Thursday 18 March 2021

আতাউর রহমান আফতাব'র কবিতাঃ লক ডাউন



লক ডাউন-------
আতাউর রহমান আফতাব

বাংলাদেশে লকডাউন চলছে
করোনার কাল,
পৃথিবী জুড়ে, দেশে দেশে হাহাকার, একটি রোগ কডিভ--১৯
মানবজাতিকে তোলপাড় করে দেয়।
অসহায় আমরা, 
খোদাতালার শ্রেষ্ট সৃষ্টি, আশরাফুল মাখলুকাত
আল্লাহ ই জানেন কখন ফুরায় কার হায়াত। 

সভ্যতা এগিয়ে  যায়, ধনধান্যে শ্যামলিমা উভয় বাংলায়
স্কুল,কলেজ খুলে না, ভয় ভীতিতে আতংকিত পৃথিবীর মানুষ,
পূব', পশ্চিম,উত্তর, দক্ষিণ,ঈশান,বায়ু,অগ্নি,নৈঋিত,আরো কত দিক

একটি রোগ বা রোগ জীবাণু, কত সূক্ষ্ম কীট
কখনো বাড়ে, কখনো কমে, জানে না কেউ ঠিক বা অঠিক

ধর্ম বিশ্বাস নিয়ে আছি সৃষ্টিকর্তার লীলা,
কেউ বুঝে না,কেউ জানে না
করছি কেন হেলা।

শেয়ার করুন