Wednesday, 18 August 2021

টিকা নেওয়ার পর রাত জাগা'দের জন্য সতর্কবার্তা

টিকা নেওয়ার পর রাত জাগা'দের জন্য সতর্কবার্তা


স্বাস্থ্য কথাঃ মহামারী করোনাভাইরাস প্রতিরোধে এখন একমাত্র ভরসা ভ্যাকসিন বা টিকা। তবে এ টিকা গ্রহণের পর কিছু নিয়ম মেনে চলা প্রত্যেকেরই উচিৎ।

ভারতের বিশেষজ্ঞ ডাক্তার বিশাখা তার এক গবেষণার পর জানিয়েছেন, টিকাগ্রহণকারী ব্যক্তিকে দিনে কমপক্ষে ৬-৭ ঘণ্টা ঘুমাতেই হবে। ভ্যাকসিন গ্রহণ করার পর নির্ঘুম রাত কাটালে ভ্যাকসিনের কার্যকারিতা বাঁধাগ্রস্ত হয়।


কারণ ব্যাখ্যা করে ডা. বিশাখা বলেন, ভ্যাকসিন নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয়। কিন্তু নির্ঘুম রাত কাটানোর প্রভাবে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে বাধা পায়। আর এতে করে ভ্যাকসিনের কার্যকারিতাই নষ্ট হয়ে যায়। ভ্যাকসিনের মূল কাজই হলো শরীরে অ্যান্টিবডি তৈরী করা। কিন্তু রাত জাগলে বা পর্যাপ্ত ঘুম না হলে অ্যান্টিবডি তৈরি হতে বাধা পাবে শরীর।

এছাড়াও তিনি ধূমপায়ীদের জন্য সতর্কবার্তা প্রদান করেন। 

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে বহরগ্রাম-শিকপুর সেতু

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে বহরগ্রাম-শিকপুর সেতু



বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম-শিকপুর সেতু। এ লক্ষে বুধবার (১৮ আগস্ট) সকালে সরেজমিন স্হান পরিদর্শন করেছেন সেতুটির প্রকল্প প্রধান মঞ্জুরুল আলম সিদ্দিক।

এসময় তিনি আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে টেন্ডার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় এ সেতুটি বাস্তব রূপ পেতে যাচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ দেখা দিয়েছে।

সরেজমিন পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন, ডিজাইন এন্ড সুপারভিশন সিআইবিআরআর মো আনোয়ার হোসেন। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী এ কে এম শহীদুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী খুরশেদ আলম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মুকিত, সদস্য রুহেল আহমদ রিপন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মস্তাকুর রহমান, সাধারন সম্পাদক আফতাব হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারন সম্পাদক তুলন আহমদ-সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
যোদ্ধাদের জন্য খাবার না পেয়ে নারীকে ‘হত্যা করে’ তালেবান

যোদ্ধাদের জন্য খাবার না পেয়ে নারীকে ‘হত্যা করে’ তালেবান


তালেবানের যোদ্ধারা যখন দরজায় ধাক্কা দিচ্ছিল তখন আফগানিস্তানের উত্তরাঞ্চলের ছোট্ট গ্রামে তিন ছেলে এবং এক কন্যাকে নিয়ে বাড়িতেই ছিলেন নাজিয়া (ছদ্মনাম)।

নাজিয়ার ২৫ বছর বয়সি কন্যা মানিজা (ছদ্মনাম) বুঝতে পেরেছিলেন এরা কারা। তার মা তাকে বলেছেন, এর আগেও তিনদিন তারা দরজার ধাক্কা দিয়েছিল। তাদের দাবি, ১৫ যোদ্ধার জন্য যেন খাবার রান্না করে দেওয়া হয়।


মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, মানিজা বলেন, ‘মা বলেছেন, আমি গরিব, আমি এত জনের জন্য কীভাবে রান্নার আয়োজন করবো? এরপরই তারা মাকে মারধর শুরু করে। আমার মা মাটিতে পড়ে যান। তারা মাকে একে৪৭ বন্দুক দিয়ে আঘাত করে।’

মানিজা জানান, তালেবান যোদ্ধাদের থামাতে চিৎকার করতে থাকেন তিনি।  চিৎকার শোনার পর তারা একটু থামে।  এর পর তারা পাশের রুমে গ্রেনেড ছুঁড়ে মারে এবং আগুন ছড়িয়ে পড়লে পালিয়ে যায়। পরে নির্বিচারে মারধরের শিকার মায়ের মৃত্যু হয়।

১২ জুলাই আফগানিস্তানের ‍উত্তরাঞ্চলের ফারিয়াব প্রদেশে নাজিয়ার ঘরে তালেবান যোদ্ধারা এ ধ্বংসযজ্ঞ চালায়। এটি ছিল একটি নমুনামাত্র। 

তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান জুড়ে নারীরা আতঙ্কে দিন পার করছেন। 


যদিও তালেবানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে—নারীদের অধিকার কোনোভাবে হরণ করা হবে না। কিন্তু তালেবানের অতীত ইতিহাসের কারণে নারীরা আশ্বস্ত হতে পারছেন বলে মনে হয় না।

যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সেনা প্রত্যাহারের সুযোগে মাত্র দশ দিনে তালেবান দেশের রাজধানীসহ দুই তৃতীয়াংশ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। 
টিকা নেওয়ার পর ধূমপায়ীদের জন্য সতর্কবার্তা

টিকা নেওয়ার পর ধূমপায়ীদের জন্য সতর্কবার্তা



স্বাস্থ্য কথাঃ ধূমপানের সঙ্গে করোনাভাইরাসের সম্পর্কটা মাসতুতো ভাইয়ের মতো। কারণ ধূমপান আগে থেকেই ফুসফুসের বারোটা বাজিয়ে রাখে। রোগীর অবস্থা জটিল করে তুলতে করোনাভাইরাসকে তখন খুব একটা কষ্ট করতে হয় না।


এবার ভারতের বিশেষজ্ঞ ডাক্তার বিশাখা তার এক গবেষণার পর জানালেন, যারা ধূমপান করে আসছিলেন এতোদিন, তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার দরকার আছে ঠিকই। তবে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর কিছুতেই আর ধূমপান করা যাবে না। সেইসঙ্গে বাদ দিতে হবে যাবতীয় অ্যালকোহলযুক্ত পানীয়।

কারণ ব্যাখ্যা করে ডা. বিশাখা বলেন, ভ্যাকসিন নেওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয়, ধূমপান সেটাকে দুর্বল করে দেয়। ওই অবস্থায় আবার আক্রান্ত হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার পর নানা ধরনের শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার পরামর্শও দিয়েছেন তিনি।






 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
করোনা টিকায় জ্বর-পার্শ্বপ্রতিক্রিয়া হলে যা করবেন

করোনা টিকায় জ্বর-পার্শ্বপ্রতিক্রিয়া হলে যা করবেন



স্বাস্থ্য কথাঃ করোনাভাইরাস প্রতিরোধে এখন একমাত্র ভরসা ভ্যাকসিন বা টিকা। বিশ্বব্যাপী টিকা নেয়ার হিড়িক এখন বাংলাদেশেও পড়েছে। দেশের অনেকেই ইতোমধ্যে টিকা নিয়েছেন, অনেকে রয়েছেন অপেক্ষমান।

শুরুতে দেশে টিকা নেয়ায় জনগণের অনাগ্রহ থাকলেও বর্তমানে টিকা নেয়ার প্রতিযোগিতায় দেখা যাচ্ছে। আর তাতে হিমশিম খাচ্ছে জাতীয় টিকা রেজিস্ট্রেশন সাইট সুরক্ষা অ্যাপস।

তবে করোনাভাইরাসের টিকা নেয়ায় সকলের আগ্রহ বাড়লেও টিকা গ্রহণের পর শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে অনেকেই জানেন না। যদিও পার্শ্বপ্রতিক্রিয়া নিতান্তই সাময়িক, তবু এ সম্পর্কে সচেতনতা জরুরী। এ সম্পর্কে আগে থেকেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

এর জন্য প্রয়োজনে ওষুধ খাওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। তবে এক্ষেত্রে কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা চলবে না। টিকার পার্শ্বপ্রতিক্রিয়াস্বরূপ জ্বর জ্বর ভাব, জ্বর, গা ও হাত-পা ব্যথা আসছে অনেকের। টিকা নেওয়ার পরে জ্বর এলে করণীয় সম্পর্কে জেনে নিন-


আপনি কি পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত?

টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া কিন্তু ইতিবাচক ইঙ্গিত এবং এটি সাময়িক। তাই এ নিয়ে ভয় পাবেন না। টিকা নেওয়ার পর ব্যথা হতে পারে, তবে তা কমানোও সম্ভব। পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে টিকা নেওয়া থেকে বিরত থাকা ঠিক নয়। এরপরও যদি আপনি চিন্তিত থাকেন, তবে টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষার কথা ভেবে টিকা গ্রহণ করাই উত্তম।

টিকা নেওয়ার স্থানে ব্যথা হলে কী করবেন?

অনেকের ক্ষেত্রে টিকা নেওয়ার পর সেই স্থানে প্রচণ্ড ব্যথা হচ্ছে। যেদিন টিকা নেওয়া হচ্ছে সেদিনই রাত থেকে ব্যথা শুরু হতে দেখা যাচ্ছে। এসময় পেশী ফুলে যেতে পারে। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। এ সমস্যা সাময়িক। ব্যথার স্থানে ঠান্ডা পানি বা আইসব্যাগ দিয়ে সেঁক দিন। এতে ব্যথা অনেকটাই কমে আসবে।

টিকা নেওয়ার আগে বা পরে কি পেইনকিলার খাওয়া যায়?

টিকা নেওয়ার পরে সবার ক্ষেত্রে একইরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। কারও হালকা ব্যথা বোধ হতে পারে, কারও অনেক বেশি। আপনি যদি খুব বেশি ব্যথা বোধ করেন তবে পেইন কিলার খেতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকা নেওয়ার আগে-পরে কোনো ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ এখনও দেওয়া হয়নি। তবে টিকা নেওয়ার পর ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে পারেন।


অন্যান্য উপসর্গে করণীয়ঃ

টিকা নেওয়ার পর জ্বর আসছে অনেকের। কারও ক্ষেত্রে যোগ হচ্ছে শরীর ব্যথা, ক্লান্তি। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে পারেন। এর পাশাপাশি প্রচুর পানি পান করা জরুরি। এতে শরীর ভেতর আর্দ্র থাকবে। খাবার খেতে হবে সঠিক পরিমাণে। এতে টিকার পরে পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব অনেকটাই কমিয়ে দেবে। অসুস্থ বোধ করলে কিছুদিন বিশ্রাম করতে পারেন।

Tuesday, 17 August 2021

দক্ষিণ সুরমায় মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ

দক্ষিণ সুরমায় মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ


বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমার সহযোগিতায় ১৭ আগষ্ট মঙ্গলবার দক্ষিণ সুরমার নাজির বাজার ও হকিয়ারচরে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেটের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে বাস্তবায়িত ব্রি ধান৪৮, ব্রি ধান৮২ এবং ব্রি ধান৯৮ জাত সমুহের পৃথক দুটি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


প্রদর্শণীর মাঠ দিবস ও প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র ফলিত গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হুমায়ূন কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান।

আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিম, মিল্টন পাল, অর্ণব ধর চৌধুরী, বিপ্রেশ তালুকদার,  শাহিদা সুলতানা, হাফিজ কাওছার আহমদ প্রমূখ।

গোলাপগঞ্জে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ



গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। এ বিষয়ে থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনাটি ঘটে। 


জানা যায়, ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবিরের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারক চক্র উপজেলার আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ ও বাঘা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একটি বিশেষ বরাদ্দের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। বিষয়টি ওই দুই চেয়ারম্যানের সন্দেহ হলে তাঁরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরকে আবার কল দিয়ে অবগত করেন। 


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির জানান, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বাঘা ইউনিয়নের চেয়ারম্যানকে আমার সরকারি নাম্বার থেকে টাকা দাবির বিষয়টি বললে নাম্বারটি প্রতারক চক্র ক্লোন করেছে বলে আমি নিশ্চিত হই। তাৎক্ষনিক আমি উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করি। এ ব্যাপারে থানা প্রশাসনকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।