Wednesday, 14 July 2021

আছিরগঞ্জের পরিচিত মুখ সেলিম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার

আছিরগঞ্জের পরিচিত মুখ সেলিম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার



গোলাপগঞ্জের আছিরগঞ্জ বাজারের পরিচিত মুখ সেলিম উদ্দিনের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সেলিম উদ্দিনের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে থানা পুলিশ ও কুশিয়ারা তদন্ত কেন্দ্রের পুলিশদল এসে গলায় ফাঁস দেয়া অবস্থায় সেলিম উদ্দিনের লাশ উদ্ধার করে।

তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। এলাকাবাসী বলছেন বিষয়টি খুবই রহস্যজনক। এলাকাবাসী এবং সেলিম উদ্দিনের ভাই নাজিম উদ্দিন এ ঘটনার তদন্তপূর্বক সুষ্টু বিচার দাবী করেন।

সেলিম উদ্দিন খাগাইল গ্রামের মরহুম আলাউদ্দিন দর্জির বড় ছেলে। তার স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে সেলিম উদ্দিনের বাড়ী থেকে প্রায় ২ শত ফুট দূরে নতুন একটি ভবনের পিছনে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিম উদ্দিনের লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলেই এ ঘটনার বিস্তারিত বলা যাবে।







আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ শফি আহমদ চৌধুরী

আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ শফি আহমদ চৌধুরী



জাতীয় সংসদের সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ। এদেশের মাদ্রসা সমূহে ইসলামীক জ্ঞান চর্চা করে সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে দেন তারা। এতে সমাজের অন্যায় আর অবিচার রোধকল্পে অন্যন্য ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠান। তিনি বলেন, আমি সংসদ সদস্য থাকাকালে দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জের অনেক মাদ্রসার উন্নয়ন করেছি। যার স্বাক্ষী এই অঞ্চলের আলেম এবং ছাত্রসমাজ। ইনশাল্লাহ আবার নির্বাচিত হলে মাদ্রসা শিক্ষার আধুনিকায়নে জোরালো ভূমিকা রাখবো। 

 

তিনি আজ মঙ্গলবার (১৩ জুলাই) সিলেট মহানগররীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া টাইটেল মাদ্রসায় এক মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। মাদ্রসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামীক চিন্তাবিধ হযরত মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি এসময় আলহাজ্ব শফি আহমদ চৌধুরীকে মাদ্রসায় স্বাগত জানান। শফি চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে আলেম সমাজের সহযোগিতা কামনা করেন। পরে তিনি বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের সাধারণ মানুষ তাঁর সাথে ছিলেন।

Tuesday, 13 July 2021

সোমবার সিলেটে পুলিশ ও জেলা প্রশাসনের যত মামলা-জরিমানা

সোমবার সিলেটে পুলিশ ও জেলা প্রশাসনের যত মামলা-জরিমানা



প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ১২তম দিন ছিলো সোমবার (১২ জুলাই)। শুরুর দিন থেকে এ পর্যন্ত প্রতিদিনই সিলেটে লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় জেলা প্রশাসনের ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এসময় লকডাউন অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরার দায়ে ১২৮টি মামলা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২ লক্ষ ২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার (মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব।

কোর্ট পরিচালনাকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম যৌথভাবে কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, কঠোর লকডাউনের ১২ম দিনে ৮৮টি যানবাহনের উপর মামলা ৯৫টি গাড়ি আটক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৯ হাজার ৩৯ শ টাকা জরিমানা আদায় করেছে সিলে মেট্রোপলিট পুলিশ (এসএমপি)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার লকডাউনকালীন বিধি-নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৪২টি, মোটরসাইকেল ২৫ টি, প্রাইভেটকার ১০টি ও অন্যান্য ২টি গাড়ির বিরুদ্ধে মামলাসহ সর্বমোট ৭৫ টি মামলা দায়ের করা হয়।
এছাড়া সিএনজি অটোরিকশা ৩০টি, মোটরসাইকেল ১৯টি, প্রাইভেটকার ৬টি, অন্যান্য ৪০টিসহ মোট ৯৫ টি যানবাহন আটক করা হয়।

এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৭৯ হাজার ৯ শ টাকা জরিমানা আদায় করা হয়।

Monday, 12 July 2021

জকিগঞ্জে নানার ঘর থেকে নাতির ঝুলন্ত লাশ উদ্ধার

জকিগঞ্জে নানার ঘর থেকে নাতির ঝুলন্ত লাশ উদ্ধার


জকিগঞ্জে নানার ঘর থেকে নাতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কসকনকপুর ইউনিয়নের বলরামেরচক গ্রামে নানা সুনু মিয়ার ঘর থেকে নাতি বেলাল আহমদের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ।

বেলাল আহমদ একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের আতর আলীর ছেলে।

কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ জানান, রবিবার বিকালে বেলাল আহমদ তার নানার বাড়ি বলরামেরচক বেড়াতে গিয়েছিলো। ঐদিন রাতে বেলাল তার নানা সুনু মিয়ার সাথে ঘুমিয়ে ছিল। সকালে নানা মসজিদে ফজরের নামাজে যান। নামাজ শেষে ঘরে ফিরে নাতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলাল মানসিক রোগী ছিল বলেও জানিয়েছেন চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি। ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

১৪-২২ জুলাই লকডাউন শিথিলঃ প্রজ্ঞাপন কাল

১৪-২২ জুলাই লকডাউন শিথিলঃ প্রজ্ঞাপন কাল



কুশিয়ারা ডেস্কঃ করোনা মহামারি বিস্তার রোধে সরকারের আরোপিত কঠোর লকডাউন বা বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। চলমান কঠোর লকডাউন শেষ হবে ১৪ জুলাই, এরপরদিন ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এ বিধিনিষেধ শিথিল থাকবে। যদিও আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল, ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হবে।

সোমবার প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার জানান, চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও জানান তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুরথ কুমার সরকার বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কুরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

এদিকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে রেল যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল করবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। লকডাউন শিথিল করা নিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। 

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ইউরো চ্যাম্পিয়ন ইতালি

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ইউরো চ্যাম্পিয়ন ইতালি



স্পোর্টস ডেস্কঃ শ্বাসরুদ্ধকর টাইব্রেকারেই গড়াল এবারের ইউরোর ফাইনাল। যেখানে পেনাল্টি শুট-আউটে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইউরো ২০২০ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি।

কাঁদল ইংল্যান্ড, ৫৩ বছর পর আবারও ইউরোর শিরোপা পেয়ে হাসল আজ্জুরিরা।

টাইব্রেকারে ইতালির পক্ষে গোল করেন বেরারদি, গোল করেন ইংল্যান্ডের হ্যারি কেন, কিন্তু বেলোত্তির শট ঠেকিয়ে দেন পিকফোর্ড, তবে ইংল্যান্ডের হ্যারি মাগুইর শট ঠেকাতে পারেননি দেন্নারুমা। ফলে স্কোরলাইন হয় ১-২। এরপর গোল করেন ইতালির বোনুচ্চি কিন্তু  ইংল্যান্ডের রাশফোর্ডের শট পোস্টে প্রতিহত হয়। স্কোর ফের সমতায় ২-২।

এবার গোল করেন ইতালির বার্নারদেসচি। কিন্ত ইংল্যান্ডের স্যাঞ্চোর শট বাঁচিয়ে দেন দোন্নারুমা। স্কোরলাইন হয় ৩-২।

জোরগিনহোর শট বাঁচিয়ে দেন পিকফোর্ড। কিন্তু তাতে কাজ হয়নি। ইংল্যান্ডের সাকার শটও বাঁচিয়ে দেন দোন্নারুমা। ফলে ৩-২ স্কোরলাইনে জয় পায় ইতালি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডে গোল করে ইউরোর রেকর্ডবুকে নাম লেখান ইংলিশ ডিফেন্ডার লিউক শ।

ম্যাচের দ্বিতীয় মিনিটে কর্নার কিক পায় ইতালি। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করে কাউন্টার অ্যাটাকে উঠে ইংল্যান্ড।

বক্সের ডান পাশ লম্বা পাস দেন কিয়েরান ট্রিপিয়ার। দৌড়ে এগিয়ে এসে লিউক শ ডান পায়ের দুর্দান্ত এক শট নেন। মুহূর্তেই বলটি ইতালির জালে জড়িয়ে যায়।

এটি লিউকের প্রথম আন্তর্জাতিক গোল ইউরোর ফাইনালে। গোলটি করে ইউরো কাপের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়লেন। ১ মিনিট ৫৭ সেকেন্ডে করা তার গোলটিই এখন ইউরোর ফাইনাল ম্যাচে করা দ্রুততম গোল।

১৯৬৪ সালে পেরেদা ৬ মিনিটের মাথায় গোল করেছিলেন। তার থেকে অনেক এগিয়ে ৫৭ বছরের অক্ষুণ্ন রেকর্ড নিজের করে নিলেন।

এর পর একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হতে থাকে ইতালি। ৮ মিনিটের মাথায় ইংল্যান্ডের পোস্টে প্রথম শট নেন ইনসিনিয়ে। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

১৭ মিনিটের মাথায় অফসাইড হন ইতালির এমারসন। ইতালির আক্রমণ ভেস্তে যায়।

২৬ মিনিটের মাথায় ইংল্যান্ডের আক্রমণ ভেস্তে যায়। এবার অফসাইড ট্রিপিয়ার। এর ২ মিনিট পর ফের আক্রমণ শানান ইনসিনিয়ে। ইংল্যান্ডের গোলরক্ষকের সেই শট ধরার প্রয়োজন পড়েনি।

৩৫ মিনিটের শট লক্ষ্যভ্রষ্ট হয় কিয়েসার। ৩৯ মিনিটের মাথায় ফের ইতালির বিপক্ষে অফসাইডের বাঁশি। এবারের নাম ইমমোবিল।

প্রথমার্ধের সংযোজিত ৪ মিনিটেও সমতায় ফেরেনি ইতালি। ৪৭ মিনিটে ইংল্যান্ডের পোস্ট বরবার দুর্দান্ত শট নেন ইতালির ভেরাত্তি। বলা যেতে বিরতির আগ মুহূর্তে এটাই বলার মতো প্রথম শট যা লক্ষ্য বরাবর গেল। তবে সেই শট প্রতিহত করেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড।

প্রথমার্ধের খেলা শেষে লিউক শ'র গোলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই রক্ষণাত্মক হয়ে যায় ইংলিশরা।

যে কারণ দূর্ভেদ্য দেয়াল ভেদ করতে যারপরনাই কষ্ট হয় ইতালির। অবশেষে সফলতা আসে। ৬৭ মিনিটে ইতালিকে সমতায় ফেরান বোনুচ্চি।

এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যারি কেনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইতালির বারেল্লা।

ম্যাচের শুরু থেকেই ফিনিশিংয়ে ভাল করছিলেন না ইনসিনিয়ে। ৫৩ মিনিটের মাথায় ফের আক্রমণে ওঠে লক্ষ্যভ্রষ্ট হয় তার শট।

পরপর দুটি বদলি নামায় ইতালি।

৫৪ মিনিটে বারেল্লাকে তুলে নিয়ে ক্রিস্তান্তেকে মাঠে নামান কোচ মানচিনি। ৫৫ মিনিটে ইমমোবিলের পরিবর্তে মাঠে নামেন বেরারদি।

৫৫ মিনিটের মাথায় স্টার্লিংকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বোনুচ্চি। সমতায় ফিরতে মরিয়া ইতালি একের পর এক আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ড শিবিরে। গোল বাঁচাতে পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যায় ইংল্যান্ড।

৫৭ মিনিটের মাথায় গোলপোস্ট বরারব দুর্দান্ত এক শট নেন ইনসিনিয়ে। দুর্দান্ত সেভ করেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড।

৬২ মিনিটের মাথায় কিয়েসার আক্রমণ ঠেকিয়ে দেন পিকফোর্ড। এতোক্ষণ আলোচনার বাইরেই ছিলেন ইতালির গোলরক্ষক দোন্নারুমা।

৬৪ মিনিটের মাথায় ইংল্যান্ডের স্টোনসের আক্রমণ চালালে তা প্রতিহত করেন দোন্নারুমা।

এর মিনিট তিনেক বাদে দুর্দান্ত হেডে ইংল্যান্ডের জালে বল জড়ানোর চেষ্টা করেন ভেরাত্তি। ইংল্যান্ড দলের ত্রাতা পিকফোর্ড তাকে ব্যর্থ করেন।

কিন্তু কাছাকাঠি সময়ে বোনুচ্চির প্রচেষ্টা আর রুখে দিতে পারেননি পিকফোর্ড। বল জড়িয়ে যায় জালে। ১-১ সমতা ফেরে ইতালি।

৭০ মিনিটের মাথায় ট্রিপিয়ারকে তুলে নিয়ে সাকাকে মাঠে নামায় ইংল্যান্ড। ৭৪ মিনিটের মাথায় বেরারদির আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় রাইসকে তুলে নিয়ে হেনডারসনকে মাঠে নামায় ইংল্যান্ড।

৮৪ মিনিটে ফিলিপসকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন ইতালির ইনসিনিয়ে। ৮৬ মিনিটের মাথায় কিয়েসার বদলি নামেন বার্নারদেসচি।

দ্বিতীয়ার্ধে ৬ মিনিট সময় সংযোজন করেন রেফারি। তাতেও কাজ হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের।

৯১ মিনিটের মাথায় বারবার শট লক্ষ্যভ্রষ্ট হওয়া ইনসিনিয়ে তুলে নিয়ে বেলোত্তিকে মাঠে নামায় ইতালি। পরের মিনিটে অফসাইড হন বার্নারদেসচি। ৯৬ মিনিটে উঠে যান ভেরাত্তি, নামেন লেকাতেল্লি। ৯৭ মিনিটের মাথায় ফিলিপসের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

১০১ মিনিটের মাথায় অফসাইডের আওতায় পড়েন বেলোত্তি। ১০৬ মিনিটে বেলোত্তিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হ্যারি মাগুইর।

অতিরিক্ত সময়ের খেলা শেষেও স্কোরলাইন ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে। ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুট-আউটে। 

Sunday, 11 July 2021

বাড়তে পারে লকডাউনের মেয়াদ, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত

বাড়তে পারে লকডাউনের মেয়াদ, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত



ডেস্কঃ আগামী ১৪ জুলাইয়ের পর চলমান বিধিনিষেধ ফের বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান প্রতিমন্ত্রী।

এ বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ ১৪ দিনের সুফল আমাদের ধরে রাখতে হবে। তবে, যে পরিমাণ রোগী বাড়ছে তাতে বিধি-নিষেধ এ মুহূর্তে তুলে নেওয়া হয়তো সম্ভব হবে না। তবে আগামী দুইদিনের পরিস্থিতি দেখে বোঝা যাবে। ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শিথিলতা থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

করোনা মহামারির কারণে গত ১ জুলাই থেকে সরকারি বিধি-নিষেধে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গণপরিবহনসহ শপিংমল। মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।