Tuesday, 7 September 2021

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গোলাপগঞ্জের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গোলাপগঞ্জের যুবক নিহত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গোলাপগঞ্জের হাফিজ আব্দুল আহাদ(৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামের সজিব আলীর পুত্র।

আজ (৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সময় সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি কুশিয়ারা নিউজকে নিশ্চিত করেছেন লক্ষীপাশা ইউনিয়নের ৩ নং (জাংগালাটা-পালপাড়া) ওয়ার্ডের ইউপি সদস্য জামিল আহমদ।


তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সময় সকাল ৫টার দিকে আব্দুল আহাদ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান।

জামিল আহমেদ জানান, নিহত আব্দুল আহাদ ৪/৫ বছর থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছেন। সেখানে তার আরোও ২ ভাই রয়েছেন। বর্তমানে নিহতের মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি হসপিটালে রয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে লাশ দেশে আনা হবে কিনা তা পরবর্তীতে জানা যাবে বলেও জানান তিনি।

পরীমনিকে যৌন নিপীড়নের সত্যতা পেয়েছে পুলিশ

পরীমনিকে যৌন নিপীড়নের সত্যতা পেয়েছে পুলিশ



চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার তিন মাসের মধ্যেই আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে ধর্ষণচেষ্টা নয়, পরীমনিকে যৌন নিপীড়নের প্রমাণ পেয়েছে পুলিশ। প্রমাণ মিলেছে মারধর ও হুমকির।

সোমবার (৬ সেপ্টেম্বর) ব্যবসায়ী নাসিরসহ তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে-আসামিদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, মারধর ও হুমকি দেয়ার প্রমাণ মিলেছে।


মামলায় পরীমনি অভিযোগ করেন, গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়। 

তিনি অভিযোগ তোলেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও তুহিন ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমনি। সেদিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই মামলায় আদালতের অনুমতি নিয়ে নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।


পরীর করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় এবং পুলিশের মাদক মামলায় বেশ কয়েকদিন রিমান্ডে ছিলেন আসামিরা। দুই মামলাতেই ব্যবসায়ী নাসির ১৫ দিন জেল খেটে এখন জামিনে আছেন। কারাগারে রয়েছেন অমি।

সোমবার সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামি শহিদুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

এদিকে গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র‍্যাব। এই মামলায় তাকে মোট তিন দফা রিমান্ডে নেয়া হয়। ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর পরীমনি জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন। তবে তাকে রিমান্ডে নেয়ার বৈধতা নিয়ে বিতর্ক চলছে।


যে বিচারক এই আদেশ দিয়েছিলেন, তার কাছে ব্যাখ্যা চেয়েছে উচ্চ আদালত। আবার তার মামলার তত্ত্বাবধায়ক সিআইডি কর্মকর্তাকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। এই আদেশের সঙ্গে পরীমনির মামলার সম্পর্ক আছে কি না, এই বিষয়টি অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
প্রবল বেগে ধেয়ে আসছে সৌর ঝড়, ইন্টারনেট শূন্য হতে পারে বিশ্ব

প্রবল বেগে ধেয়ে আসছে সৌর ঝড়, ইন্টারনেট শূন্য হতে পারে বিশ্ব



ইন্টারনেট ছাড়া যেন দুনিয়া অচল। যোগাযোগ, ব্যাংকিং থেকে শুরু করে বাজার-সদাই—সবকিছুতেই এখন ইন্টারনেটের ছোঁয়া। তবে এই আবহে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে সৌর ঝড়ে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক সঙ্গীতা আবদু জ্যোতির গবেষণা পত্রে এই দাবি করা হয়েছে। তিনি জানান, বিশ্ব বর্তমানে এত বৃহতাকারের সৌর ঝড় মোকাবিলা করতে প্রস্তুত নয়। এই ঝড়ের কারণে সমুদ্রের তলা দিয়ে যেই অপটিক ফাইবার বিছানো রয়েছে তা অফলাইন হয়ে গিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হতে পারে। খবর ডিএনএ


উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই সূর্যের মধ্যে অস্থিরতা লক্ষ্য করেছেন গবেষকরা। ২০২০ সালে সূর্য ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছাবে। এই অবস্থায় সৌর ঝড়ের চোখ রাঙানি বিশ্বের উপর।

বিশ্বের উপর শেষবার বড় আকারের সৌর ঝড় আছড়ে পড়েছিল ১৭ বছর আগে। তখন প্রযুক্তি এতটাও উন্নত ছিল না। আর আমরাও এতটা প্রযুক্তির উপর নির্ভরশীল ছিলাম না। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা আরও বেশি মোবাইল ও প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি।


সৌর ঝড়ের জেরে স্যাটেলাইট সিগ্নাল বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে জিপিএস এবং মোবাইল সিগ্নালে বিঘ্ন ঘটতে পারে। এর আগে ১৯৮৯ সালে একটি সৌর ঝড় আছড়ে পড়েছিল পৃথিবীতে। এর ‌ফলে কানাডাতে প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এই পরিস্থিতিতে নতুন সৌর ঝড়ের প্রভাব নিয়ে আশঙ্কায় বিজ্ঞানীরা।

তথ্যসূত্রঃ হিন্দুস্থান টাইমস
১ দিনের সফরে সিলেটে আসছেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

১ দিনের সফরে সিলেটে আসছেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ



সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি একদিনের সফরে সিলেটে আসছেন।

আগামী ৮ই সেপ্টেম্বর বুধবার সকাল ৮.৪৫মিনিটের সময় ইউ.এস বাংলার ফ্লাইটে সিলেট পৌঁছবেন সাবেক শিক্ষামন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।


ঐদিন সকাল ১১টায় তিনি হজরত মানিক (র:) টিলায় সদ্য প্রয়াত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি মরহুম এডভোকেট লুৎফুর রহমানের বাসায় যাবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।

বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমানের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মেনিফল্ড সিস্টেমে অক্সিজেন সরবহরাহের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।


ঐদিন রাত ৮.২০ মিনিটে ইউ,এস বাংলার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Monday, 6 September 2021

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণেও ঘুস!

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণেও ঘুস!



নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদে 'বঙ্গবন্ধু শেখ মুজিব' ম্যুরাল নির্মাণ কাজের ঠিকাদারের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহ মো. শহীদুল হক, উপ-সহকারী প্রকৌশলী ওমর বক্স সরদার ও হিসাবরক্ষক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। গত ২ সেপ্টেম্বর ঠিকাদার দেলোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে 'বঙ্গবন্ধু শেখ মুজিব' ম্যুরাল নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা। জেনিথ কন্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। গত মাসে নির্মাণ কাজ শেষ হয়েছে। কাজ চলাকালে মোট ৫ দিন ঢালাইয়ের কাজ করা হয়। 

প্রতিটি ঢালায় কাজের দিন ১৫শ টাকা করে সাড়ে ৭ হাজার টাকা, ম্যুরালের স্ল্যাব করার সময় ১৫ হাজার টাকা, সর্বশেষ ঢালাইয়ের সময় ১ হাজার টাকা এবং বিলে স্বাক্ষর করার সময় ১১ হাজার টাকা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ওমর বক্স ঠিকাদারদের কাছ থেকে ঘুস আদায় করে বিলে স্বাক্ষর করেন। 

অপরদিকে এলজিইডির হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন উপজেলা প্রকৌশলীর জন্য ৪ হাজার টাকা ঘুস নিয়ে উপজেলা প্রকৌশলীর স্বাক্ষর করানোর ব্যবস্থা করান। 
অভিযোগকারী ঠিকাদার দেলোয়ার হোসেন বলেন, নির্দিষ্ট সময়ে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ শেষ করেছি। নির্মাণ কাজ দেখাশোনার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী ওমর বক্স দফায় দফায় আমার কাছ থেকে ঘুস আদায় করেছেন। এছাড়া উপজেলা প্রকৌশলীর হিসাবরক্ষক সাখাওয়াতের মাধ্যমে ৪ হাজার টাকা ঘুস নিয়ে বিলে স্বাক্ষর করেছেন। একটি গুরুত্বপূর্ণ কাজে এভাবে দফায় দফায় ঘুস নেওয়ায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত রাণীনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওমর বক্স সরদার বলেন, ঠিকাদার বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজে অনিয়ম করেছিল। শতভাগ কাজ করে নেওয়ায় তারা মিথ্যা অভিযোগ দিয়েছেন। 

অভিযোগের বিষয়ে এলজিইডির হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন বলেন, আমি এমন লোক না। তাদের কাছ থেকে কোনো ঘুস নেইনি। তারা মিথ্যা অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর উপজেলা প্রকৌশলী শাহ মো. শহীদুল হক কোনো মন্তব্য না করে এ ঘটনায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।


এ বিষয়ে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও কথা বলতে রাজি হননি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, অভিযোগটি পাওয়ার পর উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে তদন্তের জন্য আগামী ৯ সেপ্টেম্বর অফিসে আসতে বলা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিনহা চাইলেন পানি, গলায় পা চেপে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ

সিনহা চাইলেন পানি, গলায় পা চেপে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ



সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খানের চাঞ্চল্যকর হত্যা মামলায় দ্বিতীয় দফায় সোমবার আরও একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ মামলার ৯ নং ও চতুর্থ  সাক্ষী হিসেবে কামাল হোসেন সাক্ষ্য প্রদান করেছেন।


বরখাস্ত ওসি প্রদীপ-লিয়াকতসহ এ মামলার ১৫ আসামিদের উপস্থিতিতে সোমবার সকাল সোয়া ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম।

এ সময় চাঞ্চল্যকর এই মামলার অন্যতম সাক্ষী কামাল হোসেন আদালতকে বলেন, ঘটনার সময় তারা কয়েকজন ঘটনাস্থলের আশপাশে ছিলেন। গুলি খেয়ে সিনহা মো. রাশেদ খান মাটিতে (রাস্তায়)  লুটিয়ে পড়েন। তখনও তিনি জীবিত ছিলেন। তিনি (সিনহা) তখন পানি পানি বলে ছটফট করছিলেন। কিন্তু কেউ তাকে পানি দেয়নি। উল্টো টেকনাফের দিক থেকে ওসি প্রদীপ কুমার দাশ ঘটনাস্থলে এসে সিনহার বুকে লাথি মারেন। গামবোট দিয়ে গলা চেপে সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ।


এরপর বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকতসহ ১৫ জন আসামির পক্ষে আইনজীবীরা পৃথকভাবে কামাল হোসেনকে জেরা করেছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে মামলার ১৫ আসামিকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, সোমবার তিনজন সাক্ষী হাজির ছিলেন। কিন্তু একজনের সাক্ষ্য গ্রহণ ও জেরাতেই  আদালতের সময় শেষ হয়ে গেছে। 

তিনি আরও বলেন, বিচার কাজের প্রথম ও দ্বিতীয় দফায় পাঁচ দিনে মাত্র ৪জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করা সম্ভব হয়েছে। 


মঙ্গলবার পঞ্চম সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে। এ সময় আসামি পক্ষ 'অপ্রাসঙ্গিক' জেরা করে সময় ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেন (পিপি) ফরিদুল আলম। 

এদিকে বরখাস্ত ওসি প্রদীপ আইনজীবী রানা দাশ গুপ্ত আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, সাক্ষী কামাল হোসেন আদালতকে বলেছেন, খুব কাছ থেকে সেদিনের সংঘটিত ঘটনাটি তিনি দেখেছেন। অথচ তা ইতোপূর্বে তদন্ত কর্মকর্তাকে বলেননি। আর সাক্ষী নিজেকে সিএনজিচালক দাবি করলেও তার কোনো প্রমাণ নাই।

আসামি পক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত আরও দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এই মামলা দায়ের করা হয়েছে। তাদেরই প্ররোচনায় সাক্ষীরা সাক্ষ্য দিচ্ছেন। 

এর আগে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা তিনদিনে মামলার বাদী মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ও ঘটনার সময় সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল। রোববার আদালতে সাক্ষ্য দিয়েছেন এই হত্যা মামলার ৩ নম্বর সাক্ষী মোহাম্মদ আলী।


প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যা্ব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।
জকিগঞ্জে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

জকিগঞ্জে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু



সিলেটের জকিগঞ্জে ভীমরুলের কামড়ে নাহিদ আহমদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের পলাশপুর গ্রামের শাবলু আহমদের ছেলে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।


নাহিদের পিতা শাবলু আহমদ জানান, বাড়ীর ঘরের পাশে বড় একটি গাছে ভীমরুল বাসা বাঁধে কয়েকদিন আগে। সেটি দেখে আজ ভীমরুলের বাসা লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল ছুড়েন শাবলু।পরে ব্যক্তিগত কাজে বাহিরে চলে যান তিনি। ঢিল ছুড়ার সাথে সাথে ভীমরুলরা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। তার ছেলে নাহিদ তখন ঘরে ছিল। কিছু সময় পর ছেলে নাহিদ ঘর থেকে বের হলে ভীমরুলরা তাকে ঘিরে ফেলে ও তার হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে আহত করে। তার (ছেলে নাহিদ) চিৎকার শুনে নাহিদের মা ও বাড়ীর লোকজন এগিয়ে এসে নাহিদকে ভীমরুলের কবল থেকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশু নাহিদের মৃত্যু হয়।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাসেম খাঁন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।