Wednesday, 7 July 2021

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ আর্জেন্টিনা সমর্থককে বেদম পেটালেন ব্রাজিল সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ আর্জেন্টিনা সমর্থককে বেদম পেটালেন ব্রাজিল সমর্থকরা



নেইমার- মেসিরা যখন নিজেদের পারফর্ম্যান্স দিয়ে মাঠে ফুটবলের লড়াইয়ে ব্যস্ত তখন ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে তুমুল মারামারির কাণ্ড। সেখানে আর্জেন্টিনার তিন সমর্থককে বেদম পিটুনি দিয়েছে ব্রাজিল সমর্থকরা।


মঙ্গলবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই ঘটনা ঘটে।


আহতরা হলেন- জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। জেলা সদর হাসপাতালে এনে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।


একই দিনে একই এলাকার নওয়াব মিয়া (৬০) নামে এক ব্রাজিল সমর্থককে পিটুনির জেরে আর্জেন্টিনা সমর্থকদের উপর পাল্টা আক্রমণ করা হয় বলে জানা গেছে।


ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা নিয়ে ঝগড়া বেধে ব্রাজিল সমর্থক নওয়াব মিয়াকে মারধর করে আর্জেন্টিনা সমর্থকরা।


আহত নওয়াব মিয়াকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।


তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে ইতোমধ্যে। এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, আহত নওয়াব মিয়ার মাথায় আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় নওয়াব মিয়া আহত হয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।


আহত নওয়াব মিয়ার ছোটভাই ইয়াকুব মিয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে সকাল সাড়ে ৮টার দিকে আমার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়া বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে মো. জীবন মিয়া, মৃত রেনু মিয়ার ছেলে আব্দুর রহমান ও মন মিয়ার ছেলে সেলিমসহ ৪-৫ জন যুবক তাকে দামচাইল বাজারে একা পেয়ে মারধোর করেন। মারধরের পর সবাই পালিয়ে।


এদিকে তিন আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে আহত করার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


সূত্রঃ যুগান্তর

Tuesday, 6 July 2021

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক সামছুল হক'র মৃত্যু

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক সামছুল হক'র মৃত্যু



গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক সামছুল হক আর নেই। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার পৌর শহরের কদমতলীস্থ হক ভিলায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া…রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। 

নানা স্যার নামে খ্যাত এই শিক্ষক ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া ও তিনি সরকারী এম সি একাডেমি স্কুল ও কলেজের খন্ডকালীন শিক্ষক ছিলেন।

নানা স্যারের মৃত্যুতে উপজেলা জুড়ে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে  শোক প্রকাশ করেছেন দেশ বিদেশের অগণিত শিক্ষার্থীগণ। 

সেমিফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

সেমিফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ


স্পোর্টস ডেস্কঃ ফাইনালে উঠার লড়াইয়ে এবার কলম্বিয়া মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় তাদের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এই ম্যাচে কেমন একাদশ সাজাবেন তিনি?

আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের একাদশই খেলাতে পারেন স্ক্যালোনি। তবে ক্লান্তির কারণে একাদশ থেকে বাদ পড়তে পারেন মার্কোস আকুনা। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। 

এছাড়া পরিবর্তন আসতে পারে আরও একটি জায়গায়। পিএসজি তারকা লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় শুরুর একাদশে থাকতে পারেন গুইদো রদ্রিগেজ। যদিও ইকুয়েডর ম্যাচের একাদশ নিয়েই দলকে অনুশীলন করিয়েছেন স্ক্যালোনি। 

এই ম্যাচের একাদশেও হাঁটুর ইনজুরিতে একাদশে ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরোর একাদশে থাকা অনিশ্চিত। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবেন স্ক্যালোনি। রোমেরো না খেললে যথারীতি ওই জায়গায় খেলবেন হেরমান পেজ্জেলা। 

ম্যাচের আগে একাদশ নিয়ে স্ক্যালোনি বলেন, ‘কয়েক জন ফুটবলার ক্লান্ত ও অস্বস্তিতে ভুগছে। আমরা আগামীকাল পর্যন্ত একাদশ নিশ্চিতে অপেক্ষা করব।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: 

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, হেরমান পেজ্জেল্লা, নিকোলাস অটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গঞ্জালেস।

মাল্টার জেলে আটক ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ

মাল্টার জেলে আটক ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ


ইউরোপের দেশ মাল্টার জেলে আটক থাকা ১৫৬ বাংলাদেশির নামের তালিকা প্রকাশ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। আটক বাংলাদেশিদের দেশে রাখতে আলোচনাও অব্যাহত রেখেছে সংগঠনটি। এর আগেও সংগঠনটির সহায়তায় ৪৪ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়।

জানা গেছে, নাম প্রকাশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় জেলে থাকা বাংলাদেশিদের মাল্টাতে কীভাবে রাখা যায়, এ নিয়ে মাল্টার বড় একটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে আয়েবা।

ইতোমধ্যে অসহায় বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হতাশা প্রকাশ করেন।

আয়েবার অন্যতম সহসভাপতি ফিরোজ আহমেদ ইতোমধ্যে সরেজমিন মাল্টা গিয়ে পরিস্থিতি দেখে এসে এ বিষয়ে কথা বলেন মাল্টার নেতৃস্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় তাদের পাশে আগেও ছিল অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আইনি সহায়তায় অসহায় বাংলাদেশিদের এখানে রাখার জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা বরাবর অসহায় বাংলাদেশিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, এর আগেও আয়েবা ইউরোপের বিভিন্ন দেশে অসহায় অবৈধ বাংলাদেশিদের জন্য কাজ করেছে। এরই ধারাবাহিকতায় এবার মাল্টার জেলে থাকা ১৫৬ বাংলাদেশির জন্য যতটুকু সহযোগিতা করার আয়েবা তা-ই করবে।

ইতোমধ্যে আমাদের সংগঠন মাল্টার একটি বড় আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

পাশাপাশি বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে পাঠানো, মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

প্রসঙ্গত আটক বাংলাদেশিরা সেখানে থাকার জন্য মাল্টা সরকারের কাছে রাজনৈতিকসহ বিভিন্ন ধরনের আশ্রয় প্রার্থনা করেছেন। তারা বিভিন্ন দেশ হয়ে অবৈধ পথে মাল্টাতে আসেন।

২০১৭ সালে ইউরোপ ইউনিয়নের অবৈধদের ফেরত পাঠানোর চুক্তি অনুযায়ী যে কোনো সময় তাদের দেশে ফেরত পাঠাতে পারে মাল্টা সরকার।





উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিনঃ শাহ মোঃ দিলওয়ার

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিনঃ শাহ মোঃ দিলওয়ার

সিলেট জেলা সিএনজি মালিক সমিতি ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মোঃ দিলওয়ার বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। 

তিনি এক বিবৃতিতে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শুধু উন্নয়ন অগ্রগতিতে নয়, বিভিন্ন ক্ষেত্রে এদেশের নাম বহিবিশ্বে সমাদৃত। কৃষি, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ এদেশের প্রতিটি অঙ্গনে উন্নয়নের যে রূপরেখা পরিলক্ষিত হয়েছে, তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তাই সিলেট-৩ আসনের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তরুণ সমাজের অহংকার জননেতা হাবিবুর রহমান হাবিব’র বিকল্প নেই। তিনি নান্দনিক সিলেট-৩ আসন গড়তে ২৮ জুলাই’র উপনির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভা অনুষ্ঠিত

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভা অনুষ্ঠিত



আগামি ২৫ জুলাই সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর নির্বাচনকে সামনে রেখে কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জুলাই) ইস্টলন্ডনের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যপদ নবায়ন-সহ নির্বাচনকে সফল করতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সভায় অনেক সদস্য নবায়ন ফি দিয়ে সদস্যপদ নবায়ন করেন। এখনও যারা সদস্যপদ নবায়ন করেননি তাদের সদস্যপদ নবায়ন করার জন্য আহবান করেন উপস্থিত সদস্যবৃন্দ। 

এছাড়া ২০১৯/২০২০ ও ২০২০/২০২১ ফাইন্যান্স রিপোর্ট সর্বসম্মতভাবে গৃহীত হয়। 

এসময় আলোচনায় অংশ নেন ফারুক আহমদ, ময়নুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ ছুটন, মুকিদ চৌধুরী,এ কে এম আব্দুল্লাহ,আনোয়ার শাহাজান,মস্তফা জামান নিপুন,হেনা বেগম, মোহাম্মদ ইকবাল,মোহাম্মদ শামীম, মুহাম্মদ মুহিদ প্রমুখ।

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল



কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে আসরের ফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সেমি-ফাইনালে ১-০ গোলে পেরুকে পরাজিত করে দলটি। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা।

টানা দ্বিতীয় ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের জয়ের নায়ক এই মিডফিল্ডার। শেষ আটে তার গোলেই ব্রাজিল পেরিয়েছিল চিলি বাধা।

আক্রমণাত্মক শুরু করা স্বাগতিকরা অষ্টম মিনিটে পায় প্রথম ভালো সুযোগ। ডি-বক্সে পাকুয়েতার চমৎকার পাস ধরে রিশার্লিসন খুঁজে নেন নেইমারকে। পিএসজি ফরোয়ার্ডের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। 

পাঁচ মিনিট পর বুলেট গতির ফ্রি-কিকে চেষ্টা করেন কাসেমিরো। সোজা আসা বল ঠিক মতো গ্লাভসে জমাতে পারেননি গোলরক্ষক। ফিরতি বলে সুযোগ নিতে পারেননি এভেরতন।

১৯তম মিনিটে আবার দূরপাল্লার শটে চেষ্টা করেন কাসেমিরো। বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। পরমুহূর্তে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের দারুণ ফ্লিকে বল ধরে পাকুয়েতা বাড়ান ছয় গজ বক্সের মুখে; ওখানে নেইমারের শট ঝাঁপিয়ে ঠেকানোর পর রিশার্লিসনের ফিরতি শটও রুখে দেন গোলরক্ষক।

৩৫তম মিনিটে আর ব্রাজিলকে ঠেকিয়ে রাখতে পারেনি পেরু। মাঝ মাঠ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে যান নেইমার। পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন অরক্ষিত পাকুয়েতাকে। বাকি অনায়াসে সারেন তিনি।

কোয়ার্টার-ফাইনালেও দলের একমাত্র গোলটি করেছিলেন অলিম্পিক লিওঁর এই মিডফিল্ডার।

পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে নেইমারের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত এভেরতন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে মনোযোগ দেয় পেরু। প্রতি আক্রমণের পথ বেছে নেয় ব্রাজিল। ৫০তম মিনিটে সমতা ফেরানোর ভালো একটা সুযোগ পায় পেরু। কিন্তু এদেরসন ছিলেন পোস্টের নিচে বিশ্বস্ত দেয়াল হয়ে।

নিজেদের অর্ধ থেকে ইয়োশিমার ইয়োতুনের বাড়ানো বল ধরে ডি বক্স থেকে শট নেন জানলুকা লাপাদুলা। ঝাঁপিয়ে কোনোমতে ফেরান এদেরসন। ফিরতি বল ক্লিয়ার করেন ব্রাজিলের এক খেলোয়াড়।

৬১তম মিনিটে দূরপাল্লার শটে এদেরসনের পরীক্ষা নেন রাসিয়েল গার্সিয়া। ঝাঁপিয়ে পড়ে এবারও জাল অক্ষত রাখেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক।

প্রতি আক্রমণ থেকে ভীতি ছড়াচ্ছিল ব্রাজিল। কিন্তু সেভাবে পেরু গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না।

৮১তম মিনিটে সমতা ফেরানোর আরেকটি সুযোগ হাতছাড়া করে পেরু। ইয়োতুনের ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে হেড করেন আলেকসান্দার কায়েন্স। কিন্তু বল ছিল না লক্ষ্যে। বেঁচে যায় ব্রাজিল।

বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি পেরু। জাল অক্ষত রেখে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে যায় ব্রাজিল। ফাইনালে তারা খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে বিজয়ীর সঙ্গে।