Sunday, 12 September 2021

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিরেছে প্রাণের উচ্ছ্বাস!

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিরেছে প্রাণের উচ্ছ্বাস!



মুখে মাস্ক, চোখে আনন্দের ঝিলিক। মনে উচ্ছ্বাস! অতি সংক্ষেপে এই হচ্ছে আজ সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চিত্র। এই আনন্দ নিজের অতি প্রিয় ক্যাম্পাসে ফেরার, আবারও ক্লাস করতে পারার।

শুধু যে শিক্ষার্থীদের মধ্যেই এই উচ্ছ্বাস বিরাজমান, তা নয়। বরঞ্চ শিক্ষক-শিক্ষিকারাও ভাসছেন অন্যরকম এক আবেগে।

দীর্ঘ প্রায় দেড় বছর পর আজ রোববার থেকে সিলেটসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে গেল বছরের মার্চে বন্ধ ঘোষণা করা হয়েছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পর গেল প্রায় এক সপ্তাহ ব্যস্ত সময় পার করেছেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীগণ। শিক্ষাপ্রতিষ্ঠান ধুয়েমুছে পরিষ্কার করা, স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, করোনা বিষয়ক সচেতনতামূলক পোস্টার লাগানোসহ বিভিন্ন কাজে তারা ব্যস্ত ছিলেন।


শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে গেল শুক্রবার সিলেটে এসে জরুরি বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এছাড়া গতকাল শনিবার সিলেটে আসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। স্থানীয় শিক্ষা প্রশাসনও একের পর এক বৈঠক করেছে।

আজ রোববার সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস ঠের পাওয়া গেছে।

মুখে মাস্ক পরে সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা হাতে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীদের। তারা আসার পর ফুল দিয়ে বরণ করা হয় তাদেরকে। একইসাথে মাপা হয় তাদের শরীরের তাপমাত্রা। ব্যবস্থা ছিল হাত ধোয়ারও।

লাইন ধরে, সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়। শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষার্থীদেরকে নতুন ড্রেস পরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে দেখা গেছে। এমনকি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের একই রঙের নতুন কাপড় পরিধান করতে দেখা গেছে।

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা চৌধুরী বলছিলেন, ‘উন্মুখ হয়ে থাকা শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। সবার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাসের আবহ। সরকারি সব নির্দেশনা মেনে আমরা কলেজ খুলেছি।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়োজিদ খান জানান, প্রাথমিকে ১৬টি নির্দেশনা মেনে ক্লাস চলবে। এ বিষয়ে সকল স্কুলের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান বলেন, ‘আজকের দিনটি অন্যরকম। এতো দিন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করেছে। আজ থেকে সবাই সশরীরে ক্লাসে ফিরেছে। তাদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন সিলেবাস ও রুটিন করা হয়েছে।’

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা, সে বিষয়ে তদারকি থাকবে তাদের।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আপাতত স্বাস্থ্যবিধি মেনে থেকে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির প্রতিদিন এবং প্রথম থেকে চতুর্থ ও ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে সপ্তাহে একদিন ক্লাস নেওয়া হবে।

চলতি বছরের শেষভাগে এসএসসি ও এইচএসসির পাশাপাশি পঞ্চমের প্রাথমিক সমাপনী, অষ্টমের জেএসসি-জেডিস এবং প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
গোলাপগঞ্জে গণপিটুনিতে ১ ডাকাত নিহত, ডাকাতদের গুলিতে আহত ৫

গোলাপগঞ্জে গণপিটুনিতে ১ ডাকাত নিহত, ডাকাতদের গুলিতে আহত ৫



নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে গণপিটুনিতে ১ ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতদের ছুঁড়া গুলি ও আক্রমণে স্থানীয় ৫জন ব্যক্তি আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আহতরা হলেন পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন(২২), মানোয়ার হোসেন(২৪), একই এলাকার আতিব আলীর পুত্র সাইদুল ইসলাম(৪০), বকু মিয়ার পুত্র আরমান আহমদ (৩০), মনন আহমদের পুত্র দুলাল আহমদ (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (রোববার) ভোররাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে ডাকাতি শেষে ৫/৬জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয়। এ বিষয়টি মসজিদের ইমামা বুঝতে পেরে তাৎক্ষণিক এলাকাবাসীকে বিষয়টি অবগত করলে তারা এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনি ১জন ডাকাত (অজ্ঞাত) ঘটনাস্থলেই মারা যায়। অন্যান্যরা ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের ছুড়া গুলিতে স্থানীয় ৫জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন।


আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের একটি দল বাকি ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।


গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত ডাকাত নিহত হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত অশ্র ও মালামাল উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওতা বাকি ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Saturday, 11 September 2021

সিলেট টিটিসিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের পরিদর্শন ও মতবিনিময়

সিলেট টিটিসিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের পরিদর্শন ও মতবিনিময়



প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে নগরীর আলমপুরস্হ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে সিলেট টিটিসি, মহিলা টিটিসি, ডিইএমও এবং প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী এবং বিদেশগামী কর্মীদের  সাথে মতবিনিময় করেন তিনি।


মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ.এইচ.এম. মাহফুজুর রহমান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, প্রবাসী কল্যাণ ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক বসারত আলী। 

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ওয়ালিউল্লাহ মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ টিটিসির চীফ ইনস্ট্রাক্টর মোজাফফর হোসেন,কম্পিউটার অপারেশন,  শিরিন আক্তার  চিফ ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, মোঃ শাহ আলম পাটোয়ারী চিফ ইনস্ট্রাক্টর ক্যাটারিং,  মনিরুজ্জামান মনির ইন্সট্রাক্টর রিফ্রিজারেশন এয়ারকন্ডিশন, মোহাম্মদ ওমর ফারুক ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন, মোঃ দেলোয়ার হোসেন ইন্সট্রাক্টর ডিজেল এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ,জেলা জনশক্তি কর্মসংস্থান  অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংক  শাখা এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।


মতবিনিময় সভায় সচিব  ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেবাগ্রহীতাদের সেবা সহজিকরণ লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তার মধ্যে অন্যতম বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ  প্রদানে  সহজীকরণ,  মহিলা কর্মীদের দিকনির্দেশনামূলক নির্দেশনাসহ বিভিন্ন ট্রেডে ট্রেনিং প্রত্যাশীদের করনীয় নির্ধারনে বক্তব্য প্রদান করেন।

রোববার থেকে চালু আমিরাতগামী ফ্লাইট

রোববার থেকে চালু আমিরাতগামী ফ্লাইট



আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে আমিরাতগামী ফ্লাইট ফের চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো। তবে এক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে। বিমানবন্দরে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে র‌্যাপিড পিসিআর টেস্ট করতে হবে। টেস্টে নেগেটিভ রেজাল্ট ও তার কিউআর কোড নিতে হবে।

আমিরাতের ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি শনিবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত করোনার টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করা থাকলে আমিরাত ফিরে আসতে পারবেন। তবে দেশে অবস্থানের মেয়াদকাল ছয় মাসের অধিক হলেও ভিসার বৈধতা নিশ্চিত করতে হবে। এ জন্য আবুধাবিতে প্রত্যাবর্তনকারীদের ফেডারেল অথরিটি অব আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) অনুমোদন নিতে হবে। আর দুবাইয়ের ক্ষেত্রে জিডিআরএফএ অনুমোদন নিতে হবে। যাত্রীদের অবশ্যই টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ ১৫টি দেশের নাগরিকদের জন্য একই আইন কার্যকর বলে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, আমিরাত পৌঁছার পর আরেকটি পিসিআর টেস্ট এবং চর্তুথ ও অষ্টম দিনে আরও দুটি কভিড টেস্ট করতে হবে। তবে ১৬ বছরের নিচের শিশুদের জন্য এই বাধ্যবাধকতা থাকবে না।

আমিরাত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র‌্যাপিড টেস্ট ল্যাব স্থাপন না হওয়ায় আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরার বিষয়টি এখনও ঝুলে আছে।
দ্বাদশ নির্বাচন ঘিরে দলীয় নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

দ্বাদশ নির্বাচন ঘিরে দলীয় নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও দলীর নেতাদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সংসদ নির্বাচনকে ঘিরে ৩টি নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তিনি এ নির্দেশনা দেন।


প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনার মধ্যে রয়েছে, লিডারশিপ তৈরি, দল ও সরকার নিয়ে মিথ্যা প্রচারের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়া এবং সরকারে উন্নয়ন কর্মকাণ্ড দেশের মানুষের কাছে বেশি করে তুলে ধরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বৈঠকে উপস্থিত থাকা এক নেতা গণমাধ্যমকে জানান, এই তিন বিষয়ে আওয়ামী লীগ পিছিয়ে রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

সূত্র জানায়, আজকের সভায় প্রার্থী বাছাইয়ের পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী বলেছেন, করোনার প্রকোপ যেহেতু কমেছে আমি (শেখ হাসিনা) চাই আপনারা কাজ শুরু করেন। আমরা ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। অতীতে যারা বিদ্রোহ প্রকাশ করে নৌকার বিপক্ষে কাজ করেছে তাদের মনোনয়ন না দেয়ার বিষয়টি নিশ্চিত করেছি।


সভা সূত্রে আরও জানা যায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, আপনারা বিভিন্ন এলাকায় সম্মেলনে গিয়ে এমন লোকের হাতে নেতৃত্ব দেবেন যারা দলের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য কাজ করে এবং দলের সঙ্গে সম্পৃক্ত।

নেত্রী আবারও বলেছেন আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক পলিসি কী হবে সেটা নিয়েও কাজ শুরু করতে বলেছেন বলে জানান মনোনয়ন বোর্ডের এক সদস্য।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় নেতাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
‘এটি আপত্তিকর ভিডিও নয়, রিহার্সাল করেছি’ (ভিডিও)

‘এটি আপত্তিকর ভিডিও নয়, রিহার্সাল করেছি’ (ভিডিও)



ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসে সঙ্গে ২০ থেকে ২১ বছর বয়সী এক তরুণীর আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সন্ধ্যায় সবুজবাগ থানায় মামলা করেছেন।

আপত্তিকর এ ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা যায়, চিত্ত রঞ্জন দাস একটি কক্ষে ২০-২১ বছর বয়সী এক তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন।


ওই কক্ষের কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে শনিবার চিত্ত রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, এটি কোনও আপত্তিকর ভিডিও নয়। আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি।

তিনি বলেন, এটি মূলত একটি নাটকের সংলাপ। আমার এলাকার বরদেশ্বরী মন্দিরে চিত্রায়িত। ভিডিওটি খেয়াল করলেই বুঝবেন।

এর আগে এই বিষয়ে আওয়ামী লীগের নেতারা বলেন, ব্যক্তি চিত্ত রঞ্জন দাসের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।

Thursday, 9 September 2021

আমানতপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর

আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর



সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের  আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ৬ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


বিশিষ্ট মুরব্বী হাজী জহুর আলীর সভাপতিত্বে ও রফিক আহমদের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দরগাহবাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মাহবুব, মাষ্টার আজাদ মিয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সমাজসেবী মখলিছ আলী, আব্দুল মালিক,মাওলানা আব্দুর রউফ, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, নতুন কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সহসভাপতি রাকিবুল হাসান,অভিভাবক সদস্য আব্দুল্লাহ কাছামিয়া প্রমুখ।


সভায় প্রাক্তন কমিটির  নেতৃবৃন্দ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।


 অনুমোদিত  নতুন কমিটির ১১ সদস্য হলেন সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া বেগম, সহ সভাপতি রাকিবুল হাসান,দাতা সদস্য মনসুর আলম, অভিভাবক সদস্য আব্দুলাহ কাছা মিয়া,জমির উদ্দিন,সুজিয়া বেগম,ইয়াসমিন বেগম, ওয়ার্ড মেম্বার মুক্তার আলী,বিদ্যুৎসাহী সদস্য নাছিমা বেগম, শিক্ষক প্রতিনিধি তানিয়া কবির।


সভাপতির সমাপনী বক্তব্যের পর মাওলানা আব্দুর রউফ মোনাজাত পরিচালনা করেন। 


বিজ্ঞপ্তি