Thursday, 5 May 2022

বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি, আকস্মিক বন্যার সম্ভাবনা

বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি, আকস্মিক বন্যার সম্ভাবনা


সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান-প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর তথ্যমতে আগামী ২৪ ঘণ্টায় এ অবস্থার আরও অবনতি হবে।

বুধবার (৪ মে) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ নিয়ে সতর্ক নোটিশ দিয়েছে।

দেশের আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক অববাহিকা, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে এ বৃষ্টি হবে। ফলে সুরমা, কুশিয়ারা, গামতী, মনু, তিতাস, খোয়াই ও ফেনী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি মে মাসের পূর্বাভাসে জানিয়েছে, মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এদিকে, আগামী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। 
চন্দরপুরে বসতঘরে অগ্নিকাণ্ড, আশ্রয়হীন পরিবার

চন্দরপুরে বসতঘরে অগ্নিকাণ্ড, আশ্রয়হীন পরিবার


বিয়ানীবাজারের চন্দরপুরে অগ্নিকাণ্ডে এক‌টি ঘর পু‌ড়ে গে‌ছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

বুধবার (৪ মে) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘ‌টে।গোলাপগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলী জানান, বিয়ানীবাজার উপজেলার চন্দরপুর গ্রামের মৃত আশাখ আলীর টিনশেড বসতঘরে ভোররাতে আগুন লাগে। 

এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা ক‌রে এবং ফায়ার সা‌র্ভি‌সে খবর দেয়।খবর পে‌য়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে।

অগ্নিকাণ্ডের খবরে আলীনগর ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য মো. গৌছ উদ্দিন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি সদস্য গৌছ উদ্দিন বলেন, ভোররাতে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই বাড়িতে যাই। এলাকাবাসীর সহযোগিতায় আগুন প্রথমে নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। 

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা এনিয়ে বিস্তারিত জানাতে পারবে।ক্ষতিগ্রস্ত বিলকিস বেগম বলেন, সন্ধ্যার পর আমরা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। আগুনে আমার সব পুড়ে গেছে। আমার সন্তানদের আশ্রয়ের জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন ঘরহীন, আশ্রয়হীন হয়ে পড়েছি।

সৌজন্যেঃ জিভয়েস২৪

Tuesday, 3 May 2022

প্রাজ্ঞদীপ এ.এম.এ মুহিতের মৃত্যুতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য'র শোক

প্রাজ্ঞদীপ এ.এম.এ মুহিতের মৃত্যুতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য'র শোক


সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, ভাষাসৈনিক, প্রাজ্ঞপ্রদীপ আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
 
আবুল মাল আব্দুল মুহিত মহান ভাষা আন্দোলনের আপোষহীন সৈনিক, বাংলাদেশ সরকারের একজন সফল অর্থমন্ত্রী, দক্ষ  অর্থনীতিবিদ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং গুণী ব্যাক্তি ছিলেন। অর্থনীতি, সমাজনীতি, প্রশাসন ইত্যাদি নিয়ে তাঁর গবেষণা ও নীরীক্ষা এবং লেখাসমূহ বহু যুগ পর্যন্ত আমাদের দেশ ও সমাজকে আলোর পথ দেখাবে। একজন দক্ষ কুটনীতিবিদ, পরিবেশবিদ হিসাবে তাঁর অবদান দেশ ও জাতির জন্য শিক্ষনীয় উদাহরণ হিসাবে গন্য হবে চিরকাল। ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের পক্ষে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
 
তাঁর মৃত্যুতে সিলেটবাসী এবং গোটা জাতি একজন মহান ব্যাক্তিকে হারালো। তবে তিনি এবং তাঁর কর্মসমূহ যুগ যুগ ধরে জাতির জন্য প্রেরণার বিষয় হয়ে উজ্জ্বল আলো দেবে।
 
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষথেকে আমরা জনাব আবুল মাল আব্দুল মুহিতের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

-প্রেস বিজ্ঞপ্তি 
ঈদের দিনে হবিগঞ্জে বজ্রপাতে দুজন নিহত, আহত ১

ঈদের দিনে হবিগঞ্জে বজ্রপাতে দুজন নিহত, আহত ১


হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

জানা যায়, হবিগঞ্জের আজমিরীগঞ্জে শাহজাহান মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন।

তিনি উপজেলার পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার ঈদ উল ফিতরের দিন সকালে শাহজাহান মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। গোসল শেষে ঘরে ফেরার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে একই এলাকার সত্যলাল দাস (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানিয়েছেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হবে।

এদিকে একইদিন জেলার শায়েস্তাগঞ্জে ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার ছেলে সারাজ মিয়া (২৭) ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক মাঠে খেলাধুলা করতে গিয়ে সারাজ মিয়াকে মাঠে পড়ে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সারাজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের সাবেক মেম্বার মো. আব্দুল মালেক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

Monday, 2 May 2022

গোলাপগঞ্জের কৈলাশটিলার পরিত্যাক্ত কূপ থেকে দিনে মিলবে ২ কোটি ঘনফুট গ্যাস

গোলাপগঞ্জের কৈলাশটিলার পরিত্যাক্ত কূপ থেকে দিনে মিলবে ২ কোটি ঘনফুট গ্যাস


সিলেটের কৈলাশটিলার পরিত্যাক্ত ৭ নম্বর কূপ থেকে আগামী ১০ মে’র মধ্যে প্রতিদিন ১৭ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সোমবার (২ মে) সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৈলাশটিলা ৭ নম্বর কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে প্রতিদিন কমপক্ষে ১৭ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে।
 
আশা করা হচ্ছে যে, এই কূপের বর্তমান জোন থেকে বেশ কয়েক বছর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। প্রসঙ্গত, কৈলাশটিলা ফিল্ডের লোয়ার গ্যাস স্যান্ড জোনের অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৭৫৮ বিলিয়ন ঘনফুট। পর্যায়ক্রমে অবশিষ্ট এ গ্যাস বিভিন্ন কূপের মাধ্যমে উৎপাদন করা হবে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাসের অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। হরাইজোন্টাল ও ভারটিক্যাল; উভয়ভাবেই অনুসন্ধান করার উদ্যোগ নেওয়া হয়েছে। গভীর কূপ খনন (ডিপ ড্রিলিং) করতে পারলে আরও ভালো ফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে যে পাঁচটি গ্যাস ফিল্ড ক্রয় করেছিল তার একটি এই কৈলাশটিলা গ্যাস ফিল্ড। বঙ্গবন্ধুর দূরদর্শিতা এভাবে আজও আমাদের জ্বালানি নিরাপত্তাকে সুসংহত করছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে প্রতিদিন ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ১৯৬২ সালে গ্যাসক্ষেত্রটিতে গ্যাস পাওয়া যায়। তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে। 
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম


পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ০৫নং বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো বার্তায় বাংলাদেশ-সহ বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

বার্তায় জয়রুল ইসলাম আরোও বলেন, একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। আসুন, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। বার্তায় তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।



প্রেস বিজ্ঞপ্তি
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহকে  শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। এ ঈদ সবার জন্য নিয়ে আসে খুশির বার্তা।

তিনি আরোও বলেন ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই আনন্দ। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।