Saturday, 14 May 2022

হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার ভারতে গ্রেপ্তার

হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার ভারতে গ্রেপ্তার


হাজার কোটি টাকা পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১৪ মে) সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

এর আগে পি কে হালদার ও তার সহযোগী সুকুমার মৃধার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়।

শুক্রবার (১৩ মে) পশ্চিমবঙ্গের অন্তত ৯টি স্থানে একযোগে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

জানা গেছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য ও বার্তা পেয়েই তল্লাশিতে সক্রিয় হয়েছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলাদেশ থেকে পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের পাঠানো বেআইনি অর্থ সুকুমার মৃধা নামের এক ব্যক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে সম্পত্তি কিনতে ব্যয় করা হয়েছিল। মূলত পিকে হালদারের খবর জানতে গিয়েই এদিন অশোকনগরে সুকুমার নামের ওই মাছ ব্যবসায়ীর বিপুল সম্পত্তির হদিস পেয়েছে ইডি।

এদিকে, মাস খানেক আগে পিকে হালদারের অর্থপাচারের সহযোগিতার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে। আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লুটপাটে এই দুজন পিকে হালদারকে সহযোগিতা করেছে বলে জবানবন্দি দিয়েছেন এক আসামি।

উল্লেখ্য, পিকে হালদারের অর্থ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৩৪টি মামলা হয়েছে। তার সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের ১২ জনকে গ্রেপ্তারও করেছে দুদক। এদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 
বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি: বন্যার আশঙ্কা

বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি: বন্যার আশঙ্কা


টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে শঙ্কা তৈরি হচ্ছে বন্যার। অনেক এলাকা পানিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট। ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। অনেক বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। বিপাকে পড়েছেন পানিবন্দী মানুষ।


এদিকে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারাসহ সারি এবং পিয়াইনদীর পানিও বাড়তে শুরু করেছে। সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের কারণে ইতোমধ্যে প্লাবিত হয়ে পড়েছে সিলেটের গোয়ানাইঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও সুনামগঞ্জের বেশ কয়েকটি এলাকা।

পানি উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী নদ-নদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে, সুরমা নদীর পানি কানাইঘাট উপজেলা দিয়ে ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করছে। শুক্রবার ভোর ৬টা থেকে ওই অঞ্চলে সুরমা নদীর পানি বিপৎসীমার ০ দশমিক ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সুরমা নদীর কানাইঘাট এলাকার ডেঞ্জার লেভেল ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। এ পয়েন্টে শুক্রবার সকাল ৬টায় ছিল ১৩ দশমিক ৩৪ সেন্টিমিটার। সিলেটে সুরমার ডেঞ্জার লেভেল ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। সকাল ৬টায় এই নদীর পানি ছিল ৯ দশমিক ৫২ সেন্টিমিটার। কুশিয়ারা নদীর শেওলা এলাকার ডেঞ্জার লেভেল ১৩ দশমিক ০৫ সেন্টিমিটার। সকাল ৬টায় এই নদীর পানি ছিল ১০ দশমিক ৮৬ সেন্টিমিটার। সারি নদী গোয়াইঘাটের ডেঞ্জার লেভেল ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সকাল ৬টায় এই নদীর পানি ছিল ১১ দশমিক ৯৫ সেন্টিমিটার। সুনামগঞ্জ সুরমার ডেঞ্জার লেভেল ৭ দশমিক ৮০ সেন্টিমিটার। সকাল ৬টায় এই নদীর পানি ছিল ৬ দশমিক ৩২ সেন্টিমিটার।

সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, সিলেটে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৭৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আগামী ১৮ তারিখ পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। এ সময়ে দিনের চেয়ে রাতে বেশি বৃষ্টিপাত হবে।

এদিকে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন ও সারী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। উপজেলা সদরের সাথে প্রত্যন্ত গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সারীঘাট-গোয়াইনঘাট-হাকুর বাজার-গোয়াইনঘাট সড়ক তলিয়ে গেছে পানির নিচে।

এদিকে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ অভ্যন্তরের পিয়াইন ও সারী অববাহিকায় পানি বৃদ্ধির কারণেই উপজেলার সবকটি হাওর তলিয়ে গেছে। পিয়াইন ও সারী নদী দিয়ে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ী, লেঙ্গড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়ি-ঘর পানিতে প্লাবিত হয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা এক রকম বিচ্ছিন্ন রয়েছে। বাড়ি-ঘর প্লাবিত হওয়ার পাশাপাশি গো-চারণ ভূমি পানিবন্ধী হওয়ায় গো-খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, টানা বৃষ্টিপাত হওয়া ও পাহাড়ি ঢলের কারণে সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিন ধরেই নিয়মিত বৃষ্টি হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। 
গোলাপগঞ্জে টিলা ধসে ঘুমন্ত সাবেক শিক্ষকের মৃত্যু

গোলাপগঞ্জে টিলা ধসে ঘুমন্ত সাবেক শিক্ষকের মৃত্যু


গোলাপগঞ্জে ধসে পড়া টিলার মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন সাবেক শিক্ষক অপু পাল (৩০)। শনিবার ভোর রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার ছোট ভাই পাপ্পু পালও গুরুতর আহত হয়েছেন।

নিহত অপু লাল উপজেলার লক্ষনাবন্দ ইউপির চক্রবর্তী গ্রামের ডা. নকুল পালের ছেলে ও নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সাবেক শিক্ষক। বর্তমানে তিনি বেসরকারি এনজিও সংস্থা আশাতে কর্মরত ছিলেন।

জানা যায়, লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামের অপু লাল রায়ের ঘরে পাশেই একটি টিলা ছিল। গত দুই দিনের অব্যাহত বৃষ্টিতে শনিবার ভোর রাতে এই টিলার মাটি হঠাৎ ঘরের মধ্যে ধসে পড়ে। এতে ঘুমের মধ্যেই ঘটনাস্থলে প্রাণ হারান অপু লাল রায়। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়েছেন তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকু।
দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত, ২৬ মরদেহ উদ্ধার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত, ২৬ মরদেহ উদ্ধার


ভারতের পশ্চিম দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ নিহত হয়েছেন। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। 


শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি চার তলা বাণিজ্যিক ভবনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।এ পর্যন্ত ৪০ জনেরও বেশি লোক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।ভবনটির একটি তলায় এখনও তল্লাশি চালানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ভবন থেকে প্রায় ৬০-৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার বিভাগের কর্মকর্তারা জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশের ধারণা ভবনটির উপরের তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

সূত্র : এনডিটিভি
এভারেস্ট জয় করলেন সিলেটের আকি রহমান

এভারেস্ট জয় করলেন সিলেটের আকি রহমান


বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি (৩৯) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন। নেপাল সময় সকাল সাড়ে ৭টায় তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেন।

পবিত্র রমজান মাসে ৩৯ বছর বয়সী আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। নেপাল থেকে শেরপারা লন্ডনের চ্যানেল এস টেলিভিশনের হেড অব প্রগ্রাম ফারহান মাসুদ খানকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

আকি রহমান সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরের যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে বাড়ি তাদের। তিনি বিশ্বজুড়ে আকি রহমান নামেই পরিচিত। 

জানা যায়, জন্মসূত্রে আকি রহমান যদিও বাঙালি, তবে মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যের ইংল্যান্ডে। তার শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। ৫ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়। স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে আকি রহমান এবার এভারেস্ট জয়ের পথে যাত্রা করেন। পর্বতারোহী আকি রহমান তিন সন্তানের জনক। 

এর আগে আকি রহমান এক এক করে ছোট-বড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার হিমালয়ের মাউন্ট এভারেস্ট জয়ের পথে পা বাড়ান। ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা পাঁচ হাজার ৮৯৫ মিটার এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন তিনি। এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত চার হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক, যা মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ৩৮ মিটার ব্যবধান, ওই পর্বতটিও জয় করেন। 

একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫৬৪২ মিটার, তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান। 

এরপর ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি। যার উচ্চতা ছয় হাজার ৮৫৬ মিটার। 

আকি রহমান, প্রথম ব্রিটিশ মুসলিম বাংলাদেশি ও প্রথম সিলেটি, যিনি পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় যাবেন। অনেকেই এভারেস্টের বিভিন্ন বেজক্যাম্পে গেলেও এখন পর্যন্ত এভারেস্টের চূড়ায় কোনো ব্রিটিশ মুসলিম, ব্রিটিশ বাঙালি বা সিলেটের বাসিন্দা পায়ে হেঁটে যাননি বলে জানা গেছে। 

উল্লেখ্য, গত ১১ এপ্রিল আকি রহমান ওল্ডহ্যাম থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে  চ্যানেল এস-এর আরএফএস চ্যারিটির মাধ্যমে বিশ্বজুড়ে রিফিউজিদের সাহায্যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। 

Friday, 13 May 2022

বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকার মাঝি আব্দুস শুকুর

বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকার মাঝি আব্দুস শুকুর


বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আব্দুস শুকুর। আগামি ১৫জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি।

আজ শুক্রবার বিকেল থেকে শুরু হওয়ায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র আব্দুস শুকুরকে নৌকার প্রতীকের জন্য মনোনীত করা হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সাথে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৭জন। তাদের মধ্যে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বর্তমান মেয়র আব্দুস শুকুরের হাতে আবারও নৌকা তুলে দিয়েছেন। বর্তমান মেয়র আব্দুস শুকুর ছাড়াও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল হোসেন ও পাবেল মাহমুদ এবং ফ্রান্স প্রবাসী আলী হোসেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার মাঝি এলিম চৌধুরী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার মাঝি এলিম চৌধুরী


গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য এলিম চৌধুরী। আগামি ১৫জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতভাবে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

জান যায়, গত ২৯ জানুয়ারি প্রয়াত হন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী। তাঁর মৃত্যুতে উপজলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এই শূন্য পদে আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। 

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।