Thursday, 19 August 2021

বিক্রি হওয়া কিশোরীকে ঢাকায় উদ্ধার, আটক ২

বিক্রি হওয়া কিশোরীকে ঢাকায় উদ্ধার, আটক ২



দিনাজপুরের ঘোড়াঘাট থেকে বিক্রি হওয়ার ২৪ ঘণ্টা পর ঢাকার আশুলিয়া থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ অপহরণকারী দলের এক নারী সদস্যসহ দুজনকে আটক করা হয়েছে।

এদিকে স্বল্পসময়ে মেয়েটিকে উদ্ধার করায় পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে; অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।


বুধবার রাতে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে ঢাকার আশুলিয়া থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃতরা হলো— রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৬)।

বিক্রি হওয়া কিশোরীর চাচা সোনা মিয়া জানান, মামাবাড়িতে যাওয়ার সুবাদে আমার ভাতিজির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে রোখসানা আক্তার। সে আমার ভাতিজিকে ফুসলিয়ে পাচার করার জন্য ঢাকায় নিয়ে যায়। আমরা পরে বিষয়টি জানতে পেরে ঘোড়াঘাট থানায় অভিযোগ করি।

অভিযোগ করার ফলে বুধবার রাতে ঢাকার আশুলিয়া থেকে ভাতিজিকে উদ্ধার করে পুলিশ।


হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, গত ১৬ আগস্ট সোহাগীর চাচা ঘোড়াঘাট থানায় এসে ভাতিজিকে পাচার করা হয়েছে এ সংক্রান্ত একটি অভিযোগ করলে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার আশুলিয়া নামক এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে।

এ সময় অপহরণকারী দলের দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আটক রোখসানা সংঘবদ্ধ মানব অপহরণকারী চক্রের দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে পূর্বেও মানবপাচার আইনে মামলা আছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি, যা আমরা খতিয়ে দেখছি।
বাবুনগরীর মৃত্যুঃ দাফনের স্থান ও জানাযার সময় ঘোষণা

বাবুনগরীর মৃত্যুঃ দাফনের স্থান ও জানাযার সময় ঘোষণা



হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়ার পর ইন্তেকাল করেন তিনি।

রাত ১১ টায় তাঁর নামাজে জানাজা চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর মাদ্রাসার কবরস্থানে দাফন সম্পন্ন হবে।  

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী।  তিনি জানান, হেফাজতে আমিরের জানাজা একটাই হবে, সেটি হাটহাজারী মাদ্রাসায়। 

তিনি আরও জানান, হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শফিকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল সেখানেই দাফন করা হবে বাবুনগরীকে। 

প্রথমে সিদ্ধান্ত ছিল লাশ দাফন করা হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে বাবুনগরীর পারিবারিক কবরস্থানে।  পরে সিদ্ধান্ত হয় হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে বাবুনগরীকে শায়িত করা হবে। 

আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সৌদি আরবের ভিসা হাতে খুশি মনে ফিরছিলেন জুনেদঃ কিন্তু ভাগ্য বড় নির্মম!

সৌদি আরবের ভিসা হাতে খুশি মনে ফিরছিলেন জুনেদঃ কিন্তু ভাগ্য বড় নির্মম!



জকিগঞ্জ সড়কের বারহাল এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত জুনেদ আহমদের সৌদি আরব যাওয়ার স্বপ্ন এক নিমিষেই ভেস্তে গেলো খাঁদের জলে।

দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে নিহত জুনেদ আহমদ (৩৩) হাতে সৌদি আরবের ভিসা নিয়েই বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। 


রিফাত আহমদ নামের একজন ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, মৃত জুনেদ আহমদ আমাদের অফিস থেকে সৌদি আরবের ভিসা এবং পাসপোর্ট নিয়ে প্রায় ৪.৩০ মিনিটের দিকে রওনা দেন। আগামী রোববারে আবার আসার কথা ছিলো সৌদি আরবের মেডিকেল দেওয়ার জন্য!

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জুনেদ আহমদ ও তার পরিবারের স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেলো। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নাধীন শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় নিহতরা হলেন, বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬)।

Wednesday, 18 August 2021

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ৩

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ৩



জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নাধীন শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



এ সময় ৪ জনকে আহতবস্থায় মাইক্রোবাসের ভিতর থেকে উদ্ধার করে সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছেন।


স্থানীয়রা জানিয়েছেন, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস সিলেট ট ১১-০৫২২ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এরমধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটে। পরে সিলেট নেবার পথে আরও একজন মৃত্যুবরণ করেন। নিহত আহতদের পরিচয় সনাক্ত করতে পারেননি স্থানীয়রা। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।


জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ও গাড়ী উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।তবে গাড়ীতে মোট কয়জন ছিলেন তা সঠিক করে জানা যায়নি।
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত


সিলেট-জকিগঞ্জ সড়কের বারহাল এলাকায় একটি মাইক্রোবাস (নোয়াহ) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ২ জনের মৃত্যু ঘটেছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।



বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজগ্রাম পরচক আর শাহবাগের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
 
মৃত্যুর বিষয়টি জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে নিহতের সঠিক সংখ্যা জানা যাবে। নিহতের নাম-ঠিকানা বা বিস্তারিত এখনও পাওয়া যায়নি।


তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন- মৃত্যুর সংখ্যা একাধিকও হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম।

টিকা নেওয়ার পর রাত জাগা'দের জন্য সতর্কবার্তা

টিকা নেওয়ার পর রাত জাগা'দের জন্য সতর্কবার্তা


স্বাস্থ্য কথাঃ মহামারী করোনাভাইরাস প্রতিরোধে এখন একমাত্র ভরসা ভ্যাকসিন বা টিকা। তবে এ টিকা গ্রহণের পর কিছু নিয়ম মেনে চলা প্রত্যেকেরই উচিৎ।

ভারতের বিশেষজ্ঞ ডাক্তার বিশাখা তার এক গবেষণার পর জানিয়েছেন, টিকাগ্রহণকারী ব্যক্তিকে দিনে কমপক্ষে ৬-৭ ঘণ্টা ঘুমাতেই হবে। ভ্যাকসিন গ্রহণ করার পর নির্ঘুম রাত কাটালে ভ্যাকসিনের কার্যকারিতা বাঁধাগ্রস্ত হয়।


কারণ ব্যাখ্যা করে ডা. বিশাখা বলেন, ভ্যাকসিন নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয়। কিন্তু নির্ঘুম রাত কাটানোর প্রভাবে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে বাধা পায়। আর এতে করে ভ্যাকসিনের কার্যকারিতাই নষ্ট হয়ে যায়। ভ্যাকসিনের মূল কাজই হলো শরীরে অ্যান্টিবডি তৈরী করা। কিন্তু রাত জাগলে বা পর্যাপ্ত ঘুম না হলে অ্যান্টিবডি তৈরি হতে বাধা পাবে শরীর।

এছাড়াও তিনি ধূমপায়ীদের জন্য সতর্কবার্তা প্রদান করেন। 

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে বহরগ্রাম-শিকপুর সেতু

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে বহরগ্রাম-শিকপুর সেতু



বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম-শিকপুর সেতু। এ লক্ষে বুধবার (১৮ আগস্ট) সকালে সরেজমিন স্হান পরিদর্শন করেছেন সেতুটির প্রকল্প প্রধান মঞ্জুরুল আলম সিদ্দিক।

এসময় তিনি আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে টেন্ডার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় এ সেতুটি বাস্তব রূপ পেতে যাচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ দেখা দিয়েছে।

সরেজমিন পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন, ডিজাইন এন্ড সুপারভিশন সিআইবিআরআর মো আনোয়ার হোসেন। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী এ কে এম শহীদুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী খুরশেদ আলম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মুকিত, সদস্য রুহেল আহমদ রিপন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মস্তাকুর রহমান, সাধারন সম্পাদক আফতাব হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারন সম্পাদক তুলন আহমদ-সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।