Thursday, 26 August 2021

কাবুল বিমানবন্দরে হামলা: ঠেলাগাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছে আহতদের

কাবুল বিমানবন্দরে হামলা: ঠেলাগাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছে আহতদের



কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলার স্থান থেকে আহতদের ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজ টুইটারে বিস্ফোরণের স্থান থেকে আহতদের ঠেলাগাড়িতে সরিয়ে নেওয়ার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

সেখানে দেখা গেছে রক্তমাখা কাপড়ে আহত কয়েকজনকে ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে।  নারী ও শিশুসহ বহু মানুষকে নিজেদের মাথায়  কাপড়ের ব্যান্ডেজ বেঁধে পালাতে দেখা গেছে।  ওই বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।


কাবুলের একটি হাসপাতাল জানিয়েছেন, তাদের জরুরি বিভাগে অন্তত ৩০ আহত ব্যক্তি এসেছেন। তাদের মধ্যে ছয়জন পথেই মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, সেখানে ‘শক্তিশালী’ বিস্ফোরণই হয়েছে বলে ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। বিস্ফোরণের স্থানে বিদেশি নাগরিকসহ অন্তত ৪০০ থেকে ৫০০ মানুষ ছিল বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, আমরা আহতদের স্ট্রেচারে সরিয়ে নিয়েছি। আমার কাপড় রক্তে একদম ভিজে গেছে।

এদিকে, কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলার স্থানে ‘লাশের স্তূপ’ দেখা গেছে বলে জানিয়েছেন বিবিসির সাংবাদিক সেকান্দার কেরমানি। 

তিনি বলেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে লাশের স্তূপ দেখা গেছে। তাই ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলায় শিশু ও বিদেশি নাগরিকসহ ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। এই বিস্ফোরণে তালেবানের কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।


বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে বলে  আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটে এই হামলার ঘটনা ঘটে বলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটারে জানিয়েছেন। ওই গেটসহ কাবুল বিমানবন্দরের তিনটি গেটে  হামলা চালানো হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। অ্যাবি গেটে অবস্থান নিয়েই মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

সেখানে অন্তত দুইটি বিস্ফোরণ হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিস্ফোরণে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিবিসি সংবাদদাতা জনাথান বিইল জানিয়েছেন, প্রথম হামলার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন তাকে কাবুল বিমানবন্দরের এই হামলা সম্পর্কে খবর দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে।

এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিরাপত্তা কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করতে যাচ্ছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

কাবুল বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যেই ‘ভয়াবহ’ হামলা হতে পারে বলে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপির আশঙ্কা প্রকাশের পরই এ হামলার খবর সামনে এলো।  
সিলেটে হার্ড লাইনে জালালাবাদ গ্যাস, চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটে হার্ড লাইনে জালালাবাদ গ্যাস, চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ



উচ্চ চাপবিশিষ্ট গ্যাস পাইপ লাইনের ১০ ফুটের ভেতরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলকৃত ভূমি উদ্ধার অভিযান আবারও শুরু করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দফায় সিলেট নগরীর বালুচর এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

উত্তর বালুচরের কবির খাঁনের ৩য় তলা বিল্ডিং ভাঙার মধ্য দিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু করে সারা দিনে বালুচর, মেজরটিলা-ইসলামপুর পর্যন্ত ৮/১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এছাড়াও দখলমুক্ত করা হয় কয়েক শতক ভূমি।

সিলেটে হার্ড লাইনে জালালাবাদ গ্যাস, চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট অঞ্চলে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপরে ও পাশে প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা রয়েছে। এ পর্যন্ত প্রায় আড়ই শ স্থাপনা চিহ্নিত করা গেছে। এসব স্থাপনা উচ্ছেদে চলতি বছরের মার্চ মাস থেকে অভিযান চালাচ্ছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। গত ১৬ মার্চ প্রথম দফায় শাহপরাণ থানাধীন ইসলামপুরে মোহাম্মদপুর নূরপুর আবাসিক এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে সিলেট নগরীতে দ্বিতীয় দফায় চালানো হচ্ছে উচ্ছেদ অভিযান। দিনভর অভিযানে ৮-১০টি অবৈধ স্থাপনা ভেঙেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে দুই-তিন তলা ভবন ও টিনশেড আধাপাকা ঘরও রয়েছে। এছাড়াও পাইপ লাইনের পাশের দখলকৃত কয়েক শত ভূমিও উদ্ধার করা হয়েছে। গত মার্চ থেকে এ পর্যন্ত ১২০টি বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অধিগ্রহণকৃত ভূমিতে স্থাপিত বসবতবড়ি উচ্ছেদ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জালালাবাদ গ্যাসের উপ-মহা ব্যাবস্থাপক আমিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী গ্যাস সঞ্চালনের প্রধান পাইপ লাইনের উভয় পাশে ১০ ফুট করে মোট ২০ ফুটের মধ্যে কোনো স্থাপনা থাকতে পারবে না। গত মার্চ মাসের আগে ১০ ফুটের মধ্যে অবৈধভাবে গড়ে তোলা ভবন ও স্থাপনার মালিক এবং অবৈধভাবে ভূমি দখলকারীদের বার বার নোটিশ দেয়া হয়েছে। কিছু মানুষ স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেন এবং দখলকৃত জায়গা ছেড়ে দেন। কিন্তু বেশিরভাগ মানুষ নির্দেশ অমান্য করেছেন। তাই আবারও উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

সিলেটে হার্ড লাইনে জালালাবাদ গ্যাস, চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে ৮-১০ টি ও গত মার্চ থেকে এ পর্যন্ত ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় এক হাজার এমন স্থাপনা উচ্ছেদ করা হবে।

বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ও জালালাবাদ গ্যাসের উপ-মহা ব্যবস্থাপক আমিরুল ইসলাম।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জালালাদ গ্যাসের ব্যবস্থাপক আব্দুল মুকিত, ডিজিএম নাজমুল ইসলাম চৌধুরী, ডিজিএম বিপ্লব বিশ্বাস, ব্যবস্থাপক চন্দন কুমার কুন্ড, ব্যবস্থাপক মনোয়ার হোসেন, ব্যবস্থাপক আব্দুর হাকিম, ব্যবস্থাপক ফজলুল হক, উপ-ব্যবস্থাপক মোনায়েম সরকার, সুপারভাইজার মো. আব্দুল মালেক।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
ভারতে তিন তালাকের বিরুদ্ধে জয়ী হওয়া সেই ‌আইনজীবীই ভুয়া!

ভারতে তিন তালাকের বিরুদ্ধে জয়ী হওয়া সেই ‌আইনজীবীই ভুয়া!



ভারতে ব্যাপক আলোচিত-সমালোচিত তিন তালাক প্রথার বিরুদ্ধে আইনি লড়াই করা বিজেপি নেত্রী নাজিয়া এলাহিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি আইনজীবীই নন!

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মিথ্যা আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে মামলা লড়ার জন্য টাকা নিয়েছেন নাজিয়া। কিন্তু সেই মামলা আর লড়েননি। বৃহস্পতিবার নাজিয়াকে গ্রেফতার করে গিরিশ পার্ক থানার পুলিশ।  


খবরে বলা হয়, নাজিয়া নিজেকে আইনজীবী হিসেবে দাবি করলেও তার কাছে এমন কোনও প্রমাণ মেলেনি। নাজিয়ার যোগদানের সময় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও হাজির ছিলেন। তবে এই গ্রেফতার নিয়ে আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি অভিযোগে জানান, বিবাহ বিচ্ছেদের মামলা লড়ার জন্য তার থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন নাজিয়া। কিন্তু মামলা লড়েননি। এরপর ২০২০ সালে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠায় পুলিশ। সেখান থেকেই পুলিশ নিশ্চিত হয় যে, নাজিয়ার আইনজীবী পরিচয় সঠিক নয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করার ভারতজুড়ে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ইশরাত জাহান ও তার ‘আইনজীবী’ নাজিয়া এলাহি। তিন তালাক প্রথার বিরুদ্ধে রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনজীবী হিসেবেও লড়াই করেন নাজিয়া। এক্ষেত্রে তিনি সফলতাও পান। তার পক্ষেই রায় দেয় ভারতীয় আদালত। আদালতের মাধ্যমে ভারতে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়। 


পরে ইশরাত ও নাজিয়া দুজনই বিজেপিতে যোগ দেন। বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাদের সঙ্গে বিজেপিতে যোগ দেন আরও দেড়শতাধিক মুসলিম নারী। 


নাজিয়া ইস্যুতে নীরব বিজেপিঃ

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২০১৮ সালে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও দেবশ্রী চৌধুরীর হাত ধরে বিজেপিতে যোগ দেন নাজিয়া। কিন্তু নাজিয়া গ্রেফতারের খবরে নীরবতা বজায় রেখেছে বিজেপি।

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‌অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। সবাইকে আমি চিনি না।'

নাজিয়াকে তিনি না চিনতে পারলেও বিজেপির লিগ্যাল ও মজদুর সেলের নেত্রী হিসাবে পরিচিত নাজিয়া। বিভিন্ন কর্মসূচিতে দলের সদর দফতরে তাকে দেখা গিয়েছে। তার ফেসবুক পেজে একাধিক নেতা-নেত্রীর সঙ্গে ছবি রয়েছে।


যে কারণে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়ঃ

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়, ২০১৫ সালে হঠাৎ দুবাই থেকে ফোন করে পনের বছরের বিবাহিত জীবনে ইতি টানেন ইশরাতের স্বামী মোহম্মদ মোর্তাজা আনসারি। ফোনে তিন তালাক বলে জানিয়ে দেন, তিনি অন্য একজনকে বিয়ে করতে চলেছেন। পর পর তিন মেয়ে জন্মানোয় দুবাইয়ে কর্মরত মোর্তাজা আস্তে আস্তে ইশোতের থেকে দূরে সরে যাচ্ছিলেন। ১৫ বছরের দাম্পত্য জীবনে ফাটল বড় হতে শুরু করেছিল। মাঝে মধ্যেই ফোনে ঝগড়া হত। ছেলে জায়েদ জন্মানোর পরেও সে ফাটল জোড়া লাগেনি। মোর্তাজা হুমকি দিতেন ফের বিয়ে করার।

একদিন ফোনে এ রকম ঝগড়ার মাঝেই পর পর তিনবার তালাক বলে ইশরতকে বর্তমান থেকে প্রাক্তন স্ত্রী করে দেন মোর্তাজা। শুধু তিন তালাক বলেই থেমে থাকেননি মোর্তাজা। ইশরাত পরে অভিযোগ করেছিলেন, মোর্তাজা দুবাই থেকে ফিরে তাদের চার সন্তানকে ইশরাতের থেকে কেড়ে নেন। তাদের নিয়ে বিহারের গ্রামে গিয়ে আবার একটা বিয়ে করেন।


এক পর্যায়ে ‘আইনজীবী’ নাজিয়া ইলাহির শরণাপন্ন হন ইশরাত। শুরু হয় আইনি লড়াই।

একদিকে আইনি লড়াই ও অন্যদিকে রাজপথে আন্দোলন দুটো করেছেন তারা সমানতালে। এ সময় বিজেপি তাদের সমর্থন জানায়। এক পর্যায়ে ভারতের আদালতে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়। 
কান্দিগাও ইউনিয়নে জনতা ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

কান্দিগাও ইউনিয়নে জনতা ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বাষির্কী উপলেক্ষে জনতা ব্যাংক লিমিটেড, বিভাগী কার্যালয় ও এরিয়া অফিস, সিলেট এর যৌথ  উদ্যোগে ২৫ আগষ্ট বুধবার সিলেট সদর উপজেলার  কান্দিগাঁও ইউনিয়নের চামাউরা কান্দি গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে  উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে ।
 
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  আশফাক আহমদ।

 
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়, কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নিজাম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ এলাকার অসহায় ও দরিদ্র জনসাধারণের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ

গোলাপগঞ্জ ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ



গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও কানাডার পক্ষ থেকে দুটি অক্সিজেন কনসেনট্রেটর, ১ শত পিস ফেইসশীট ও ১ টি অক্সিমিটার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দানের জন্য প্রদান করা হয়। বুধবার (২৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে সমাজসেবী ছয়েফ উদ্দিন চৌধুরীর  সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের প্রতিটি সঙ্কটকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে বর্তমান করোনা মহামারীর সময় ও তারা দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন যা প্রশংসার দাবী রাখে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবীর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুদর্শন সেন।  


উল্লেখ্য ইতিমধ্যে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও কানাডার পক্ষ থেকে পৌর এলাকার রণকেলীতে ঢাকাদক্ষিণের নগর গ্রামে আরো দুটি অক্সিজেন কনসেনট্রেটর ও ২ টি অক্সিমিটার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দানের জন্য প্রদান করা হয়।
গীতিকার ফজলুর রহমান ফলু'র এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

গীতিকার ফজলুর রহমান ফলু'র এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত



যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ফজলুর রহমান ফলু-এর ব্যবস্থাপনা ও পরিচালনাধীন এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বাদ সন্ধ্যায় এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এসময় গীতিকার ফজলুর রহমান ফলু'র লেখা গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পীরা।


অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সঙ্গীত উপভোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। উপস্থিত ছিলেন গীতিকার ফজলুর রহমান ফলু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, পুলিশের সাব ইন্সপেক্টর রাশেদুল আলম খান প্রমুখ।

এসময় সঙ্গীত পরিবেশন করেন, পূরবী, রাশেদুল আলম খান, প্রিয়া, শিপু ইসলাম, জাবরুল ইসলাম, এমরান হোসেন প্রমুখ।


অনুষ্ঠানে আরোও উপস্থিত থেকে সঙ্গীত উপভোগ করেন, জুনেদ আহমদ লিটন, সোহেল আরিয়ান, সালমান কাদের দিপু, সামাদুল ইসলাম অপু, আরিফুর রহমান, লিটন আহমদ, হোসাইন সারোয়ার, কবির আহমদ প্রমুখ।


উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসে সিলেট নগরীর উপশহরস্থ এফ.আর মিউজিক স্টুডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ মিউজিক স্টুডিও'র ব্যবস্থাপক ও পরিচালক যুক্তরাজ্য প্রবাসী জনপ্রিয় গীতিকার ফজলুর রহমান ফলু। দেশ ও ভাষার টানে তিনি যুক্তরাজ্যে বসবাস করেও নিজের জন্মভূমিতে প্রতিষ্ঠা করেছেন অত্যাধুনিক এ মিউজিক স্টুডিওটি। স্টুডিওটি উদ্বোধনের পর এখানেই শিল্পীরা যাতে সঙ্গীত চর্চা করতে পারেন সেই লক্ষ্য নিয়েই তিনি তা প্রতিষ্ঠা করেছেন। 

গীতিকার ফজলুর রহমান ফলু সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন লামা-চন্দরপুর গ্রামের কৃতি সন্তান। জনপ্রিয় এ গীতিকারের বেশ কয়েকটি এলবাম ইতোপূর্বে বের হয়েছে।

Wednesday, 25 August 2021

সিলেটে সন্ধানী লাইফ  ইন্সুরেন্স কোম্পানীর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সিলেটে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত



সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিলেট বিভাগীয় ব্যবসা উন্নয়ন সভা ২৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। 

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর  জেনারেল ম্যানেজার মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও কোম্পনীর তাকাফুল আদর্শ বীমার ইনচার্জ এম এ ওয়াদুদ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত  ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর  হাজী ইদ্রিস মিয়া তালুকদার।

 তিনি তার বক্তৃতায় বলেন, ব্যবসা পরিচালনার মুল পুজি হলো আস্হা। আস্হা অর্জনের মাধ্যমে শুধু গ্রাহক নয়, সমাজের সকলের কাছ থেকে সম্মান অর্জন করা সম্ভব। সততা ও নিষ্টার সাথে কাজ করলে সকল ক্ষেত্রে সফলতা লাভ করা যায়। তিনি দেশের বৃহত্তর স্বার্থে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ডিভিডি আসুক কুমার দেব, রেজাউল করিম, মোরশেদ আলী ও আরসি রুহুল আমিন সুজাত,আংগুর আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কর্মকর্তা আসলাম হোসেন, ফারুক আহমেদ, হাবিবুর রহমান, আবুল কাশেম প্রমুখ।