Sunday, 1 May 2022

মানবিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো অন্টারিও কানাডা

মানবিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো অন্টারিও কানাডা

ঢাকাদক্ষিণ ইউনিয়নের মধ্য দিয়ে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো অন্টারিও কানাডা গোলাপগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন সহ ও ১টি পৌরসভায় নগদ অর্থ বিতরণ সম্পন্ন করেছে।

প্রতি বছরের মত ইদ উপহার হিসেবে, টরেন্টো অন্টারিও কানাডা বসবাসরত গোলাপগঞ্জ বাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন গোলাপগঞ্জ ফাউন্ডেশন টরেন্টো উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা সহ মোট ১১ টি ইউনিয়নে মোট সাড়ে ১১ লক্ষ টাকা প্রদান করে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ এপ্রিল) ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ৯০,০০০ টাকা  হত দরিদ্র মানুষের মাঝে দুই হাজার করে পৌছে দেন সংগঠনের বাংলাদেশের প্রতিনিধিগন।

উল্লেখ্য গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি নওয়াজ চৌধুরী সাজু, সহ সভাপতি আনাই মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহিন, অর্থ সম্পাদক রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনজুর আহমেদ প্রমুখ সার্বিক সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার এই কার্যক্রম পরিচালনা করেন।

অর্থ সম্পাদক রেহান উদ্দিন বলেন, আমাদের এই উপহার,প সহ সামাজিক উন্নয়ন কমান্ডার অতীতের ন্যায় ধারাবাহিক থাকবে। এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো কানাডা সংগঠনের সবার পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সবাইকে ইদের অগ্রীম শুভেচ্ছা ও ইদ মোবারক। 
নিথর দেহে আপন নীড়ে ফিরলেন আবুল মাল আবদুল মুহিত

নিথর দেহে আপন নীড়ে ফিরলেন আবুল মাল আবদুল মুহিত


সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ তার জন্মস্থান সিলেটে পৌঁছেছে। শনিবার (৩০ এপ্রিল) রাত ৯টা ৫৪ মিনিটে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুল্যান্সে তার মরদেহ নিজ বাসভবন সিলেট নগরীর ধোপাদীঘীর হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। 

এ সময় আবুল মাল আবদুল মুহিতের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় হাফিজ কমপ্লেক্স ও তার আশপাশের এলাকায়।

আগামীকাল রোববার (১ মে) বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই পারিবারিক কবরস্থানে শায়িত হবেন এই ভাষাসৈনিক। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, রোববার দুপুর ১২টায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর রায়নগরের ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেওয়া মুহিত তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজের ১৪ সন্তানের মধ্যে ছিলেন তৃতীয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

আবুল মাল আবদুল মুহিত ১৯৫১ সালে সিলেটের এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) শ্রেণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। পরের বছর একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। অংশ নিয়েছিলেন ভাষা আন্দোলনে। ছাত্রজীবনে সলিমুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিদেশে চাকরিরত অবস্থায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি। আর ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি লাভ করেছিলেন।

১৯৫৬ সালে আবদুল মুহিত যোগ দিয়েছিলেন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি)। পাকিস্তান সিভিল সার্ভিস সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে ছিলেন আবুল মাল আবদুল মুহিত। ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। অর্থনৈতিক পরামর্শক হিসেবে ১৯৬৯ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে তৎকালীন পাকিস্তান দূতাবাসে যোগদান করেছিলেন। ছিলেন পাকিস্তান কর্মপরিকল্পনা কমিশনের প্রধান ও উপ-সচিব। ওয়াশিংটন দূতাবাসে কূটনীতিকের দায়িত্ব পালনের সময় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের জুনে পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন।

১৯৭১ সালে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন দূতাবাসে ইকনমিক কাউন্সেলরের দায়িত্বে ছিলেন তিনি। ওই সময়ে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে ১৯৭২ খ্রিষ্টাব্দে পরিকল্পনা কমিশনের সচিব হিসেবে নিযুক্ত হন। এছাড়াও, ১৯৭৭ খ্রিষ্টাব্দে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুহিত।

১৯৮১ সালে আবুল মাল আবদুল মুহিত সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। এরপর তিনি ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতি এবং উন্নয়ন বিভাগের একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছিলেন। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা বা ইফাদেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

১৯৮২-১৯৮৩ সালে এরশাদ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেনন মুহিত। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানসহ জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), আইডিবি ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহা ঐক্যজোটের মনোনয়নে সিলেট-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হন। ওই নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ জানুয়ারি ৬ তারিখে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ১০ বছর বাজেট উপস্থাপন করেছেন জাতীয় সংসদে।

২০২১ সালের ২৫ জুলাই আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত মার্চের শুরুতে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন কিছু দিন। এর মধ্যে সুস্থ হয়ে ১৪ মার্চ সিলেট ঘুরে আসেন। সিলেট সিটি করপোরেশন ১৬ মার্চ তাকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দেয়। 

Saturday, 30 April 2022

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ সোমবার

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ সোমবার


সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামী সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির রাজকীয় আদালত। তাই আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে সোমবার।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রোববার।

শনিবার এক বিবৃতিতে আইএসি বলেছে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে এদিন শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়। 

Wednesday, 27 April 2022

সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে অজ্ঞাত পথচারি নিহত

সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে অজ্ঞাত পথচারি নিহত


সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নীচে চাপা পড়ে এক অজ্ঞাত পথচারির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারির উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক মরদেহ উদ্ধার করলেও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

তিনি বলেন, রাতে সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
 
খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।
 
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কালবৈশাখী ঝড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই পথচারি ঝড়ের কবলে পড়েন। তার উপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ সরানোর পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Tuesday, 26 April 2022

চন্দরপুর-সুনামপুর সেতুর সংযোগ সড়কে ধ্বসঃ দুর্ঘটনার শঙ্কা

চন্দরপুর-সুনামপুর সেতুর সংযোগ সড়কে ধ্বসঃ দুর্ঘটনার শঙ্কা


গোলাপগঞ্জের চন্দরপুর-সুনামপুর সেতুর সংযোগ সড়কের গার্ডার সাইটে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো সময় সড়কটি ধ্বসে গিয়ে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর চন্দরপুর পাড়ে গার্ডার সাইটের ব্লকগুলো ধ্বসে পড়ে সেখানে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দ্রুত তা সংস্কার করা না হলে চলমান মৌসুমের বৃষ্টিতে ব্যাপক ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ব্যাপারটি মুঠোফোনে সিলেট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে জানালে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দ্রুত গতিতে সংস্কারকাজের আশ্বাস দেন। তিনি কুশিয়ারা নিউজকে আশ্বাস দিয়ে বলেন ঈদুল ফিতরের পূর্বেই তা সংস্কার করা হবে।

চন্দরপুর-সুনামপুর সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ শহরে যাতায়াত করে থাকেন। এ সেতু দিয়ে গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা পূর্বাঞ্চলের মানুষজন-সহ পূর্ব সিলেটের বিয়ানীবাজার, বড়লেখা তথা মৌলভীবাজারের বৃহৎ অঞ্চলের মানুষজন সহজেই বিভাগীয় শহরে আসা যাওয়া করেন। ফলে এ সেতু ও সড়কটি দিয়ে যাতায়াতের চাপ ব্যাপক। এমতাবস্থায় সড়কটি ধ্বসে যাওয়ার হাত থেকে দ্রুত রক্ষা করা না হলে জনদুর্ভোগ চরমে গিয়ে পৌঁছবে।

Monday, 25 April 2022

দেশের ১৩৫ ইউনিয়নে ভোটগ্রহণ ১৫ জুন

দেশের ১৩৫ ইউনিয়নে ভোটগ্রহণ ১৫ জুন


আগামী ১৫ জুন দেশের ১৩৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

একইদিনে ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন।

সোমবার বিকেলে  নির্বাচনী এলাকাগুলোর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
 
তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোটগ্রহণ ১৫ জুন।

যে ১৩৫ ইউপিতে ভোট ১৫ জুনঃ

কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাট, লালমনিরহাটের পাটগ্রামের বাউরা, নীলফামারী সদরের খোকশাবাড়ী, গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া এবং সুন্দরগঞ্জের হরিপুর; বগুড়ার কাহালুর দুর্গাপুর, নন্দীগ্রামের বুড়ইল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট, সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর, শাহজাদপুরের সোনাতনী, মেহেরপুরের সদরের আমঝুপি, পিরোজপুর, শ্যামপুর ও বারাদি, ঝিনাইদহের সদরের সুরাট ও পাগলাকানাই (পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হবে), বরগুনার তালতলীর পচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা, পটুয়াখালী সদরের জৈনকাঠী, কালিকাপুর, ইটবাড়িয়া, মৌকরণ ও লাউকাঠী, কলাপাড়ার লতাচাপলী ও ধুলাসার এবং দশমিনার চরবোরহান, ভোলার দৌলতখানের সৈয়দপুর ও হাজিপুর, মনপুরার মনপুরা এবং লালমোহনের কালমা ও রমাগঞ্জ, বরিশালের উজিরপুরের শিকারপুর, হিজলার হিজলা-গৌরব্দী ও ধুলখোলা, মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর, চরএক্করিয়া, গোবিন্দপুর, আন্দারমানিক, জয়নগর ও লতা, পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ি দোবড়া ও কলারদোয়ানিয়া, টাঙ্গাইলের সখিপুরের গজারিয়া ও দাড়িয়াপুর, মধুপুরের কুড়ালিয়া, মহিষমারা, বেরীবাইদ, কুড়াগাছা, আউশনারা, অরণখোলা, ফুলবাগচালা ও শোলাকুড়ী, মির্জাপুরের ভাওড়া, বহরিয়া, লতিফপুর, ফতেপুর, আজগানা ও তরফপুর, সদরের ছিলিমপুর, নাগরপুরের ভারড়া, বাসাইলের কাশিল ও বাসাইল সদর, গোপালপুরের হেমনগর ও ঝাওয়াইল, জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানী, ইসলামপুরের কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী, মুন্সিগঞ্জের লৌহজংয়ের তেউটিয়া, গজারিয়ার বাউশিয়া, ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া, গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, নরসিংদীর মনোহরদীর খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া, ফরিদপুরের মধুখালীর কামালদিয়া, মাদারীপুরের কালকিনির এনায়েতপুর ও পূর্ব এনায়েতপুর, রাজৈরের হোসেনপুর, খালিয়া, বদরপাশা ও আমগ্রাম, শিবচরের সন্যাসীর চর, উমেদপুর ও ভদ্রাসন, শরীয়তপুরের জাজিরার বড়কৃষ্ণনগর, বড়গোপালপুর, কুন্ডেরচর, পালেরচর, পূর্ব নাওডোবা ও বিলাসপুর, গোসাইরহাটের ইদিলপুর, হবিগঞ্জের বানিয়াচংয়ের বানিয়াচং দক্ষিণ পশ্চিম, ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম, বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ও দড়িয়াদৌলত, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা, মুরাদনগরের মুরাদনগর, নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা ও মোহাম্মদপুর, সদরের বিনোদপুর, হাতিয়ার হরনী ও চানন্দী; চট্টগ্রামের সন্দ্বীপের দীর্ঘাপাড়, ফটিকছড়ির ভূজপুর, হাটহাজারীর ফরহাদাবাদ, কর্ণফুলীর চর পাথরঘাটা, সাতকানিয়ার এওচিয়া, বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালিপুর, বৈরছড়ি, কাথরিয়া, সরল, শীলকুপ, চাম্বল, পুঁইছড়ি, শেখেরখীল ও ছনুয়া, কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ও কালারমারছড়া, এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ।

যে ছয় পৌরসভায় ভোট ১৫ জুনঃ

গোপালগঞ্জের গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভা।

এছাড়া একইদিন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা


সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এদিন বিয়ানীবাজার
পৌরসভাসহ দেশের মোট ছয়টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।

সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব
মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিকেলে তালিকা প্রকাশ করা হয় নির্বাচনী এলাকাগুলোর। এসব
ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

এছাড়াও এইদিন ১৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও একটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত
হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন।

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং
কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা
হবে ২৩ থেকে ২৫ মে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
১৫ জুন।

সিলেটের বিয়ানীবাজার ছাড়াও এইদিন যে পাঁচটি পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- গোপালগঞ্জ
জেলার গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও
ঝিনাইদাহের ঝিনাইদাহ।