Friday, 15 October 2021

ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুবুর রহমান আর নেই

ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুবুর রহমান আর নেই


গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এদিকে মরহুমের জানাযার নামাজ শুক্রবার বাদ জুমআ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দুর্গাপুর গ্রামে জানাযা শেষে সেখানকার স্থানীয় কবরস্থানে লাশ সমাহিত করা হবে।

মৃত্যুকালে তিনি ২মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লালাবাজারে বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব রইছ আলীর ইন্তেকাল

লালাবাজারে বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব রইছ আলীর ইন্তেকাল


দক্ষিণ সুরমা উপজেলার  ৬ নং লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর( রংগী) নিবাসী যুক্তরাজ্য  প্রবাসী  সিরাজুল ইসলাম ও লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি’র প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম এর পিতা বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব রইছ আলী আর নেই। তিনি  আজ  বৃহস্পতিবার বিকেল ৪টা৪৫ মিনিটে   ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি......রাজিউন।

মরহুম রইছ আলীর যানাজার নামাজ  আগামীকাল শু্ক্রবার সকাল ১১টায় লালাবাজার আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। 

বিশিষ্ট মুরব্বী রইছ আলীর মৃত্যুতে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আাহাদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফিসহ লালাবাজার  এডুকেশন ট্রাস্ট, ইউকের নেতৃবৃন্দ  গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। 

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিলেটে অর্থনীতি ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের করণীয় বিষয়ে সেমিনার

সিলেটে অর্থনীতি ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের করণীয় বিষয়ে সেমিনার


পিডিজি লে. কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর এমপিএইচএফ বলেছেন, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হলেও সামাজিক উন্নয়ন যথার্ত হচ্ছেনা হচ্ছে না। রোটারিয়ানরা ঐক্যবদ্ধভাবে অর্থনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নের জন্য কাজ করতে হবে। ক্ষুদ্র ঋণ প্রদান, আত্মকর্মসংস্থান মূলক প্রকল্প বাস্তবায়ন, স্যানিটেশন, বিদ্যুৎ ইত্যাদি কাজের মাধ্যমে টার্গেট করে বিভিন্ন গ্রামের মানুষের আর্থিক এবং সামাজিক উন্নয়ন সম্ভব। এতে করে সমাজে রোটারিয়ানদের মর্যাদাও বৃদ্ধি পাবে ও সাধারন মানুষও উপকৃত হবে।

রোটারি ক্লাব অব সিলেট সুরমা আয়োজিত অর্থনীতি ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের করণীয় বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৩ অক্টোবর রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে রোটারি ক্লাব অব সিলেট সুরমা'র প্রেসিডেন্ট রোটারিয়ান আহমেদ হোসেন কায়েসের সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন পিপি এ.এইচ.এম ফয়সাল আহমেদ এমপিএইচএফ।

রোটারিয়ান পিপি খাইরুল জাফর চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন  এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান আব্দুল কাইয়ুম, রোটারি ক্লাব অব সানসাইনের পিপি রোটারিয়ান সায়েম আহমদ, চাটার্ড প্রেসিডেন্ট অব আপ-টাউন রোটারিয়ান পিপি সৈয়দ শামীম, রোটারী ক্লাব অব সিলেট সুরমার সেক্রেটারি রোটারিয়ান রেজাউল হক রাসেল, রোটারিয়ান পিপি তোফায়েল আহমদ, রোটারিয়ান পিপি ফয়সল করিম মুন্না, রোটারিয়ান পিপি বদরুল হক চৌধুরী ও রোটারিয়ান পিপি মাসুদ আহমদ চৌধুরী।

Sunday, 10 October 2021

সিলেটে হিরো হাঙ্ক  বাইকের মেলা অনুষ্ঠিত

সিলেটে হিরো হাঙ্ক বাইকের মেলা অনুষ্ঠিত


সারাদেশের ন্যায় সিলেটে বর্ণাঢ্য আয়োজনে হাঙ্ক ১৫০আর মডেলের হিরো মোটর সাইকেলের মেলার আয়োজন করা হয়। ১০ অক্টেবার রোববার নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের ইনডোরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাঙ্ক ১৫০ আর মডেল চালিয়ে দেখার সুযোগ পান আগ্রহী দর্শনার্থীগণ।

মেলায় মোটরসাইকেল বুকিং করলেই ৪০০০ টাকা নিশ্চিত  ছাড় , প্রতি ঘণ্টায় লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগসহ  বিভিন্ন প্রকার মজাদার গেমসের আয়োজন ছিলো।

এছাড়াও মেলায় ঢাকা থেকে আগত বিখ্যাত হিপ হপ আর্টিস্ট ব্ল্যাক জ্যাং এর পারফরম্যান্স ও লাইভ ডিজে এবং স্টেজ শো উপভোগ করেন সিলেটের দর্শনার্থীগণ।

করোনা মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে সিলেটসহ জামালপুর, দিনাজপুর, নওগাঁ, যশোর, বরিশাল, মানিকগঞ্জ এবং লক্ষীপুরে একই সময়ে হাঙ্কের উদ্বোধনী মেলা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হিরো।

বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচনে এনাম-গৌছ-বদরুল প্যানেল সকলের দোয়া প্রার্থী

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচনে এনাম-গৌছ-বদরুল প্যানেল সকলের দোয়া প্রার্থী


গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে'র দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর। বৃটেনের বুকে গোলাপগঞ্জের সর্ববৃহৎ সংগঠন এডুকেশন ট্রাস্টের নির্বাচন ঘিরে শুরু হয়েছে উদ্দীপনা। এ নির্বাচনে অংশগ্রহণ করা 'এনাম-গৌছ-বদরুল' প্যানেল 'বই' প্রতীকে সকলের দোয়া এবং সম্মানিত ট্রাস্টিগণের মূল্যবান সমর্থন কামনা করেছেন।

প্যানেল পরিচিতিঃ

'এনাম-গৌছ-বদরুল' প্যানেলের প্রার্থীরা হলেনঃ

চেয়ারম্যান পদে আফসর হোসেন এনাম।

ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাইয়ূম হান্নান, এ.কে.এম আব্দুল্লাহ, আক্তার হোসাইন, আব্দুস সামাদ, মোঃ আলম খান, মোহাম্মদ জিতু আহসান।

জেনারেল সেক্রেটারি পদে রয়েছেন জহির হোসাইন গৌছ, জয়েন্ট সেক্রেটারি সামস উদ্দিন খান।

ট্রেজারার পদে মোঃ সুহেল আহমদ বদরুল, জয়েন্ট ট্রেজারার মোঃ মুকিতুর রহমান।

অর্গানাইজিং সেক্রেটারি পদে কামাল উদ্দিন।

প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি পদে আব্দুল হাকিম চৌধুরী।

ট্রাস্টিশীপ সেক্রেটারি পদে ফারুক মিয়া।


প্যানেলের বোর্ড মেম্বার রয়েছেনঃ আলী আহমেদ মানিক, মোঃ মোস্তফা মিয়া, ফজলুল হক ফজলু, মোহাম্মদ মকলু মিয়া, মাসুক আহমেদ, আজির উদ্দিন (মুসা) এবং মিসেস হাফছা বেগম বেদেনা।


দেশে ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি

দেশে ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে ১৮ বছরের নিচে স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে।

আজ রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।


তিনি বলেন, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আমরা ৮ কোটি লোককে ডবল ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও ৪ কোটি ডবল ডোজ টিকা দিতে সক্ষম হব। মোট ১২ কোটি লোককে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে আগামী এপ্রিলের মধ্যে।

তিনি আরও বলেন, ১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই টিকার আওতায় আনা হবে। তাদের ফাইজারের টিকা দেয়া হবে। আমাদের কাছে ৬০ লাখ ফাইজারের টিকা মজুদ আছে, আরও ৪০ লাখ ডোজ টিকা শিগগিরই পাব।
কাবিলা-শুভ, হাবু-পাশা ভাইদের ব্যাচেলর ট্রিপ এবার সিলেটে

কাবিলা-শুভ, হাবু-পাশা ভাইদের ব্যাচেলর ট্রিপ এবার সিলেটে


হালের তুমুল জনপ্রিয় সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট'। কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই- 'ব্যচেলর পয়েন্ট' নাটকটির তুমুল জনপ্রিয় চরিত্র। এবার সেই জনপ্রিয় চরিত্রগুলোকে নিয়ে ব্যাচেলর ট্রিপে সিলেট এসেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।


গতকাল শনিবার বিমানবন্দর থেকে সিলেটে আসার খবর জানিয়ে ছবি পোস্ট করেন অমি। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে সবাইকে একসাথে দেখে অনেকে মনে করেছেন ব্যাচেলর পয়েন্টের ৪র্থ সিজন আসলো বোধ হয়। কিন্তু এমনটি নয় বলেও জানিয়েছেন অমি।

অমি বলেন, 'গতকালই একটা কাজের শুটিং শেষ করলাম। আজ সবাই মিলে ব্যাচেলর ট্রিপ দিচ্ছি। সিলেট যাচ্ছি। সেখানে দুইদিন অবস্থান করবো। সবাই মিলে ঘুরবো। সবাই মিলে পরবর্তী কাজের পরিকল্পনা করবো। '

সিলেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করে ঢাকায় ফিরে নতুন কাজ শুরু করবেন বলেও জানান অমি।

গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) সিজন-৩ এর শেষ পর্ব প্রচার হয়। নাটকটির 'সিজন থ্রি' প্রচারের পর সিজন ফোর আর নির্মাণ করেননি পরিচালক কাজল আরেফিন অমি। কিন্তু সিজন ফোর নির্মাণের জন্য দর্শকদের আবদার কম পাচ্ছেন না পরিচালক। এমনটি তার নামে মামলারও হুমকী দিয়েছেন দর্শকরা। করেছেন মানববন্ধনও।

কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই  চরিত্রগুলোর তরুণ প্রজন্মের কাছে জীবন্ত হয়ে উঠে যেনো। 'ব্যাচেলর পয়েন্ট' নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে কোনো পোস্ট করলেই কমেন্টবক্সে সয়লাব হয়ে যায় নাটকটির সিজন ফোর নির্মাণের। তবে পরিচালক হতাশ করেন না কাউকে। অপেক্ষায় থাকতে বলেন।  বলেন, সব ঠিক থাকলে ব্যাচেলরদের শেষ পরিণতি দেখাবেন, চরিত্রগুলোর কে কোথায় আছেন সেটা জানাবেন।


শনিবার সিলেটের উদ্দেশে উড়ে যাওয়ার আগ মুহুর্তে পুরো টিমকে ক্যামেরাবন্দি করে ফেসবুকে শেয়ার দিয়েছেন নির্মাতা অমি। ছবিতে আছেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষি আলম, পলাশ, শিমুল,পাবেল ও অন্যরা। ছবির ক্যাপশনে অমি লিখেন, ব্যাচেলর ট্রিপ। ছবিটি শেয়ার করা মাত্রই ঝড়ের গতিতে আসতে থাকে কমেন্ট। সেখানে কেউ রোকেয়াকে দেখাতে বলছেন, কেউ জানতে চাইছেন কোথায় যাচ্ছেন তারা, কেউ আবার দাবি জানিয়েছেন 'ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর' শুরুর। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

নাটকটির চরিত্রগুলো হচ্ছে কাবিলা, শুভ, হাবু, পাশা, নেহাল, আরেফিন, বোরহান, অন্তরা, শিমুল, জাকির (বজরা বাজার), জাকির (কর্পোরেট D), ড্রোগবা, ককটেল বাবু, অদিত, হালিম, শিরিন, কাকা, বাচ্চু, তূর্য, নাবিলা, নিরালা, নাফিসা, রেহানা, সাদিয়া, লামিয়া, পলি চেয়ারম্যান, হান্টার আনোয়ার, সজীব, রিয়া ও অদেখা চরিত্র রোকেয়া।