Monday, 20 September 2021
Sunday, 19 September 2021
গোলাপগঞ্জে শিক্ষা ও সমাজসেবায় একজন ফজলুল হক ফজলু
ফজলুল হক বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করলেও তাঁর জন্ম, বেড়ে উঠা ও শিক্ষাজীবন পার হয়েছে দেশের মাটিতেই। তাঁর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় পৈতৃক ভূমি চন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ১৯৭৮ইং সালে চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে উচ্চ মাধ্যমিক পড়ালেখার জন্য তিনি ভর্তি হন সিলেট এমসি কলেজে। তবে এখানে কিছুদিন অবস্থান করে নিজেদের বাসা ও ব্যবসার সুবাদে পাড়ি জমান রাজধানী ঢাকায়। সেখানে গিয়ে তিনি মালিবাগের আবু জহুর জিফারী কলেজ থেকে ১৯৮০ইং সালে এইচ এস সি পাস করেন। পরবর্তীতে প্রবাসে পাড়ি জমানোয় তাঁর আর লেখাপড়া করা হয়ে উঠেনি।
চন্দরপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন
গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় চন্দরপুরের আনিসা এন্ড আদিল মার্কেটের ২য় তলায় দেশের ৫৩৮তম আউটলেট হিসেবে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এলাকার তরুণ সমাজসেবী শিপু ইসলামের সঞ্চালনায় এবং চন্দরপুর আউটলেট শাখার ব্যবস্থাপক হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে উদ্বোধনী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সোলেমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের বিয়ানীবাজার শাখা ব্যবস্থাপক খালেদ মুহাম্মদ ছয়ফুল আলম, চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ আব্দুল মতলিব, যুক্তরাজ্য প্রবাসী শামছুল হক, সিলেট জেলা জমিয়তে ওলামায়ের সহ-সভাপতি শামছ উদ্দিন, আমকোনা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা খলিলুর রহমান, রায়গড় দাখিল মাদ্রাসার শিক্ষক আসাদ উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আব্দুল করিম, সিটি ব্যাংক চন্দরপুর বাজার আউটলেট শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, সমাজসেবী আমান উদ্দিন ও ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমান উদ্দিন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের বড়লেখা বাজার আউটলেটের ইনচার্জ শাহেদ আহমদ, দক্ষিণভাগ বাজার আউটলেটের ইনচার্জ দেলোয়ার হোসেন, আব্দুন নুর, এখলাছ উদ্দিন, বাহার উদ্দিন, সাইফুল হক ছুটু, জেবলু মিয়া, এনটিভি ইউরোপের বিয়ানীবাজার প্রতিনিধি জামান বাবলু, কুশিয়ারা নিউজ ডটকমের সম্পাদক সালমান কাদের দিপু, হোসাইন সারোয়ার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আমকোনা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা খলিলুর রহমান।