الجمعة، 2 أبريل 2021

আতাউর রহমান আফতাব'র কবিতাঃ গ্রীষ্মকালের ডাক




গ্রীষ্মকালের ডাক
আতাউর রহমান আফতাব

গ্রীষ্মকাল এলো বলে চারিদিকে মেঘের গর্জন,
চৈত্রমাসের শেষ পক্ষ
বাংলাদেশে বোশেখের ডাক,
বোরো ধান পাকেঁনি তো কৃষক বুনে কল্পনার জাল
এক পশলা বৃষ্টি পাতে পুটি মাছের ফাল। 

গ্রীষ্মকাল আসবে বলে
নববর্ষের শুরু হবে গান,
বাঙালীর ঘরে ঘরে দিন রাত 
হবে কত অনুষ্ঠান।

শেয়ার করুন