Thursday 2 March 2023

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষকের যোগদান


গোলাপগঞ্জের চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন যোগদান করেছেন। বুধবার (১ মার্চ) থেকে তিনি এ শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

মোঃ মুক্তার হোসেন এর আগে সিলেট সদরের শিবের বাজারস্থ রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১২ বছর সিনিয়র সহকারী শিক্ষকের দায়িত্বপালন শেষে তিনি আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করলেন।

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর মোঃ মুক্তার হোসেনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

শেয়ার করুন