Monday, 2 May 2022

গোলাপগঞ্জের কৈলাশটিলার পরিত্যাক্ত কূপ থেকে দিনে মিলবে ২ কোটি ঘনফুট গ্যাস

গোলাপগঞ্জের কৈলাশটিলার পরিত্যাক্ত কূপ থেকে দিনে মিলবে ২ কোটি ঘনফুট গ্যাস


সিলেটের কৈলাশটিলার পরিত্যাক্ত ৭ নম্বর কূপ থেকে আগামী ১০ মে’র মধ্যে প্রতিদিন ১৭ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সোমবার (২ মে) সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৈলাশটিলা ৭ নম্বর কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে প্রতিদিন কমপক্ষে ১৭ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে।
 
আশা করা হচ্ছে যে, এই কূপের বর্তমান জোন থেকে বেশ কয়েক বছর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। প্রসঙ্গত, কৈলাশটিলা ফিল্ডের লোয়ার গ্যাস স্যান্ড জোনের অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৭৫৮ বিলিয়ন ঘনফুট। পর্যায়ক্রমে অবশিষ্ট এ গ্যাস বিভিন্ন কূপের মাধ্যমে উৎপাদন করা হবে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাসের অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। হরাইজোন্টাল ও ভারটিক্যাল; উভয়ভাবেই অনুসন্ধান করার উদ্যোগ নেওয়া হয়েছে। গভীর কূপ খনন (ডিপ ড্রিলিং) করতে পারলে আরও ভালো ফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে যে পাঁচটি গ্যাস ফিল্ড ক্রয় করেছিল তার একটি এই কৈলাশটিলা গ্যাস ফিল্ড। বঙ্গবন্ধুর দূরদর্শিতা এভাবে আজও আমাদের জ্বালানি নিরাপত্তাকে সুসংহত করছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে প্রতিদিন ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ১৯৬২ সালে গ্যাসক্ষেত্রটিতে গ্যাস পাওয়া যায়। তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে। 
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম


পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ০৫নং বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো বার্তায় বাংলাদেশ-সহ বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

বার্তায় জয়রুল ইসলাম আরোও বলেন, একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। আসুন, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। বার্তায় তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।



প্রেস বিজ্ঞপ্তি
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহকে  শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। এ ঈদ সবার জন্য নিয়ে আসে খুশির বার্তা।

তিনি আরোও বলেন ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই আনন্দ। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
 
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা, কবি আব্দুল্লাহ

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা, কবি আব্দুল্লাহ



পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহকে  শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা, কবি ও সাহিত্যিক এ.কে.এম আব্দুল্লাহ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি মুসলিম উম্মাহর জন্য বড়ই আনন্দের আর খুশির দিন।

তিনি আরোও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা করি।
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা আব্দুল কাইয়ূম হান্নান

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা আব্দুল কাইয়ূম হান্নান


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহকে  শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ূম হান্নান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযমের পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সবার জন্য নিয়ে আসুক আনন্দের বার্তা । তিনি সকলের মঙ্গল প্রার্থনা করে সবার সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনা করেন।
সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ আগুন


সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (২ মে) রাত ৩টা ১৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটের সবচেয়ে বড় এ মার্কেটে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

Sunday, 1 May 2022

চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার


বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল সোমবার ৩০ রোজা শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে পরেরদিন মঙ্গলবার (৩ মে)।

রোববার (১ মে) সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপপরিচালকরা চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন।