Sunday, 10 October 2021

সিলেটে হিরো হাঙ্ক  বাইকের মেলা অনুষ্ঠিত

সিলেটে হিরো হাঙ্ক বাইকের মেলা অনুষ্ঠিত


সারাদেশের ন্যায় সিলেটে বর্ণাঢ্য আয়োজনে হাঙ্ক ১৫০আর মডেলের হিরো মোটর সাইকেলের মেলার আয়োজন করা হয়। ১০ অক্টেবার রোববার নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের ইনডোরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাঙ্ক ১৫০ আর মডেল চালিয়ে দেখার সুযোগ পান আগ্রহী দর্শনার্থীগণ।

মেলায় মোটরসাইকেল বুকিং করলেই ৪০০০ টাকা নিশ্চিত  ছাড় , প্রতি ঘণ্টায় লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগসহ  বিভিন্ন প্রকার মজাদার গেমসের আয়োজন ছিলো।

এছাড়াও মেলায় ঢাকা থেকে আগত বিখ্যাত হিপ হপ আর্টিস্ট ব্ল্যাক জ্যাং এর পারফরম্যান্স ও লাইভ ডিজে এবং স্টেজ শো উপভোগ করেন সিলেটের দর্শনার্থীগণ।

করোনা মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে সিলেটসহ জামালপুর, দিনাজপুর, নওগাঁ, যশোর, বরিশাল, মানিকগঞ্জ এবং লক্ষীপুরে একই সময়ে হাঙ্কের উদ্বোধনী মেলা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হিরো।

বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচনে এনাম-গৌছ-বদরুল প্যানেল সকলের দোয়া প্রার্থী

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচনে এনাম-গৌছ-বদরুল প্যানেল সকলের দোয়া প্রার্থী


গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে'র দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর। বৃটেনের বুকে গোলাপগঞ্জের সর্ববৃহৎ সংগঠন এডুকেশন ট্রাস্টের নির্বাচন ঘিরে শুরু হয়েছে উদ্দীপনা। এ নির্বাচনে অংশগ্রহণ করা 'এনাম-গৌছ-বদরুল' প্যানেল 'বই' প্রতীকে সকলের দোয়া এবং সম্মানিত ট্রাস্টিগণের মূল্যবান সমর্থন কামনা করেছেন।

প্যানেল পরিচিতিঃ

'এনাম-গৌছ-বদরুল' প্যানেলের প্রার্থীরা হলেনঃ

চেয়ারম্যান পদে আফসর হোসেন এনাম।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাইয়ূম হান্নান, এ.কে.এম আব্দুল্লাহ, আক্তার হোসাইন, আব্দুস সামাদ, মোঃ আলম খান, মোহাম্মদ জিতু আহসান।

জেনারেল সেক্রেটারি পদে রয়েছেন জহির হোসাইন গৌছ, জয়েন্ট সেক্রেটারি সামস উদ্দিন খান।

ট্রেজারার পদে মোঃ সুহেল আহমদ বদরুল, জয়েন্ট ট্রেজারার মোঃ মুকিতুর রহমান।

অর্গানাইজিং সেক্রেটারি পদে কামাল উদ্দিন।

প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি পদে আব্দুল হাকিম চৌধুরী।

ট্রাস্টিশীপ সেক্রেটারি পদে ফারুক মিয়া।


প্যানেলের বোর্ড মেম্বার রয়েছেনঃ আলী আহমেদ মানিক, মোঃ মোস্তফা মিয়া, ফজলুল হক ফজলু, মোহাম্মদ মকলু মিয়া, মাসুক আহমেদ, আজির উদ্দিন (মুসা) এবং মিসেস হাফছা বেগম বেদেনা।


দেশে ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি

দেশে ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে ১৮ বছরের নিচে স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে।

আজ রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।


তিনি বলেন, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আমরা ৮ কোটি লোককে ডবল ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও ৪ কোটি ডবল ডোজ টিকা দিতে সক্ষম হব। মোট ১২ কোটি লোককে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে আগামী এপ্রিলের মধ্যে।

তিনি আরও বলেন, ১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই টিকার আওতায় আনা হবে। তাদের ফাইজারের টিকা দেয়া হবে। আমাদের কাছে ৬০ লাখ ফাইজারের টিকা মজুদ আছে, আরও ৪০ লাখ ডোজ টিকা শিগগিরই পাব।
কাবিলা-শুভ, হাবু-পাশা ভাইদের ব্যাচেলর ট্রিপ এবার সিলেটে

কাবিলা-শুভ, হাবু-পাশা ভাইদের ব্যাচেলর ট্রিপ এবার সিলেটে


হালের তুমুল জনপ্রিয় সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট'। কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই- 'ব্যচেলর পয়েন্ট' নাটকটির তুমুল জনপ্রিয় চরিত্র। এবার সেই জনপ্রিয় চরিত্রগুলোকে নিয়ে ব্যাচেলর ট্রিপে সিলেট এসেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।


গতকাল শনিবার বিমানবন্দর থেকে সিলেটে আসার খবর জানিয়ে ছবি পোস্ট করেন অমি। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে সবাইকে একসাথে দেখে অনেকে মনে করেছেন ব্যাচেলর পয়েন্টের ৪র্থ সিজন আসলো বোধ হয়। কিন্তু এমনটি নয় বলেও জানিয়েছেন অমি।

অমি বলেন, 'গতকালই একটা কাজের শুটিং শেষ করলাম। আজ সবাই মিলে ব্যাচেলর ট্রিপ দিচ্ছি। সিলেট যাচ্ছি। সেখানে দুইদিন অবস্থান করবো। সবাই মিলে ঘুরবো। সবাই মিলে পরবর্তী কাজের পরিকল্পনা করবো। '

সিলেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করে ঢাকায় ফিরে নতুন কাজ শুরু করবেন বলেও জানান অমি।

গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) সিজন-৩ এর শেষ পর্ব প্রচার হয়। নাটকটির 'সিজন থ্রি' প্রচারের পর সিজন ফোর আর নির্মাণ করেননি পরিচালক কাজল আরেফিন অমি। কিন্তু সিজন ফোর নির্মাণের জন্য দর্শকদের আবদার কম পাচ্ছেন না পরিচালক। এমনটি তার নামে মামলারও হুমকী দিয়েছেন দর্শকরা। করেছেন মানববন্ধনও।

কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই  চরিত্রগুলোর তরুণ প্রজন্মের কাছে জীবন্ত হয়ে উঠে যেনো। 'ব্যাচেলর পয়েন্ট' নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে কোনো পোস্ট করলেই কমেন্টবক্সে সয়লাব হয়ে যায় নাটকটির সিজন ফোর নির্মাণের। তবে পরিচালক হতাশ করেন না কাউকে। অপেক্ষায় থাকতে বলেন।  বলেন, সব ঠিক থাকলে ব্যাচেলরদের শেষ পরিণতি দেখাবেন, চরিত্রগুলোর কে কোথায় আছেন সেটা জানাবেন।


শনিবার সিলেটের উদ্দেশে উড়ে যাওয়ার আগ মুহুর্তে পুরো টিমকে ক্যামেরাবন্দি করে ফেসবুকে শেয়ার দিয়েছেন নির্মাতা অমি। ছবিতে আছেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষি আলম, পলাশ, শিমুল,পাবেল ও অন্যরা। ছবির ক্যাপশনে অমি লিখেন, ব্যাচেলর ট্রিপ। ছবিটি শেয়ার করা মাত্রই ঝড়ের গতিতে আসতে থাকে কমেন্ট। সেখানে কেউ রোকেয়াকে দেখাতে বলছেন, কেউ জানতে চাইছেন কোথায় যাচ্ছেন তারা, কেউ আবার দাবি জানিয়েছেন 'ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর' শুরুর। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

নাটকটির চরিত্রগুলো হচ্ছে কাবিলা, শুভ, হাবু, পাশা, নেহাল, আরেফিন, বোরহান, অন্তরা, শিমুল, জাকির (বজরা বাজার), জাকির (কর্পোরেট D), ড্রোগবা, ককটেল বাবু, অদিত, হালিম, শিরিন, কাকা, বাচ্চু, তূর্য, নাবিলা, নিরালা, নাফিসা, রেহানা, সাদিয়া, লামিয়া, পলি চেয়ারম্যান, হান্টার আনোয়ার, সজীব, রিয়া ও অদেখা চরিত্র রোকেয়া।
গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

গোলাপগঞ্জে মাগরিবের নামাজরত অবস্থায় ফাতির আলী (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৯ অক্টোবর) গোলাপগঞ্জ বাজার মসজিদে তার মৃত্যু হয়। 

গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য আফতাব আলী বিষয়টি নিশ্চিত করেন। 

আজ রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা লামাপাড়া জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার বাড়ি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামে।

জানা যায়, ফাতির আলী গোলাপগঞ্জ বাজারে দীর্ঘদিন থেকে কাঁচামালের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মত শনিবারও আজান হওয়ার সাথে সাথে তিনি নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন। পরে নামাজরত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

Saturday, 9 October 2021

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা ফাহিম আহমদকে বিদায় সংবর্ধনা

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা ফাহিম আহমদকে বিদায় সংবর্ধনা


গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা ফাহিম আহমদকে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বাদ সন্ধ্যায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বালুচর বাজারে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজন আহমদের সভাপতিত্বে এবং রাফি আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাদির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাহবুব আহমদ, সুমন আহমদ, কলেজ ছাত্রদল নেতা মোস্তাক আহমদ চৌধুরী, রুহেল আহমদ প্রমুখ।

বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র নির্বাচন ৩১ অক্টোবর

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র নির্বাচন ৩১ অক্টোবর



যুক্তরাজ্যে গোলাপগঞ্জ প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বিবার্ষিকী নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে উপজেলার ইউকে প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করা প্রার্থীদের মাঝেও শুরু হয়েছে দৌড়ঝাঁপ।



এবারের নির্বাচনে 'বই' প্রতীক নিয়ে এনাম-গৌছ-বদরুল প্যানেল এবং 'দোয়াত-কলম' প্রতীক নিয়ে ইসবাহ-বাছির-জয়নাল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দুই প্যানেলের প্রার্থীগণও ইতোমধ্যে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। নিজ প্যানেলকে বিজয়ী করতে ট্রাস্টিগণের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

বৃটেনের মাটিতে গোলাপগঞ্জের সবচেয়ে বড় নির্বাচনী অনুষ্ঠান হয়ে থাকে এডুকেশন ট্রাস্টের নির্বাচন। এ নির্বাচনে উৎসবের আমেজে মাতেন গোলাপগঞ্জের ইউকে প্রবাসীবৃন্দ।


উল্লেখ্য, ১৯৯৮ সালে বৃটেনের বুকে প্রতিষ্ঠিত হয় গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি উপজেলায় শিক্ষার প্রসারে ব্যাপক কাজ করে আসছে।