Friday, 25 March 2022

ইউক্রেনের পক্ষে জাতিসংঘে ভোট দিলো বাংলাদেশ

ইউক্রেনের পক্ষে জাতিসংঘে ভোট দিলো বাংলাদেশ


ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে উদ্ভূত মানবিক সংকট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ১৪০ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের পক্ষ থেকে অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করা হয়। এতে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে রুশ হামলার ফলে দেশটিতে সৃষ্ট 'ভয়াবহ' মানবিক পরিস্থিতির জন্য মস্কোর সমালোচনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে এই প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নেয় সদস্য দেশগুলো। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হয় প্রস্তাবটি। তবে রাশিয়ার জন্য এটি মেনে চলার কোনও বাধ্যবাধকতা নেই।

এদিনের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশসহ ১৪০ সদস্য দেশ। বিপক্ষে ভোট দেয় পাঁচটি দেশ। আর ভোটদানে বিরত ছিল চীন, পাকিস্তান ও ভারতসহ ৩৮ দেশ।


মধ্যপ্রাচ্যের আলোচিত দুই মার্কিন মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেওয়া পাঁচ দেশ হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

এর আগে গত ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ সাধারণ পরিষদে। ওই সময়ে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। তবে তখন ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তখন অনেকেই ভেবেছিলেন কিয়েভের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করা সম্ভব। তবে বুধবার যখন এই আগ্রাসনের এক মাস পূর্ণ হয়েছে তখন রুশ বাহিনী কার্যত থমকে আছে। অসংখ্য রুশ সেনার প্রাণহানির পরও অবিলম্বে এই যুদ্ধ অবসানের কোনও ইঙ্গিত দৃশ্যত নেই। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব টের পেতে শুরু করেছে মস্কো। রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে আরও সামরিক সহযোগিতা দেওয়া নিয়ে এই সপ্তাহে ব্রাসেলস এবং ওয়ারশোতে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার গুরুত্বপূর্ণ মিত্ররা।

ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানির মূল্যবৃদ্ধি, খাদ্য সরবরাহ নিয়ে আশঙ্কা, নতুন বিশ্ব ব্যবস্থায় চীন-রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বিশ্বজুড়ে আর্থিক এবং ভূরাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো। তবে মস্কোর মিত্র হিসেবে পরিচিত চীন এদিন সরাসরি রাশিয়ার পক্ষে ভোট দেওয়ার বদলে ভোট দেওয়া  থেকে বিরত ছিল। 
কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা

কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা


সিলেটের সীমান্তবর্তী অঞ্চল কানাইঘাটে পূর্ববিরোধের জের ধরে শাহেদ আহমদ নামে (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপির আগতালুক গ্রামে এঘটনা ঘটে।

পেশায় দিনমজুর নিহত শাহেদ আহমদ ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। এসময় আহত হয়েছেন নিহত শাহেদের তিন সহোদরসহ চারজন। আহতরা হলেন-শাহে দ আহমদের ভাই সুলতান আহমদ (৪৮), মস্তাক আহমদ (৩৫) ও সোহেল আহমদ (২৫) এবং তাদের চাচাতো ভাই আনছার উদ্দিন ((৬৫)।

আহত চারজনকেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এদের মধ্যে সোহেল আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আগতালুক গ্রামের জসিম মোল্লার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে খুন হওয়া সাহেদ আহমদের পরিবারের বিরোধ চলে আসছিল। দুই বছর আগে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে জসিম, লোকমান, কামাল উদ্দিন, আলমসহ ২০-২৫ জন শাহেদের ওপর হামলা করে ।

এসময় তাকে বাঁচাতে এলে তার ভাইদেরকেও কুপিয়ে জখম করা হয়। হামলাকারীদের অস্ত্রের আঘাতে শাহেদ আহমদের মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে যায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের পর শাহেদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হলে পথেই তার মৃত্যু হয়।

নিহত শাহেদ ৪ ছেলে সন্তানের জনক বলেও জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। কাউকে আটক করা যায়নি, কেউ অভিযোগও দায়ের করেননি। 

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো বিষয় খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
গোলাপগঞ্জের বানিগাজী থেকে ইয়াবাসহ ৩ যুবক আটক

গোলাপগঞ্জের বানিগাজী থেকে ইয়াবাসহ ৩ যুবক আটক


গোলাপগঞ্জের বানিগাজী গ্রাম থেকে ইয়াবা-সহ ৩ যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) গভীর রাতে বানিগাজী কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এছাড়া তাদের নিকট আরোও ইয়াবা ছিলো, যা তারা কৌশলে অন্যত্র ফেলে দেয় বলেও জানানো হয়েছে।

আটককৃতরা হলেন, গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের হাজী মোঃ ফারুক উদ্দিনের পুত্র আতাউল কবির রুমন (২৩), চন্দরপুর গ্রামের মরহুম জিলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী কাজল, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের সদরপুর নালগ্রামের মরহুম পংকি মিয়ার পুত্র সাইদুর রহমান (২৭)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩ টার দিকে এস.আই পার্থ সারথী দাসের নেতৃত্বে ওই ৩ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় উপস্থিত ছিলেন এ.এস.আই শাহী্নুল ইসলাম, পুলিশ সদস্য মুর্শালিন, শায়হান, আনোয়ার হোসেন বাবলু ও আলী আহসান।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন এস.আই পার্থ সারথী দাস।

Tuesday, 22 March 2022

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক নিপীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক নিপীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের


রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো সহিংসতাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২১ মার্চ) ওয়াশিংটনের ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন।

এ সময় ব্লিঙ্কেন হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন জান্তা সরকার ক্ষমতায় থাকবে, তত দিন মিয়ানমারে কেউ নিরাপদ নয়।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে হামলা ছিল 'ব্যাপক বিস্তৃত ও পদ্ধতিগত' এবং প্রমাণগুলো বলছে- হামলার সুস্পষ্ট উদ্দেশ্য ছিল মূলত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে ধ্বংস করা।

ভাষণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভুক্তভোগীদের মর্মান্তিক ও করুণ বর্ণনা পড়ে শোনান, যারা কি না মাথায় গুলিবিদ্ধ, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

২০১৭ সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর চালানো সামরিক অভিযানে কমপক্ষে ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে আসতে বাধ্য হন। তারা হত্যা, দলবেঁধে ধর্ষণ এবং অগ্নিসংযোগের শিকার হয়েছেন বলে বর্ণনা দিয়েছেন। ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে।

ব্লিঙ্কেন বলেন, আমরা বার্মিজ সামরিক বাহিনীকে অভ্যুত্থানের পর থেকে অনেকগুলো একই ধরনের কলাকৌশল ব্যবহার করতে দেখেছি। এখন শুধু সেনাবাহিনী বার্মায় তাদের দমনমূলক শাসনের বিরোধিতা বা অবমূল্যায়নকারী হিসেবে কাউকে দেখলে টার্গেট করছে।

তিনি বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনীর নির্মম সহিংসতা, যারা অভ্যুত্থানের আগে বুঝতে পারেননি তাদের কাছে স্পষ্ট করেছে যে, বার্মার কেউ নৃশংসতার হাত থেকে নিরাপদ থাকবে না যতদিন সেনাবাহিনী ক্ষমতায় থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার কিছু দিন পর ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এরপর অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভে সংঘর্ষে ঘটনায় ১৬০০ জনকে হত্যা এবং বেসামরিক নেত্রী অং সাং সু চিসহ প্রায় ১০ হাজার জনকে আটক করা হয়।

সূত্র : রয়টার্স 
বানিগাজীতে মোহাম্মদ নুরুজ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বানিগাজীতে মোহাম্মদ নুরুজ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


গোলাপগঞ্জের বানিগাজীতে মরহুম মোহাম্মদ নুরুজ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মরহুম মোহাম্মদ নুরুজ আলীর পুত্র মরহুম ডাঃ আব্দুল মতিন এবং ডাঃ আব্দুল মতলিবের বাড়িতে সোমবার (২১ মার্চ) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি এ মেডিকেল ক্যাম্পে আগত ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

এসময় চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট মা ও শিশু হাসপাতালের ডিরেক্টর ডাঃ ফয়ছল মাহমুদ (এম.বি.বি.এস), সিলেট আল হারামাইন হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ আলেয়া ফেরদৌস নিপা (গাইনি বিভাগ), সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শাহনেওয়াজ মাহমুদ সৌরভ (এম.বি.বি.এস, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগে অভিজ্ঞ) এবং সিলেট মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার মাহমুদ সাগর (এম.বি.বি.এস)।

এছাড়া মরহুম মোহাম্মদ নুরুজ আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রতি মাসের শেষ শুক্রবার স্থানীয় চন্দরপুর বাজারের শাপলা ফার্মেসিতে ফ্রি ফ্রাইডে ক্লিনিক অনুষ্ঠিত হবে। যেখানে রোগীগণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বলেও ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়।

Sunday, 20 March 2022

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার


নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় এখনো পর্যন্ত নারী ও শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ ১৫ জন নিখোঁজ রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।  মৃতদের মধ্যে একজনের নাম জয়নাল ভূঁইয়া (৫৫)। সে মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে।  আর বাকি ৫ জনের নাম পরিচায় জানা যায়নি। 

এদিকে এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে আগামীকাল সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ধাক্কা দেওয়া এমভি রূপসী জাহাজ মুন্সীগঞ্জের ডক ইয়ার্ড থেকে জব্দ করেছে পুলিশ।  

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এম এল আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ প্রায় ৫০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সোয়া দুইটার দিকে বন্দরের আল আমিন নগরের বাংলা সিমেন্ট ঘাট এলাকায় এলে এমভি রূপসী ৯ নামের সিটি গ্রুপের একটি মালবাহী জাহাজ দ্রুত গতিতে অতিক্রম করার সময় যাত্রীবাহী লঞ্চটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়। এ সময় ১০-১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকেই নিখোঁজ হন। লঞ্চটি ডুবে যাওয়ার এক ঘণ্টা পর নদী থেকে দুই যাত্রীর লাশ উদ্ধার করে বন্দর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরিরা। এর দেড় ঘণ্টা পর এক শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ডুবে যাওয়া লঞ্চে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৫ জন। 

এদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরাত এ খুদা। তিনি জানান এ পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।  
গোলাপগঞ্জে আনুষ্ঠানিকভাবে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম শুরু

গোলাপগঞ্জে আনুষ্ঠানিকভাবে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম শুরু


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আনুষ্ঠানিকভাবে ন্যায্য মূল্যে সরকারী উদ্যোগে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার বিকেলে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৬৪২জন লোকের মধ্যে চিনি, সয়াবিন তেল, ডাল বিক্রি করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু। এতে আরোও উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য ও সদস্যাগন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক সমাজের কথা চিন্তা করে এ ধরনের কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন। জনগণ যাতে ন্যায্যমূল্যে খাদ্য পন্য ক্রয় করতে পারে এজন্য  প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিশেষ কার্ডের মাধ্যমে টিসিবির ভালো মানের পণ্য বিক্রয় করা হচ্ছে।