Friday, 25 June 2021

৬০ ফুট উঁচু নারকেল গাছে উঠে অজ্ঞান গৃহবধূ!

৬০ ফুট উঁচু নারকেল গাছে উঠে অজ্ঞান গৃহবধূ!


৬০ ফুট উঁচু এক নারিকেল গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের এক গৃহবধূ ।  গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের ৬০ ফুট উঁচু নারিকেল গাছে চড়ে বসেন ওই গৃহবধূ। কিন্তু গাছের ডগায় পৌছে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এসময় তার মাথা গাছের ডাগোরে (নারকেল গাছের ডাল) ঝুলে থাকাবস্থায় দেখেন গ্রামের মানুষ। 

এঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ছুটে আসেন। এসময় দুজন সদস্য ঘাড়ে করে গাছ থেকে নামিয়ে আনেন তাকে। 

ওই নারী গ্রামের হাসান আলীর স্ত্রী তাছলিমা খাতুন (২২)। রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য এলাকার লোকজন ভিড় করেন হাসানের বাড়িতে। 

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জমির জামির মো. হাসিবুস সাত্তার বলেন, গভীর রাতে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভোরের দিকে তিনি বাড়ি চলে গেছেন। তিনি বলেন, মানসিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটে থাকে। 

এ ধরনের রোগীরা মানসিক শক্তি দিয়ে যে কোনো কাজ করতে পারে। গ্রামের মেয়ে, গাছে ওঠার অভ্যাস আগে থেকে থাকতে পারে। ওই নারী গাছে উঠেছেন মানসিক শক্তির জোরে। গ্রামের লোকজন কুসংস্কারবশত জিন-ভূতের আসর বলে প্রচার করে থাকেন। এর কোনো ভিত্তি নেই।

মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রমেশ কুমার সাহা জানান, ফায়ারম্যান শামিউল ইসলাম ও ড্রাইভার মামুনার রশিদ রশি বেঁধে পাশের ছাদে ওঠেন। এরপর নারকেল গাছে মই লাগানো হয়। ধীরে ধীরে রশি বেঁধে কাঁধে করে নামানো হয় তাকে। মাথায় পানি দেওয়ার কিছু সময় পর জ্ঞান ফিরে আসে তার। 

মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে জানতে পেরেছেন তারা। স্বামী ও গ্রামবাসীর ধারণা, জিনের আসরের কারণে এমনটি করেন ওই গৃহবধূ।

পুলিশ-বিজিবির সঙ্গে ‘থাকবে’ সেনাবাহিনীও

পুলিশ-বিজিবির সঙ্গে ‘থাকবে’ সেনাবাহিনীও


কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে পরবর্তী নির্র্দেশ  না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ, বিজিবি'র সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন থাকতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। 

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

সৌদি আরবে ট্যাংকলরির চাপায় নিহত হন গোলাপগঞ্জের শ্যালক-দুলাভাই

সৌদি আরবে ট্যাংকলরির চাপায় নিহত হন গোলাপগঞ্জের শ্যালক-দুলাভাই


সৌদি আরবে পানির ট্যাংকলরির চাপায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন গোলাপঞ্জের কালিকৃষ্ণপুর গ্রামের ফরমুজ আলী (৫৫) ও তার আপন শ্যালক একই গ্রামের আনোয়ার হোসেন (৪০)। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জেদ্দা শহরে নির্মম এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরোও ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিয়া শহরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন দুলাভাই ফরমুজ আলী (৫৫) ও তার শ্যালক আনোয়ার হোসেনসহ (৪০) আরোও ৬ জন। এ সময় তাদের বহনকারী গাড়িতে একটি পানির ট্যাংকলরি ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়েন গাড়িতে থাকা লোকজন। এ সময় ঘটনাস্থল থেকে টেনেহিঁচড়ে উদ্ধার করা হয় তাদের।

এ সময় ঘটনাস্থলেই মারা যান উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের মৃত আবুল হামিদের ছেলে ফরমুজ আলী (৫৫) ও তার শ্যালক কালিকৃষ্ণপুর গ্রামের আবু বক্করের পুত্র আনোয়ার হোসেন (৪০)। এ সময় অপর আহত আব্দুল আলিম, সাইফুল ইসলাম, জাকির হোসেন ও ছাদিক আহমদসহ ৪ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

Thursday, 24 June 2021

 আব্দুল ওয়াহাব খাঁন’র মৃত্যুতে ফ্রিডম ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের শোক

আব্দুল ওয়াহাব খাঁন’র মৃত্যুতে ফ্রিডম ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের শোক


দক্ষিণ সুরমা উপজেলার প্রবীন শালিস ব্যক্তিত্ব  আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁ)’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফ্রিডম ব্লাড ডোনেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মো: আমিনুল ইসলাম আনহার ও সাধারণ সম্পাদক আবু সালেহ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁ) এর মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসী একজন অভিভাবক হারালো। তার মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসীর সামাজিক ও রাজনৈতিক যে ক্ষতি সাধিত হয়েছে , তা কখনও পুরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Tuesday, 22 June 2021

৭ জেলা লকডাউনঃ সিলেট-ঢাকা রুটে বন্ধ বাস, দুর্ভোগে যাত্রীরা

৭ জেলা লকডাউনঃ সিলেট-ঢাকা রুটে বন্ধ বাস, দুর্ভোগে যাত্রীরা


নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের বিস্তার রোধে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর বিধিনিষেধ। আজ (মঙ্গলবার) ভোর ছয়টা থেকে বিধিনিষেধ শুরু হওয়ায় এসব জেলার উপর দিয়ে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় লকডাউনের কারণে সিলেট থেকে ঢাকায় কোন গাড়ি চলাচল করতে পারছে না। কিংবা ঢাকা থেকে সিলেটেও কোন গাড়ি আসছে না। এতে করে সিলেট-ঢাকা রোডের যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়।   

জানা গেছে, করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঢাকার আশপাশের সাত জেলায় মঙ্গলবার থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এসব জেলায় মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া সবকিছু বন্ধ থাকবে।   

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব এই সিদ্ধান্ত জানানোর পর রেলপথ বিভাগ থেকে জানানো হয়, ট্রেন এসব জেলার উপর দিয়ে চললে থামবে না। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিও দূরপাল্লার সব বাস, লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয়।  

বাস চলাচল বন্ধ প্রসঙ্গে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম মঙ্গলবার বিকেলে সিলেটভিউকে বলেন, গেল রাত (সোমবার)১২টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যায়। এরপরে আর কোন বাস ছেড়ে যায়নি। কিংবা ঢাকা থেকেও এখন সিলেটে কোন বাস আসছে না।

এদিকে ওই রোডে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়েছেন বেশ বিড়ম্বনায়।সিলেট ঢাকা রোডের যাত্রী গোলাপগঞ্জের রিয়াদ হোসেন বলেন, মাত্র একদিনের নোটিশে নারায়ণগঞ্জসহ ৭ জেলায় কঠোর বিধিনিষেধ জারী করা হয়েছে। চাকরি সংক্রান্ত কাজে আজ মঙ্গলবার ঢাকায় যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাস ছেড়ে না যাওয়ায় নিরুপায় হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে।

Monday, 21 June 2021

ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন

ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন



ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ জুন রবিবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ পয়েন্টভিউ শপিং সেন্টারের ৩য় তলায় ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর ৫৪০তম শাখার উদ্বোধন করা হয়।

ব্র্যাক ব্যাংক লিঃ সিলেট এরিয়া প্রধান ও শাখা প্রধান মোঃ ইয়াহিয়া এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ব্যাংকিং ডিভিশনের সিলেট রিজিওনাল হেড মোঃ তোফাজ্জল হোসেন।

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের অফিসার মোঃ আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর এজেন্ট মোঃ সিরাজ উদ্দিন, দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরোপ্রধান এসএ শফি, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের অফিসার মোঃ নাহিদুল ইসলাম, এসএমই ব্যাংকিং ডিভিশনের বিডিএম মোঃ রুকন উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সুধীসমাজের নেতৃবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ তাজুল ইসলাম। পরে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে আউটলেটের শুভ উদ্বোধন করেন।

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ


বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রে একটি সড়কের নামকরণ করেছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ সড়কটি নামকরণ করে জিয়াউর রহমান ওয়ে।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি মেরিল্যান্ড আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র সময় রোববার সড়কটির ফলক উন্মোচন করেন মেরিল্যান্ড স্টেট ডেলিগেট রবিন টি লুইস।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান। তিনি জানান, অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চূয়ালি যোগ দেন জিয়াউর রহমানের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেরিল্যান্ড হাউস মেম্বার ডেলিগেট রবিন টি লুইস, ডেলিগেট হ্যারি ভেন্ডারি, গভর্নর অফিসের কমিশনার ড. স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, স্থানীয় মূলধারার রাজনীতিক গভর্নর অফিসের সাবেক কমিশনার আনিস আহমেদ, ওয়াশিংটনভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ও জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি প্রমুখ।

রবিন টি লুইস বলেন, জিয়াউর রহমানকে সম্মান জানাতে পেরে বাল্টিমোরবাসী অত্যন্ত আনন্দিত। তাকে সম্মান জানানোর অর্থ হচ্ছে-গণতন্ত্রের প্রতি, মানুষের অধিকারের প্রতি সম্মান জানানো। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়া যেমন দেশ গড়েছেন, তেমনি মানুষের অধিকারকেও সমুন্নত রেখেছেন। আজকের এই আনন্দ কেবল বাংলাদেশি কমিউনিটির নয়, সমগ্র এশিয়ান কমিউনিটির। এই শহরে প্রেসিডেন্ট জিয়ার নামে যে সড়কের ফলক উন্মোচিত হলো তা চির অম্লান থাকবে। তিনি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির আরও ব্যাপক অংশগ্রহণ কামনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এমরান সালেহ প্রিন্স জানান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিল্লুর রহমান জিলু, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা, জসিম উদ্দিন ভুইয়া, আব্দুস সবুর প্রমুখ।