Thursday, 23 March 2023

গোলাপগঞ্জে আপন বাজারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

গোলাপগঞ্জে আপন বাজারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা



নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেশি দামে পণ্য বিক্রি সহ বিভিন্ন অভিযোগে পৃথক স্থানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ 

বৃহস্পতিবার (২৩ মার্চ) পৃথক সময়ে উপজেলার ঢাকাদক্ষিণ বাজার ও গোলাপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান।

জানা যায়, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রেখে যাতে ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে এজন্য গোলাপগঞ্জ বাজার ও ঢাকাদক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেশি দামে পণ্য বিক্রি সহ বিভিন্ন অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে বেশি দামে পণ্য বিক্রি করায় গোলাপগঞ্জের আপন বাজারকে ৫ হাজার টাকা, মাংসের দোকানকে ২ হাজার টাকা ও ঢাকাদক্ষিণ বাজারে ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন সহ একদল পুলিশ সহযোগিতা করেন।

অভিযান চলাকালে গোলাপগঞ্জ বাজারে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল ও ঢাকাদক্ষিণ বাজারে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ উপস্থিত ছিলেন।
রমজানের আগে অস্থির সিলেটের ভোগ্যপণ্যের বাজার

রমজানের আগে অস্থির সিলেটের ভোগ্যপণ্যের বাজার



জি ভয়েস ডেস্ক: রমজানের আগেই সিলেটে বেড়েছে ভোগ্যপণ্যের দাম। মাংস, মুরগি, ছোলা, পেঁয়াজ, চিনি, খেজুর, ডালসহ সবজির দামও ঊর্ধ্বমুখী। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ কমের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা।

বুধবার (২২ মার্চ) সিলেটের বিভিন্ন বাজার পর্যালোচনা করে জানা যায়, এক সপ্তাহ আগে যে পেঁয়াজ কেজি প্রতি ৩০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৪০ টাকায়। এভাবে রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। আদা, রসুনেও কেজিতে ২০ টাকা বেড়েছে। এদিকে সরবরাহ কম চিনির।

এমন অস্বাভাবিকভাবে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। এক ক্রেতা বলেন, ‘আমাদের আয় তো বাড়েনি। কিন্তু প্রতিনিয়তই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে। আগে রসুনের কেজি ছিল ১২০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। এর পাশাপাশি সব পণ্যের দামই ৪০ টাকা থেকে ৫০ টাকা বেড়েছে।’

এদিকে ব্রয়লার মুরগির দামও বেড়ে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী ডিম ও গরুর মাংসের বাজারও, তবে মাছের দাম স্থিতিশীল রয়েছে। অন্যদিকে খেজুর ও ফলের দামও বেড়ে গেছে।

এক ক্রেতা বলেন, ‘বাজারে কোনো তদারকি নেই। যে যার ইচ্ছামতো দাম বাড়াচ্ছে।’

অপরদিকে দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা নানা অজুহাত দিচ্ছেন। এক বিক্রেতা বলেন, ‘আমরা বেশি দামে কিনছি বলেই বেশি দামে বিক্রি করছি। বাজারে প্যাকেটজাত চিনি নেই বললেই চলে, খোলা চিনিই বিক্রি করতে হচ্ছে।’

সিলেটের বাজারে বেড়েছে সবজির দামও। প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম ২০ থেকে ৩৫ টাকা বেড়ে গেছে। ৭০ থেকে ৮০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ১৫ থেকে ২০ টাকার টমেটো ৫০ থেকে ৬০ টাকায়, ৩০ থেকে ৩৫ টাকার বেগুন ৫০ থেকে ৬০ টাকায়, ধনিয়া পাতা ও খিরার দাম দিগুণ বেড়ে যথাক্রমে ৮০ থেকে ১২০ টাকা এবং ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে এক বিক্রেতা বলেন, বাজারে সরবরাহ কম। কিন্তু চাহিদা বেশি। তাই দাম বেশি। আর এক ক্রেতা বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের আয় তো বাড়ছে না। তাই বাধ্য হয়ে কম পরিমাণে কিনতে হচ্ছে। কিন্তু দাম অতিরিক্ত কমে গেছে।’

এদিকে রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি বলেন, ‘বাজার তদারকির জন্য আমরা ৫ সদস্য বিশিষ্ট তিনটি কমিটি গঠন করেছি। সেই সঙ্গে মোবাইল কোর্টও তাদের কার্যক্রম পরিচালনা করবে।’

তবে সয়াবিন তেল, ছোলা, আটা, ময়দাসহ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল রয়েছে। 
মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু



ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মারা গেছেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী (৬৮)।

মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষে দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতিমূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী। বক্তব্যের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাইকের ওপর পড়ে যান। পরে দ্রুত তাকে মাহফিল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন জানান, মাওলানা আবদুল মালিক আল মনসুরী তার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মানবতার সেবা সামাজিক সংগঠনের বৎসর পুর্তি উৎযাপন ও নতুন কমিটি গঠন

মানবতার সেবা সামাজিক সংগঠনের বৎসর পুর্তি উৎযাপন ও নতুন কমিটি গঠন



নিজস্ব প্রতিবেদক: মানবতার সেবা সামাজিক সংগঠনের ১ম বৎসর পুর্তি উৎযাপন ও দুই বছর মেয়াদি আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে।  

সোমবার গোলাপগঞ্জের একটি অভিযাত রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছালেক আহমদের সভাপতিত্বে ও সানোয়ার হোসেনের পরিচালনায় কেক কেটে ১ম বৎসর পুর্তি উৎযাপন করা হয়। পরে আলোচনার মাধ্যমে আংশিক নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে ছালেক আহমদকে পুনরায় সভাপতি করে ৯ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

কমিটির অনান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন নাঈম, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ইমানী সহ- সাধারণ সম্পাদক নাঈম আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক শিপলু হোসেন শিপু, সহ- সাংগঠনিক সম্পাদক বাচ্চু আহমদ, কোষাধ্যক্ষ নজমুল ইসলাম, প্রচার সম্পাদক মাহিন আহমদ রুবেল, দপ্তর সম্পাদক রাজু আহমদ।
রাতে তারাবির মাধ্যমে শুরু হবে সংযমের মাস রমজান

রাতে তারাবির মাধ্যমে শুরু হবে সংযমের মাস রমজান



ডেস্ক রিপোর্ট : দেশের কোথাও গতকাল বুধবার (২২ মার্চ) হিজরি ১৪৪৪ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর সংযমের মাস পবিত্র রমজান আগামীকাল শুক্রবার (২৩ মার্চ) থেকে শুরু হলেও আনুষ্ঠানিকতা শুরু হবে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে। এরপর ভোরের আগে সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আগামীকাল রাখবেন প্রথম রোজা।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বুধবার সন্ধ্যায় পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেখানে আজ প্রথম রোজা রাখছেন মুসলমানরা।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)— এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ ৭০ গুণ বাড়িয়ে দেন।

পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও যাতে কেউ বঞ্চিত না হন সেজন্য পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তেলাওয়াত করতে আহ্বান জানানো হয়েছে। এভাবে ২৬ রমজান রাতে অর্থাৎ শবে কদরে পবিত্র কুরআন খতম হবে। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

আগামী ১৮ এপ্রিল রাতে (রমজানের ২৬তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার্থীদের বিদায় ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ বদরুদ্দোজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশেষ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আজীবন দাতা সদস্য মোঃ সমছুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হামিদ, মোঃ কামরুল ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ফখরুল ইসলাম। 

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাদিয়া ও তাবাসসুম জান্নাত। 

পরে পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার উপায়, উৎসাহ  ও গুরুত্বপূর্ণ সুপরামর্শ প্রদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন। 


এদিকে, বিদায়লগ্নে এস.এস.সি পরীক্ষার্থীরা বিদ্যালয়ে একটি স্মার্ট নোটিশ বোর্ড এবং ১০টি শ্রেণি কক্ষে ১০টি দেওয়াল ঘড়ি স্মৃতি স্বরূপ উপহার করে যান। 

বিদায়ীদের উদ্দেশ্য দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ বদরুদ্দোজা । 

সবশেষে প্রধান অতিথির পক্ষ থেকে বিদায়ীদের শিক্ষা সামগ্রী উপহার ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

Wednesday, 22 March 2023

সিলেট বিএনপির কমিটিতে ‘নিখোঁজ’ ইলিয়াস আলী

সিলেট বিএনপির কমিটিতে ‘নিখোঁজ’ ইলিয়াস আলী



ডেস্ক রিপোর্ট : বিএনপির সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে রাখা হয়েছে এম ইলিয়াস আলীকে, যিনি ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হয়েছেন। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে। সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ৩১ জন।

কমিটিতে ইলিয়াস আলীকে প্রথম সদস্য, তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াসকে ১১তম সদস্য করা হয়েছে।

এক যুগ ধরে নিখোঁজ থাকা ইলিয়াস আলীকে কমিটিতে রাখার বিষয়ে সিলেট বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে গুম করে রেখেছে। এই বাস্তবতা বিবেচনা করে আমরা সিলেটের এই জনপ্রিয় নেতাকে কমিটিতে সম্মানিত পদে রেখেছি।’

উল্লেখ্য, গত বছরের ২৯ মার্চ বিএনপির সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল শাখাটি।