Sunday, 10 October 2021

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচনে এনাম-গৌছ-বদরুল প্যানেল সকলের দোয়া প্রার্থী


গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে'র দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর। বৃটেনের বুকে গোলাপগঞ্জের সর্ববৃহৎ সংগঠন এডুকেশন ট্রাস্টের নির্বাচন ঘিরে শুরু হয়েছে উদ্দীপনা। এ নির্বাচনে অংশগ্রহণ করা 'এনাম-গৌছ-বদরুল' প্যানেল 'বই' প্রতীকে সকলের দোয়া এবং সম্মানিত ট্রাস্টিগণের মূল্যবান সমর্থন কামনা করেছেন।

প্যানেল পরিচিতিঃ

'এনাম-গৌছ-বদরুল' প্যানেলের প্রার্থীরা হলেনঃ

চেয়ারম্যান পদে আফসর হোসেন এনাম।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাইয়ূম হান্নান, এ.কে.এম আব্দুল্লাহ, আক্তার হোসাইন, আব্দুস সামাদ, মোঃ আলম খান, মোহাম্মদ জিতু আহসান।

জেনারেল সেক্রেটারি পদে রয়েছেন জহির হোসাইন গৌছ, জয়েন্ট সেক্রেটারি সামস উদ্দিন খান।

ট্রেজারার পদে মোঃ সুহেল আহমদ বদরুল, জয়েন্ট ট্রেজারার মোঃ মুকিতুর রহমান।

অর্গানাইজিং সেক্রেটারি পদে কামাল উদ্দিন।

প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি পদে আব্দুল হাকিম চৌধুরী।

ট্রাস্টিশীপ সেক্রেটারি পদে ফারুক মিয়া।


প্যানেলের বোর্ড মেম্বার রয়েছেনঃ আলী আহমেদ মানিক, মোঃ মোস্তফা মিয়া, ফজলুল হক ফজলু, মোহাম্মদ মকলু মিয়া, মাসুক আহমেদ, আজির উদ্দিন (মুসা) এবং মিসেস হাফছা বেগম বেদেনা।



শেয়ার করুন