Tuesday, 21 September 2021

আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩ শিক্ষার্থীর সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ

আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩ শিক্ষার্থীর সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ



গোলাপগঞ্জের চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের (বর্তমান ডিগ্রী) প্রাক্তন ৩ শিক্ষার্থী একসঙ্গে নিয়োগ পেয়েছেন সহকারী কৃষি অফিসার পদে। কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের নিয়োগপত্রে তাদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

নিয়োগপ্রাপ্তরা হলেন আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ২০১০ এসএসসি ব্যাচের মারজান হোসাইন ও তার সহপাঠী একই ব্যাচের নাজমুল হোসাইন এবং ২০১২ ব্যাচের সেলিনা বেগম।

তাদের প্রত্যেকের বাড়িও একই এলাকায়। মারজান হোসাইনের বাড়ি চন্দরপুর এলাকার বানিগাজী গ্রামে, তার পিতার নাম মুফজ্জিল আলী। একই গ্রামের নাজমুল হোসাইনের পিতার নাম মতিন মিয়া এবং সেলিনা বেগম একই এলাকার কালিডহর গ্রামের উস্তার আলীর মেয়ে।


এদিকে, একই প্রতিষ্ঠানের তিনজন একসঙ্গে নিয়োগ পাওয়ায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসী এবং শিক্ষকগণও বেশ আনন্দিত।
ছবিতে দেখুন গোলাপগঞ্জে ডাকাত আতঙ্কের একটি রাত

ছবিতে দেখুন গোলাপগঞ্জে ডাকাত আতঙ্কের একটি রাত

ডাকাত আতঙ্কে কেটেছে গোলাপগঞ্জবাসীর পুরো রাত। কুখ্যাত একটি ডাকাতদলকে ধরতেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থানার একাধিক পুলিশ টিম সারারাতব্যাপী নিজেদের সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। তাদের পাশাপাশি বিভিন্ন এলাকার লোকজনও সারারাতব্যাপী দলবদ্ধভাবে নিজেদের এলাকার সুরক্ষায় কাজ করেছেন। অনেকে পুলিশের সাথে থেকে করেছেন সর্বাত্মক সহযোগিতা।


ছবিতে দেখুন বিভিন্ন এলাকাবাসীর তৎপরতাঃ

বিয়ানীবাজার থেকে ডাকাতদল পুলিশের তাড়া খেয়ে চন্দরপুর এসে নিখোঁজ হওয়ায় পুলিশের সাথে এলাকাবাসীও ডাকাতদের খুঁজতে সক্রিয় ভূমিকা রাখেন।




পরে খবর দ্রুত ছড়িয়ে পড়লে চন্দরপুর এলাকার বানিগাজী, কালীডহর, বনগ্রামের যুবকগণ পাহারা দিতে এলাকার বিভিন্ন রাস্তা টহল দেন।



এসময় পুলিশকে সহযোগিতা করতে দেখা গেছে তাদের।


এদিকে উপজেলাব্যাপী ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঢাকাদক্ষিণের দত্তরাইল গ্রামের সচেতন মহল রাত জেগে নিজেদের এলাকায় অবস্থান নেন।


ডকাতদলকে প্রতিহত করতে তারা সদা তৎপর ছিলেন।



ঢাকাদক্ষিণের বাইপাস রোডেও অবস্থান নেন এলাকার সচেতন মহল।


এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে রাত জেগে পাহারা দিয়েছেন নিজ নিজ এলাকার সচেতন লোকজন।

জানা গেছে, পুলিশের তাড়া খেয়ে একদল ডাকাত গোলাপগঞ্জের চন্দরপুরের দিকে আসে। পরে তাদের আর খুঁজে পাচ্ছে না গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থানা পুলিশে টিম। তাদের খুজতে অব্যাহত অভিযান চালাচ্ছে দুই থানার পুলিশ টিম।


গোলাপগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানিয়েছেন বিয়ানীবাজার থানা পুলিশের তাড়া খেয়ে নোহা গাড়ি ভর্তি কুখ্যাত একদল ডাকাত চন্দরপুরের দিকে আসে। তাদের পেছন পেছন বিয়ানীবাজার পুলিশ দল আসলেও চন্দরপুর এসে ডাকাতদলের আর হদিস মিলে নি। পরে সারারাতব্যাপী দুই থানার একাধিক পুলিশ টিম ডাকাতদলের সন্ধানে টহল চালায়। কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায় নি।

সিলেট নগরীতে আপন দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীতে আপন দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার



সিলেট নগরীর বিমানবন্দর থানার আম্বরখানা মজুমদারী এলাকার ৩১ নং বাসার ছাদ থেকে রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭) নামে আপন দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা দুইজন ওই বাসার কলিমউল্লাহর মেয়ে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

এদিকে দুই বোনের লাশ উদ্ধারের ব্যাপারে বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, সকাল ৬ টার দিকে আশপাশের লোকজন জানালা দিয়ে তাদের দুই বোনের লাশ বাসার ছাদের রডে ঝুলে থাকতে দেখে চিল্লাচিল্লি শুরু করেন। তখন আমাদের খবর দেওয়া হয়। আমরা গিয়ে তাদের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশগুলো উদ্ধার করি।


প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবেই মনে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
গোলাপগঞ্জে আটক ২ যুবক ডাকাত নয়

গোলাপগঞ্জে আটক ২ যুবক ডাকাত নয়



গোলাপগঞ্জে মধ্যরাতে উপজেলা জুড়ে হঠাৎ ডাকাত আতঙ্ক দেখা দেয়। এসময় ডাকাত সন্দেহে উপজেলার আমুড়া ইউনিয়ন থেকে দুই যুবককে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তবে তারা দুজন ডাকাত নয়।


জানা যায়, পাশ্ববর্তী উপজেলা বিয়ানীবাজার থানা পুলিশ নোহা গাড়ি ভর্তি একটি ডাকাত দলকে তাড়া করলে তারা গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরের দিকে প্রবেশ করে।

এখবর বুধবারীবাজার ইউনিয়নের চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলার সবত্র মানুষ পাহাড়ায় নেমে পড়েন। 

খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশও ডাকাত দলকে ধরতে অভিযানে নামে। এসময় আমুড়া থেকে সন্দেহজনকভাবে দুইজনকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তবে তারা দুইজন ডাকাত নয় বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।


তিনি বলেন, যাচাই-বাছাই করে নিশ্চিত হয়েছি যাদের আটক করে থানায় নিয়ে আসা হয় তারা ডাকাত নয়।
চন্দরপুরে ডাকাত, মসজিদে মাইকিং

চন্দরপুরে ডাকাত, মসজিদে মাইকিং




গোলাপগঞ্জের চন্দরপুরে একটি নোহা গাড়ী ভর্তি ডাকাতদলকে খুঁজছে পুলিশ। ডাকাত দল নিখোঁজ হওয়ায় এলাকার মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।


জানা গেছে, পুলিশের তাড়া খেয়ে একদল ডাকাত গোলাপগঞ্জের চন্দরপুরের দিকে আসে। পরে তাদের আর খুঁজে পাচ্ছে না গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থানা পুলিশে টিম। তাদের খুজতে অব্যাহত অভিযান চালাচ্ছে দুই থানার পুলিশ টিম।

গোলাপগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানিয়েছেন বিয়ানীবাজার থানা পুলিশের তাড়া খেয়ে নোহা গাড়ি ভর্তি কুখ্যাত একদল ডাকাত চন্দরপুরের দিকে আসে। তাদের পেছন পেছন বিয়ানীবাজার পুলিশ দল আসলেও চন্দরপুর এসে ডাকাতদলের আর হদিস মিলে নি। 


এছাড়াও ডাকাতদের ধরতে চন্দরপুরে ছুটে আসে গোলাপগঞ্জের পুলিশ দলও। উভয় থানার বিপুল সংখ্যক পুলিশ ডাকাতদলের সন্ধানে কাজ করছেন। বর্তমানে তারা চন্দরপুর, আছিরগঞ্জ, বহরগ্রাম-সহ আশপাশ এলাকায় তল্লাশি চালাচ্ছেন।




ডাকাত দলের মাইকিং শুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এলাকাবাসী জড়ো হয়ে রাস্তায় টহল দিতেও দেখা গেছে।



এদিকে ডাকাতদলের খবর ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়। সবাই নিজ নিজ অবস্থান থেকে অধিক সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

Monday, 20 September 2021

'মানবহিতৈষী' সম্মাননা পেলেন সিলেটের মানবিক পুলিশ সফি

'মানবহিতৈষী' সম্মাননা পেলেন সিলেটের মানবিক পুলিশ সফি






কোভিড-১৯ মহামারীতে মানবিক কাজে বিশেষ অবদানের জন্য  'মানবহিতৈষী' সম্মাননা পেলেন সিলেটের সেই মানবিক পুলিশ সদস্য সফি।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।


সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তা'র সঞ্চালনায় এবং সভাপতি মিশফাক আহমদ মিশু'র সভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাদি সিং, সিলেটস্থ ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসোহাজি, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলিগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন প্রমুখ৷


উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে অসহায়দের বিনামূল্যে অক্সিজেনসেবা দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিলেন মানবিক পুলিশ সদস্য সফি আহমদ। পিঠে অক্সিজেন, হাতে রক্ত-প্লাজমা, কাঁধে খাদ্য সামগ্রী, করোনাকালে মানবিক সেবায় এমনই চিত্রে দেখা গেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এ সদস্যকে। মহামারির ক্রান্তিকালে মানুষের সেবায় নিজেকে এভাবে বিলিয়ে দেয়ায় গণমানুষের মুখে মুখে প্রশংসা কুড়িয়েছিলেন সফি আহমদ। মানবিকতার এমন নজির স্থাপন করায় এর আগেও সফি আহমদ পেয়েছিলেন সম্মাননা।



গত ১১ মার্চ সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় নায়েক সফি আহমেদের হাতে সম্মাননা তুলে দেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ। এবার সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর পক্ষ থেকে অর্জন করলেন 'মানবহিতৈষী সম্মাননা'।

তাকে এ সম্মাননা দেয়ায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের সদস্য সেলিম উদ্দিনের বাড়িতে নেতৃবৃন্দদের মিলন মেলা

গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের সদস্য সেলিম উদ্দিনের বাড়িতে নেতৃবৃন্দদের মিলন মেলা




গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিনের নিমন্ত্রণে তার নিজ বাড়িতে জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামা-চন্দরপুর গ্রামে অবস্থিত
 সেলিমের উদ্দিনের বাড়ি মুখরিত হয়ে উঠে নেতৃবৃন্দের পদচারণায়।

এসময় নেতাকর্মীরা একে অন্যের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিত হিরা, আল এমদাদ ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মঞ্জুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলীম উদ্দিন বাবলু, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য রুহেল আহমদ রিপন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য পাভেল মাহমুদ,বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক আফতার হোসেন ,সহ সভাপতি আমান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, কৃষি বিষয়ক সম্পাদক আলী হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইফুর রহমান।


x

আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি চুনু মিয়া মেম্বার, বুধবারীবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈবন আহমদ ,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহিন, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়,সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারণ সম্পাদক তুলন আহমদ,বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শুয়াইবুর রহমান স্বপন, বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল আরিয়ান,  ছাত্রলীগ নেতা আলী হোসেন রাদিস, সালেহ আহমদ সুজন, সালমান কাদের দিপু-সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।