Thursday, 5 May 2022

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা, মূল হোতাসহ আটক ৫ (ভিডিও)

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা, মূল হোতাসহ আটক ৫ (ভিডিও)


সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর বেপরোয়া হামলা চালিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এ সময় তারা নারী পর্যটকদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে জাফলং পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার মূল হোতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।


আটকদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- উপজেলার পন্নগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও একই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ (২০)।

জানা গেছে, টিকিট বিক্রি ও ছবি তোলার নামে স্বেচ্ছাসেবক নামধারী কতিপয় যুবক পর্যটকদের সঙ্গে চাঁদাবাজি করছিলেন। তারা একটি ছবি তুলে পর্যটকদের জিম্মি করে এক হাজার থেকে ১৫শ’ টাকা দাবি করেন। এ নিয়ে তর্ক-বিতর্কের জেরে ওই যুবকরা বাঁশের লাঠি দিয়ে পর্যটকদের ওপর বেপরোয়া হামলা চালায়। এ সময় তরুণীরা তাদের সঙ্গীদের বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও মারধর, হেনস্তা করা হয়।

জাফলং ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের দ্রুত আটকের চেষ্টা চলছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনাটি জানার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।সব অভিযুক্তদের দ্রুত আটক করার চেষ্টা চলছে।

ভিডিওঃ
বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬জন আহত, ঈদ কেটেছে হাসপাতালে

বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬জন আহত, ঈদ কেটেছে হাসপাতালে


বিয়ানীবাজারে একটি পরিবারের ঈদ কেটেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৭ এপ্রিল (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ওই পরিবারটির ৬জন সদস্য ভর্তী আছেন হাসপাতালে। এরমধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। পরিবারের ৬ সদস্য আহত হওয়ায় এই পরিবারটির সকল সদস্যরা ঈদ কাটিয়েছেন হাসপাতালে।

হামলায় আহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার জলঢুপ কমলাবাড়ি গ্রামের খোরশেদ আলমের পুত্র আজাদ হোসেন, আজাদ হোসেনের পুত্র শামিমুল হক,  শাহেদুল হক, শফিকুল হক, সাইদুল হক, বদরুল হক। 

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা (মামলা নং-৪, তারিখ ২/০৫/২০২২ ইংরেজি) দায়ের করেছেন ভুক্তভোগী আজাদ হোসেন । 

মামলার এজহার সূত্রে জানা যায় , গত ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত মনির আলীর ছেলে আবুল কালাম ওয়েছ, মহব্বত আলীর ছেলে বিলাল উদ্দিন, বিলাল উদ্দিনের ছেলে আহমদ গংরা প্রায় অর্ধ শতাধিক লোক নিয়ে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আজাদ হোসেনের বাড়ির সামনে তাদের সেনেটারি ও ফার্ণিচার দোকানে হামলা চালায়। 

এসময় তাদের হামলায় আজাদ হোসেনের ৫ ছেলে ও তিনিও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহত শামীমুল হক ও বদরুল হকের চিকিৎসা হলেও আজাদ হোসেন ও তার তিন ছেলে সাহেদুল হক, সাইদুল হক এবং শফিকুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে ভুক্তভোগী আজাদ হোসেন বলেন, আবুল কালাম ওয়েছ ও বিলাল উদ্দিন গংরা আমাদের দোকান ও বাড়ির জায়গা দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল। আবুল কালাম ওয়েছ বিয়ানী বাজার থানার সাবেক ওসি সৈয়দ মোনায়েম ইসলাম খুনের ২নং আসামী। সে তার সহযোগিদের নিয়ে আমার ছেলেদের প্রাণের মাররা জন্য এ হামলা চালিয়েছে। এমনমি আসামীরা সিলেট ওসমানী হাসপাতালেও এসে আমাদের হুমকি দিচ্ছে। আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার ছেলেদেরও অবস্থা আশংকাজনক। 

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, এ ঘটনায় উভয় পক্ষ বিয়ানীবাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে। 
স্থগিত থাকা বুধবারীবাজার ইউপি নির্বাচন ১৫ জুন

স্থগিত থাকা বুধবারীবাজার ইউপি নির্বাচন ১৫ জুন



স্থগিত থাকা গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই তারিখে বুধবারীবাজার ইউনিয়ন-সহ বিভিন্ন কারণে স্থগিত থাকা দেশের ১৬টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবারীবাজার ইউনিয়নে বিগত নির্বাচনে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের আর মনোনয়ন জমা দিতে হবে না। 

তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের কয়েকদিন আগে স্থগিত করার ফলে গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে পুনরায় নির্বাচন হবে। 

এ লক্ষ্যে ভোটগ্রহণ করতে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য গত বছরের ২৬ ডিসেম্বর উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু সীমানা জটিলতার কারণে নির্বাচনের কয়েকদিন আগে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়ার কারণে আগামী ১৫ জুন এ ইউপিতে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্রঃ আরটিভি নিউজ
বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি, আকস্মিক বন্যার সম্ভাবনা

বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি, আকস্মিক বন্যার সম্ভাবনা


সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান-প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর তথ্যমতে আগামী ২৪ ঘণ্টায় এ অবস্থার আরও অবনতি হবে।

বুধবার (৪ মে) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ নিয়ে সতর্ক নোটিশ দিয়েছে।

দেশের আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক অববাহিকা, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে এ বৃষ্টি হবে। ফলে সুরমা, কুশিয়ারা, গামতী, মনু, তিতাস, খোয়াই ও ফেনী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি মে মাসের পূর্বাভাসে জানিয়েছে, মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এদিকে, আগামী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। 
চন্দরপুরে বসতঘরে অগ্নিকাণ্ড, আশ্রয়হীন পরিবার

চন্দরপুরে বসতঘরে অগ্নিকাণ্ড, আশ্রয়হীন পরিবার


বিয়ানীবাজারের চন্দরপুরে অগ্নিকাণ্ডে এক‌টি ঘর পু‌ড়ে গে‌ছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

বুধবার (৪ মে) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘ‌টে।গোলাপগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলী জানান, বিয়ানীবাজার উপজেলার চন্দরপুর গ্রামের মৃত আশাখ আলীর টিনশেড বসতঘরে ভোররাতে আগুন লাগে। 

এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা ক‌রে এবং ফায়ার সা‌র্ভি‌সে খবর দেয়।খবর পে‌য়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে।

অগ্নিকাণ্ডের খবরে আলীনগর ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য মো. গৌছ উদ্দিন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি সদস্য গৌছ উদ্দিন বলেন, ভোররাতে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই বাড়িতে যাই। এলাকাবাসীর সহযোগিতায় আগুন প্রথমে নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। 

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা এনিয়ে বিস্তারিত জানাতে পারবে।ক্ষতিগ্রস্ত বিলকিস বেগম বলেন, সন্ধ্যার পর আমরা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। আগুনে আমার সব পুড়ে গেছে। আমার সন্তানদের আশ্রয়ের জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন ঘরহীন, আশ্রয়হীন হয়ে পড়েছি।

সৌজন্যেঃ জিভয়েস২৪

Tuesday, 3 May 2022

প্রাজ্ঞদীপ এ.এম.এ মুহিতের মৃত্যুতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য'র শোক

প্রাজ্ঞদীপ এ.এম.এ মুহিতের মৃত্যুতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য'র শোক


সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, ভাষাসৈনিক, প্রাজ্ঞপ্রদীপ আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
 
আবুল মাল আব্দুল মুহিত মহান ভাষা আন্দোলনের আপোষহীন সৈনিক, বাংলাদেশ সরকারের একজন সফল অর্থমন্ত্রী, দক্ষ  অর্থনীতিবিদ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং গুণী ব্যাক্তি ছিলেন। অর্থনীতি, সমাজনীতি, প্রশাসন ইত্যাদি নিয়ে তাঁর গবেষণা ও নীরীক্ষা এবং লেখাসমূহ বহু যুগ পর্যন্ত আমাদের দেশ ও সমাজকে আলোর পথ দেখাবে। একজন দক্ষ কুটনীতিবিদ, পরিবেশবিদ হিসাবে তাঁর অবদান দেশ ও জাতির জন্য শিক্ষনীয় উদাহরণ হিসাবে গন্য হবে চিরকাল। ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের পক্ষে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
 
তাঁর মৃত্যুতে সিলেটবাসী এবং গোটা জাতি একজন মহান ব্যাক্তিকে হারালো। তবে তিনি এবং তাঁর কর্মসমূহ যুগ যুগ ধরে জাতির জন্য প্রেরণার বিষয় হয়ে উজ্জ্বল আলো দেবে।
 
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষথেকে আমরা জনাব আবুল মাল আব্দুল মুহিতের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

-প্রেস বিজ্ঞপ্তি 
ঈদের দিনে হবিগঞ্জে বজ্রপাতে দুজন নিহত, আহত ১

ঈদের দিনে হবিগঞ্জে বজ্রপাতে দুজন নিহত, আহত ১


হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

জানা যায়, হবিগঞ্জের আজমিরীগঞ্জে শাহজাহান মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন।

তিনি উপজেলার পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার ঈদ উল ফিতরের দিন সকালে শাহজাহান মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। গোসল শেষে ঘরে ফেরার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে একই এলাকার সত্যলাল দাস (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানিয়েছেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হবে।

এদিকে একইদিন জেলার শায়েস্তাগঞ্জে ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার ছেলে সারাজ মিয়া (২৭) ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক মাঠে খেলাধুলা করতে গিয়ে সারাজ মিয়াকে মাঠে পড়ে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সারাজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের সাবেক মেম্বার মো. আব্দুল মালেক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।