الأحد، 21 مارس 2021

আতাউর রহমান আফতাব'র কবিতাঃ কুশিয়ারার তীর



কুশিয়ারার তীর
আতাউর রহমান আফতাব


বার মাস বয়ে চলে নদি কুশিয়ারা,

বর্ষাকালে স্রুতস্বিনী হয় যে পাগলপারা। 


দুই তীরে তার গাছ-গাছালী 

রবিশস্যের বাহার,

ফসল ফলে মাঠে মাঠে

ঘর-বাড়ি আর

সবুজের ছড়াছড়ি, মৌসুমী বাতাস

খালে বিলে সাঁতার কাঠে 

কত রঙের হাঁস। 


পলিমাটির ভরাট দেশ 

প্রেমের আলিঙ্গনে,

শিশু কিশোর খেলা করে

আনন্দিত মনে।


শেয়ার করুন