Monday, 23 August 2021
বিয়ানীবাজারের চারখাইয়ে ফ্রি অক্সিজেন সেবা চালু
মাওলানা রশীদ আহমদের জানাজার স্থান ও সময়
সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ (৭০) আর নেই। তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক
সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রাজনীতিক এড. মাও. রশীদ আহমদ আর নেইঃ কুশিয়ারা নিউজ পরিবারের শোক
লালাবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন
Sunday, 22 August 2021
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভা অনুষ্ঠিত
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ আগস্ট ২০২১ বুধবার সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ৩৭সি প্রিন্সলেট স্ট্রিটে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বঙ্গবন্ধু-সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় আগামী একবছরের পরিকল্পনা, বইমেলা ও সেপ্টেম্বরে একটি বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, উপদেষ্ঠা পরিষদ গঠন-সহ অনেকগুলো গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী সভার আলোচনায় অংশ নেন- আবুল কালাম আজাদ ছোটন, নুরুল ইসলাম, আতাউর রহমান মিলাদ, ফারুক আহমদ, আনোয়ার শাহজাহান, মোসাইদ খান, জুয়েল রাজ, মোস্তফা জামান চৌ: নিপুণ, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সাগর রহমান,সাইম উদ্দিন খন্দকার,সৈয়দ হিলাল সাইফ,শাহাদাত করিম, রহমত আলী,মুহাম্মদ মুহিদ প্রমুখ।