Saturday, 24 December 2022

শ্রেষ্ঠ জয়িতার পদক পেলেন অধ্যাপক ডাঃ শামসুন্নাহার বেগম হেনা

শ্রেষ্ঠ জয়িতার পদক পেলেন অধ্যাপক ডাঃ শামসুন্নাহার বেগম হেনা



শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মেয়ে অধ্যাপক ডাঃ শামসুন্নাহার বেগম হেনা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে এবং ''জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক'' কার্যক্রমের আওতায় সফল নারী হিসেবে তাঁর হাতে এ সম্মাননা স্মারক ও সনদ তুলে দেয়া হয়।

গত ৯ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন প্রমুখ।

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ট জয়িতার পদক পাওয়া অধ্যাপক ডাঃ শামসুন্নাহার বেগম হেনা বেশ পরিচিত মুখ। একজন নারী হয়েও সব বাঁধ ভেঙ্গে উচ্চ শিক্ষা অর্জন শেষে সাফল্য ও সুনামের সহিত দীর্ঘদিন থেকে তিনি সিলেট নগরীতে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। বর্তমানে তিনি সিলেটের আল-হারামাইন হাসপাতালের চীফ কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। 

শামসুন্নাহার বেগম হেনা'র বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে। তাঁর পিতার নাম আমিন আলী, মাতা ফাতেমা বেগম। পরিবারে ৩ ভাই-বোনের মধ্যে শামসুন্নাহার বেগম হেনা বড় মেয়ে। সামাজিক অঙ্গনে ডাঃ শামসুন্নাহার বেগম হেনা ও তাঁর পরিবারের অবদান রয়েছে ব্যাপক। 

ব্যক্তিজীবনে ডাঃ শামসুন্নাহার বেগম হেনা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মেডিসিন প্রফেসর ডাঃ ইসমাইল পাঠোয়ারীর সহধর্মিণী। পারিবারিক জীবনে তিনি ১ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী। মেয়ে ডাঃ ইশরাত তাহসিন বিসিএস কমপ্লিট করে বর্তমানে সিলেটে স্কুল হেলথ মেডিকেল অফিসার পদে কর্মরত রয়েছেন এবং ছেলে আহমদ ইশতিয়াক গ্রাজুয়েশন শেষ করে ঢাকা মেডিকেল কলেজে উচ্চতর প্রশিক্ষণরত রয়েছেন।

Thursday, 22 December 2022

ঢাকাদক্ষিণ-সুনামপুর সড়কে পাহাড় ধসের শঙ্কাঃ ঘটতে পারে দুর্ঘটনা

ঢাকাদক্ষিণ-সুনামপুর সড়কে পাহাড় ধসের শঙ্কাঃ ঘটতে পারে দুর্ঘটনা


গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-সুনামপুর সড়কের রায়গড় নামক স্থানে কোনোরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় টিকে আছে পাহাড়ের একটি অংশ। যা যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, রায়গড়ের কালা মিয়ার ডাউন নামক স্থানে সড়কের পার্শ্ববর্তী একটি পাহাড়ের বড় একটি খণ্ড ধসে পড়ার অবস্থায় রয়েছে। ইতোমধ্যে পাহাড়ের একটি খণ্ড গাছাপালা-সহ সড়কের উপর চলে এসেছে। যা যেকোনো মুহুর্তে ধসে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে। 

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিপাত হলেই পাহাড়ের এ অংশটি ধসে পড়ে সড়কপথের যোগাযোগ বিচ্ছিন করার পাশাপাশি ঘটাবে দুর্ঘটনাও। পাহাড়ের ঝুঁকিপূর্ণ খণ্ডটি অপসারণ করে যেন বিপদমুক্ত করা যায় সেজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

এব্যাপারে কথা হলে গোলাপগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা অভিজিত চৌধুরী বলেন, ছবি দেখে পাহাড়ের একটি খণ্ড ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। বিপদের শঙ্কা থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।
আগামী জুন থেকে ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন চলবে

আগামী জুন থেকে ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন চলবে


আগামী বছরের জুন থেকে ঢাকা-সিলেট রুটে দ্রুতগ্রামীর ননস্টপ ট্রেন চালু হবে। এর মাধ্যমে ঢাকা থেকে সিলেটে যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সভা শেষে কমিটির সদস্য এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, ঢাকা থেকে সিলেটে যে কয়টা আন্তঃনগর ট্রেন চলাচল করে, সেগুলোর প্রচুর স্টপেজ থাকায় যাত্রীদের সময়ক্ষেপণ হয়। বিরতিহীন ও দ্রুতগতির ট্রেন চালু হলে সিলেট বিভাগের মানুষের ভোগান্তি অনেকটা কমে আসবে। তবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে একটি স্টপেজ রাখার কথা আলোচনা হচ্ছে।

সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি, মো. শফিকুল আজম খান এমপি, মো. সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী, বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি ও রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Tuesday, 20 December 2022

ট্রেনে কাটা পড়ে গোলাপগঞ্জের নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে গোলাপগঞ্জের নারীর মৃত্যু



সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর নাম রুশনা বেগম (৪০)। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় সিলেটের মোগলাবাজার স্টেশনের পার্শ্ববর্তী হরগৌরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুশনা বেগম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়া গ্রামের সোনাপাড়া ছওয়াব আলীর স্ত্রী।

স্থানীয় ও সিলেট রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশন থেকে সিলেটের দিকে যাচ্ছিল। গতকাল সন্ধ্যায় ট্রেনটি মোগলাবাজার স্টেশনের পার্শ্ববর্তী হরগৌরী এলাকায় পৌঁছালে রুশনা বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা–পুলিশ লাশটি উদ্ধার করে লাশের নাম-পরিচয় শনাক্ত করে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 
আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল



ফরাসি গণমাধ্যম এল একুইপের দাবি, ‘অতিরিক্ত আবেগী হয়ে গোলের আগে মাঠে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইন ফুটবলার। নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়ার কথা।’

ফিফার নিয়ম অনুযায়ী, কোনও গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগেই অতিরিক্ত খেলোয়াড় মাঠে তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠের যেখানে ছিলেন সেখান থেকে ফ্রি-কিকের মাধ্যমে খেলা শুরু হবে।

গোলটি ভারে চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়ের মাঠে ঢোকার বিষয়টি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি এল একুইপ।

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ‍রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হয়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১০৮ মিনিট গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। দুরন্ত আক্রমণে গোল দিলেন মেসি। 

লাউতারো মার্টিনেজের শট দারুণ ভাবে বাঁচিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারলেন না লরিস। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে জালে ঢুকে গেল হয়। ফ্রান্স অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভার-এর চিত্রে দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে ছিলেন। ফলে গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

তবে ফরাসি মিডিয়ার দাবি ওই গোলটি বাতিল করা উচিত ছিল। কারণ কী? গোলের আগেই নাকি আবেগী হয়ে মাঠে ঢুকে পড়েছিলেন বেঞ্চের দুই খেলোয়াড়! 

Saturday, 10 December 2022

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে নিহত ১

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে নিহত ১



হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে আ. শহিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আদিত্যপুর গ্রামে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আ.শহিদের ছেলে রোকন মিয়ার মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। এরই জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক আ.শহিদকে মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বলেন, ব্রাজিল- আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Tuesday, 6 December 2022

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা



দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।

আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু এ টিকা দেওয়ার কার্যক্রম। ষাটোর্ধ্ব মানুষ এ ডোজ আগে পাবেন।

এই টিকা দেওয়া কেন্দ্রের মধ্যে রয়েছে, সচিবালয়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও সরকারি কর্মচারী হাসপাতাল।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে। দ্রুত এ টিকা দেওয়া শুরু হবে।


গতকালের এক হিসেবে দেখা যায় দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ১০০ জন।

সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৬৫ হাজার ৩১৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪১৭ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ৭৯৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৮৩৬ জন।

২০২১ সালের ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৭৭৩ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৬১ লাখ ৭২ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ২৯৬ শিক্ষার্থী। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন তিন হাজার ৯০৪ শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের বিশেষ টিকার ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৪৭৪ জনকে। এখন পর্যন্ত এ টিকার প্রথম ডোজ পেয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৮১৬ শিশু। এ ছাড়া এখন পর্যন্ত ১০ লাখ ১২ হাজার ৮৭০ শিশুকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এখন পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৫ লাখ ৭০ হাজার ১২২ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে।তাদের মধ্যে বুস্টার ডোজ পেয়েছেন ১৪ হাজার ৪৮৯ জন।