Sunday, 3 October 2021

বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান অসুস্থঃ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল

বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান অসুস্থঃ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল



গোলাপগঞ্জের ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল অসুস্থতাজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হসপিটালে ভর্তি হয়েছেন। চিকিৎসা গ্রহণে তিনি বেশ কিছুদিন সেখানেই অবস্থান করবেন। এতে ইউনিয়ন পরিষদ পরিচালনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ১নং প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম।

আজ রোববার থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ফখরুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার পরিষদের সর্বসম্মতিক্রমে ফখরুল ইসলামকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এব্যাপারে চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল জানান, ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসা গ্রহণের লক্ষে আমি ঢাকায় এসেছি। চিকিৎসার জন্য আমাকে ১মাস ঢাকায় অবস্থান করতে হবে। তাই পরিষদের সর্বসম্মতিক্রমে ১নং প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসা গ্রহণের লক্ষে গত শুক্রবার রাজধানী ঢাকার একটি হসপিটালে ভর্তি হয়েছেন মস্তাব উদ্দিন কামাল। তিনি সকলের দোয়া কামনা করে বলেন, "আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরতে পারি সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন"।
যুবদল নেতা কিবরিয়া ইসলামের পিতৃবিয়োগে বুধবারীবাজার ইউনিয়ন বিএনপি'র শোক

যুবদল নেতা কিবরিয়া ইসলামের পিতৃবিয়োগে বুধবারীবাজার ইউনিয়ন বিএনপি'র শোক



লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কিবরিয়া ইসলামের পিতা গোলাপগঞ্জের বহরগ্রামের প্রবীণ মুরুব্বি,পরহেজগার ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম (নুনু মিয়া) -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বুধবারীবাজার ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।


বুধবারীবাজার ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এবং বর্তমান আহবায়ক মাসুক মিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বলেন, মাওলানা নুরুল ইসলাম ছিলেন এলাকার এক আলোকবর্তিকা। বহরগ্রাম মাদ্রাসার জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। অত্যন্ত পরহেজগার হিসেবেই তিনি দিনযাপন করতেন।

একইসাথে সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল হাই সুবল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন, মরহুম এড. মাওলানা রশিদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপু ইসলাম-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ মাওলানা নুরুল ইসলামের মাগফেরাত কামনা করে বলেন, ধর্মভিরু মানুষ হিসেবেই নুরুল ইসলাম সর্বদা গ্রাম এবং এলাকার মসজিদ, মাদ্রাসার উন্নয়নকল্পে অগ্রণী ভূমিকা রাখতেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়ে গেলো তা কখনো পূরণ হবার নয়।

তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের জান্নাত কামনা করেন।

এছাড়াও জেলা, উপজেলা এবং যুক্তরাজ্যে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিবরিয়া ইসলামের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন।


এর আগে শনিবার (২ অক্টোবর) রাত ১২টায় সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাওলানা নুরুল ইসলাম (নুনু মিয়া)। আজ (রোববার) বাদ যোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বিভিন্ন মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, হাফিজ, মাওলানা, সমাজসেবী এবং দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের ৪ ছেলে হেলাল উদ্দিন, জাকারিয়া হুসেন জয়নাল, কিবরিয়া ইসলাম ও নজরুল ইসলাম রাজু তাদের পিতার মাগফেরাত কামনা করে সকলের দোয়া কামনা করেছেন।

দক্ষিণ সুরমায় তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির সাধারণ সভা

দক্ষিণ সুরমায় তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির সাধারণ সভা



দক্ষিণ সুরমার লালাবাজারস্হ তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি পরিচালনা পরিষদের  সাধারণ সভা গত শুক্রবার একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আখতার মিয়ার পরিচালনায় সভায় পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুকিত খান,  জুহেল আহমেদ, ইমন আহমদ, সাইদুল ইসলাম ও আব্দুল ওয়াহিদ সাজু।  

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়  একাডেমির  প্র্যাক্টিস এই মাসের (অক্টোবর ) ২০তারিখ থেকে শুরু হবে। তাই সকল ছাত্রদের একাডেমির কোচ মুকিত খান এবং জুহেল আহমদের সাথে যোগাযোগ  করার জন্য  আহবান জানানো হয়। এছাড়াও নতুন ভর্তিচ্ছুরা একাডেমির মোবাইল নাম্বারে যোগাযোগ করার আহবান করা হয়।
বহরগ্রামের সমাজ হিতৈষী মাওলানা নুরুল ইসলাম'র মৃত্যুঃ দাফন সম্পন্ন

বহরগ্রামের সমাজ হিতৈষী মাওলানা নুরুল ইসলাম'র মৃত্যুঃ দাফন সম্পন্ন



গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রামের প্রবীণ মুরুব্বি,পরহেজগার ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম (নুনু মিয়া) আর নেউ। শনিবার (২ অক্টোবর) রাত ১২টায় সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, (ইন্নালিল্লাহি.......রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

আজ (রোববার) বাদ যোহর বহরগ্রাম ঈদগাহ ময়দানে মাওলানা নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মাওলানা নুরুল ইসলাম (নুনু মিয়া) ছিলেন বহরগ্রাম মাদ্রাসার নিবেদিত প্রাণ। তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদান এলাকাবাসী চিরদিন মনে রাখবে। একজন পরহেজগার মানুষ হিসেবে তিনি সর্বদাই গ্রাম এবং এলাকার মসজিদ, মাদ্রাসার উন্নয়নকল্পে অগ্রণী ভূমিকা রাখতেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


মাওলানা নুরুল ইসলামের জানাজায় বিভিন্ন মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, হাফিজ, মাওলানা, সমাজসেবী এবং দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের ৪ ছেলে হেলাল উদ্দিন, জাকারিয়া হুসেন জয়নাল, কিবরিয়া ইসলাম ও নজরুল ইসলাম রাজু তাদের পিতার মাগফেরাত কামনা করে সকলের দোয়া কামনা করেছেন।

Saturday, 2 October 2021

ফেঞ্চুগঞ্জে সীমান্তিকের মা সমাবেশ অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জে সীমান্তিকের মা সমাবেশ অনুষ্ঠিত



এস.এম.সি ও ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা সীমান্তিকের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে নতুন দিন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান। 

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের পুষ্টির আওতায় নিয়ে আসার জন্য মায়েদের প্রতি আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্তিক নতুন দিন প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার শাহনাজ শারমিন, সিএম শিলুফা বেগম, সিএম শাকির আহমদ ও জি.এস.এম দিলারা বেগম।
লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ পড়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন

লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ পড়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন



ব্রিটেনের  লাল তালিকা থেকে অ্যাম্বার তালিকায়  বাংলাদেশ স্হান পাওয়ায় সেদেশের প্রধানমন্ত্রী ও  পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর নেতৃবৃন্দ। 

২৯ সেপ্টেম্বর সিলেট নগরীর তালতলাস্হ বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর  অস্হায়ী কার্য্যালয়ে আয়োজিত জরুরী সভায় নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান। 

নেতৃবৃন্দ বলেন, ব্রিটেনের সাথে বাংলাদেশ দীর্ঘদিনের গভীর  সম্পর্ক। এ সম্পর্কের সূত্র ধরেই ব্যবসা বানিজ্য ও কর্মসংস্থান এর দিক বিবেচনা করে ব্রিটেন বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় বেশি প্রাধান্য দিয়েছে। যাদের চেষ্টা ও সাধনায় বাংলাদেশের এ তালিকা লাভ করেছে তাদের সকলের প্রতি নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানান। 

বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর চেয়ারপারসন মোঃ রফিকুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান আবুর পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রাষ্টি বিশিষ্ট রাজনীতিবিদ সায়েদুর রহমান চৌধুরী রুপা, ডাঃ নজরুল ইসলাম ফারুকী, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতি,সিনিয়র মেম্বার ডাঃমোঃ বাহার উদ্দিন, সমাজসেবী এইচ এম আলমগীর, ইসহাক আহমদ,সুহেল আহমদ,মজনু মিয়া, ধন মিয়া লস্কর, মাওলানা আব্দুল মালিক ও মনসুর আহমদ।

Thursday, 30 September 2021

শুক্রবার থেকে অবৈধ হ্যান্ডসেটে নেটওয়ার্ক পাবে না

শুক্রবার থেকে অবৈধ হ্যান্ডসেটে নেটওয়ার্ক পাবে না



শুক্রবার থেকে অবৈধ বা চোরাই পথে আসা হ্যান্ডসেটে আর চলবে না মোবাইল সিম কার্ড। এখন থেকে নতুন হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল করতে হলে অবশ্যই তার আইএমইআই নম্বরটি বিটিআরসি'র ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে। শুধুমাত্র বৈধভাবে দেশে উৎপাদিত এবং বৈধ পথে আমদানি করা হ্যান্ডসেটগুলো এনআইআর ব্যবস্থায় নিবন্ধিত থাকবে। ফলে চোরই পথে আসা এবং নকল হ্যান্ডসেট আর বাংলাদেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।


অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল থাকলে তা একটি এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানানো হবে এবং কিছু সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেটওয়ার্কে সচল হওয়া হ্যান্ডসেটগুলো আগের মতই সচল থাকবে, এ ক্ষেত্রে নতুন নিয়মের প্রভাব পড়বে না। এ তথ্য জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

তিনি জানান, অবৈধ পথে আসা এবং নকল হ্যান্ডসেট নিরাপত্তার জন্য বড় হুমকি। এ কারনে সাধারন মানুষের জন্য নিরাপদ টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতেই বিটিআরসি এনইআইআর ব্যবস্থা চালু করেছে। এর আগে গত পহেলা জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এনইআইআর ব্যবস্থা চালু হয়। তিন মাস পরীক্ষামূলক থাকার পর পহেলা অক্টোবর থেকে চূড়ান্তভাবে চালু হচ্ছে।


তিনি আরও জানান, পহেলা অক্টোবর থেকে নতুন হ্যান্ডসেটে সিমকার্ড সচল করতে বৈধভাবে উৎপাদিত এবং আমদানি করা হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। কিন্তু গেলে হ্যান্ডসেটটি অবৈধ হয় তাহলে নেটওয়ার্কে চালু করার সময় মেসেজ আসবে। মেসেজের মাধ্যমে ক্রেতাকে জানানো হবে যে 'তার ফোন সেটটি বৈধ নয়' এবং কিছুক্ষণের মধ্যে ফোনটি বন্ধ হয়ে যাবে। এই মেসেজ ফোন বিক্রেতাকে দেখিয়ে ক্রেতা তার ফোন সেটটি বদলে নিতে পারবেন বা টাকা ফেরত নিতে পারবেন। বিক্রেতা ফোন বদলে দিতে না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৈধ নিশ্চিত হতে হ্যান্ডসেট কেনার ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে KYD টাইপ করে করে স্পেস দিয়ে মোবাইলের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে সেটি ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডাটাবেজে সংরক্ষিত আছে কিনা তা জানানো হবে।

বিটিআরসি'র সংশ্নিষ্ট সূত্র জানায়, পহেলা অক্টোবর থেকে বিদেশ থেকে হ্যান্ডসেট কিনে দেশে আনা হলে তা বিটিআরসি'র অনলাইনে গিয়ে প্রযোজ্য তথ্য ও দলিল জমা দিয়ে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধন করতে হবে। এরপর সিমকার্ড চালু করলে তা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল হবে। বিদেশ থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ আটটি হ্যান্ডসেট নিয়ে আসতে পারবেন। এর মধ্যে দু'টি হ্যান্ডসেট বিনা শুল্কে আনা যাবে। বাকি ছয়টির জন্য শুল্ক পরিশোধ করতে হবে।