Tuesday, 20 December 2022

ট্রেনে কাটা পড়ে গোলাপগঞ্জের নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে গোলাপগঞ্জের নারীর মৃত্যু



সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর নাম রুশনা বেগম (৪০)। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় সিলেটের মোগলাবাজার স্টেশনের পার্শ্ববর্তী হরগৌরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুশনা বেগম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়া গ্রামের সোনাপাড়া ছওয়াব আলীর স্ত্রী।

স্থানীয় ও সিলেট রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশন থেকে সিলেটের দিকে যাচ্ছিল। গতকাল সন্ধ্যায় ট্রেনটি মোগলাবাজার স্টেশনের পার্শ্ববর্তী হরগৌরী এলাকায় পৌঁছালে রুশনা বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা–পুলিশ লাশটি উদ্ধার করে লাশের নাম-পরিচয় শনাক্ত করে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 
আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল



ফরাসি গণমাধ্যম এল একুইপের দাবি, ‘অতিরিক্ত আবেগী হয়ে গোলের আগে মাঠে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইন ফুটবলার। নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়ার কথা।’

ফিফার নিয়ম অনুযায়ী, কোনও গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগেই অতিরিক্ত খেলোয়াড় মাঠে তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠের যেখানে ছিলেন সেখান থেকে ফ্রি-কিকের মাধ্যমে খেলা শুরু হবে।

গোলটি ভারে চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়ের মাঠে ঢোকার বিষয়টি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি এল একুইপ।

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ‍রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হয়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১০৮ মিনিট গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। দুরন্ত আক্রমণে গোল দিলেন মেসি। 

লাউতারো মার্টিনেজের শট দারুণ ভাবে বাঁচিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারলেন না লরিস। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে জালে ঢুকে গেল হয়। ফ্রান্স অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভার-এর চিত্রে দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে ছিলেন। ফলে গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

তবে ফরাসি মিডিয়ার দাবি ওই গোলটি বাতিল করা উচিত ছিল। কারণ কী? গোলের আগেই নাকি আবেগী হয়ে মাঠে ঢুকে পড়েছিলেন বেঞ্চের দুই খেলোয়াড়! 

Saturday, 10 December 2022

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে নিহত ১

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে নিহত ১



হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে আ. শহিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আদিত্যপুর গ্রামে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আ.শহিদের ছেলে রোকন মিয়ার মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। এরই জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক আ.শহিদকে মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বলেন, ব্রাজিল- আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Tuesday, 6 December 2022

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা



দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।

আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু এ টিকা দেওয়ার কার্যক্রম। ষাটোর্ধ্ব মানুষ এ ডোজ আগে পাবেন।

এই টিকা দেওয়া কেন্দ্রের মধ্যে রয়েছে, সচিবালয়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও সরকারি কর্মচারী হাসপাতাল।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে। দ্রুত এ টিকা দেওয়া শুরু হবে।


গতকালের এক হিসেবে দেখা যায় দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ১০০ জন।

সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৬৫ হাজার ৩১৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪১৭ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ৭৯৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৮৩৬ জন।

২০২১ সালের ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৭৭৩ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৬১ লাখ ৭২ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ২৯৬ শিক্ষার্থী। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন তিন হাজার ৯০৪ শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের বিশেষ টিকার ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৪৭৪ জনকে। এখন পর্যন্ত এ টিকার প্রথম ডোজ পেয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৮১৬ শিশু। এ ছাড়া এখন পর্যন্ত ১০ লাখ ১২ হাজার ৮৭০ শিশুকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এখন পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৫ লাখ ৭০ হাজার ১২২ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে।তাদের মধ্যে বুস্টার ডোজ পেয়েছেন ১৪ হাজার ৪৮৯ জন। 
কুশিয়ারা নদীর ভাঙ্গনে নিঃস্ব কালিজুরী গ্রামের বহু পরিবার

কুশিয়ারা নদীর ভাঙ্গনে নিঃস্ব কালিজুরী গ্রামের বহু পরিবার



গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী-ছত্রিশ গ্রামে কুশিয়ারা নদীর ভাঙ্গনে নিঃস্ব হয়েছে বেশ কিছু পরিবার। প্রতি বছর নদী ভাঙ্গনের তীব্রতায় ভিটেমাটি হারাচ্ছেন অসহায়-দরিদ্র পরিবারগুলো। ভাঙ্গনের তীব্রতায় ইতোমধ্যে বিলীন হয়েছে বেশকিছু বাড়িঘর, দোকানপাট ও গোরস্থান। নিশ্চিহ্ন হয়েছে নদীপাড়ের প্রধান সড়ক।

সরেজমিনে গিয়ে দেখা যায় সম্প্রতি ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেছে বেশকিছু ঘরবাড়ি। আরো কিছু বাড়িঘর রয়েছে মারাত্মক ঝুঁকিতে।

বুধবারীবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামরুল হাছান টিপু জানান, চলতি বছরেই নদী ভাঙ্গনে ১০/১৫টি পরিবার নিঃস্ব হয়েছে। বর্তমানে তারা নিজেদের আত্মীয়স্বজন-পাড়াপ্রতিবেশির ঘরে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম কয়েছ জানান, এখানকার নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও বেশ কিছু পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। তিনি জানান, অতীতে নদী ভাঙ্গনের ফলে প্রায় ৪০/৫০টি পরিবার নিঃস্ব হয়েছে। বর্তমানে আরোও প্রায় ৩০/৩৫টি পরিবার মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

এব্যাপারে বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, আমাদের ইউনিয়নের কয়েকটি গ্রামে কুশিয়ারা নদী ভাঙ্গনের তীব্রতা ব্যাপক। তিনি বলেন, কালিজুরী অংশে নদীগর্ভে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বাড়িঘর। এতে সহায়সম্বলহীন হয়ে অন্যত্র আশ্রয় খোজছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তিনি জানান, কালিজুরী গ্রামের নদী ভাঙ্গন-সহ ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিজে এসে অবলোকন করেছেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। গত ২ ডিসেম্বর তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। আশা রাখি উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমাদের ইউনিয়নের সকল সমস্যা দূর হবে।

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু


হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমদ (৩২) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত রুবেল জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন।

Wednesday, 30 November 2022

এসএসসি পরীক্ষায় আরিফা জান্নাত মিতা'র জিপিএ-৫ অর্জন

এসএসসি পরীক্ষায় আরিফা জান্নাত মিতা'র জিপিএ-৫ অর্জন


সারাদেশে প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আরিফা জান্নাত মিতা। সে চন্দরপুর গ্রামের জেবুল মিয়া এবং জেলি বেগমের কন্যা।

মিতা গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাবলিক এ পরীক্ষায় সে জিপিএ-৫ অর্জন করে।

তার এ অর্জনে পরিবারবর্গ ও আত্মীয়স্বজনরা ব্যাপক আনন্দিত। তারা মেধাবী শিক্ষার্থী আরিফা জান্নাত মিতা'র উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেন।