Monday, 23 August 2021

সিলেট থেকে ফেরার পথে নৌকা ডুবিতে স্বামী-স্ত্রী নিহত, সন্তান নিখোঁজ

সিলেট থেকে ফেরার পথে নৌকা ডুবিতে স্বামী-স্ত্রী নিহত, সন্তান নিখোঁজ



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছে।


আজ সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উরখুলিয়া ও ভৈরবনগর গ্রামের মাঝামাঝি স্থানে তিতাস নদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। এ ঘটনায় রিয়াদ ও লিজা দম্পতির এক শিশু সন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে। রিয়াদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে সিলেটে বসবাস করতেন।

জানা যায়,  ছোট নৌকা করে তাঁরা বাড়ি ফিরছিলেন। এসময় বড় ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান পানিতে ডুবে নিহত হয়েছে। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করতে পারলেও সন্তানের লাশ এখনও নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের শিশু সন্তান মারিয়া নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।


কুশিয়ারা নিউজ/রাজু আহমেদ-জুনাইদ খলিফা/২৩/০৮/২০২১
বিয়ানীবাজারের চারখাইয়ে ফ্রি অক্সিজেন সেবা চালু

বিয়ানীবাজারের চারখাইয়ে ফ্রি অক্সিজেন সেবা চালু



বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে করোনা আক্রান্ত রোগিদের জন্য ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। তরুণ সমাজসেবক জামিল আহমদের সার্বিক সহযোগিতায় এবং নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীদের  অর্থায়নে  প্রতিশ্রুতি করোনা লাশ দাফন-কাফনের উদ্যােগে এ সেবার উদ্বোধন করা হয়।


গত ২২ আগস্ট রোববার বিকেলে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিনামূল্যে এ অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার এনায়েত চৌধুরী সভাপতিত্বে প্রতিশ্রুতি করোনা লাশ দাফন কাফনের সদস্য এস.এ রুমেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুত দাইয়ান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হুসেন মুরাদ চৌধুরী, কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জেড রহমান জুনু, বিশিষ্ট সমাজসেবক সাইদুল আলম, জামিল আহমদ।


অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, প্রতিশ্রুতি করোনা লাশ দাফন-কাফনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ খালেদ আহমদ ও তায়েফ আহমদ চৌধুরী-সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মানব সেবামূলক এ ধরনের কার্যক্রমের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়া এ ধরনের মানব সেবা মুলক কার্যক্রমে প্রবাসী ও বৃত্তবান-সহ সুশীল নাগরিকবৃন্দদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।


উদ্বোধনী অনুষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীদের পক্ষ থেকে জামিল আহমদ উপস্থিত অতিথিবৃন্দদেরকে নিয়ে প্রতিশ্রুতি করোনা লাশ দাফন-কাফনের সদস্যদের হাতে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।
মাওলানা রশীদ আহমদের জানাজার স্থান ও সময়

মাওলানা রশীদ আহমদের জানাজার স্থান ও সময়



সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ (৭০) আর নেই। তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।


জানাজার স্থান ও সময়ঃ
আগামীকাল মঙ্গলবার  (২৪ আগস্ট)  বাদ আসর গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।

এডভোকেট মাওলানা রশীদ আহমদের বাড়ি গোলাপগঞ্জে। তিনি উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা।


গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দু'বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক

মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক


সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট  মাওলানা মাওলানা রশীদ আহমদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার  সকাল ১১ টা ১০ মিনিটের সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আগামীকাল মঙ্গলবার  (২৪ আগস্ট)  বাদ আসর গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে মরহুমের  জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হবে।


এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জাবেদ মাহমুদ-সহ সংগঠনের নেতৃবৃন্দ। 

তারা এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 
(বিজ্ঞপ্তি)
সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রাজনীতিক এড. মাও. রশীদ আহমদ আর নেইঃ কুশিয়ারা নিউজ পরিবারের শোক

সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রাজনীতিক এড. মাও. রশীদ আহমদ আর নেইঃ কুশিয়ারা নিউজ পরিবারের শোক



সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ (৭০) আর নেই। তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
 
সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী জানান, হাসপাতালেই আজ সকালে মারা যান মাওলানা রশিদ আহমদ। তার জানাজার নামাজের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

এডভোকেট মাওলানা রশীদ আহমদের বাড়ি গোলাপগঞ্জে। তিনি উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দু'বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

'গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ' পত্রিকার সম্পাদকের মৃত্যুতে আমরা কুশিয়ারা নিউজ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুক, আমীন।
লালাবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন

লালাবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন



সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২২ আগস্ট রবিবার বেলা ১১টায় ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক সৈয়দ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান একেএম আমজাদ হোসেন।


আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড লালাবাজার আউটলেট শাখা ইনচার্জ মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, ম্যানেজিং ডিরেক্টর ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ছালেহা নূর চৌধুরী একাডেমীর প্রতিষ্টাতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ইসলামী ব্যাংক লিঃ লালাবাজার আউটলেট শাখার পরিচালক সৈয়দ আব্দুল হামিদ রিপন, ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী সিফতা, লায়েক আহমদ জিকু প্রমুখ।


শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম। দোয়া পরিচালনা করেন লালাবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ।

Sunday, 22 August 2021

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভা অনুষ্ঠিত

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভা অনুষ্ঠিত



সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।


গত ১৮ আগস্ট ২০২১ বুধবার সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ৩৭সি প্রিন্সলেট স্ট্রিটে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভার শুরুতে বঙ্গবন্ধু-সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। 



সভায় আগামী একবছরের পরিকল্পনা, বইমেলা ও সেপ্টেম্বরে একটি বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, উপদেষ্ঠা পরিষদ গঠন-সহ অনেকগুলো গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী সভার আলোচনায় অংশ নেন- আবুল কালাম আজাদ ছোটন, নুরুল ইসলাম, আতাউর রহমান মিলাদ, ফারুক আহমদ, আনোয়ার শাহজাহান, মোসাইদ খান, জুয়েল রাজ, মোস্তফা জামান চৌ: নিপুণ, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সাগর রহমান,সাইম উদ্দিন খন্দকার,সৈয়দ হিলাল সাইফ,শাহাদাত করিম, রহমত আলী,মুহাম্মদ মুহিদ প্রমুখ।