Saturday, 23 April 2022

গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতার হাত কেটে নিল প্রতিপক্ষ

গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতার হাত কেটে নিল প্রতিপক্ষ


গোলাপগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরুধের জেরে ছিনু মিয়া চৌধুরী নামে এক আওয়ামীলীগ নেতার বাম হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আমুড়া ইউনিয়নের শীলঘাট কুমারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত আওয়ামীলীগ নেতা ছিনু মিয়া চৌধুরী আমুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের মৃত হিরা মিয়া চৌধুরীর পুত্র। 

এ ঘটনায় ছিনু মিয়ার ভাতিজা সালমান আহমদ চৌধুরী রাতে ঘটনায় অভিযুক্ত একই ইউনিয়নের শীলঘাট রংপুর গ্রামের মৃত হাবিব আলীর পুত্র আব্দুল মন্নানকে প্রধান আসামী করে ৭জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। 

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুল মন্নানের পুত্র মাহাদী (২০) কে আটক করেছে পুলিশ।

আহত আওয়ামীলীগ নেতার ভাতিজা সালমান আহমদ চৌধুরী জানান, আমার চাচা ছিনু মিয়া মাটি কাটার ঠিকাদার। তিনি মাটি কাটা বাবৎ আব্দুল মন্নানের নিকট ২ লক্ষ ৭০ হাজার টাকা পেতেন। এই পাওনা টাকা আব্দুল মন্নানের কাছে চাইলে তা কাল হয়ে দাঁড়ায় আমার চাচার জন্য। শুক্রবার আমার চাচা ছিনু মিয়া বাড়িতে আসার পথে শীলঘাট কুমারপাড়া গ্রামে আসামাত্র পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আব্দুল মন্নান তার ছেলে সহ আরো ৬/৭ জনকে নিয়ে আমার চাচার উপর হামলা করে। এসময় আব্দুল মন্নানের দায়ের কোপে আমার চাচার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Wednesday, 20 April 2022

সিলেটে ৬০-৮০ কি.মি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

সিলেটে ৬০-৮০ কি.মি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা


রাজধানীতে তীব্র গরমের মধ্যে ভোর রাত থেকে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। তার সঙ্গে দফায় দফায় বয়ে গেছে কালবৈখাশী ঝড়ও।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন- খুলনা, বরিশাল বিভাগ ও চট্টগ্রামের কিছু অংশ ব্যাতীত দেশের সব বিভাগেই এ অবস্থা বিরাজমান।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নােয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা তার অধিক বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ কাল বৈশাখী ঝড় অস্থায়ীভাবে ঝড়াে হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সবচেয়ে তীব্র ঝড় বয়ে গেছে রংপুরে, সেখানে ৭৮ কিলোমিটা বেগে হানা দিয়েছে কালবৈশাখী। আর রাজধানীতে ৭০ কিলোমিটার বেগে এয়ারপোর্ট এলাকায় কালবৈশাখী বয়ে গেছে। আগারগাঁওয়ে ঝড়ের তীব্রতা ছিল ৫৫ কিলোমিটার। বেলা ১১ টায় রিপোর্ট লেখার সময়ও চলছিল কালবৈশাখী। তিনি বলেন, সূর্যের দেখা মিলবে।

তবে আগামী ২৪ ঘণ্টা এমন আবহাওয়া থাকবে। ২২ এপ্রিল ফের এমন হতে পারে। ২৪ এপ্রিল কেটে যাবে। এক্ষেত্রে ২৪ এপ্রিল পর্যন্ত বিচ্ছিন্নভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হবে। সকাল ৮টা পর্যন্ত দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুরে, ৬০ মিলিমিটার। ঢাকায় হয়েছে ৪০ মিলিমিটার বর্ষণ, সঙ্গে শিলাবৃষ্টিও ছিল। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানােসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, যশাের ও রাঙ্গামাটি অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সে. হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
কানাইঘাটে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, মাওলানা আব্দুর রউফ-সহ আহত ৭

কানাইঘাটে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, মাওলানা আব্দুর রউফ-সহ আহত ৭


কানাইঘাটে দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আল-ইসলাহ সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক ও রায়গড় পুরান বাজার হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারী নিহত-সহ আরোও অন্তত ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত দেড়টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পশ্চিমে ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত পথচারীর নাম মাহবুব আহমদ (৩২)। তিনি কানাইঘাট দিঘীরপার ইউনিয়নের জয়ফৌদ গ্রামের মৃত তরমুজ আলীর পুত্র বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, রাত দেড়টার দিকে জকিগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সা একজন পথচারীকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই ওই পথচারী নিহত-সহ দুটি সিএনজিতে থাকা অন্তত ৭জন আহত হয়েছেন।
সিলেট-জকিগঞ্জ সড়কে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষঃ নিহত ১ আহত ৭

সিলেট-জকিগঞ্জ সড়কে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষঃ নিহত ১ আহত ৭


সিলেট-জকিগঞ্জ রোডে একজন পথচারীকে ধাক্কা দিয়ে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই পথচারী নিহত-সহ আরোও অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পশ্চিমে ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত পথচারীর নাম মাহবুব আহমদ (৩২)। তিনি কানাইঘাট দিঘীরপার ইউনিয়নের জয়ফৌদ গ্রামের মৃত তরমুজ আলীর পুত্র বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

এছাড়া এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন গোলাপগঞ্জের রায়গড় পুরান বাজার হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ।

গুরুত্বর আহত মাওলানা আব্দুর রউফ

জানা যায়, রাত দেড়টার দিকে জকিগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সা একজন পথচারীকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে থেকে আসা অপর আরেকটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই ওই পথচারী নিহত-সহ দুটি সিএনজিতে থাকা অন্তত ৭জন আহত হয়েছেন।
আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ইফতার মাহফিল সম্পন্ন

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ইফতার মাহফিল সম্পন্ন

আছিরগঞ্জ বাজারে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বাজারের তোতাব আলী মার্কেটে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সাবেক সেনা সদস্য নুনু মিয়ার সঞ্চালনায় এবং বিশিষ্ট মুরব্বী করামত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হেলাল উদ্দিন, সাফওয়ান ফার্মেসির স্বত্বাধিকারী সরফ উদ্দিন মাষ্টার, সমাজসেবী মাখন মিয়া, অনিরাজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নিয়াজ মাহবুব, আছিরগঞ্জ আলীম মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, দেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনাম উদ্দিন, মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পরিচালক শাহীন আহমদ প্রমুখ।

ইফতারের পূর্বে গুরুত্বপূর্ণ বয়ান ও দোয়া পরিচালনা করেন রায়গড় পুরানবাজার হাফিজিয়া মাদ্রাসার সুপার আব্দুর রউফ।


এসময় আরোও উপস্থিত ছিলেন, জাহেদ আহমদ, বাবলু মিয়া, কুশিয়ারা নিউজের সম্পাদক ও প্রকাশক সালমান কাদের দিপু, এন মিডিয়ার পরিচালক নজরুল ইসলাম, কাওছার আহমদ, জিবার আহমদ, জিবি টিভির প্রতিবেদক নাইমুল ইসলাম, নুরুল আলম প্রমুখ।

এছাড়াও মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কর্মকর্তাগণ, সেন্টারের শুভানুধ্যায়ী, আছিরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার বিশিষ্টবর্গগণ উপস্থিত ছিলেন।

Tuesday, 19 April 2022

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ, নিহত ১

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ, নিহত ১


রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নাহিদ (২০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন।

জানা যায়, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় নাহিদ রাস্তায় পড়েছিলেন। তিনি বাটা সিগনাল এলাকায় ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাস করতেন। মাত্র ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন।

ময়নাতদন্তের জন্য নাহিদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

ডা. আলাউদ্দিন জানান, বর্তমানে মোরসালিন নামে আরও একজন লাইফ সাপোর্টে রয়েছেন। তিনিসহ তিন জন চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজন হলেন শিক্ষার্থী কানন চৌধুরী ও দোকান কর্মচারী ইয়াছিন।

এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত দুই শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে অন্তত ১০ সাংবাদিকও আহত হয়েছেন।

আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি রয়েছে। 

সূত্রঃ আরটিভি নিউজ

Monday, 18 April 2022

গোলাপগঞ্জে হত্যা মামলার ৬ আসামী ঢাকা থেকে গ্রেফতার

গোলাপগঞ্জে হত্যা মামলার ৬ আসামী ঢাকা থেকে গ্রেফতার


গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলার ৬ আসামীকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মোঃ ফখরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা মেহেরপুর গ্রামের মৃত  আব্দুল গফুরের ছেলে আবুল কালাম (৩৭) ও তার ভাই আব্দুছ ছালাম (৫২)। আব্দুল ছালামের ছেলে সাজ্জাদ হোসেন (২২), রাশেদ  আহমদ  রাব্বি (২০), শাকিল আহমদ সাকেল (২৪) ও আব্দুল হামিদ প্রকাশ কুটু মিয়ার ছেলে জামিল আহমদ (২০)। 

তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মামলা নং (১১- তারিখ- ০৮/০৪/২০২২ইং)।

আটকের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী।

জানা যায়, গত ৬ এপ্রিল জমিসংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হেলাল আহমদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

হেলাল মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী রায়না বেগম (৪২) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে সোমবার (১৮ এপ্রিল) ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।