Thursday, 8 July 2021

সম্পত্তি নিয়ে দ্বন্দ্বঃ বাবার লাশ দাফনে ৪ সন্তানের বাধা

সম্পত্তি নিয়ে দ্বন্দ্বঃ বাবার লাশ দাফনে ৪ সন্তানের বাধা



বাড়ির উঠানে বাবার লাশ রেখেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন পাঁচ সন্তান। এমনকি সম্পত্তির সুরাহা না হওয়া পর্যন্ত লাশ দাফনেও বাধা দেন চার সন্তান। মঙ্গলবার বিকাল ৩টায় মৃত্যু হলেও বুধবার দুপুর ১টা পর্যন্ত বাড়ির উঠানেই পড়ে থাকে লাশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিদের দফায় দফায় সালিশের মাধ্যমে দীর্ঘ ২২ ঘণ্টা পর সন্তানরা লাশ দাফনের সিদ্ধান্তে উপনীত হন। কিন্তু ততক্ষণে খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে যায়।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চর পাঁচুরিয়ার অম্বলপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম ইয়াছিন মোল্লা (৮৫)। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। কিন্তু ইয়াসিন মোল্লা ইতোপূর্বে তার বসতবাড়ি ও মাঠের জমিজমাসহ মোট ৬০ শতাংশ জমি তার ছোট ছেলের নামে লিখে দেন।

স্থানীয়রা জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইয়াছিন মোল্লার পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে বাবলু মোল্লা, ফুলবড়ু বেগম, রাবেয়া বেগম ও মমতাজ বেগমের সাথে ছোট ছেলে রহমান মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের কারণে রহমান বাড়িতেও টিকতে পারেননি। তিনি গোয়ালন্দ পৌর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

এ বিরোধের জেরেই মৃত ব্যক্তির লাশ দাফন না করে আটকে রাখার ঘটনা ঘটেছে। বৃদ্ধের সন্তানদের এমন কীর্তিতে হতবাক হয়ে গেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে দীর্ঘ ২২ ঘণ্টা পর দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো: হাফিজুল ইসলামের হস্তক্ষেপে সালিশের মাধ্যমে বিষয়টির সুরাহা হলেও স্থানীয়দের খবরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।

মৃত ইয়াছিন মোল্লার বড় ছেলে বাবলু মোল্লা, মেয়ে ফুলবড়ু বেগম, রাবেয়া বেগম ও মমতাজ বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাবা ছোট ভাই রহমান মোল্লার কাছে থাকেন। সেই সুযোগে সে বাবাকে ফুঁসলিয়ে তার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে।

এ নিয়ে রাজবাড়ীর আদালতে আমরা একটা মামলাও করি। সেই মামলায় গত ৫ জুলাই আদালত বাবাকে হাজির হতে নির্দেশ দিলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অসুস্থতার খবরে আমরা বাবাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে চাইলেও ছোট ভাই আমাদের কথা না শুনে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করায়। আমাদের ধারণা, ছোট ভাই রহমান ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে মেরে ফেলেছে।

এ প্রসঙ্গে মৃত ব্যক্তির ছোট ছেলে রহমান মোল্লা বলেন, গত শুক্রবার হঠাৎ করে বাবা অসুস্থ হলে তাকে গোয়ালন্দে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে ডাক্তার দেখাই। এ সময় ডাক্তার কিছু টেস্ট ও ওষুধ লিখে দেন এবং বাবাকে বাসায় রেখে চিকিৎসা করাতে বলেন। আমি সেই অনুযায়ী বাবাকে বাসায় রেখে চিকিৎসা করাচ্ছিলাম।

গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাবা বেশি অসুস্থ হয়ে পড়লে আমি তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। অসুস্থতাজনিত কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমার ভাই-বোনেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমার বাবা সুস্থ অবস্থায়-সজ্ঞানে আমার নামে বাড়ি ও জমি লিখে দিয়ে গেছেন।

এ প্রসঙ্গে দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনা শোনার সাথে সাথেই আমি ঘটনাস্থলে যাই। লকডাউনের পরে তাদের জমি-জমার বিষয়টির সমাধান করে দেব বলে আশ্বস্ত করি। পরে স্ট্যাম্পে পাঁচ ভাই-বোনের স্বাক্ষর নিয়ে মৃত ইয়াছিন মোল্লার দাফনের সিদ্ধান্ত নেই। এ সময় ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার এসআই মো: মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গোলাপগঞ্জে পিতা হত্যাকাণ্ডে ছেলে-সহ গ্রেফতার ২

গোলাপগঞ্জে পিতা হত্যাকাণ্ডে ছেলে-সহ গ্রেফতার ২


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে পিতাকে (তোতা মিয়া) হত্যাকান্ডের ঘটনায় তার ১ ছেলেসহ ২ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর থেকে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলো উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকার নিহত তোতা মিয়ার ছোট ছেলে মামলার ১ নং আসামী তামিম আহমদ (২০) ও বাঘা পরগণা বাজার কান্দিগাও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মামলার ৪ নং আসামী আলাল আহমদ (৩০)।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তোতা মিয়া। পরে শনিবার (৩জুলাই) রাতে নিহতের বোন তোতার মিয়ার ৩ ছেলেসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ জনকে আসামী করে মামলা (৬/০৩.০৭.২০২১) দায়ের করেন।

Wednesday, 7 July 2021

সিলেট-সহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প

সিলেট-সহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প


সিলেটের কিছু অঞ্চল-সহ ঢাকা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, হিলি, রাজশাহী, লালমনিহাট ও শেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয় এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঢাকা, রংপুর ও সিলেটের কিছু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের আসামে। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা তিনি এই মুহুর্তে জানাতে পারেননি। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও এর ওয়েবসাইটের তথ্যে জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তি ভারতের আসামের লখিপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৩।

টাইব্রেকারে জিতে স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা

টাইব্রেকারে জিতে স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা


অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের চাওয়া। তাদের অনেক দিনের চাওয়া ছিল কোপা আমেরিকার স্বপ্নের এক ফাইনালে খেলবে দুটি দল। প্রথম সেমিফাইনাল জিতে সেই মঞ্চটা সাজিয়ে রেখেছিল স্বাগতিক ব্রাজিল। বাকি ছিল শুধু আর্জেন্টিনার প্রত্যাশা পূরণের। দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে জিতেই তারা নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ!

কোপা আমেরিকার ২য় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠলো মেসির দল। 

প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে কলম্বিয়া। 

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকে দুই দল। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে গড়ায়। সেখানে আর্জেন্টিনার নায়ক গোলরক্ষক মার্টিনেজ। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দিলেন তিনি। সে সঙ্গে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো আর্জেন্টাইনরা।

টাইব্রেকারে কলম্বিয়ার ১ম শট নেন কুয়াদ্রাদো, গোল। আর্জেন্টিনার প্রথম শট নেন মেসি, গোল। কলম্বিয়ার দ্বিতীয় শট, সানচেজ, ফিরিয়ে দিলেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। গোল হলো না। আর্জেন্টিনা দ্বিতীয় শট, রদ্রিগো। বারের ওপর দিয়ে মেরে দিলেন তিনি। গোল হলো না।

কলম্বিয়ার তৃতীয় শট নিলেন, ইয়েরি মিনা। আবারও ফিরিয়ে দিলেন মার্টিনেজ। গোল হলো না। আর্জেন্টিনা তৃতীয় শট পেরেডেস। গোল। কলম্বিয়ার চর্তুথ শটে গোল। আর্জেন্টিনা চতুর্থ শট লওতারো মার্টিনেজ, গোল হয়ে গেলো। কলম্বিয়ার শেষ শটটিও ঠেকিয়ে দিলেন মার্টিনেজ। ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে খেলার ফল নিষ্পত্তি হলো না। ১-১ গোলে সমতা। যার ফলে ফাইনালের দল নির্ধারণে খেলা গড়াল টাইব্র্রেকারে। কোপা আমেরিকার নিয়ম অনুসারে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হওয়ার নিয়ম নেই। ৯০ মিনিটের খেলা শেষ হলো সরাসরি টাইব্রেকার।

প্রথমার্ধে স্রেফ সৌভাগ্যের কারণেই পরপর দু’বার বেঁচে গিয়েছিল আর্জেন্টিনা। দু’বারই বল সাইডবার কিংবা পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে আর কলম্বিয়ার আক্রমণ ঠেকাতে পারেনি আর্জেন্টিনা। ৬১ মিনিটেই গোল হজম করে বসে তারা।

অবিশ্বাস্য একটি গোল করলেন কলম্বিয়ার লুইজ দিয়াজ। এডউইন কারদোনার পাস থেকে বল ধরে গোল পোস্টের বাম পাশে নিয়ে আসেন তিনি। আর্জেন্টিনা ডিফেন্ডার পেজেল্লা সঙ্গে থেকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। গোলরক্ষক মার্টিনেজের ওপর দিয়ে আলতো টোকায় আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন দিয়াজ।

এর আগে প্রথমার্ধের শুরুতেই মেসির পাস থেকে গোল করে ফেললেন লওতারো মার্টিনেজ। এই ১-০ গোলেই প্রথমার্ধ শেষ করলো লিওনেল মেসি অ্যান্ড কোং।

মাঠে নামার সঙ্গে সঙ্গে গোল পেয়ে গেলে প্রতিপক্ষের মনোবলে অনেক বড় চিড় ধরানো সম্ভব। ম্যাচ জয়ের সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুণ। সে কাজটাই সেরে নিলেন লিওনেল মেসিরা। কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ৭ম মিনিটেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা।

কলম্বিয়ার ডিফেন্সিভ হাফ থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান মেসি। দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি কাট ব্যাক পাস দেন এগিয়ে আসা লওতারো মার্টিনেজের উদ্দেশ্যে। বক্সের মাঝামাঝি বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত এক শটে কলম্বিয়ার জাল কাঁপিয়ে দেন মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা।

তবে আর্জেন্টিনা গোল করে এগিয়ে গেলেও সৌভাগ্য তাদের বলতেই হবে। নিশ্চিতভাবেই দুর্ভাগ্য কলম্বিয়ার জন্য। ৩৬ ও ৩৮ মিনিটে পরপর দু’বার কলম্বিয়ার নেয়া শট এবং হেড সাইডবার এবং ক্রসবারে লেগে ফিরে আসে। একটু এদিক সেদিক হলেই বল প্রবেশ করতো আর্জেন্টিনার জালে।

প্রথমে উইলমার ব্যারিওসের একটি মাটি কামড়ানো শট একেবারে সাইডবার ঘেঁষে চলে যায় বাইরে। আর্জেন্টিনার এক ডিফেন্ডারের গায়ে লাগার কারণে কর্ণার কিক পেয়ে যায় কলম্বিয়া। ৩৮তম মিনিটে সেই কর্নার কিক নেন কুয়াদ্রাদো। তার শট থেকে ভেসে আসা বল লাফিয়ে উঠে হেড নেন ইয়েরি মিনা। কিন্তু এবারও সেই বলটি পোস্টে লেগে ফিরে আসে।

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেনাল্টি শ্যুট-আউটে হারিয়ে করে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা শেষ আটে ৩-০ গোলে হারায় ইকুয়েডরকে। এবার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে লড়াই করে আর্জেন্টিনা এবং কলম্বিয়া।

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ আর্জেন্টিনা সমর্থককে বেদম পেটালেন ব্রাজিল সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ আর্জেন্টিনা সমর্থককে বেদম পেটালেন ব্রাজিল সমর্থকরা



নেইমার- মেসিরা যখন নিজেদের পারফর্ম্যান্স দিয়ে মাঠে ফুটবলের লড়াইয়ে ব্যস্ত তখন ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে তুমুল মারামারির কাণ্ড। সেখানে আর্জেন্টিনার তিন সমর্থককে বেদম পিটুনি দিয়েছে ব্রাজিল সমর্থকরা।


মঙ্গলবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই ঘটনা ঘটে।


আহতরা হলেন- জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। জেলা সদর হাসপাতালে এনে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।


একই দিনে একই এলাকার নওয়াব মিয়া (৬০) নামে এক ব্রাজিল সমর্থককে পিটুনির জেরে আর্জেন্টিনা সমর্থকদের উপর পাল্টা আক্রমণ করা হয় বলে জানা গেছে।


ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা নিয়ে ঝগড়া বেধে ব্রাজিল সমর্থক নওয়াব মিয়াকে মারধর করে আর্জেন্টিনা সমর্থকরা।


আহত নওয়াব মিয়াকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।


তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে ইতোমধ্যে। এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, আহত নওয়াব মিয়ার মাথায় আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় নওয়াব মিয়া আহত হয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।


আহত নওয়াব মিয়ার ছোটভাই ইয়াকুব মিয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে সকাল সাড়ে ৮টার দিকে আমার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়া বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে মো. জীবন মিয়া, মৃত রেনু মিয়ার ছেলে আব্দুর রহমান ও মন মিয়ার ছেলে সেলিমসহ ৪-৫ জন যুবক তাকে দামচাইল বাজারে একা পেয়ে মারধোর করেন। মারধরের পর সবাই পালিয়ে।


এদিকে তিন আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে আহত করার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


সূত্রঃ যুগান্তর

Tuesday, 6 July 2021

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক সামছুল হক'র মৃত্যু

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক সামছুল হক'র মৃত্যু



গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক সামছুল হক আর নেই। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার পৌর শহরের কদমতলীস্থ হক ভিলায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া…রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। 

নানা স্যার নামে খ্যাত এই শিক্ষক ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া ও তিনি সরকারী এম সি একাডেমি স্কুল ও কলেজের খন্ডকালীন শিক্ষক ছিলেন।

নানা স্যারের মৃত্যুতে উপজেলা জুড়ে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে  শোক প্রকাশ করেছেন দেশ বিদেশের অগণিত শিক্ষার্থীগণ। 

সেমিফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

সেমিফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ


স্পোর্টস ডেস্কঃ ফাইনালে উঠার লড়াইয়ে এবার কলম্বিয়া মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় তাদের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এই ম্যাচে কেমন একাদশ সাজাবেন তিনি?

আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের একাদশই খেলাতে পারেন স্ক্যালোনি। তবে ক্লান্তির কারণে একাদশ থেকে বাদ পড়তে পারেন মার্কোস আকুনা। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। 

এছাড়া পরিবর্তন আসতে পারে আরও একটি জায়গায়। পিএসজি তারকা লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় শুরুর একাদশে থাকতে পারেন গুইদো রদ্রিগেজ। যদিও ইকুয়েডর ম্যাচের একাদশ নিয়েই দলকে অনুশীলন করিয়েছেন স্ক্যালোনি। 

এই ম্যাচের একাদশেও হাঁটুর ইনজুরিতে একাদশে ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরোর একাদশে থাকা অনিশ্চিত। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবেন স্ক্যালোনি। রোমেরো না খেললে যথারীতি ওই জায়গায় খেলবেন হেরমান পেজ্জেলা। 

ম্যাচের আগে একাদশ নিয়ে স্ক্যালোনি বলেন, ‘কয়েক জন ফুটবলার ক্লান্ত ও অস্বস্তিতে ভুগছে। আমরা আগামীকাল পর্যন্ত একাদশ নিশ্চিতে অপেক্ষা করব।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: 

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, হেরমান পেজ্জেল্লা, নিকোলাস অটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গঞ্জালেস।