الأحد، 18 أبريل 2021

আতাউর রহমান আফতাব'র কবিতাঃ করোনা ভাইরাস



করোনা ভাইরাস
আতাউর রহমান আফতাব

বছর ঘুরে এলো রমজান 
বেড়ে গেলো করোনা,
বৃষ্টি এলো বর্ষা এলো
সৃষ্টি হলেো ঝর্ণা। 

কাজের অভাব,লকডাউন,পাতে পড়ে আলু আর নুন,কাঁচা মরিচ ভর্তা,
আলু করুর স্বাদটা যদি 
পেত বড় কর্তা! 

রমজান এলো বছর ঘুরে 
সাথে এলো করোনা,
দ্বিগুণ বেগে প্রবাহিত 
মাধবকুণ্ডুর ঝর্ণা। 

ধার্মিকেরা জিকির করে 
মসজিদে বসে,
মরুভূমির খাজুরগুলি
ভরা মধুর রসে।

শেয়ার করুন