Tuesday, 1 November 2022

বুধবারীবাজার ইউনিয়নে ১নং ওয়ার্ডে রাস্তার উন্নয়নকাজ সম্পন্নঃ পরিষদের সবাই মিলে উদ্বোধন

বুধবারীবাজার ইউনিয়নে ১নং ওয়ার্ডে রাস্তার উন্নয়নকাজ সম্পন্নঃ পরিষদের সবাই মিলে উদ্বোধন


গোলাপগঞ্জের ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবহেলিত একটি কাঁচা রাস্তার উন্নয়নকাজ সমাপ্ত হয়েছে। ১নং ওয়ার্ডের কটলীপাড়া ফয়জুর রহমান মিয়ার বাড়ির নিকট হতে জীতেন্দ্র বিশ্বাসের বাড়ির নিকটবর্তী কালভার্ট পর্যন্ত ৫০মিটার দৈর্ঘের এ রাস্তাটির ইটসলিং-এর কাজ সম্পন্ন হয়েছে।

উন্নয়নকাজ সমাপ্ত হওয়ায় আজ (০১ নভেম্বর) দুপুরে গুরুত্বপূর্ণ এ রাস্তাটির উদ্বোধন করেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

উদ্বোধন শেষে তিনি বলেন, আমাদের নতুন পরিষদের প্রথম কাজ উদ্বোধন হওয়ায় আমরা সকলেই আনন্দিত। এসময় তিনি রাস্তাটির উন্নয়নকাজ দ্রুততার সহিত সফল ও সুন্দরভাবে সম্পন্ন করায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া নবনির্বাচিত পরিষদকে নিয়ে ইউনিয়নের সকল সমস্যা দূর করে মডেল একটি ইউনিয়ন গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রাস্তাটির উন্নয়নকাজের প্রকল্প সভাপতি, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-০১ এনাম উদ্দিন বলেন, বহুদিনের কাঙ্খিত এ রাস্তাটির উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় ওয়ার্ডবাসী খুশি হয়েছেন। নতুন পরিষদের প্রথম কাজ উদ্বোধন করায় তিনিও আনন্দ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব ফয়জুল ইসলাম ফয়েজ,  বিশিষ্ট মুরব্বী আসাব আলী, মাহবুবুর রহমান, সাবেক মেম্বার জামাল উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের সদস্য সামছুল ইসলাম কয়েছ, ৬নং ওয়ার্ডের সদস্য জাহেদুর রহমান মৌলা, ৭নং ওয়ার্ডের সদস্য উস্তার আলী, ৮নং ওয়ার্ডের সদস্য সালমান কাদের, ৯নং ওয়ার্ডের সদস্য হাবীবুর রহমান সারুক, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আফিয়া বেগম, ইউনিয়নের হিসাব সহকারী দেবাশিষ দেব, উদ্যোক্তা টিপু আহমদ, সমাজসেবী ফখরুল ইসলাম, বাইছ উদ্দিন, বিলাল উদ্দিন, আব্দুল মুনিম লুলু প্রমুখ।।

Saturday, 27 August 2022

গোলাপঞ্জের যুবককে বিয়ানীবাজারে মারধর: প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল

গোলাপঞ্জের যুবককে বিয়ানীবাজারে মারধর: প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মস্তাব উদ্দিন কামালের ছেলে সৈকত আহমদকে মিথ্যা অপবাদ দিয়ে বিয়ানীবাজারে মারপিটের ঘটনার প্রতিবাদে ও এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ ইউনিয়নবাসী। 

শনিবার সকাল সাড়ে ১১টায় চন্দরপুর মস্তফা কমিউনিটি সেন্টারের পাশে প্রথমে প্রতিবাদ সভা ও পরে এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি চন্দরপুর সেতুতে এসে শেষ হয়।

মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সভায় সমাজসেবী রফিক উদ্দিনের  সভাপতিত্বে ও রেজাউল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর,  সমাজসেবী আব্দুল হালিম লিপন, সাইদুল ইসলাম লাল, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, শিপু ইসলাম, খাইরুল ইসলাম, ইউপি সদস্য সালমান কাদের দিপু, আশরাফুল কবির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালের ছেলে সৈকত আহমদকে পরিকল্পিতভাবে একটি মহল হেয় প্রতিপন্ন করতে বিয়ানীবাজারের কয়েকজন সন্ত্রাসী দিয়ে মারধর ও হেনস্থা করেছে। এরপর তারা এই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেয়৷ এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করেনি।

বক্তারা অতিসত্বর এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির জোর দাবি জানান।

Monday, 22 August 2022

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, গোলাপগঞ্জে যুবদল কর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, গোলাপগঞ্জে যুবদল কর্মী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্লীল ভাষায় কটুক্তির অভিযোগে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন থেকে ছইফ উদ্দিন বাদশা (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছইফ উদ্দিন বাদশা উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত তেরাব আলীর পুত্র। সে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

Wednesday, 17 August 2022

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত



বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রোগমুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধা ৭টার সময় উপজেলাস্থ ঢাকাদক্ষিণ বাজারে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, সহ সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, সহ সভাপতি ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি  মশিকুর রহমান মহি, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম আলো, ছায়াদ আহমদ, হাজী আনওয়ার মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি কফিল উদ্দিন, সহ সভাপতি গোলাম কিবরিয়া, পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ সভাপতি মুছাব্বির আলী,  ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু মিয়া, সাধারন সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শিপন মনসুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজাহান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, উপজেলা বিএনপির সদস্য এহছান আহমদ, উপজেলা যুবদল নেতা জিয়াসহ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- বিএনপি নেতা আলহাজ্ব ক্বারী ফরিদ উদ্দিন আহমদ তকি।

Saturday, 13 August 2022

 গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত আব্দুল জলিল

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত আব্দুল জলিল


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল ।

বৃহস্পতিবার (১০ আগস্ট ) বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নব-নির্বাচিত সভাপতি ডাক্তার রঞ্জিত কুমার দে এর সভাপত্বিত্বে সভায় উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, নির্বাচিত অভিভাবক সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, নকুল রাম মালাকার, সেলিম আহমদ, কামরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হাই, শাহ আলম খান, মহিলা শিক্ষক প্রতিনিধি সর্নালী চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন।

ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আবদুল জলিল অত্র বিদ্যালয়ের সভাপতি, অধ্যক্ষ এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। 

Thursday, 11 August 2022

অসহায়দের মাঝে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র ১০ লক্ষ টাকা বিতরণ

অসহায়দের মাঝে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র ১০ লক্ষ টাকা বিতরণ


গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের মাধ্যমে ইউনিয়নব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করেছে সংগঠনটি।

নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে তরুণ সমাজকর্মী শিপু ইসলামের পরিচালনায় ও বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সামছুল ইসলাম, গহরুজ্জামান টুনুই, বাগিরঘাট ভিলেজ ট্রাস্টের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ, তারেক উদ্দিন, জামিল আহমদ আশু, শফিকুর রহমান প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মান্না আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য এনাম উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের সদস্য সামছুল ইসলাম কয়েছ, ৪নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান, ৫নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম এবং ৮নং ওয়ার্ডের সদস্য সালমান কাদের দিপু প্রমুখ।

বক্তারা বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের ভূয়সী প্রশংসা করে বলেন সূদুর প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় রয়েছে সংগঠনটির। ইউনিয়নের অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে নগদ অর্থ সহায়তা প্রদান করায় সংগঠনটির প্রত্যেক সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর প্রতি এ ট্রাস্টের সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তাগণ।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবী ইসলাম উদ্দিন, হিফজুর রহমান, জহির খান, খাইরুল ইসলাম, তারেক আহমদ, সুহেল আহমদ, রাদিস আহমদ-সহ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী, মুরুব্বিয়ান, যুবসমাজ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিতরণ অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার পরিবারকে ১হাজার টাকা করে মোট ১০লক্ষ টাকা বিতরণ করা হয়।



Sunday, 31 July 2022

বুধবারীবাজার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

বুধবারীবাজার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর


গোলাপগঞ্জ উপজেলার ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্যগণের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিদায়ী চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রদান করেন।

পরে নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন সদ্য বিদায়ী চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, সদ্য বিদায়ী চেয়ারম্যান এবং পরিষদের সকল সদস্য ইউনিয়নবাসীর জন্য কাজ করে গেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নসাধন হয়েছে। বক্তব্যে তিনি বলেন, ইউনিয়নের মধ্যে অতীতের অসম্পূর্ণ কাজগুলো করার প্রত্যয় আমাদের রয়েছে। ইউনিয়নের সমস্যা দূরীকরণ এবং উন্নয়নের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন গঠনের লক্ষে আমরা কাজ করে যাবো। এজন্য তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

বক্তব্যে বিদায়ী চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং নতুন পরিষদের মাধ্যমে ইউনিয়নবাসীর উন্নয়নসাধন হবে বলে বিশ্বাস রাখি। তিনি নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিনের ভূয়সী প্রশংসা করেন এবং পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করে যাওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি একটি সুন্দর মডেল ইউনিয়ন গঠনে চেয়ারম্যানের সঙ্গে সহযোগিতা পূর্বক কাজ করে যাওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিষদের সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বলেন ইনিয়নবাসীর চাহিদা আশা-আকাঙ্ক্ষা পূরণে চেয়ারম্যানকে কাজ করে যেতে হবে। ইউনিয়নের জনগণের বার্তা চেয়ারম্যানকেই পৌছাতে হবে এবং দাবী আদায়ের মাধ্যমে তাদের চাহিদা পূরণে কাজ করতে হবে। এসময় তিনি সকলের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ইউপি সদস্য-সদস্যাগণকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী সদস্য-সদস্যাগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর (অবঃ) ডাঃ এম, এ সালাম, সমাজসেবী দবির চৌধুরী, মাওলানা সামছুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকুর রহমান, হাজী টুনুই, রেজাউল কবির ও শিপু ইসলাম প্রমুখ ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ইউপি সদস্য মাওঃ সাব্বির আহমদ।

এসময় ইউনিয়নের যুবসমাজ, সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।