Friday, 11 June 2021

বাদেপাশা-শরীফগঞ্জ ইউনিয়নবাসীর চরম দুর্ভোগের নাম কটলীপাড়া-বসন্তপুর সড়ক

বাদেপাশা-শরীফগঞ্জ ইউনিয়নবাসীর চরম দুর্ভোগের নাম কটলীপাড়া-বসন্তপুর সড়ক


গোলাপগঞ্জের বাদেপাশা-শরীফগঞ্জ ইউনিয়নবাসীর চরম দুর্ভোগের আরেক নাম কটলীপাড়া-বসন্তপুর সড়ক। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে যে সড়কটি নিয়ে দুর্ভোগের অবসান ঘটেনি এ দুই ইউনিয়নবাসীর। সড়কটির বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রাম থেকে শুরু করে শরীফগঞ্জের বসন্তপুর পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার সড়কটির বেহাল দশা দেখলে গাঁ শিউরে উঠবে যে কারো। মনে হবে এটি যেন বাংলাদেশ থেকে ছিটকে পড়া কোন ছিটমহলের সংযোগ সড়ক। অথচ সড়কটি উন্নয়নশীল বাংলাদেশের কুশিয়ারা নদী তীরবর্তী লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াত মাধ্যম। যা সংযোগ স্থাপন করেছে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা ও ফেঞ্চুগঞ্জ- এ চার উপজেলাকে।


আরোও পড়ুনঃ গোলাপগঞ্জে কটলীপাড়া-বসন্তপুর রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন



১৯৯৬ সালে বুধবারীবাজার ইউনিয়নের কটলীপাড়া থেকে শুরু করে শরীফগঞ্জের বসন্তপুর পর্যন্ত প্রায় ৩০কিলোমিটার দীর্ঘ এ সড়কটির মাটি ভরাটের কাজ শুরু করেন তৎকালীন সংসদ সদস্য নরুল ইসলাম নাহিদ এমপি। অথচ দীর্ঘ দুই যুগের বেশি সময়েও বাস্তব রূপ পায়নি বৃহৎ অঞ্চলের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র সংযোগ সড়কটি।


২০০৯ সালে আওয়ামী সরকার ক্ষমতায় গেলে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এ রাস্তাটির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করেন। এবং যথারীতি বুধবারীবাজার ইউনিয়নের কটলিপাড়া থেকে বাদেপাশা ইউনিয়নের মোল্লাকোণা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার পিচঢালাই সম্পন্ন করেন। কিন্তু এর পরেই থমকে যায় রাস্তাটির উন্নয়নকাজ।


রাস্তাটি উন্নয়নবঞ্চিত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকার পর ভোগান্তি লাগবে নিজেরাই রাস্তাটির উন্নয়ন ভার নিজেদের কাঁধে তুলে নেন বাগলা গ্রামের প্রবাসী ও স্থানীয়রা। গ্রামবাসীরা মিলে ২০১৭ সালে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে মোল্লাকোণা থেকে বাগলা বাজার পর্যন্ত ২কিলোমিটার সড়কে ইটসলিং-এর কাজ করান। কিন্তু রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের এতই চাপ যে বর্তমানে নিজেদের অর্থায়নে করা ঐ ২কিলোমিটার ইট সলিং সড়কও আজ কাদার নিচে তলিয়ে গেছে।



বর্তমানে কটলীপাড়া থেকে শুরু করে বসন্তপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির মাত্র ১০ কিলোমিটার পিছঢালাই হলেও বাকি ২০কিলোমিটার সড়কে রয়েছে কাঁদা, গর্ত আর জনদুর্ভোগের এক মরণ ফাঁদ। বাদেপাশা ও শরীফগঞ্জের প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিনই এ মরণফাদকে টপকে যাতায়াত করছেন শহর, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা কিংবা স্থানীয় হাটবাজারে। এছাড়া ভোগান্তিতে পড়তে হয় অসুস্থ রোগীদের নিয়ে। রাস্তাটি দিয়ে যাতায়াতে সুস্থ মানুষজনই যেখানে বিপর্যস্থ সেখানে অসুস্থ মানুষজন কেমন মারাত্মক পরিস্থিতির মাঝে পড়েন তা আর বলার অপেক্ষা রাখেনা।


আরোও পড়ুনঃ গোলাপগঞ্জে কটলীপাড়া-বসন্তপুর রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন


বাদেপাশা ইউনিয়নে অবস্থিত কুশিয়ারা পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদেরকেও প্রতিনিয়ত এ দুর্ভোগ ঠেলে নিজেদের দায়িত্ব পালন করতে হয়।


ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রজিউল্লাহ খান কুশিয়ারা নিউজকে জানান, আমাদের দায়িত্ব পালনে চরম দুর্ভোগ পোহাতে হয়। ফাড়ি থেকে বসন্তপুর পর্যন্ত পুরো রাস্তাই যেন মরণদশায় পতিত হয়েছে।


বাগলা গ্রামের তরুণ সমাজসেবী মিজানুর রহমান কুশিয়ারা নিউজকে জানান, বর্তমান সরকারের আমলে দেশে যে আমূল উন্নতি হয়েছে তা দেশকে ১০০বছর সামনে এগিয়ে নিয়েছে। দেশের ভাবমূর্তি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসা কুড়াচ্ছে। অথচ কুশিয়ারা নদী তীরবর্তী বৃহৎ অঞ্চলের একমাত্র সংযোগ সড়ক কটলীপাড়া-বসন্তপুর রাস্তাটি ২ যুগের বেশি সময়েও বাস্তব রূপ পায়নি। তারা সাবেক শিক্ষামন্ত্রী সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপির দেয়া নির্বাচনী ইসতেহার দ্রুত বাস্তবায়ন করতে এমপি মহোদয়ের প্রতি অনুরোধ জানান।


বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়নের স্থানীয়রা অভিযোগ করে বলেন, যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল দশায় অসহয়নীয় দুর্ভোগ আমাদের নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। দেশ যেখানে উন্নয়নের জোয়াড়ে এগিয়ে যাচ্ছে সেখানে দুই যুগেরও বেশি সময় ধরে এ রাস্তাটির উন্নয়নে কোন উদ্যোগ নেয়া হয় না কেন তা'ই এখন জনমনে প্রশ্ন। 


বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ কুশিয়ারা নিউজকে বলেন, অতি গুরুত্বপূর্ণ এ সড়কটি এতদঞ্চলের যোগাযোগের একমাত্র সড়ক। তাই এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষজন যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির বর্তমান অবস্থা একেবারেই নাজুক। যে রাস্তা দিয়ে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করার কথা, সেখানে বর্তমানে পায়ে হেটে চলাই দুষ্কর হয়ে উঠেছে। ফলে এ অঞ্চলের মানুষ প্রায় ঘরবন্দি অবস্থায়ই দিনাতিপাত করছেন।  এমন পরিস্থিতিতে রাস্তাটির দ্রুত উন্নয়ন কাজ করা প্রয়োজন।এরজন্য এমপি মহোদয়ের দৃষ্টি ছাড়া এতো বৃহৎ অঞ্চলের প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব না। 



তিনি আরোও জানান, কিছুদিন পূর্বে এ রাস্তাটির কিছু অংশ জরিপ কাজ সম্পাদন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শীগ্রই রাস্তাটির কিছু অংশের উন্নয়নকাজ করার কথা রয়েছে। জনগুরুত্বের কথা বিবেচনায় রাস্তাটির উন্নয়নকাজ দ্রুত সময়ে করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আরোও পড়ুনঃ গোলাপগঞ্জে কটলীপাড়া-বসন্তপুর রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

Thursday, 10 June 2021

পেছালো সিলেট-৩ আসনের উপ-নির্বাচন!

পেছালো সিলেট-৩ আসনের উপ-নির্বাচন!

আগামী ১৪ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ১৪দিন পিছানো হয়েছে। আগামী ২৮জুলাই এ আসন-সহ ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আইইডিসিআর ও স্থানীয় পর্যায়ে সুপারিশের প্রেক্ষিতেই এ তিন সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

নতুন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ

নতুন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ


সেনাবাহিনী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকেল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন অবসরে যাবেন।

Wednesday, 9 June 2021

গোলাপগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

গোলাপগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩



গোলাপগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আম্বর আলী নামের এক কিশোর নিহত এবং আরোও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাত ৯ টার দিকে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ঢাকাদক্ষিণ  কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আম্বর আলীর বাড়ি ভাদেশ্বরের নালিউরি গ্রামে। সে মরহুম মনচই মিয়ার পুত্র।

জানা যায়, গোলাপগঞ্জ থেকে ভাদেশ্বরগামী বাস (সিলেট জ- ১১-০৪২৪) ও ভাদেশ্বর থেকে ঢাকাদক্ষিগামী সিএনজি অটোরিকশা কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে আসামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এঘটনায় অপর ৩জন মারাত্মকভাবে আহত হয়েছেন বলেও জানা যায়।

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে। 
ফেঞ্চুগঞ্জে সুইসাইড নোট লিখে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ফেঞ্চুগঞ্জে সুইসাইড নোট লিখে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ফেঞ্চুগঞ্জে চলন্ত অবস্থায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা ওই নারীর নাম রিনা পাল, তার বাড়ি কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে পাশে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

আত্মহত্যার পর পুলিশ ওই নারীর হাত থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে এসে থামে। সেখানে থেকে ছাড়ামাত্র চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। এসময় তার ডান পা কাটা পড়লে  গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাইজগাঁও রেলস্টেশনের সহকারী মাস্টার পার্থ তালুকদার নিশ্চিত করে বলেন, চিরকুটের লেখা পড়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Tuesday, 8 June 2021

রাস্তায় থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ (ভিডিও)

রাস্তায় থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ (ভিডিও)

সফরকালীন সময়ে রাস্তায় বেরিয়ে কতিপয় যুবকের থাপ্পড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট মান্যুয়েল ম্যাক্রোঁ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে থাপ্পড় মারার দৃশ্যটি ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ম্যাক্রোঁকে থাপ্পড় মারার ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট। এসময় ব্যারিকেডের উল্টো দিক থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন।

সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন...

Monday, 7 June 2021

গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের সহ-সভাপতি মস্তাব উদ্দিন ও সদস্য সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের সহ-সভাপতি মস্তাব উদ্দিন ও সদস্য সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন


গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মস্তাব উদ্দিন কামাল চেয়ারম্যান ও সদস্য পদে সেলিম উদ্দিন নির্বাচিত হওয়ায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর চন্দরপুর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার (৭ জুন) বাদ সন্ধ্যায় চন্দরপুর বাজারে এ শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মীরা। এসময় নেতৃবৃন্দ নব-নির্বাচিত এ দুই নেতাকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।


শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ কটই, সাংঠনিক সম্পাদক আফজল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, আইন বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন, যুবলীগ নেতা দুলাল আহমদ, বোরহান উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন, ছাত্রনেতা আলী হোসেন রাদিস, কুতিল আহমদ, সালমান কাদের, সৈকত আহমদ, মোহন আহমদ প্রমুখ।