الجمعة، 27 أغسطس 2021

সিলেটবাসীর স্বপ্নের মহাসড়কে ১৫ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ



ঢাকা-সিলেট মহাসড়কটির ৬ লেনে উন্নীতকরনের কাজ অবশেষে চুড়ান্ত ধাপে পৌছাচ্ছে। শুক্রবার (২৭ আগস্ট) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) তাদের বোর্ডে এ মহাসড়কের কাজের জন্য ১৫ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন সিলেট -১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও কনসেন্ট্রটর বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি।


তবে এই কাজ শুরুর ক্ষেত্রে ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে জমি অধিগ্রহনের সমস্যা নিয়েও কথা বলেন মন্ত্রী মোমেন। তিনি বলেন, সিলেট আর হবিগঞ্জ ছাড়া বাকি জায়গার জমি অধিগ্রহন সম্পন্ন হয়েছে। কিন্তু এই দুটি স্থানে জমি অধিগ্রহনের ব্যাপারে সংশ্লিষ্টরা ঠালবাহানা করছেন।

স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নে সিলেটের স্থানীয় নেতৃত্বের সহায়তা কামনা করেন ড. এ কে মোমেন। তিনি বলেন"১৯৯২ সালেই এই প্রকল্পের জন্য এডিপি টাকা দিতে চেয়েছিলো। কিন্তু তৎকালীন বিএনপি সরকার ও অর্থমন্ত্রী (এম সাইফুর রহমান) এ ব্যাপারে আগ্রহ দেখাননি।

ড. মোমেন তৎকালীন অর্থমন্ত্রীকে আমেরিকায় পেয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন সিলেটে এত গাড়ি নেই যে রাস্তা বড় করতে হবে। এরপর ড. এ কে মোমেন তাঁকে বোস্টন শহরের একটি কম ব্যস্ততম এলাকায় নিয়ে গেয়ে বিশাল সড়ক দেখান।

ভার্চুয়াল বক্তব্যে মন্ত্রী আরো বলেন " প্রথমে এই কাজটি চীনের করা কথা ছিলো। এ ব্যাপারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে চীনা প্রেসিডেন্ট ঢাকায় এসে আলোচনাও করেন। যদিও পরে এই প্রজেক্ট থেকে চীন সরে যায়। এরপরেও এই কাজটি করার জন্য ২০১৫ সাল থেকেই আমি লেগে ছিলাম। এবার কাজটি সফলতার মুখ দেখছে" -বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এডিপির অর্থায়নের ব্যাপারে তিনি বলেন, এই টাকার বাইরেও জমি অধিগ্রহনের জন্য সরকারের নিজস্ব ফান্ড থেকে কিছু টাকা খরচ হবে।


পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপির এপিএস শফিউল আলম জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সহসভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এড আফসর আহমদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. শামীম আহমদ, মিসেস হেলেন আহমদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তাসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন