الاثنين، 7 فبراير 2022
الثلاثاء، 1 فبراير 2022
এড. ইকবাল চৌধুরীকে নিয়ে কবি ইকবাল বাল্মিকীর শোকগাঁথা
الأحد، 26 سبتمبر 2021
কবিতাঃ শৈশব কাল, এম.জেড.সায়েম
الأربعاء، 12 مايو 2021
আতাউর রহমান আফতাব'র কবিতাঃ ঈদ মানে
الأحد، 18 أبريل 2021
আতাউর রহমান আফতাব'র কবিতাঃ করোনা ভাইরাস
الجمعة، 2 أبريل 2021
আতাউর রহমান আফতাব'র কবিতাঃ গ্রীষ্মকালের ডাক
الجمعة، 26 مارس 2021
আতাউর রহমান আফতাব'র কবিতাঃ মিছিল
আতাউর রহমান আফতাব
জাগো জাগো বাঙ্গালী জাগো!
জেগেছেরে জেগেছে বাঙ্গালী জেগেছ !!
শৈশবের মিছিল,
যখন তখন চলে মিছিল মাঠে অার ময়দানে
পেছকুন্দা মিছিল করে কাকতাড়ুয়ার গানে।
যুদ্ধ চলে দিকে দিকে যুদ্ধ চলে বন্দরে
প্রিয়জনের দেখা নেই
কাদেঁ কেবল অন্তরে।
বাংলাদেশ স্বাধীন হবে
বঙ্গবন্ধুর ডাক,
ফিরে এলো ২৬ শে মার্চ
কোথাও নেই ফাঁক।
শৈশবের স্মৃতি গুলি উঠা-নামা করে,
মিছিল করে দামাল ছেলে
কে আর থাকে ঘরে !
এ কে এম আব্দুল্লাহ'র কবিতাঃ বিশ্বাসি মুখগুলো
বিশ্বাসি মুখগুলো
এ কে এম আব্দুল্লাহ
একদিন,জীবন থেমেছিল— আমার কোমল হাসির ভাঁজে।তোমরা আগুনের মাঠ চষে,এনে দিলে বিজয়ের স্বাদ।যেখানে আজও রাতের আঁধার ভেঁঙে,পিতার স্বপ্নেরা করে ভিড়।আমি ক্লান্তিহীন মায়ের চোখে,গৌরবের মখমল পর্দার ফাঁকে কান পাতি। শুনি ভোরের আওয়াজ। এরপর স্বপ্নের সিঁড়ি ভেঙে, রাতের বাকস খুলে গেলে— বের হয়ে আসে পিতার রক্তাক্ত শার্ট।দৃষ্টির কেনভাস ভেঙে কলারে চমকায় পিতার বিজয় হাসি।আমি সাহসী যুবক হয়ে ওঠি। আর সেই হাসি মেখে স্পর্শ করি রক্তের দানা।
এভাবে,আমি প্রতি রোজ লিখে রাখি,পৃথিবীর মলাটে মোড়ানো ইতিহাসের পাতায়,বিজয়ের দলিল। আমার কানে ভেসে আসে উল্লাসিত চরণধ্বনি,পিতার নির্মিত পথে। রাতের শেষে সুর্যের ছোঁয়ায় দুলে ওঠে আকাশ। সময়ের স্ক্রিনে ভেসে ওঠে বিশ্বাসী মুখগুলো।
আর আমি হৃদয়ের ড্রয়ার খুলে তুলে রাখি যতনে— তাদের চরণধ্বনি।
الأحد، 21 مارس 2021
আতাউর রহমান আফতাব'র কবিতাঃ কুশিয়ারার তীর
কুশিয়ারার তীর
আতাউর রহমান আফতাব
বার মাস বয়ে চলে নদি কুশিয়ারা,
বর্ষাকালে স্রুতস্বিনী হয় যে পাগলপারা।
দুই তীরে তার গাছ-গাছালী
রবিশস্যের বাহার,
ফসল ফলে মাঠে মাঠে
ঘর-বাড়ি আর
সবুজের ছড়াছড়ি, মৌসুমী বাতাস
খালে বিলে সাঁতার কাঠে
কত রঙের হাঁস।
পলিমাটির ভরাট দেশ
প্রেমের আলিঙ্গনে,
শিশু কিশোর খেলা করে
আনন্দিত মনে।