


সিলেট নগরীর আম্বরখানায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় পঞ্চাষোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে আম্বরখানা পয়েন্টে রাস্তা পারাপারের সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। নিহত নুরজাহান বেগম বেবী (৫৫) সিলেটের এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকার মল্লিকা-৪৯/৭-এর মৃত ফারুক মিয়ার স্ত্রী।
 
নিহতের পর এয়ারপোর্ট থানার এসআই মো. মফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক চালক সারজাহান মিয়াকে (২৮) আটক করেন ও ট্রাকটিকে জব্দ করে রাখেন।

আজ শনিবার দুপুরে এ তথ্য জানান এসএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নুরজাহান বেগম বেবী আম্বরখানা জামে মসজিদের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় দ্রুতগতির একটি টাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৬৮৭) তাকে ধাক্কা দেয়।

তখন নুরজাহান গুরুতর আহত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে জাহেদ আহমদ নামে এক পথচারী উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত আড়াইটা দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পুলিশ জানায়, সুরতহাল রিপোর্ট তৈরী করে মৃত নুরজাহান বেগমের লাশ তার মেয়ে মোছা. রোজিয়া আক্তার (২৭) এর কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রোজিয়া আক্তার বাদি হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন। যার নং- ২৩। ওই মামলায় সারজাহান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। 
ভ্যান চালককে মেয়র আরিফের বেত্রাঘাত: সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভ্যান চালককে মেয়র আরিফের বেত্রাঘাত: সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়



সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে এবার সিগারেট কোম্পানির ভ্যান গাড়ির চালককে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নগরীর চৌহাট্টা এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে রুবেল নামের এক ভ্যান চালককে লাঠি দিয়ে মারেন মেয়র আরিফ।

এই ঘটনার ছবি সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগরবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। জনপ্রতিনিধি হিসেবে কারও শরীরে হাত তোলার অধিকার মেয়রের নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নগরীতে মেয়র আরিফ ও সিসিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হকার ও শ্রমজীবী মানুষজনকে প্রকাশ্যে মারধরের অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টার দিকে মেয়র আরিফের গাড়ি যাচ্ছিল। চৌহাট্টায় রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে সিগারেট কোম্পানির ভ্যানগাড়ির চালক রাস্তার পাশের দোকানে সিগারেট ডেলিভারি দিতে যান। ভ্যানগাড়ি পার্কিং দেখে মেয়র আরিফ গাড়ি থামিয়ে ভ্যানচালককে ডেকে নেন। এ সময় মেয়রের গাড়ির পাশে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিক কর্মীও লাঠি হাতে অবস্থান নেন। মেয়র আরিফ নিজের গাড়িতে বসে লাঠি বের করে ভ্যান চালকের হাতে আঘাত করেন এবং পার্কিংয়ের জন্য তাকে শাসিয়ে দেন। এই ঘটনার সময় মেয়রের গাড়ি বহরে থাকা আনসারের সদস্যও পাশে দাঁড়িয়ে ছিল। 

এদিকে কয়েক গজ সামনে আরেকটি সাদা রঙের প্রাইভেটকারসহ রাস্তার পাশে আরও অনেক ব্যক্তিগত গাড়ি অবৈধভাবে পার্কিং করা থাকলেও তাদের কোনো কথা না বলে মেয়র আরিফ চলে যান। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি সমকালকে বলেন, ‘আমরা গরিব মানুষ। প্রতিবাদ করলে উল্টো বিপদ হবে। মেয়র জিন্দাবাজারে রিকশা ঢুকতে দেন না। এ নিয়ে মুখ খুললে ভ্যানগাড়ি প্রবেশও বন্ধ করে দেবেন। এমন হলে চাকরি থাকবে না।’ 

অতীতেও তিনি মারধর করেছেন দাবি করে ওই বিক্রয় প্রতিনিধি বলেন, ‘আমাদের জীবিকার প্রয়োজনে এসব সহ্য করতে হয়। এসব রাস্তা বন্ধ হলে ক্ষতি হবে।’ তারা জিম্মি বলে মন্তব্য করেন তিনি। 

এই ঘটনার পর বিনয় ভদ্র নামে এক ব্যক্তি লাঠি দিয়ে ভ্যানচালককে মারার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, 

‘একজন নিপীড়ক মেয়র এবং আমাদের বিবেক।'
২৩.০৪.২২ চৌহাট্টা, সিলেট। 
একজন সিগারেট কোম্পানির কর্মচারী ভ্যান রেখে ডেলিভারি দিতে গেছেন পাশের দোকানে। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলো মেয়রের গাড়ি। তাকে দেখে এই ভ্যানচালক ভ্যান সরিয়ে নিতে গেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাকে হাত পাততে বলেন এবং উনার হাতে থাকা লাঠি দিয়ে দুটে বাড়ি দেন। কিন্তু একটু সামনেই রাস্তার পাশে একটি প্রাইভেট কার পার্ক করা ছিল, কিন্তু কবি সেখানে নীরব। এই শহরের অনেক রিকশা চালক ও খেটেখাওয়া মানুষের পিঠ খুঁজলে মেয়র আরিফের লাঠির আঘাতের অনেক দাগ খুঁজে পাওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ  : এই ছবি সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মেয়র আরিফের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠে। সাংবাদিক ও কলামিস্ট আ ফ ম সাঈদ লিখেছেন, ‘মেয়র আরিফের এহেন কাজ জঘন্য ও অসভ্যতামূলক। তীব্র নিন্দা জানাই।’ 

সাংবাদিক একুশ তাপাদার লিখেছেন, ‘কারও গায়ে হাত তোলার অধিকার তাকে কে দিল? দেশে কি আইন নাই! এটা কি বর্বর যুগ?’ 

তানভির রুহেল লিখেছেন, ‘অসভ্য সমাজের অসভ্য মেয়র।’ 

রাজিব রাসেল লিখেছেন, ‘দরিদ্র শ্রমজীবীদের ক্ষমতা দেখানো সহজ।’ 

হযরত বিনয় ভদ্রের স্ট্যাটাস শেয়ার দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ লিখেছেন, ‘কাজটি সঠিক নয়।’ 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘একজন যত বড় অপরাধীই হোক, কারও গায়ে হাত তোলার সুযোগ নেই। এটা পরিষ্কার মানবাধিকার লঙ্ঘন, বেআইনি কাজ। জনপ্রতিনিধি হিসেবে তিনি কারও গায়ে হাত তুলতে পারেন না।’ 

নগরীর জিন্দাবাজার এলাকাকে রিকশামুক্ত রাখতে সিটি করপোরেশন নিযুক্ত কর্মীদের বিরুদ্ধে রিকশা চালক-যাত্রীদের মারধর ও অশালীন আচরণের অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সিসিকের চতুর্থ শ্রেণির কোনো কর্মচারী যদি এসব করত, তাহলে মেয়রের কাছে বিচারপ্রার্থী হওয়ার কথা। অথচ উনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যা তীব্র নিন্দনীয় বিষয়। তিনি বলেন, সিগারেট বিক্রি তো দেশের আইন অনুযায়ী অপরাধ নয়। সরকারের রাজস্ব আদায়ের বড় খাত সিগারেট। 

নগরীতে যত্রতত্র অবৈধ পার্কিংয়ের দৌরাত্মের পরও শ্রমজীবী ভ্যানগাড়ি ও রিকশাচালকদের উপরে নির্যাতন কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন অনেকে। গৌতম মন্ডল নামে একজন লিখেছেন, ‘আইন কোথাও সমান না, শক্তের ভক্ত নরমের যম।’ 

আহমেদ শিপলু নামে আরেকজন লিখেছেন, ‘বডি টাচ সমর্থনযোগ্য নয়। এখানে পাজেরো গাড়ি পার্ক করলে, সেই গাড়ির চালক বা যাত্রীকে নামিয়ে এ রকম মারতে পারতেন?’ 

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইল কল ধরেননি।

সূত্র : সমকাল 
শনিবার সিলেট-সহ যেসব জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি

শনিবার সিলেট-সহ যেসব জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি


শনিবার সিলেট-সহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। 
গোলাপগঞ্জে নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ

গোলাপগঞ্জে নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ


গোলাপগঞ্জে চুরির অভিযোগে এক মহিলাকে পুলিশে সোপর্দ করেছে জনতা।  শুক্রবার (২২এপ্রিল) দুপুরে উপজেলার পৌর এলাকার একটি শপিংমল থেকে আরেক মহিলার ব্যাগ থেকে মোবাইল নেওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। 

আটককৃত মহিলার নাম রোকেয়া বেগম লিলি (৩৮)। সে বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের মৃত তফাজ্জল আলীর মেয়ে। 

জানা যায়, শুক্রবার দুপুরে পৌর শহরের একটি শপিং মলে কেনাকাটা করতে আসেন এক মহিলা। এসময় আটকৃত রোকিয়া বেগম ওই মহিলার ব্যাগ থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করে। এসময় ওই মহিলা বিষয়টি বুঝতে পেরে পেরে চিকিৎকার দিলে আশপাশের লোকজন রোকিয়া বেগমকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে বিয়ানীবাজার ও কানাইঘাট থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি।